নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

জুলাই বিপ্লবের পর ফের মুখোমুখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ!

০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১৩

আগামীকাল শহীদ নুর হোসেন দিবস কে কেন্দ্র করে ছাত্র জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ এবং জুলাই বিপ্লবের অন্যতম সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে।

আওয়ামী লীগের ফেইসবুক পেইজ থেকে সকল নেতাকর্মীদের মাঠে নামতে বলা হয়েছে। রবিবার বিকাল ৩ ঘটিকায় গুলিস্তান থেকে বর্তমানে ক্ষমতায় থাকা ইউনূস সরকার কে হটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে আনতে সমর্থকদের ঘর থেকে বের হয়ে আন্দোলনে শরীক হওয়ার আহবান জানানো হয়।

বর্তমান সরকারের প্রেস সচিবের পক্ষ থেকে আওয়ামী লীগের কর্মসূচি কে কঠোর ভাবে দমনের হুশিয়ারি দেয়া হয়। গণঅভ্যুথানের মাধ্যমে পতিত ফ্যাসিস্ট শক্তিকে কোনো মিছিল এবং সমাবেশ করতে দেয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী কে সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল কে রাজপথে মোকাবিলার জন্য বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ঢাকা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আওয়ামী লীগের বিচারের দাবীতে সমাবেশ এবং মিছিল করবে বলে জানা গিয়েছে। যে কোনো মূল্যে বাংলাদেশের মাটিতে পুনরায় ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে প্রতিহত করা হবে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা জানান।

জুলাই বিপ্লবের অন্যান্য সহযোগী সংগঠন বিএনপি, জামায়াত, গণ পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আগামীকাল কোনো কর্মসূচি দেয়া হয়েছে কিনা এখন পর্যন্ত জানা যায় নি।

আওয়ামী লীগের বর্তমানে জনসমর্থন নেই বললেই চলে। নেতাকর্মীরা ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর সারাদেশে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে বা বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে।আগামীকাল রাস্তায় নামার মতো সেই মানসিক শক্তি আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের জুলাই-আগস্টের মতো জনসমর্থন আছে কিনা আগামীকাল গণজমায়েতে সাধারণ মানুষের অংশগ্রহণের উপর নির্ভর করছে।

মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগ তাদের দলের অবস্থা বুঝার জন্যই কালকের কর্মসূচী দিয়েছে।

০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: জনতার কাতারে ছিলাম।অন্যায়কারী দের সাপোর্ট করি না।

২| ০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৪৮

তানভির জুমার বলেছেন: আওয়ামীলিগের কোন পোকাও কালকে মাঠে নামবে না। হুদাই কল রেকর্ড ফাস করে আর গোপন সংগঠনের মত ফেইসবুক পোস্ট দিয়েই তারা ক্ষান্ত থাকবে। ওদের কেন্দ্রীয় কার্যালয়ে এখন কুকুর পায়খানা করে। এত বড় সংগঠন গত তিন মাসে শুধু গোপালগঞ্জে একটা মিছিল আর আদালত পাড়ায় উকিলের পোশাক পড়ে ১৫ জনের একটা মিছিল। ঢাকায় এরা নাম প্রকাশ করতেও সাহস পাবে না।

কোন নূন্যতম সভ্য মানুষ আর যাই করুক অন্তত আওয়ামীলীগ করতে পারেনা।
কারন এই দলের আগা গোড়া পুরাটাই স্বৈরাচার ডাকাত চোর আর খুনি দিয়ে ভরপুর।

০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: সঠিক বলেছেন।

৩| ০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৩

Ruhin বলেছেন: আওয়ামী লীগের অনেক নিবেদিত কর্মী‌ও আছে যারা সৎ ,তবে এদের বেশিরভাগই উচ্চ কোন‌ পদ পায় না, সাধারণ সাপোর্টার হিসেবে থাকে। আমার এলাকার আওয়ামী লীগের কয়েকজন নেতা খারাপ ছিল না

০৯ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: সব দলেই ভালো খারাপ মানুষ আছেন।দলগুলো তাদের উপর নির্ভর করে বেঁচে থাকে। ক্ষমতায় গেলে তাদের ভুলে যায়৷

৪| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: জনতার কাতারে ছিলাম।অন্যায়কারী দের সাপোর্ট করি না। কিন্তু দেশে অনেক অন্যায়কারী আছে। তারা অন্যায়কারীদের সাপোর্ট করতেই পারে।

১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১৪

সৈয়দ কুতুব বলেছেন: কলেজের ছাত্র এবং মাদরাসার ছাত্রদের আন্দোলনের সময় মাঠে নামতে বলা সমাজের জন্য ভালো নয়।

৫| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওরা ফেসিস্ট ওদের বিচার হওয়া চাই, প্রকৃতিই ওদের আস্তাকুড়ে নিক্ষেপ করবে।

১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:২৮

সৈয়দ কুতুব বলেছেন: দেশে শান্তি ফিরে আসুক।

৬| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমার অভিমত, আগামীকাল সমাবেশ হবে না।
আলীগের সমাবেশ করার মতো পরিবেশ এখনো তৈরী হয়নি।
এখন সময় বিএনপি জামাতের।
সময় হলেই তারা সমাবেশ করবে।
এখন সমাবেশ করলে একতরফা মাইর খাবে মাত্র।

১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: রাখাল বালকের মতো হবে অবস্থা করবে; ইহা খতরনাক সংগঠন!

৭| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ২:০৩

প্রহররাজা বলেছেন: জামাত, হিজবুল, হেফাজত, বাম, সুশীল, ইউনুস, টোকাই মেধাবী, পিটার হাস, নারীবাদী, গাঞ্জুট্টি, কিশোর গ্যাং, শিল্পী সমিতি, সেনাবাহিনী--- সবাই মিলে আপ্রান চেষ্টা করছে লীগ কে সমাবেশ না করতে দিতে। এতেই বুঝা যায় লীগের শক্তি। ট্রাম্প আসায় ইউনুসের ফান্ডিং বন্ধ হলে বুঝা যাবে টাকার যোগান ছাড়া লীগকে কয়দিন ঠেকায়া রাখতে পারে।

১০ ই নভেম্বর, ২০২৪ রাত ২:০৯

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ সংশোধিত হয়ে না আসলে দেশের লাভ নেই। খারাপ কাজ করেছে তাই বিদায় বেলায় অপমানিত হয়েছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বিরোধী দল কে নিধনের পথ বেছে নিয়েছে। অথচ ৫০ ভাগ ভালো কাজ করলেই বাকা পথে ক্ষমতায় যাওয়া লাগতো না।

৮| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ২:৪২

কামাল১৮ বলেছেন: প্রশাসন নিরপেক্ষ না হওয়া পর্যন্ত সমাবেশ করা ঠিক হবে না।বিশেষ করে আর্মি।

৯| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত তিন মাসে মানুষ যেটি প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশা অনুযায়ী সবকিছু হয়েছে, এমন নয়। স্বপ্ন স্বপ্নের জায়গায়, সরকার সরকারের জায়গায় আর জনগণ জনগণের জায়গায় আছে।

আজ শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাসের কার্যক্রম প্রসঙ্গে শামসুজ্জামান দুদু এমন মন্তব্য করেন। তিনি আজ দুপুরে চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে এসে নেতা–কর্মী ও অনুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বাড়িসংলগ্ন রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

১০| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৮

মেঘনা বলেছেন: বৈষম্য বিরোধী সরকার ভারত সরকারের কাছে আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ দাবি করে না কেন ?

১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: এটা সম্ভব?

১১| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৪

আমি সাজিদ বলেছেন: আওয়ামী লীগ দাঁড়াতে পারবে বলে মনে হয় না। গুলি চালানোর পর নৈতিক অবস্থান নেই এই দলের। নেতাদের করাপশনের মুখোশ উন্মোচন হওয়ার পর কোন মুখে রাজনীতি করবে?
এদিকে,
বৈষম্যদের সাথে আর প্রাইভেটের/ স্কুলের / কলেজের / অন্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী নামবে না৷ বলা হয়ে থাকা মিটিকুলাসলি প্ল্যানড গুটি কয়েকজন হিজু উজিরের মধ্যে আটকে গেছে। বৈষম্য তাই শিবির/ জামায়াত/ ছাত্রদল/ বেকুব বাম থেকে ধার নিয়ে আর নিজেদের পাঁচশত লোক নিয়ে মহড়া দিবে। তবে পুলিশ আর সেনাবাহিনী থাকবে। শেষে কিছুই হবে না। আমি একশো ভাগ নিশ্চিত ট্রাম্পের ব্যানার আর আমেরিকার পতাকা হাতে মিছিল দেওয়ার নির্দেশের অডিও কলটা ডিপ ফেক হতে পারে৷ পুলিশ বেশ কয়েকজনকে আমেরকার পতাকাসহ গ্রেফতার করলো, এমন নাটক আওয়ামী সময়ে আমরা অনেক দেখেছি।



দেখেন, স্পষ্ট বলতে চাই : আওয়ামী পতনের পর আন্দোলন গুটি কয়েক হিজু উজিরের কাছে / জামায়াত বি টিমের কাছে বন্দী হয়ে গেছে। সাধারণ ছাত্ররা কয়েকদিন ভূমিকা রেখে বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে মেজবানি / কালচারাল প্রোগ্রামে মেতে আছে ( বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে কি হচ্ছে, পত্রিকা পড়লেই বোঝা যাচ্ছে)।

আর হিজু মাস্টাররা আগুন দেওয়া পুলিশ মারার বেফাঁস কথা বলে, আঙুল তুলে তুলে চোখ বড় বড় করে নিজেদের আগামী পঞ্চাশ বছরের জন্য দেশের মালিক মনে করছে। অথচ এখন দরকার ছিলো হাসপাতালে হাসপাতালে অভিযান। সিটি কর্পোরেশনকে ডেঙ্গির মেডিসিনের সঠিক ব্যবহার করতে বাধ্য করা, কোল্ড স্টোর/ বাজারে বাজারে অভিযান করে সিন্ডিকেট দমন করা। কিছুই হয় নাই।


আমি বলেছিই, এখনকার যুগের মানুষের মন দ্রুত মনোযোগ হারিয়ে ফেলে। দেখেন প্রায় একহাজার মানুষের মৃত্যুর পরেও বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টে কিভাবে মেজবানি/ কালচারাল প্রোগ্রাম আয়োজন করে?

১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: আমিও এরকম দুইটা প্রোগ্রামে গিয়েছি;আপনার কথা ঠিক আছে।

আওয়ামী লীগ দেখতে চাইছে প্রতিপক্ষ আগের মতো ইউনাইটেড কিনা।

১২| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কোনভাবেই আম্লিগকে দাড়াতে দেওয়া যাবেনা বেরুলেই পাছা লাল করে শ্রীঘরে পাঠাতে হবে।

১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: লাল করে দিছে!

১৩| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪১

আমি সাজিদ বলেছেন: তবে আমি জেনজি নিয়ে যতোটুকু বুঝলাম এরা কোন একক নেতাকে মানতে চায় না। দেখা যাক, এই কয়জন ফ্রন্টে থাকা ছেলেরা কতমাস বেলুনে বাতাস ধরে রাখতে পারে।

১৪| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৫

আমি সাজিদ বলেছেন: ব্লগে দুইজন বেবী বুমারসকে আমি ফলো করি। এর মধ্যে সোনাগাজী ক্যাচালবাজ হলেও কিছু কিছু জায়গায় এই নিক থেকে আসা কথাগুলো যুক্তিপূর্ণ। সে আগে থেকেই যা বলে যাচ্ছে এখনই তাই বলছে। তার মতাদর্শের পরিবর্তন হয় নাই। আমি তার মতাদর্শকে বিশ্বাস না করলেও তার নিকের স্ববিরোধী অবস্থান কম, এইটা স্বীকার করি।

আরেকজন, উনাকে নিয়ে আমিও বিশাল কনফিউজড। উনি কিছু একটা হারিয়েছেন। এখন তাই খুবই ভালনারেবল আদর্শগত অবস্থানের মধ্যে আছেন। উনার ব্লগেই আমি আগস্টের মাঝামাঝি সময় বিএনপি আর আওয়ামী লীগের সমালোচনা করে মন্তব্য করেছি। তখন উনি আমাকে ব্লক করেছেন। এখন উনি নিজেই হিজুদলের আকারে ইঙ্গিতে কথা বলেন।

দুই নিকের পেছনের মানুষ বা মানুষগুলো নিজেদের মতাদর্শের জন্য অন্যদের কাছ থেকে ভ্যালিডেশন চান। অবশ্য ফার্মার/ চাঁদগাজী/ সোনাগাজী নিকের তুলনায় অন্য নিকে এই আকুতিটা বেশী।

১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: আমার পক্ষে জুলাই আন্দোলন কে অসম্মান করা অসম্ভব।হয়তো রাস্তায় নামার পূর্বে আরো সময় নিয়ে সিদ্ধান্ত নেয়া যেত কিন্তু আমার কাজিনের পায়ে গুলি লাগা এবং মামার চোখের ছররা গুলি লাগা আমার জন্য সহ্য করা কঠিন ছিল।আমাদের আবেগের সুযোগ নিয়েছে একপক্ষ। ব্লগার সোনাগাজী একপক্ষ কে অন্ধ ভাবে সমর্থন করেন।এর যথেষ্ট কারণ আছে। যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম এদের পক্ষে আওয়ামী লীগ কে অসম্মান করা কঠিন। উনার সাথে আমার নানার মিল পাই।যত যাই হোক আমার নানা আওয়ামী লীগ সাপোর্ট থেকে বের হয়ে আসতে পারেন নি। অথচ আওয়ামী লীগের এক এমপি উনার জায়গা দখল করে নিয়েছে। বিশ্বাস বড়ো কঠিন জিনিস।

১৫| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪

ডার্ক ম্যান বলেছেন: আওয়ামী লীগ সবাইরে রাস্তায় নামায় দিছে। কিন্তু নিজেরা নামবে না।
১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন সারা দেশে।
বাংলাদেশে সামরিক শাসন জারি করার জন্য যা যা দরকার সবই করবে আওয়ামী লীগ।

১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: আর কি কি করবে তা নিয়ে ব্লগ লিখেন!

১৬| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৫

আমি সাজিদ বলেছেন: স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণজমায়েত কর্মসূচি চলছে।


রোববার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে এই কর্মসূচি শুরু হয়।


দুপুর ১২টার দিকে কয়েকশ লোককে গণজমায়েত কর্মসূচিতে দেখা গেছে। এই কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম উপস্থিত হয়েছেন।


কর্মসূচির শুরুতেই আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

কত জামায়েত জানার আগ্রহ। কয়েকশত? কয়েক হাজার? আমি কালবেলা থেকে কপি পেস্ট করলাম। কালবেলার রিপোর্ট খুব একটা ভালো না। মাঝে মাঝে মানুষের ফেসবুকের বাংলা স্ট্যাটাস প্রতিবেদনে ছেপে দেয়।

১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৯

সৈয়দ কুতুব বলেছেন: ৫/১০ হাজার হবে?

১৭| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৯

আদিত্য ০১ বলেছেন: এখন আওয়ামীলীগের সময় না, আওয়ামীলীগ এখন দল গুছাচ্ছে বা মনোযোগী হচ্ছে আর আজকের প্রোগ্রাম দিয়ে রাজনৈতিক মাঠে গ্লিচ দিয়ে দেখেছে, বলা যায় এইটা যাস্ট ট্রায়াল বা একটা কর্মসূচী দেওয়া দরকার তাই

এখন স্পষ্ট যে ঐ অছাত্র আন্দোলন ব্যানার আর মার্কেটে খাচ্ছে না, আজকে তাদের খুব জোর জবর দস্তি আর ভাড়া করে আর জামাত শিবিরের বিটিম দিয়ে সর্বসাকূল্যে ৫০০ জন্য আসছে, আস্তে আস্তে এদের পরিধী ছোট হয়ে আসবে, আগামী নির্বাচনে, বিএনপি যাবে আর ১/২ বছরে আওয়ামীলীগ অনেক নির্যাতিত হবে ও সুসংঘঠিত হবে, আগামী নির্বাচনের পরের নির্বাচনে আওয়ামীলীগ জনগনের অনেক সমর্থন আবার ফিরে পাবে, যেইটা পাচ্ছে বিএনপি ২০০১-২০০৬ এ সীমাহীন দূর্নীতি আর অপকর্ম করেও। এখন বিএনপির সময় আর আওয়ামীলীগের আন্দোলন ও প্রস্তুতির সময়

এই কর্মসূচী হল রাজনীতি মাঠ গরম করার, আজকে যাস্ট আওয়ামীলীগ একটা পরীক্ষামূলক কর্মসূচী দিয়েছে প্রস্তুতি ছাড়া, তবে আওয়ামীলীগ আগামী ৬ মাস বা ১ বছরে সবটুকু প্রস্তুতি নিয়ে ফিরবে

১০ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৮

সৈয়দ কুতুব বলেছেন: ৫/১০ হাজার হয় নাই?

১৮| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৯

আদিত্য ০১ বলেছেন: অছাত্র আন্দোলন বলার কারন হল, এইটা আগেই ডিজাইন্ড করা ছিলো, শিবির জামার কোমলমতিদের মাঝে মিশে সাধারন ছাত্রদেরকে পুলিশের সামনে দাড় করাইছে ও মারা হইয়েছে যাতে আরও সাধারন মানুস মাঠে নামে ও আরও মানুস মরে, আর সেটাই হইছে, এই আন্দোলনে যে আগেই ডিজাইন করা এইটা সমন্বয়ক নামক কিছুই হিজু আর শিবিরমনাগুলা কথায় স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে

১৯| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৫

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: ৫/১০ হাজার হয় নাই?
১ হাজার হইছে কিনা সন্দেহ

১০ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: মিডিয়া আগের ছবি দেখাচ্ছে তাহলে! বাংলাদেশের মিডিয়া আর ভালো হলো না।

২০| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫২

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: মিডিয়া আগের ছবি দেখাচ্ছে তাহলে! বাংলাদেশের মিডিয়া আর ভালো হলো না।

ফেইসবুকে অনেক ভিডিও পাবেন আর ছবিও পাবেন, আজকের প্রাপ্তি পুরুটাই আওয়ামীলীগের, এইটাই রাজনীতি, আমজনতা ভাবছে যে আওয়ামীলীগ মার খাইলো, আওয়ামীলীগ মাঠে নামতে পারলোনা, এইটা রাজনীতির অংক,

এইটা ১০০% শিউর থাকেন এই সরকার জনপ্রিয়তা কমছে আরও কমবে ও জন বিচ্ছিন্ন হবে অনেক কারনে, এরা ক্ষমতা মোহে আছে, আর সমন্বয়কদের কথায় এর পরে ১০০ লোকও আসবে না, দেইখেন এইটা বাস্তব,

আর এই সরকার কমপক্ষে ৫ বছর থাকার প্ল্যান করছে, এতে বিএনপির ক্ষতি, আওয়ামীলীগের লাভ, রাজনৈতিক গুলো ১ বছরের মধ্যে আওয়ামীলীগকে নিয়ে মাঠে নামবে, এইটা একদম সত্য, কারন এই সরকার যে প্রতিশ্রুতি নিয়ে এসেছিলো, সেইটা নাই, এদের মতলবে ঢুকেছে হিযবুত তাহরী আর জামাতের শয়তানি প্ল্যান, দেইখেন দেশ কোন দিকে যায়, কেউ যেন এই সরকার কে নিয়ে কিছু না বলতে পারে, সে জন্য ভয়ানক এক অধ্যাদেশ জারি করেছে

২১| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০৩

আমি সাজিদ বলেছেন: ভাই আদিত্য আরও ২০ বছর অপেক্ষা করুন। আর যাই হোক, আপনাদের জন্য কঠিন।

২২| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৪

আদিত্য ০১ বলেছেন: আমি সাজিদ বলেছেন: ভাই আদিত্য আরও ২০ বছর অপেক্ষা করুন। আর যাই হোক, আপনাদের জন্য কঠিন।
দেখা যাক, ২০ বছর কি ২ বছরই হয় কিনা, যাইহোক, তর্ক করে কিছুই না

২৩| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২৪

মিরোরডডল বলেছেন:





আমি সাজিদ বলেছেন: ব্লগে দুইজন বেবী বুমারসকে আমি ফলো করি। এর মধ্যে সোনাগাজী ক্যাচালবাজ হলেও কিছু কিছু জায়গায় এই নিক থেকে আসা কথাগুলো যুক্তিপূর্ণ। সে আগে থেকেই যা বলে যাচ্ছে এখনই তাই বলছে। তার মতাদর্শের পরিবর্তন হয় নাই। আমি তার মতাদর্শকে বিশ্বাস না করলেও তার নিকের স্ববিরোধী অবস্থান কম, এইটা স্বীকার করি।

I agree with you.
অনেকেই খেলাঘরকে হাসিনার দোসর বলে, আমি এ কথায় কোন যুক্তি খুঁজে পাইনি।
কারণ, একমাত্র খেলাঘরই হাসিনার শাসনামলেও সবসময় হাসিনার তীব্র সমালোচনা করেছে।
তার ভুলগুলো নিয়ে রেগুলার লিখেছে। হাসিনার পতনেও তার সাপোর্ট দেখেছি।
ব্লগে একমাত্র খেলাঘর যে আওয়ামীলীগের সাপোর্টার হওয়া সত্ত্বেও তাদের খারাপ কাজের ওপেন সমালোচনা করে।
উনি ছাড়া বাকি আওয়ামীলীগাররা অন্ধ ভক্ত, সমালোচনা নিতে পারেনা।

আরেকজন, উনাকে নিয়ে আমিও বিশাল কনফিউজড। উনি কিছু একটা হারিয়েছেন। এখন তাই খুবই ভালনারেবল আদর্শগত অবস্থানের মধ্যে আছেন। উনার ব্লগেই আমি আগস্টের মাঝামাঝি সময় বিএনপি আর আওয়ামী লীগের সমালোচনা করে মন্তব্য করেছি। তখন উনি আমাকে ব্লক করেছেন।

ইনি কে, বুঝতে পারলাম না।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.