নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে ইরান শংকিত কেন?

১০ ই নভেম্বর, ২০২৪ রাত ২:৫২


ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই মধ্যপ্রাচ্যের দেশ ইরান এবং ফিলিস্তিনের সংগঠন হামাসের উপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র । কাতারের দোহায় হামাসের সদর দপ্তর বন্ধ করে দেয়া এবং বসবাসরত হামাস নেতাদের দেশ থেকে বের করে দিতে কাতারকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র । যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব হামাস কে 'সন্ত্রাসী সংগঠন' হিসাবে দেখে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার অভিযোগ করা হয়েছে। শাকেরিতি নামে একজন আফগান নাগরিক ইরানের মদদপুষ্ট হয়ে নির্বাচনী সভা চলার সময় ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে বলে সে প্রতিবেদনে উল্লেখ করা হয়; একান্ন বছর বয়সী শাকেরিতি এখন ইরানে আছেন বলে ধারণা করা হয়। ইরান এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করে নি।

ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসায় ইরানের বিশ্লেষকরা আশংকা করছেন ইরানের তেল বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আসতে পারে। পারমাণবিক ইস্যুতে ট্রাম্প ইসরায়েল কে ব্যবহার করে সামরিক স্থাপনায় হামলা এবং সামরিক শীর্ষ স্থানীয় ব্যক্তিদের হত্যা করতে পারেন।

ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার কিছু সময় পর ডলারের বিপরীতে ইরানের মুদ্রার অবমূল্যায়ন ঘটে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসলে ইরানের খোমেনি রেজিমের বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নামতে পারে।

ইরানের একজন মুখপাত্র বলেছেন, আমেরিকার নীতি সব জায়গায় সমান নয়। পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের জন্য আমেরিকার নীতি ঢিলেঢালা কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর কেন এত নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে? ভবিষ্যতে ইরানের উপর হামলা চালানোর চেষ্টা করা হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ তার নিজ গন্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত তিন মাসে মানুষ যেটি প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশা অনুযায়ী সবকিছু হয়েছে, এমন নয়। স্বপ্ন স্বপ্নের জায়গায়, সরকার সরকারের জায়গায় আর জনগণ জনগণের জায়গায় আছে।

আজ শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাসের কার্যক্রম প্রসঙ্গে শামসুজ্জামান দুদু এমন মন্তব্য করেন। তিনি আজ দুপুরে চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে এসে নেতা–কর্মী ও অনুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বাড়িসংলগ্ন রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

২| ১০ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:৩৪

কামাল১৮ বলেছেন: ট্রাম্প এখনো রাষ্ট্রের কোন আদেশের ক্ষমতা রাখে না।জানুয়ারির ২০ তারিখে ক্ষমতা গ্রহন করবে।

১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:০৩

সৈয়দ কুতুব বলেছেন: ইরান ট্রাম্প ক্ষমতা নেয়ার আগেই শংকিত।

৩| ১০ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:২৯

প্রহররাজা বলেছেন: ট্রাম্প চেয়াবে বসার আগেই বাংলাদেশী মুস্লিমদের আত্মা শুকিয়ে গেছে।

১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩২

সৈয়দ কুতুব বলেছেন: এটা একটা কথা বললেন?

৪| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪৪

মেঘনা বলেছেন: ট্রাম্পের মেয়ে জামাই একজন ইহুদি

৫| ১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ট্রাম্প একগুয়ে কখন কি করে তার ঠিক নেই তাই ইরানের ভয় আছে।

১০ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩২

সৈয়দ কুতুব বলেছেন: পাগলা দাশু ট্রাম্প!

৬| ১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২

জুল ভার্ন বলেছেন: শুধু ইরান শংকিত নয়, ইন্ডিয়া ইজরায়েল, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টরা ছড়া প্রায় সবাই আতংকিত।

১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫০

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ বোকার রাজ্যে বসবাস করছে। বৃহৎ অংশ জনমতের বিরুদ্ধে কোন শক্তি যাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.