নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
গতকাল বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ভারতীয় মিডিয়া দ্যা হিন্দু তে একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সে সাক্ষাৎকারে উপস্থাপক প্রধান উপদেষ্টা কে প্রশ্ন করেন, আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে? ড. ইউনূস উত্তর দেন, ' হ্যা' আমাদের তাতে আপত্তি নেই। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। বিএনপির দাবীকে পাশ কাটিয়ে সরকার ব্যতিক্রম কিছু করতে চায় না।
জাবিতে একটি অনুষ্ঠানে সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করেন কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগ কে নিষিদ্ধ করতে চান না।বিভিন্ন দেশের দূতাবাসও আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার বিপক্ষে বলে আসিফ অভিযোগ করেছেন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম বারবার সরকার কে হুশিয়ারি দিচ্ছে আওয়ামী লীগ কে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। একই সাথে ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগ কে নিষিদ্ধ করতে হবে। তাদের অভিযোগ বিএনপি আওয়ামী লীগ কে পুনর্বাসন করতে চায় রাজনীতিতে। বিএনপি তলে তলে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে জুলাই বিপ্লবের শহীদের সাথে বিশ্বাসঘাতকতা করছে!
বিএনপি কি আসলেই আওয়ামী লীগ কে পুনর্বাসন করতে চায়? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম থেকেই আওয়ামীলিগের পলাতক এমপি ও শেখ হাসিনার বিচার চেয়ে আসছেন। তবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিষিদ্ধ করার বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেনি। মির্জা ফখরুল বলেছেন, তার দল বিএনপি আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার কেউ নন । জনগণ রায় দিবে যে তারা আওয়ামী লীগ কে চায় কি চায় না! বিএনপি ফাঁকা মাঠে গোল দিতে রাজি নয়। অন্যান্য নেতাদের মুখ থেকেও একই ধরণের কথা শোনা যাচ্ছে।
বিএনপি যদি আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার পক্ষে মত দিতো তাহলে কি সরকার আওয়ামী লীগ কে নিষিদ্ধ করে নির্বাচনে আসতে বাঁধা দিতো? এর উত্তর মূলত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের কথায় পাওয়া যায়। সরকার গঠনের পরপর আমেরিকা সকল রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সমাবেশ ও নির্বাচনে অংশ নেয়ার জন্য ইউনূস সরকার কে আহবান জানান। ব্রিটেনের প্রতিনিধি দল সবার অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়ার পরিকল্পনা ঘোষণা করার জন্য ড.ইউনূসকে আহবান জানান। অন্যান্য দেশের দূতাবাস গুলো মনে করে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে বর্তমান সরকার তাদের দায়িত্ব সুষ্ঠু ভাবে পালন করবে।
বিএনপি আওয়ামী লীগের হাতে বিগত ১৬ বছরে সবচেয়ে বেশি নির্যাতিত একটি দল। বড়ো নেতারা শেখ হাসিনার সরকারের সাথে লিঁয়াজো করে চললেও সাধারণ মাঠ পর্যায়ের নেতারা ছিলেন পলাতক, মামলার আসামী ও ঘরবাড়ি ছাড়া। এমতাবস্থায় বিএনপির উদারতা দেখানোর কারণ মূলত বৈদেশিক চাপ! বিএনপি ভারত ও আমেরিকা সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে আলোচনা করেছে। সবাই কে নিজের ফেভারে রাখার জন্য বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কৌশল অবলম্বন করছে। আবার বিএনপি মাইনাস টু ফরমুলা নিয়ে চিন্তিত। বর্তমান সরকার যদি কোনো অজুহাতে বিএনপিকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করে দেয় তবে তাদের অসংখ্য নেতাকর্মী বিপদে পড়বে।
বিএনপি ছাত্র আন্দোলনের বিভিন্ন গ্রুপের মধ্যে সবার সম্পর্কে সঠিক ধারণা রাখে না। বিএনপির ধারণা ছাত্রদের ভিন্ন কোনো এজেন্ডা থাকতে পারে । যদি ছাত্ররা বিএনপির কোনো ক্ষতি করতে চায় তারজন্য বিএনপি রাস্ট্রপতি অপসারণ ও সংবিধান বাতিলের প্রশ্নে ছাত্রদের বিরুদ্ধে মতামত দেয়। বিএনপি মনে করে ৭২'র সংবিধান বহাল থাকলে এবং রাষ্ট্রপতি অপসারিত না হলে বর্তমান সরকার চাপে থাকবে।
মির্জা ফখরুল ইসলাম তার এক জনসভায় বলেছেন, এদেশে গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না। মির্জা আব্বাস বলেছেন বিএনপি কে মাইনাস করার চিন্তা করবেন না, বিএনপির শিকড় এখন আরো গভীরে। অর্থাৎ এক ধরণের শঙ্কা বিএনপির মধ্যে শুরু থেকেই ছিলো। অথচ বাংলাদেশের বুদ্ধিজীবী, সুশীল ও ছাত্রদের আন্দোলনে অভিভূত সাধারণ মানুষের একটি অংশ আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপির উপর সব ক্ষোভ উগড়াচ্ছে। বিদেশি রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সরকারের সাথে ঘন ঘন যোগাযোগ যেন তারা দেখেও দেখেন না।
২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: আমরা আপাতত দর্শক!
২| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০
সোনাগাজী বলেছেন:
বাংগালী জাতির দু:খের কারণ হচ্ছে, আইয়ুব, ইয়াহিয়া, জিয়া ও এরশাদ। বিএনপি ও জাপা মিলিটারীর অপসৃষ্টি।
২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: আত্নভোলা বাঙালির তাতে বয়ে গেল। দেখেন না জুলাই-আগস্ট মাসে কত প্রাণ ঝরল কিন্তু নভেম্বর আসতে না আসতেই আমরা সব ভুলে নিজেদের মধ্যে কাইজ্যা করছি।
৩| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩
কামাল১৮ বলেছেন: সরকারের এক অংশ বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।পালের গোদা আবোলতাবল বকছে।তার অনেক কথাই স্ববিরোধী।
২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: সে একজন পালনবাদী সক্রেটিস!
৪| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২৯
সাইফুলসাইফসাই বলেছেন: পড়লাম
২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ
৫| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১১
মেঠোপথ২৩ বলেছেন: বিএনপির চোখে মুখে লোভ আর লালসা বড় স্পষ্টভাবে ফুটে উঠেছে। হাজার কোটি টাকার ভাগ চায় তারা।
২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:২০
সৈয়দ কুতুব বলেছেন: কে চায় না? এখন উপদেষ্টা দের পকেটে টাকা ঢুকছে। এত রদবদল সব কি সুপারিশ ও লেনদেন ছাড়া নাকি? বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। যদিও ক্যান্টনমেন্টে জন্ম তবুও অন্য কোন দল থেকে ভালো হবে। জামাতার সঙ্গ ছাড়তে পারলে বাইরেএ দেশে গ্রহণযোগ্যতা বাড়বে।
৬| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ২:০৪
নান্দাইলের ইউনুছ বলেছেন:
বস্তুত ১৫ই আগস্ট ১৯৭৫ সাল বাংলাদেশকে নিদারুণ খারাপ পরিস্থিতির দিকে নিয়ে গেছে ।
সেটার খেসারত দিতে হবে যুগ যুগ ধরে।
২১ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: আপনার মিতা অনেক বিরক্ত সাধারণ মানুষের উপর!
৭| ২১ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:০৮
কামাল১৮ বলেছেন: সে সক্রিটিসের পশমের যোগ্য না।
২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:০০
সৈয়দ কুতুব বলেছেন: সে উর্দুভাষী সক্রেটিস
৮| ২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:৫৩
নান্দাইলের ইউনুছ বলেছেন:
আমার মিতার বিদায়টা সম্ভবত খুব একটা সুখের হবে না।
উনি অন্যায়কে সাপোর্ট করে ক্ষমতায় এসেছেন।
২১ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:০০
সৈয়দ কুতুব বলেছেন: সে দিকেই যাচ্ছে।
৯| ২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৫
রাজীব নুর বলেছেন: গত পনের বছর বিএনপি ভয়াবহ অবস্থা গেছে। সামনে বুঝি তাদের ভালো সময় আসছে।
২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
সৈয়দ কুতুব বলেছেন: নির্বাচন হয় কিনা তাই বুঝা যাচ্ছে না!
১০| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৩
আদিত্য ০১ বলেছেন: বিএনপি জয়ী হবে, তবে নির্বাচন যে কবে সেইটা এখন দেখার ব্যাপার
২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: আমি চাই গণতান্ত্রিক দল আসুক। খারাপ কাজ করলে আমরা চাপের উপর রাখবো। ইসলামিক দল চাচ্ছি না ক্ষমতায় যাক । আর বৈষম্য বিরোধী রা রাজনৈতিক দল করলে আগে তাদের গঠন তন্ত্র দেখতে হবে যে এরা কি টাইপের দল ! কারণ তাদের একটি সংবাদ সম্মেলনে আমি গিয়েছিলাম ঢাবিতে! তারা নতুন প্রক্লেমেশন অব রিপাবলিক ঘোষণা করতে চায়। কথা হলো রিপাবলিক দুই ধরণের একটা ইসলামিক রিপাবলিক অন্যটা হলো ডেমোক্রেটিক রিপাবলিক ! তারা কোনটা চায় ক্লিয়ার করে বলে নাই।
১১| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৭
আদিত্য ০১ বলেছেন: বৈষম্য বিরোধীদের মধ্যে আমার যতটুকু ধারনা হিজবুতের লোকজন আছে আর শিবিরমনা আছে বেশি, তারা ইসলামিক রিপাবলিক চায়, তাদের কথায় বুঝা যায়,
আপনার মত আমিও ইসলামিক দল সমর্থন করিনা, জামাত কিংবা অন্য কোন ইসলামিক দল, এর চাইতে বিএনপি আসুক তাও ভালো
২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:০৩
সৈয়দ কুতুব বলেছেন: এরা ক্ষমতায় গেলে অসংখ্য নারী পুরুষ দেশ ছাড়া লাগবে। ইন্টেলেকচুয়াল ভাবে এরা মানুষকে শরীয়াহ প্রথার প্রমোশন করছে। ২০১৯ সালের পর থেকে বেড়ে গিয়েছে এসব।
১২| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১০
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: এরা ক্ষমতায় গেলে অসংখ্য নারী পুরুষ দেশ ছাড়া লাগবে। ইন্টেলেকচুয়াল ভাবে এরা মানুষকে শরীয়াহ প্রথার প্রমোশন করছে। ২০১৯ সালের পর থেকে বেড়ে গিয়েছে এসব
ভাইরে ধর্ম ব্যবসায়ী এরা, এরা কতটা ভয়ংকর সেইটা ২০০১-২০০৬ এ জংগী উত্থান হইছিলো এইসব ইসলামীক দলের ধর্ম ব্যবসা করে রাজনীতি ও ক্ষমতা থাকার কারনে। আমি ২০০১-২০০৬ এর ৬৩ জেলা বোমা হামলা দেখে বুঝি এরা কত ভয়ংকর, বিএনপি জামাত ঘেষা থেকে দূরে থাকলে ভালো, বিএনপি জয়ী হোক
২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১৪
সৈয়দ কুতুব বলেছেন: এখানে কথা আছে! জংগী সমস্যা সমাধানের জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় বসায় পশ্চিমা শক্তি। তিনি কি করেছেন? জংগী নিয়ে নাটক করে নিরীহ মানুষকে ফাঁসিয়েছেন। শিক্ষা ব্যবস্থার লবডংকা হওয়ার কারণে এসব দমন করা যাচ্ছে না।
১৩| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩২
আদিত্য ০১ বলেছেন: ২০০১-২০০৬-এ ইন্টারনেটের এক্সিছিবিলিটি এখনকার মত ছিলোই না, সোশাল মিডিয়ায়ও ছিলো না, ২০০১-২০০৬ এ তারেক আর বিএনপি দুর্নীতি ও অপশাসনের কিছু পেপার কাটিং পাওয়া যায়, বিএনপি আসলে এগুলা হবে
আসলে দেশের মানুসের আশা কোন দিন প্রতিফলন কোথাও হবে না। আর জামাত তো ইসলামকে বেচে খাইতো ২০০১-২০০৬ জামাত জোট সঙ্গী হয়ে সৌদি আরব থেকে এতিমের জন্য পাঠানো টাকাও সরায়ে ফেলছিলো
২০০১-২০০৬-এ ইন্টারনেটের এক্সিছিবিলিটি এখনকার মত ছিলোই না, সোশাল মিডিয়ায়ও ছিলো না, ২০০১-২০০৬ এ তারেক আর বিএনপি দুর্নীতি ও অপশাসনের কিছু পেপার কাটিং পাওয়া যায়, বিএনপি আসলে এগুলা হবে
আসলে দেশের মানুসের আশা কোন দিন প্রতিফলন কোথাও হবে না। আর জামাত তো ইসলামকে বেচে খাইতো ২০০১-২০০৬ জামাত জোট সঙ্গী হয়ে সৌদি আরব থেকে এতিমের জন্য পাঠানো টাকাও সরায়ে ফেলছিলো
২০০১-২০০৬-এ ইন্টারনেটের এক্সিছিবিলিটি এখনকার মত ছিলোই না, সোশাল মিডিয়ায়ও ছিলো না, ২০০১-২০০৬ এ তারেক আর বিএনপি দুর্নীতি ও অপশাসনের কিছু পেপার কাটিং পাওয়া যায়, বিএনপি আসলে এগুলা হবে
আসলে দেশের মানুসের আশা কোন দিন প্রতিফলন কোথাও হবে না। আর জামাত তো ইসলামকে বেচে খাইতো ২০০১-২০০৬ জামাত জোট সঙ্গী হয়ে সৌদি আরব থেকে এতিমের জন্য পাঠানো টাকাও সরায়ে ফেলছিলো
২০০১-২০০৬-এ ইন্টারনেটের এক্সিছিবিলিটি এখনকার মত ছিলোই না, সোশাল মিডিয়ায়ও ছিলো না, ২০০১-২০০৬ এ তারেক আর বিএনপি দুর্নীতি ও অপশাসনের কিছু পেপার কাটিং পাওয়া যায়, বিএনপি আসলে এগুলা হবে
আসলে দেশের মানুসের আশা কোন দিন প্রতিফলন কোথাও হবে না। আর জামাত তো ইসলামকে বেচে খাইতো ২০০১-২০০৬ জামাত জোট সঙ্গী হয়ে সৌদি আরব থেকে এতিমের জন্য পাঠানো টাকাও সরায়ে ফেলছিলো
২০০১-২০০৬-এ ইন্টারনেটের এক্সিছিবিলিটি এখনকার মত ছিলোই না, সোশাল মিডিয়ায়ও ছিলো না, ২০০১-২০০৬ এ তারেক আর বিএনপি দুর্নীতি ও অপশাসনের কিছু পেপার কাটিং পাওয়া যায়, বিএনপি আসলে এগুলা হবে
আসলে দেশের মানুসের আশা কোন দিন প্রতিফলন কোথাও হবে না। আর জামাত তো ইসলামকে বেচে খাইতো ২০০১-২০০৬ জামাত জোট সঙ্গী হয়ে সৌদি আরব থেকে এতিমের জন্য পাঠানো টাকাও সরায়ে ফেলছিলো
২০০১-২০০৬-এ ইন্টারনেটের এক্সিছিবিলিটি এখনকার মত ছিলোই না, সোশাল মিডিয়ায়ও ছিলো না, ২০০১-২০০৬ এ তারেক আর বিএনপি দুর্নীতি ও অপশাসনের কিছু পেপার কাটিং পাওয়া যায়, বিএনপি আসলে এগুলা হবে
আসলে দেশের মানুসের আশা কোন দিন প্রতিফলন কোথাও হবে না। আর জামাত তো ইসলামকে বেচে খাইতো ২০০১-২০০৬ জামাত জোট সঙ্গী হয়ে সৌদি আরব থেকে এতিমের জন্য পাঠানো টাকাও সরায়ে ফেলছিলো
২০০১-২০০৬-এ ইন্টারনেটের এক্সিছিবিলিটি এখনকার মত ছিলোই না, সোশাল মিডিয়ায়ও ছিলো না, ২০০১-২০০৬ এ তারেক আর বিএনপি দুর্নীতি ও অপশাসনের কিছু পেপার কাটিং পাওয়া যায়, বিএনপি আসলে এগুলা হবে
আসলে দেশের মানুসের আশা কোন দিন প্রতিফলন কোথাও হবে না। আর জামাত তো ইসলামকে বেচে খাইতো ২০০১-২০০৬ জামাত জোট সঙ্গী হয়ে সৌদি আরব থেকে এতিমের জন্য পাঠানো টাকাও সরায়ে ফেলছিলো
২০০১-২০০৬-এ ইন্টারনেটের এক্সিছিবিলিটি এখনকার মত ছিলোই না, সোশাল মিডিয়ায়ও ছিলো না, ২০০১-২০০৬ এ তারেক আর বিএনপি দুর্নীতি ও অপশাসনের কিছু পেপার কাটিং পাওয়া যায়, বিএনপি আসলে এগুলা হবে
আসলে দেশের মানুসের আশা কোন দিন প্রতিফলন কোথাও হবে না। আর জামাত তো ইসলামকে বেচে খাইতো ২০০১-২০০৬ জামাত জোট সঙ্গী হয়ে সৌদি আরব থেকে এতিমের জন্য পাঠানো টাকাও সরায়ে ফেলছিলো
১৪| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৩
আদিত্য ০১ বলেছেন:
১৫| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৪
আদিত্য ০১ বলেছেন:
১৬| ২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৪
আদিত্য ০১ বলেছেন:
২২ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪১
সৈয়দ কুতুব বলেছেন: এসব আকাম আওয়ামী লীগ ও করেছে। বিএনপি -আওয়ামী লীগ ভাই- ভাই।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮
সোনাগাজী বলেছেন:
ছাত্ররা সৈনিক হিসেবে ব্যবহৃত হয়েছিলো, এখন তাদের কথা মত লিলিপুট পরিচালিত হবে!