নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পরপর প্রশাসন সাজানোর কাজ শুরু করে দিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে আলোচিত ব্যক্তিদের নিয়োগ নিয়ে যেমন আলোচনা -সমালোচনা চলছে। তবে বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ট্রাম্পের প্রশাসনের যার নিয়োগ নিয়ে ঘরে-বাইরে একধরণের শঙ্কা দেখা দিয়েছে তিনি হলেন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সীর ডিরেক্টর তুলসী গ্যাবার্ড। যুক্তরাষ্ট্রের ১৭ টি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হেড হিসাবে নিয়োগ পেয়েছেন তিনি যার মধ্যে সিআইএ, নেভী, আর্মির মতো সংস্থা রয়েছে। তুলসী গ্যাভার্ডের রাজনৈতিক ক্যারিয়ার খুব চমকপ্রদ! তুলসী মূলত ডেমোক্রেট দলের একজন সক্রিয় রাজনীতি বিদ, কংগ্রেসের সদস্য হিসাবে পরিচিত ছিলেন। তবে সদ্য অনুষ্ঠিত হওয়া নির্বাচনে তিনি রিপাবলিক শিবিরে যোগ দিয়ে খুবই গুরুত্বপূর্ণ পদে মাত্র ৪৩ বছর বয়সে পদায়িত হন।তুলসী গ্যাবার্ড ভারতীয় বংশদ্ভূত কোনো হিন্দু নন। তার জন্ম আমেরিকার সামোয়াতে; গ্যাবার্ডের মা হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং নিজের সন্তানদের নাম হিন্দুদের মতো রাখেন। তুলসী গ্যাবার্ড সনাতন ধর্মের সংগঠন ইসকনের একনিষ্ঠ সমর্থক ও ভারতের বিজেপি সরকারের সাথে সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৫ সালে গ্যাবার্ডের বিয়েতে আরএসএসের মুখপাত্র রামমাধব নরেন্দ্র মোদীর পারসোনাল বার্তা পড়ে শোনান। গুজরাট দাঙ্গার কারণে নরেন্দ্র মোদী কে ভিসা না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন তুলসী গ্যাবার্ড।
২০২১ সালে বাংলাদেশে হিন্দু ধর্মের মন্দির ভাঙচুর,বাড়িঘরে হামলা ও দোকানে লুটপাটের ঘটনা নিয়ে টুইটারে বলেন, বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গেছে। জিহাদিদের এই বিশ্বাস, যে মন্দির ও মূর্তি জ্বালিয়ে দেওয়া এবং নষ্ট করলে তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন, আসলে দেখায় যে তারা ঈশ্বর থেকে কতটা দূরে। বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারের কাছে সময় এসেছে যে তারা হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধসহ সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণার জিহাদি শক্তির হাত থেকে রক্ষা করুক। উলেখ্য সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বর্তমানে ভারতে পলাতক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা!
ধারণা করা হচ্ছে, গ্যাবার্ড দায়িত্ব নিলে ভারতের পক্ষে ড. ইউনূসের সরকারের উপর চাপ ও অসহযোগিতা বাড়তে পারে। ভারত ড. ইউনূস সরকারের বিরুদ্ধে বিশ্ব ব্যাপী অপপ্রচার চালাচ্ছে। সংখ্যালঘু দের উপর নির্যাতন হচ্ছে ভারত বারবার এই ন্যারেটিভ বিশ্বকে দেয়ার চেষ্টা করে যাচ্ছে । যদিও বাংলাদেশ থেকে অপপ্রচারের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। জুলাই আন্দোলনে আমেরিকার মদদে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল রয়েছে এবং বাংলাদেশের সেনাবাহিনীর উপর প্রছন্ন প্রভাব ধরে রেখেছে। বর্তমান সরকারের উচিত ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ বৃদ্ধি ও বাংলাদেশের সঠিক পরিস্থিতি ব্রিফ করা যাতে আমেরিকা কোনো প্রকার অপপ্রচারে প্রভাবিত হওয়া থেকে বিরত থাকে।
আজ ব্রিটেনের প্রতিনিধি দল ড.ইউনূস কে নির্বাচন কালীন রূপরেখা ও সংস্কারের বিষয়ে দ্রুত উদ্যোগ নেয়ার আহবান জানান। ব্রিটেন মনে করে বর্তমান সরকার আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে।
১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২০
সৈয়দ কুতুব বলেছেন: মিক্স! চট্টগ্রাম নিয়ে ভারতের মিডিয়ার বকবকানি ভালো চোখে দেখছি না। নুর হোসেন দিবসে ট্রাম্পের সমর্থক ( আদৌতে লীগ) দের নাকি নির্যাতন করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রধান নিউজ ছিল এই ঘটনা। যতটুকু ঘটেছে তার সাথে আরো বাড়িয়ে বলা হয়েছে।
২| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৩
সোনাগাজী বলেছেন:
তুলসী সেনা বাহিনীতে ছিলো, ট্রাম্পের মতোই মিথ্যুক। মনে হয় না, সে ট্রাম্পের সরকারে ৪ বছর টিকবে।
১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২১
সৈয়দ কুতুব বলেছেন: বাশার আল আসাদের সাথে দেখা করেছে। এই বিষয়টি ভালো ভাবে নিতে পারছি না। বাশার আল আসাস খুনি।
৩| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
নান্দাইলের ইউনুছ বলেছেন:
আমি শুনেছি তিনি ইসকনের একজন সদস্য।
১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮
সৈয়দ কুতুব বলেছেন: তা আর বলতে! তাড়াতাড়ি টিভি খুলে বসে পড়েন। আপনার মিতাকে আজ দেখাবে ৭টায়।
৪| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
তানভির জুমার বলেছেন: এই কু মহিলা ইসকনের সদস্য। চরম মিথ্যাচার করে। বাংলাদেশের বিরোদ্ধে ২০২১ সালে মিথ্যা বক্তব্য দিয়েছে। খুনি হাসিনা এইসব বক্তব্যের কোন প্রতিবাদ করেনি। গত বছরও ট্রাম্পের চরম বিরোধিতা করেছে। সে দলছুট নেতা গত ১০ বছরে ৪ বার দল বদল করেছে।
১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: ইসকনের সদস্য এটা বড়ো সমস্যা না। ড. ইউনূসের উচিত দ্রুত নির্বাচন দেয়া। সংস্কার হবে না উনার সরকারের দ্বারা। ভয় পায় সমালোচনা।
৫| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৩
মিরোরডডল বলেছেন:
শিরোনাম ঠিক করে নিবে।
ট্রামের না, ট্রাম্পের হবে।
১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ!
৬| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
রাকু হাসান বলেছেন:
আপনি ব্লগার,সংবাদকর্মী নাকি প্রচারক? নাকি অন্য কিছু । জানোর ইচ্ছা থাকলে জানাতে পারেন । তাহলে সুবিধা হয় আপনার ব্লগ পড়তে।
১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: আপাতত ব্লগ লিখছি।
৭| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
ঊণকৌটী বলেছেন: ইসকন ভারতীয় নয়, আমেরিকান ইন্টারন্যাশনাল সনাতন ধর্মীয় সংস্থা, তুলসী উহার একজন সক্রিয় সদস্যদের একজন, আমেরিকান গোয়েন্দা বিভাগের প্রধান হতে চলেছেন, তো উনাকে মেনে না চললে দেশ টাকে সিরিয়া ইমেনেন বানাতে বেশী সময় লাগবে না |
১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০১
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা যখন ২০০৯ সালে ক্ষমতায় আসে তখন উনার মাথায় থাকা উচিত ছিলো ২০০১-২০০৬ সালের জংগী তৎপরতার কথা। বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের ছাত্র শাখা গুলো ২০০১ সালের পর থেকে স্কুল ও কলেজ পর্যায়ে তাদের কার্যক্রম বৃদ্ধি করেছে। দুঃখের বিষয় শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গিনিপিগ বানিয়ে ছাত্রদের উপর নতুন শিক্ষা পদ্ধতি চাপিয়ে দেন। এতে শিক্ষার্থীরা প্রাইভেটের পড়তে বাধ্য হয়। এডমিশন কোচিং ও সাধারণ কোচিংয়ের ম্যাক্সিমাম টিচার ইসলামিক রাজনৈতিক দলের সদস্য ছিলো।
২০২৩ সালের নতুন ক্যারিকুলাম আরো জঘন্য। তাই দেখে অধিকাংশ বাবা মা ছেলে মেয়েদের ক্যাডেট মাদরাসায় দেয়। ক্যাডেট মাদরাসায় কি পড়ায় তা নিয়ে আমি লিখবো হয়তো কোনদিন। এসব কিছু মেটিকুলাস প্লানের অংশ।
৮| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৭
প্রামানিক বলেছেন: বিপদ
১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১১
সৈয়দ কুতুব বলেছেন: সাধারণ মানুষ হিসাবে আমরা অসহায়।
৯| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৯
কামাল১৮ বলেছেন: এই মহিলা ইসকনের সাথে যুক্ত।আমি তাকে হরে কৃষ্ণ হরে রাম গাইতে শুনেছি।হাজারি গলিতে যা যা হয়েছে বিস্তারিত সে বলেছে এবং তার জবাব সে দিবে এটাও সে বলেছে।
১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১২
সৈয়দ কুতুব বলেছেন: জবাবের অপেক্ষায় রইলাম। তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চইলা যাক যুনুছ সাহেব।
১০| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৮
কামাল১৮ বলেছেন: ইউনুস জঙ্গিদের উপর ভর করেছে।তার পরিনতি খারাপ ছাড়া ভালো হবে না।গাজী সাহেবের দৃষ্টিতে সবথেকে বড় জ্ঞানী লোক ইউনুস।এই আন্দোলনের মাষ্টার মাইন্ড ইউনুস।সে খিলাফত কায়েম করতে চায় পাকিদের সহযোগিতায়।
১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৩
সৈয়দ কুতুব বলেছেন: জংগী সমস্যা বাংলাদেশ থেকে যাবে না। ইসলামিক দেশ গুলো জংগী লালন পালনে টেকা পাঠায় বাংলাদেশ্ব। আপনি যাদের কথা জংগী বলছেন তাদের একটা কাউন্টার ফোর্স শেখ হাসিনা তৈরি করে যেতে পারলে এদের প্রভাব কমে যেত।
১১| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০১
ঊণকৌটী বলেছেন: যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন হোক এবং বিএনপি কে ক্ষমতায় বসিয়ে শান্তি শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা হোক, অন্যথায় দেশটি চরম দুর্ভিক্ষ এর পাল্লায় পড়বে |
১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:০৫
সৈয়দ কুতুব বলেছেন: সহমত ব্লগার।
১২| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৩৬
ক্লোন রাফা বলেছেন: আমেরিকার মত দেশের সরকার শেখ হাসিনা বা ড. ইউনুসের জন্য পৃথক কোন পদক্ষেপ নেওয়ার জন্য উদগ্রীব নয়। এখানে যদি প্ররোচিত করতে হয় সোজা কথায় লবিং করে প্রচুর অর্থ ব্যায় করতে হবে । অন্যথায় তাদের আন্চলিক স্বার্থ থাকতে হবে।
টাকার কাছে কাঠের পুতুল’ও কথা বলে / ট্রাম্পের চরিত্র’তো ভালো করেই জানা পৃথিবির মানুষের কাছে।
১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: ইউনূস সরকারের সংস্কার আমার চোখে পড়ছে না। আইন পরিস্থিতি অনেক খারাপ। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে।
১৩| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ২:৪১
আহরণ বলেছেন: বুঝে, না বুঝে.............. টং দোকানে হৈু চৈ চলছে............ @ ভাইয়া?
১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: একমত!
১৪| ১৮ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:৫১
আহরণ বলেছেন: তুলসী গ্যাবার্ড শতভাগ সত্য কথা বলেছেন। সুদ-ইউনুস ৭১ এর বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায়......., সন্দেহ আছে @ ভাইয়া?
১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: মহাজন ইলেকশন দিয়ে ফুটে যাক!
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১২
সোনাগাজী বলেছেন:
নীচের বাক্য কি আপনার, নাকি এই লেখাটা অন্য কোন লেখকের?
"ভারত ড: ইউনুসের সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী অপ্রচার চালাছে।"