নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

কোন রাজনৈতিক দলকে খারিজ বা সরিয়ে দেওয়ার পক্ষে নয় জামাত!

২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৫


কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা জামায়াতে ইসলামী বাংলাদেশের নেই বলে জানিয়েছেন দলটির আমির আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি জানান।

সাক্ষাৎকারে জামায়াতের আমিরের কাছে জানতে চাওয়া হয়, একটা আতঙ্ক তৈরি হয়েছে যে অন্তর্বর্তী সরকার এবং জামায়াত একত্রে আওয়ামী লীগকে সরানোর পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চায়। দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে। এটি কতটা সত্য?

এর জবাবে ডা. শফিকুর রহমান বলেন, এই তত্ত্বের কোনো ভিত্তি নেই। কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই।’

ভারত বিরোধিতা নিয়ে প্রশ্ন করলে জামায়াতের আমির বলেন, ‘এই ধারণা ভিত্তিহীন। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামায়াতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয়। সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত-সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের আন্তর্জাতিক নীতি, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়।’

সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন,‘ জামায়াতে ইসলামীর সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অসামান্য সম্পর্ক এবং বোঝাপড়া রয়েছে। প্রতিটি নাগরিককে সমদৃষ্টিতে দেখা হয় এবং রাষ্ট্রের সমস্ত নাগরিককে সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয়। জামায়াত সংখ্যালঘু বা সংখ্যাগুরুর তত্ত্বে বিশ্বাসী নয়। আমরা মনে করি ধর্মের ভিত্তিতে দেশবাসীর বিভাজন অপরাধ। হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ইতিহাস জামায়াতের নেই। বরং বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে হিন্দু নেতাদের সঙ্গে আলোচনাও করেছে।

এসব অনেক আগে থেকেই সবকিছু সেট করা মনে হচ্ছে। বেচারা বিএনপি ফেঁসে যায় বারবার! আওয়ামী লীগ রাজনীতিতে কয়েক বছরের মধ্যে ফেরত আসতে যাচ্ছে। জাতীয় পার্টির মতো স্বৈরাচার তকমা নিয়ে রাজনীতি করবে আওয়ামী লীগ। প্রধান কে হন ইহা এখন দেখবার বিষয়!

আনন্দ বাজার পত্রিকা/ইন্ডিপেন্ডেট অনলাইন নিউজ

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৮

জুল ভার্ন বলেছেন: একই কথা বিএনপি নেতারা বলায় যে প্রতিক্রিয়া জানিয়েছে এখন তাদের স্পিক্টি নট!

২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: সব মাছ গু খায় দোষ হয় পাঙ্গাশ মাছের!

২| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৯

এসো চিন্তা করি বলেছেন: বাংলাদেশের রাজনীতি অনেক জটিল ও কঠিন ।বুঝে ও বুঝে আসে না কেনো জানি

২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৯

সৈয়দ কুতুব বলেছেন: চিন্তা করে লাভ নাই। নোংরা রাজনীতি!

৩| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৬

আমি সাজিদ বলেছেন: পাকিস্তানের স্টাবলিশমেন্টকে হেট করুন। মানুষকে নয়। বাইরে পাকিস্তানিদের সাথে মিশে আপনার দৃষ্টিভঙ্গি পালটে যাবে।
আওয়ামী লীগ প্রোপাগান্ডা করলেও তা ওদের লোকেরা ছাড়া আর কারও মনে তেমন ইমপ্যাক্ট ফেলতে পারবে না। তবে হিজু, স্নাইপার, পুলিশ হত্যা বিষয়গুলো নিরপেক্ষ তদন্তের দাবি রাখে।

২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫০

সৈয়দ কুতুব বলেছেন: জেড আই পান্না নতুন এজেন্ডা নিয়ে মাঠে নামছে। শেখ হাসিনা নাকি নিপীড়নের শিকার হতে পারেন। আওয়ামী লীগ একটা চীজ!

৪| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৭

আমি সাজিদ বলেছেন: পাকিস্তানে জাতিগত অশান্তি চলছে। আজকেও বোমা হামলায় ৪০+ মারা গেছে।

২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: প্রসিকিউটর তাজুল কে নিয়োগ দেয়া উচিত হয় নি। বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। সে জামাতী কোটায় নিয়োগ পেয়েছে। ভিপি নুর তার অপসারণের দাবী ও তাকে দালাল বলেছে বলে তাজুলের মন খারাপ হয়েছে। ভিপি নুর সঠিক কাজ করেছেন। বিচার শুরু হলো না এখনই বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনা করছে!

৫| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


জামাত সবাইকে নিয়ে চলতে ভালোবাসে,কাউকে নিরাশ করে না।

২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০০

সৈয়দ কুতুব বলেছেন: সঠিক বলেছেন।

৬| ২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০

ঢাবিয়ান বলেছেন: জামাত তাই বলে, যা তাকে বিএনপি করতে বলে।

২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: এরা এক মায়ের দুই ভাই।

৭| ২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

কামাল১৮ বলেছেন: যারা সব দলকে সরাতে চায়,একটি দলকে সরিয়ে তাদের কি লাভ?তারা গভির জলের মাছ।

২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

সৈয়দ কুতুব বলেছেন: আমার মনে হয় এবার ও ফেল মারবে এরা। আওয়ামী লীগ ইন্টারন্যাশনালি ভালো করছে। আওয়ামী লীগ খারাপ কাজ করেছে তবে কূটনীতি তে আওয়ামী লীগ বাকি সব দল থেকে অনেক এগিয়ে।

৮| ২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

জটিল ভাই বলেছেন:
কয়েক বছর নয়, কয়েকদিনের মাঝেই বাআল ফেরত আসবে বাই নেচার X(

২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

সৈয়দ কুতুব বলেছেন: খুবই প্রতিহিংসাপরায়ণ হওয়ার কারণে ভয় আছে!

৯| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৫২

মেঘনা বলেছেন: জামায়াতে ইসলামী দলটির আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশের নিকট- ভবিষ্যত খামেনি।

২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:১২

সৈয়দ কুতুব বলেছেন: হবে না।যোগ্যতা নাই।

১০| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:০৫

ক্লোন রাফা বলেছেন: জামাতের কি সাধ্য আছে কোন দল’কে নিষিদ্ধ করার⁉️ যদি জামাতের সেই শক্তি ও সাহস থাক’তো তা’হলে তারা আওয়ামিলীগ’কে নিষিদ্ধ নয় , নিশ্চিহ্ন করে দিতো। ১৯৭১ তার সবচাইতে বড় প্রমাণ। তারা বাংলাদেশের স্বাধিকারের সৈনিকদের হত্যার হোলি খেলায় নিয়োজিত হয়েছিলো ! তাদের পাকিস্তানি হুজুর’দের তুষ্ট করার ইতিহাস কি ভুলে যাচ্ছি⁉️

২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:১২

সৈয়দ কুতুব বলেছেন: জোকার দল জামাত

১১| ২৩ শে নভেম্বর, ২০২৪ ভোর ৪:৩২

আহরণ বলেছেন: জামাত বলতে কিছু নেই। আছে জামাত-শিবির-রাজাকার............... @ ভাইয়া?

২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৩

সৈয়দ কুতুব বলেছেন: শিবিরের সবাই রাজকার কিভাবে হয়? এরা একবারে ইয়ং!

১২| ২৩ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:৫২

নান্দাইলের ইউনুছ বলেছেন:


এ্খনকার জামাতের আমির অনেক চমৎকার বক্তব্য রাখেন।
এমন বক্তব্য যদি শেখ হাসিনা রাখতে পারতেন তাহলে তিনি আরো কয়েক দশক ক্ষমতায় থাকতে পারতেন।

২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মিতা নাকি বিম্পির উপর বিরক্ত!

১৩| ২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫১

ক্লোন রাফা বলেছেন: শিবিরের সবাই তাদের উত্তরশুরীদের ইতিহাস জেনেই সেই আদর্শের রাজনিতি করছে।এবং তারা কেউ সেই অপরাধের জন্য ক্ষমা চায়নি। কাজেই তাঁরাও একই আদর্শের সৈনিক হিসেবে অপরাধী। কি বোধগম্য হলো নিশ্চই!

২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: এখনের প্রজন্ম শিবিরের জামাতের ইতিহাস সঠিক ভাবে জানে না। বর্তমানে দেখে তারা জামাত কোন মারামারিতে নাই। বিএনপি -আওয়ামী লীগ ঝগড়া ফ্যাসাদে লিপ্ত! মুক্তিযোদ্ধারা ক্রিমিনাল টাইপ কাজ করে বেড়াচ্ছেন। এরজন্য দায়ী রাজনীতিবিদেরা!

১৪| ২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৫

ক্লোন রাফা বলেছেন: না , আপনার ধারনা ভুল! আওয়ামিলীগের ইতিহাস যেমন বাংলাদেশের জন্মের ইতিহাস মিলে মিশে একাকার । ঠিক তেমনি শিবিরের ইতিহাসও জড়িত । তখনকার ছাত্রসংঘের ছেলেরাই ছিলো আল বদরের সদস্য। এখন আপনি যদি বলেন তাদের সংগঠনের অতিত ইতিহাস তারা জানেনা সেটা সঠিক তথ্য নয়।
কোন কিছু না জেনে আর যাই হোক রাজনীতি করা যায়না।

২৩ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে একমত হতে পারছি না। এখন ইতিহাস পড়া হয় শুধুমাত্র বিসিএস এক্সামের জন্য। নিজ আগ্রহ থেকে পড়ে না। তিন মাস আগে এত প্রাণ গেল কিন্তু এখন সমাজে তার কোনো প্রভাব আছে? সবাই নিজেদের মধ্যে কাইজ্যা করছে। ৭১ সালের পর শিবির প্রজন্ম বাংলাদেশের ভার্সিটি গুলো দখলের জন্য এমন কোনো খারাপ করতে বাকি রাখে নাই। জামাত-শিবির ২০০৯ সালের পর তাদের পরিবর্তন করার মিশনে নামে। এরা নিরীহ ছাত্র বনে যায়। ভার্সিটিতে খুব ভালো রেজাল্ট করে। যত এডমিশন কোচিং আছে সব শিবিরের। এদের নামে মেজর কোন খারাপ অভিযোগ নাই। খোদ বিসিএস ক্যাডার রা শিবিরের কোচিং গুলো কে ভালো বলেছেন। অন্যদিকে রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন গুলোর অবস্থান কোথায়? না পড়াশোনায় আছে না স্টুডেন্টদের পক্ষে আছে। এরা আছে শোষণ করার তালে। এর ফলে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনের প্রতি সাধারণ ছাত্রদের অনেক ক্ষোভ আছে।তাই এরা যখন মুক্তিযুদ্ধের কথা বলে, গণতন্ত্রের কথা বলে তখন সাধারণ ছাত্র-ছাত্রীর মনে দাগ কাটে না। কারণ শিবির টেকনিক্যালি সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে রাজনৈতিক দলগুলোর অপকর্ম তুলে ধরেছে। একজন মুক্তিযোদ্ধা বীর বিক্রম যখন মানুষ হত্যার সাথে জড়িত তখন আপনি ইতিহাস দিয়ে বিচার করবেন নাকি বর্তমান দিয়ে বিচার করবেন?

আমরা অনেক সমস্যায় আছি। শুভ কামনা।


১৫| ২৩ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৫

নান্দাইলের ইউনুছ বলেছেন:



লেখক বলেছেন: আপনার মিতা নাকি বিম্পির উপর বিরক্ত!

সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়া আমন্ত্রণ করেছেন আমার মিতা।
তাদের আলাপচারিতায় আপনার কী মনে হয়?

২৩ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১১

সৈয়দ কুতুব বলেছেন: কাকু সব মেটিকুলাস প্লানের অংশ! যেই লাউ সেই কদু।

১৬| ২৩ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৬

নান্দাইলের ইউনুছ বলেছেন:



লেখক বলেছেন: আপনার মিতা নাকি বিম্পির উপর বিরক্ত!

সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ করেছেন আমার মিতা। সেখানে আমার মিতা ও সমরনায়কদের সাথে
তাদের আলাপচারিতায় আপনার কাছে কী মনে হয় আমার মিতা খুব বিরক্ত?

২৩ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১২

সৈয়দ কুতুব বলেছেন: সব ভানুমতীর খেল!

১৭| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৩২

নান্দাইলের ইউনুছ বলেছেন: নির্বাচনের তারিখ ঘোষণা করা তার কাজ নয়।



নির্বাচন কবে হবে সেই ঘোষণা দিবেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন।



সরকারের কাজ হবে নির্বাচনের মাঠ সবার জন্য যাতে সমানভাবে সমতল থাকে সেই পদক্ষেপ গ্রহণ করা।



যখন প্রধান নির্বাচন কমিশনার দেখবেন যে সংবিধান অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণার সময় হয়েছে তখনই তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।



প্রচলিত বিধান হচ্ছে সংসদ ভেঙ্গে দেওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন আয়োজন করতে হয়।



আগস্ট মাসের প্রথম অর্ধে বাংলাদেশের সংসদ ভেঙ্গে দেওয়া হয়েছে ।

সেই বিবেচনায় নির্বাচনের তারিখ ঘোষণা করা এখন খুবই জরুরী।

কেননা এখনো সংবিধান বহাল আছে।

সংবিধানকে বাতিল কিংবা স্থগিত ঘোষণা করেনি কেউ।

২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১:০৯

সৈয়দ কুতুব বলেছেন: কি করে দেখা যাক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.