|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সৈয়দ কুতুব
সৈয়দ কুতুব
	নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
ভ   
  
ঢাকায় নৈরাজ্য বেড়েই চলেছে। প্রতিদিন বিক্ষোভ ও সংঘর্ষ হচ্ছে ঢাকার বিভিন্ন স্থানে। আজকে তার সাথে ঢাকাবাসী প্রত্যক্ষ করলো অহিংস অভ্যুত্থান কর্মসূচীর!  বিভিন্ন জেলা থেকে মানুষ এসে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায়। শত শত লোককে বিনা সুদে ঋণের প্রলোভন দেখিয়ে ঢাকায় আনা হয়েছিল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আশ্চর্যের বিষয় হচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কাছে এই ধরণের প্রোগ্রামের আগাম নিউজ ছিলো না। অন্যদিকে গতকাল সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে  হামলার প্রতিবাদে মাহবুবুর রহমান মোল্লা কলেজ ভাংচুরের কর্মসূচী দেয়া হয় যার নাম রাখে শিক্ষার্থীরা 'মেগা মানডে'। এই কর্মসূচী পালনের উদ্দেশ্যে দুই কলেজের ৪০০/৫০০ জন শিক্ষার্থী ও পুরান ঢাকার পোলাপান মিলে যাত্রাবাড়ীতে অবস্থিত মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা  ও লুটপাট চালায়।কলেজ কতৃপক্ষের দাবী আনুমানিক ৫০/৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে। মোল্লা  কলেজ ও পুরান ঢাকার দুই কলেজের শিক্ষার্থীদের  মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক আহত এবং যান চলাচলের মহাসড়ক বন্ধ করে দেয়া হয়। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। 
সোমবার (২৫শে নভেম্বর) রাত ১২ টার দিকে বুটেক্স ও পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট দের মধ্যে ছাত্রাবাস দখলের জন্য ধাওয়া পাল্টা শুরু হয়। এতে প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হয়। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তাদের ছাত্রাবাসে  ঢুকতে বাধা দেয়।
কতিপয় সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার উস্কানিতে কিছু লোক ভারতের দালাল আখ্যা দিয়ে  ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসের সামনে বিক্ষোভ করে, জিয়াফত রান্নার ব্যবস্থা করে। একসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এত খারাপ খবরের মধ্যে ভালো খবর হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচলের নিষেধাজ্ঞা হাইকোর্ট স্থগিত করেছে। ঢাকাবাসী এক চরম অরাজকতার পরিস্থিতি প্রত্যক্ষ করলো আজকের দিনে। বিভিন্ন মহল হতে ঢাকায় জরুরি অবস্থা ও  নির্বাচনের দাবী  ক্রমেই জোরালো হয়ে উঠছে । পুলিশ ও সেনাবাহিনী সরকারের আদেশ ঠিক ভাবে পালন করছে না। সবাইকে ক্লান্ত ও বিধ্বস্ত মনে হচ্ছে! 
সন্ধ্যার সময় বিভিন্ন নিউজ মিডিয়াতে খবর এসেছে সনাতন জাগরণী সংঘের প্রধান চিন্ময় কৃষ্ণ দাস কে আটক করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগে গ্রেফতার করা হয়েছে তা এখনো জানা যায় নি। 
সরকারের সমন্বয়ক উপদেষ্টাগণ ধীরে ধীরে সচল হচ্ছেন। উপদেষ্টা মাহফুজ আলম ফেইসবুকে স্টাটাস দিয়ে তার ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে আসিফ মাহমুদ সবাইকে থাকার আহবান জানিয়েছেন। ছাত্রনেতা সারজিস সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
বিভিন্ন পক্ষ এসব ঘটনা থেকে বেনিফিটেড হচ্ছে। বাইরের দেশের কাছে বাংলাদেশ কে একটি জঙ্গী ও উগ্র রাস্ট্র হিসাবে দেখানোর প্রয়াস ৫ই আগস্টের পর থেকে শুরু হয়েছে। এখন চিন্ময় দাস কে গ্রেফতারের ঘটনার কড়া প্রতিক্রিয়া ভারত অথবা আমেরিকা দেখাতে পারে। বাংলাদেশের সরকার কে খুব সাবধানে চিন্ময় দাস কে গ্রেফতারের কারণ ব্যাখ্যা করা উচিত। এতে সবার মধ্যে সন্দেহ দূর হবে। যে কোন মূল্যে সরকারকে ঢাকা শহর থেকে নৈরাজ্য  দূর করতে হবে। অন্যথায় সামরিক শাসন অথবা আরো অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে আমাদের প্রিয় মাতৃভূমি! 
  
   
   
  
  
   
  
 ৪০ টি
    	৪০ টি    	 +১/-০
    	+১/-০  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:৩৮
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: কোথায় সরিয়ে নেয়া যায়?
২|  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:৩১
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:৩১
শাহ আজিজ বলেছেন: হুম, ঢাকাতে একই দিনে ভিন্ন ভিন্ন গোলযোগ হয়েছে । এটা কি পূর্ব পরিকল্পিত ?
  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:৩৯
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: গ্রান্ড ডিজাইন!
৩|  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:৩৬
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:৩৬
নিমো বলেছেন: ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আমাদের গর্বের সেনাবাহিনী ঘাস কাটছে। এগুলো কিছুই না, ওয়াকারের ক্ষমতা নেয়ার প্রথম ধাপ। এই সরকার সংস্কারতো বটেই, নির্বাচনটাও দিতে পারবে না। মাইনাস চার ইতোমধ্যেই নিশ্চিত। গোলাপি নানীকে খালি বিমানে উঠতে দেন। ঢাবিয়ান ওরফে মেঠোপথের হরলিক্সেও কাজ হবে না।
  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:৪১
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:৪১
সৈয়দ কুতুব বলেছেন: মাইনাস চার কে কে? চিন্ময় দাস কে গ্রেফতারের প্রতিক্রিয়া সহ্য করতে পারবে না সরকার!
৪|  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:৪২
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:৪২
শেরজা তপন বলেছেন: সেন্টমার্টিন
  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:৪৪
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: ঠিক আছে! আপনার মতামত পাঠিয়ে দিবো বন উপদেষ্টার কাছে।
৫|  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:৪৭
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছাত্ররা বড়ই ঝামেলা করছে।
  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:৫২
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:৫২
সৈয়দ কুতুব বলেছেন: এদের দিয়ে করানো হচ্ছে!
৬|  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:০১
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবস্থা ঘোলাটে মনে হচ্ছে।
  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:০১
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:০১
সৈয়দ কুতুব বলেছেন: অনেক!
৭|  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:২৯
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:২৯
কামাল১৮ বলেছেন: ছাত্র সংগঠন হীন ছাত্র নেতাদের হাতথেকে দেশ যত তাড়াতাড়ি মুক্ত হবে তবেই জনগনের মুক্তি।এই সব শিবির কর্মিদের হাত থেকে দেশকে মুক্ত করা দরকার।আর্মির একটা অংশ এদের সমর্থক।আর্মি থেকে বিতাড়িত একটা গুষ্ঠি এদের ইন্দন দিচ্ছে।
  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:৪১
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:৪১
সৈয়দ কুতুব বলেছেন: আমি ও এমনটাই শুনেছি!
৮|  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:৫৯
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৯:৫৯
শাহ আজিজ বলেছেন: কামাল১৮ বলেছেন@- আরও একটু খোলাসা করে বলুন ।
৯|  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১০:১৮
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১০:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বুঝে উঠতে পারছিনা দেশ কোন দিকে যাচ্ছে। তবে সেনা শাষণ থেকে রক্ষা পেলেই হলো।
  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১০:৩০
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১০:৩০
সৈয়দ কুতুব বলেছেন: দেশে শান্তি ফিরে আসুক!
১০|  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১০:৩৪
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১০:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: এগুলি সব পরিকল্পিত মনে হচ্ছে আমার কাছে। হাসিনা আর তার দলের লোকেরা বসে নাই।
  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১০:৪৪
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১০:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: সবাইকে সন্দেহ লাগছে।
১১|  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১০:৩৫
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১০:৩৫
আদিত্য ০১ বলেছেন: এর পেছনে জামাত ঘাপটি মেরে আছে, প্রথম আলো আর ডেইলি স্টারের সামনে যে ভাইরাস উস্কানি দিছে ঐ ভাইরাস হিন্দু হয়ে মুসলিমদের উস্কানি দেয়, ওই বাদরটা কত বড় খারাপ, ঐটারে আগে দেশে এনে ঝুলিয়ে ডলা দেওয়া উচিত, ঐটা যা বলছে সেভাবে শিবির জামাত ভিতরে ভিতরে সব করছে, শিবির জামাত চেনার ঊপায় নাই, ওদের অন্য কোন প্ল্যান আছে, খেলাফত টাইপ কিছু,
  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১০:৪৪
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১০:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: বিদেশি সাহায্য সব বন্ধ হয়ে যাবে। পিনাকী ডাবল এজেন্ট!
  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১০:৪৫
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১০:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: জামাত-বিএনপি একজোট এখন! আনন্দবাজারে সাক্ষাৎকার দিয়েছে।
১২|  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:০৯
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেশের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।
  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:১৫
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:১৫
সৈয়দ কুতুব বলেছেন: নির্বাচন দিয়ে সরে যাক !
১৩|  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:৩৫
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:৩৫
ডার্ক ম্যান বলেছেন: আচ্ছা মোল্লা কলেজে যেটা হয়েছে তার জন্য দায়ী সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল। তিনি ছাত্রদের উস্কানি দিয়ে মোল্লা কলেজে হামলা করিয়েছেন
  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:৪৫
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: খবর কি ঠিকভাবে দেখেছেন নাকি? গতকাল মোল্লা কলেজ হামলা করেছে। আজকে তার প্রতিশোধ নিয়েছে।
১৪|  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:৩৬
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:৩৬
ডার্ক ম্যান বলেছেন: দেশে কোনো বিপ্লব হয় নাই যে প্রতি বিপ্লব হবে
  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:৪৭
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: আপনাকে এখন খুব কম দেখা যায় ব্লগে! সোনাগাজীর কোনো খবর জানেন? উনি থাকলে ব্লগ এখন গরম থাকতো!
১৫|  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:৩৭
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:৩৭
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: জামাত-বিএনপি একজোট এখন! আনন্দবাজারে সাক্ষাৎকার দিয়েছে।
যে জামাত ১৯৭১ এ পরিকল্পিতভাবে এদেশে মানুস মারছে, ঘর বাড়ি জালায়ে দিছে, আমাদের বাড়ি পাশে হিন্দু ও মুসলিম যারা মুক্তিবাহিনীতে গেছে তাদের পরিবারের সদস্যদের লাইন ধরায়ে পাকি মিলিটারি দিয়ে গুলি করাইছে, আমার চাচা বাবা বলেছে, সেই পাকিরা কিভাবে জানে এই গ্রামে মুক্তিযুদ্ধে গেছে, এইগুলা জামাতের গড়া রাজাকার আর আলবদরেরা করেছে, 
আর এই জামাত ২০২৪ এসে বলে আওয়ামীলীগ নাকি গণহত্যাকারী, ওরা কি! আর এতে ত্রিশ নিচে বয়সীরা বুক চেতে বলে জামাত ভালো শিবির ভালো,
এখন তো দেখছেন প্রথম আলো ও ডেইলি স্টারের অফিস পুড়াচ্ছে, ক্ষমতায় গেলে কুতুব ভাইয়ের ব্লগিং কেড়ে নিয়ে লাল দালানে পাঠাবে, দেইখেন, অলরেডি কিছু ব্লগারের ব্লগিং বন্ধ করে দিছে। দেখেন সামনে কি হয়
আপনারাই তো জামাত শিবিরকে ভালোবেসে কত উপাধি দিয়েছিলেন, আপনারা ২০০১-২০০৬ এর তান্ডব দেখেন নাই, তাই আপনারা আওয়ামীলীগের পিছে লাগছিলেনে, এই আপনারাই আবার আওয়ামীলীগকে নিয়ে আসবেন,
হ্যা আওয়ামীলীগের দোষ্ট লোক ভরে  গেছিলো, তাই বলে এখন আওয়ামীলীগ করলেই তাকে যাই ইচ্ছে তাই করে মেরে ফেলা হচ্ছে
বিএনপি জামাত ক্ষমতায় গেলে কি করে, 
নাহিদ, সারজিস, মাহফুজ কথাই বলতে পারবে না, আমারতো মনে হয় এদের সাথে জামাতের গভীর কানেকশন আছে
১৬|  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:৪২
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:৪২
আদিত্য ০১ বলেছেন: এই প্রজন্ম দেখে নাই ২০০১-২০০৬ তান্ডবলীলা, এক দিনে ৬৩ জেলায় বোমা হামলা, ২০০৪ এ ২১শে গ্রেনেড হামলা করে একটা দলকে নিশ্চিন্ন করা, 
ক্ষমতা না গিয়ে জামাত এই দুইদিনে যা দেখাইছে, দেখেন ক্ষমতায় গেলে  এইবার রগ কাটবেনা শুধু, জবাইও করবে
এই ব্লগে অনেকগুলা জামাত পন্থী আছে, তারা আওয়ামীলীগ বা বঙ্গবন্ধু শুনলে কুত্তার মত লেজ নাড়া দিয়ে আসে ভেউ ভেউ করতে, তারা ১৯৭১ যে কি করছে, সেটা নাকি কিছু না
  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:৪৯
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: এই ব্লগে রাজনীতি নিয়ে ব্লগ গরম করার মতো কেউ না। ব্লগার সোনাগাজী থাকলে অনেক গরম থাকতো পরিবেশ।
১৭|  ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:৫২
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ১১:৫২
ডার্ক  ম্যান বলেছেন: একজন শিক্ষকের কাজ ছাত্রদের লেলিয়ে দেয়া না।
গাজী ভাই এর কোন খবর জানা নাই
১৮|  ২৬ শে নভেম্বর, ২০২৪  রাত ১২:০৩
২৬ শে নভেম্বর, ২০২৪  রাত ১২:০৩
আদিত্য ০১ বলেছেন: সমন্বয়করা ভালোভাবেই বলছে যে আজকে আর কালকের এই তান্ডবলীলায় কারা, ক্ষমতা না গিয়েই বিএনপি জামাত যে তান্ডবলীলা শুরু করেছে, ক্ষমতায় গেলে এই যে সমন্বয়কগুলারে কিভাব আদর আপ্যায়ণ করে দেখবেন, শুরু কেবল হইছে, 
শিবির জামাত ছাত্র আন্দোলনে মাঝেমিশে হত্যা কান্ড আগে ঘটাইছে, তারা জানে প্রথমে ১টা হত্যা কান্ড ঘটাইলে, মানুস সব বের হয়ে আসবে, মানুস তখন পুলিশের মুখোমুখি হবে, তারা সুকৌশলে এইটা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলো, তাদের কর্মী বাহিনী পিনাকির মত উস্কানীদাতাদের দিয়ে সোশাল মিডিয়া গরম রাখতো আর মাঠে সাধারন মানুস ছাত্রদের নামাইয়ে আনাইছে হত্যা কান্ড ঘটানোর পর, এক ভিডিওতে সাঈদের পেছনে কোপে দেওয়া ছিলো, রক্ত জরছিলো, আর গুলিটা কে করেছে, 
স্বরাষ্ট্র মন্ত্রিকে যে পুলিশ বলছে একটা লাগলে একটা যায়, এই ভয়েস আলাদাভাবে এডও করা হতে পারে, এই প্রযুক্তি যুগে এইগুলা বিশ্বাস করে সাধারন মানুস আর ছাত্ররা মাঠে নামছে, এইটা মাস্টার প্ল্যান জামাত বিএনপি আগেও ছিলো, তারা প্রচুর টাকা বিনিয়োগ করেছে। 
ক্ষমতা যাওয়ার আগেই প্রথম আলো আর ডেইলি স্টার বা কলেজগুলো যে তাণ্ডব লীলা শুরু করেছে, তারা ক্ষমতায় গেলে  দেশে ভার্সিটি কলেজে লেখা পড়া বাদ দিয়ে মাদ্রাসার ওয়াজ শুরু হবে, শুরু তো হইছেই
১৯|  ২৬ শে নভেম্বর, ২০২৪  রাত ১২:১১
২৬ শে নভেম্বর, ২০২৪  রাত ১২:১১
আদিত্য ০১ বলেছেন: ত্রিশের নিজে এই প্রজন্ম দেখে নাই ২০০১-২০০৬, দেখলে অন্তত জামাতের মিস্টি আর ছেলে ভুলানো কথায় নাচতো না, 
ওরা যে কত মিস্টি করে কথা বলে ধর্মকে কিভাবে ব্যবহার করে, ইব্লিশও কনফিউশনে থাকে, 
ক্ষমতায় গেলে জামাত বিএনপি অতিষ্টে এই প্রজন্মই আওয়ামীলীগকে ডেকে আনবে নিশ্চিত, 
সমন্ব্যকগুলার যে কি হবে, একটা অনুমান করতে পারছি, সাজানোগোছানো দেশটারে কি করছে, 
আওয়ামীলীগের কিছু দোষ্টলোকের দূর্নীতি আর অন্যায়ের কারনে সাজানোগোছানো দেশটা আফগানে পরিনত হচ্ছে
ঐদিকে কিছুক্ষন আগে দেখলাম, দেশের নাম নাকি পরিবর্তন করবে, সংস্কার প্রস্তাবে রাখছে
  ২৬ শে নভেম্বর, ২০২৪  রাত ১২:৫১
২৬ শে নভেম্বর, ২০২৪  রাত ১২:৫১
সৈয়দ কুতুব বলেছেন: সংস্কার প্রস্তাবে খারাপ কি বলেছে?  গণতান্ত্রিক বাংলাদেশ এবং বাংলাদেশ কল্যাণ রাস্ট্র!  এসব নাম একটাও সিলেক্ট হবে না। নামের সৌন্দর্য নাই। বিএনপি বাধা দিবে।
লিগাল ভাবে নির্বাচন হলে বিএনপি আসবে। আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থা নষ্ট করে গেছে।
২০|  ২৬ শে নভেম্বর, ২০২৪  ভোর ৬:১৩
২৬ শে নভেম্বর, ২০২৪  ভোর ৬:১৩
অগ্নিবেশ বলেছেন: বংলাদেশের ঘাড় মটকাচ্ছে ভারতের ভূত। একেই বলে সুখে থাকতে ভুতে কিলায়।
  ২৬ শে নভেম্বর, ২০২৪  সকাল ১০:১৯
২৬ শে নভেম্বর, ২০২৪  সকাল ১০:১৯
সৈয়দ কুতুব বলেছেন: অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ!
২১|  ২৬ শে নভেম্বর, ২০২৪  দুপুর ১২:২৩
২৬ শে নভেম্বর, ২০২৪  দুপুর ১২:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছাত্ররা এখন অরাজকতায় জড়াচ্ছে যা ভালো কিছু বয়ে আনবেনা বরঞ্চ খারাপের দিকে যাচ্ছে উপদেষ্টারা কী ইহা বুঝতে পারছে নাকি তারাও চাটুকারীদের দ্বার পরিবেষ্ঠিত হয়ে আছে?
২২|  ২৬ শে নভেম্বর, ২০২৪  দুপুর ১২:২৪
২৬ শে নভেম্বর, ২০২৪  দুপুর ১২:২৪
এস.এম.সাগর বলেছেন: ২০০১-২০০৬ সাল দেখেছি এবং সেই সাথে ফাসিস্ট পলাতক হাসিনার শাসন আমলও দেখেছি।
  ২৬ শে নভেম্বর, ২০২৪  দুপুর ১২:৩৩
২৬ শে নভেম্বর, ২০২৪  দুপুর ১২:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:২৫
২৫ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:২৫
শেরজা তপন বলেছেন: ব্যাপক সমস্যা চলছে চারদিকে-আমাদের নতুন একটা রাজধানী করা উচিৎ। ঢাকা বাতিল শহর হয়ে গেছে।