নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

নুরা ভাই তুমি কার?

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০২


নুরুল হক নুর বর্তমানে ছাত্রনেতাদের মধ্যে খুবই জনপ্রিয়। কোটা আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে ধরা হয় নুরুল হক নুর ভাই কে। তিনি ঢাবির ডাকসুর ভিপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন৷ নুর ভাইয়ের গণপরিষদ নামে একটি রাজনৈতিক দল রয়েছে। জুলাই অভ্যুত্থানের পর নুর ভাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ঘনিষ্ঠ হতে দেখা যায়। বিভিন্ন সময় নুর ভাই বলে এসেছেন, বিএনপির নেতা তারেক রহমানের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে তার। নুর ভাই সর্বপ্রথম দাবী করেন জুলাই অভ্যুত্থানে তারেক রহমান আর্থিকভাবে ছাত্রদের সাহায্য করেছিলেন ৷নুরা ভাই যখন নিজ এলাকায় সমাবেশ করতে যান তখন বিএনপির হাইকমান্ড থেকে তাকে সাহায্য করতে নির্দেশ আসে।তখন সবাই ধারণা করেছিল নুরা ভাই বিএনপির প্রার্থী হিসাবে নমিনেশন পাইতে পারেন। ধারণা করা হয়েছিল সোশ্যাল ইনফ্লুয়েঞ্জা ও রাজনৈতিক ব্যক্তিত্ব গোলান মাওলা রনি বিএনপির কাছ থেকে গ্রীন সিগন্যাল পাননি। নুরা ভাইয়ের রাজনৈতিক দল গণপরিষদ সৃষ্টির পিছনে বিএনপি ও প্রবাসী জামায়াতে ইসলামী নেতাদের সহযোগিতা রয়েছে। আড়ালে অনেকে নুর ভাই কে শিবির নুরা ও বলে থাকেন।

গত ২৬শে নভেম্বর রাজনৈতিক মাঠের নতুন সমীকরণ দেখা যায়। নুরা ভাইকে ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে একই মঞ্চে দেখে অনেকেই অবাক হন। সেই সমাবেশ থেকে ধারণা পাওয়া যায় কয়েকটি ইসলামিক দল ও গণ পরিষদের নতুন জোট হতে যাচ্ছে। ইসলামিক দলগুলোর মধ্যে রয়েছে : ইসলামিক আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, নেজামে ইসলাম ও ফরায়েজী আন্দোলন সহ অন্যান্য ইসলামিক দল। আনঅফিসিয়াল ভাবে শোনা যাচ্ছে নুরা ভাইয়ের রাজনৈতিক দল গণপরিষদ তাদের সাথে যোগ দিতে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো সকল ইসলামিক রাজনৈতিক দল এক জোট হলেও জামায়াতে ইসলামী তাদের সাথে অন্তর্ভুক্ত হয় নি।

বিএনপি ও জামায়াত খুব সম্ভবত জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের পর জামায়াতের ইন্ট্রাম সরকারের উপর প্রভাব দেখে মনে হয়েছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ একক ভাবে নির্বাচন করতে যাচ্ছে । জামায়াতের বিভিন্ন প্রভাবশালী নেতা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু জামাতের বাংলাদেশ শাখার আমীর শফিকুর রহমান লন্ডনে যাওয়ার পর সব হিসাব নিকাশ বদলাতে শুরু করে। শোনা যায় বিএনপির নেতা তারেক জিয়া ও জামায়াতের আমীরের মধ্যে সমঝোতা হয়েছে এক সাথে জোটবদ্ধ ভাবে নির্বাচনে যাওয়ার। বাংলাদেশ আওয়ামী লীগ কে মোকাবিলার জন্য বিএনপি-জামাত একমত হয়েছে যে জাতীয় ঐক্যের বিকল্প নাই।

নুরা ভাইয়ের দল ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে যোগদানের পিছনে একটি সুক্ষ্ম রাজনৈতিক চাল রয়েছে। যেহেতু জামায়াত ইসলামিক দল গুলোর সাথে আপাতত এক জোট হচ্ছে না, স্বান্তনা হিসাবে বিএনপি ও জামায়াতের সমর্থিত ও মতাদর্শের দল ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে যোগ দিলে ইসলামিক দলগুলোর জোট নিজেদের রাজনৈতিক মাঠে আগের চেয়ে শক্তিশালী অনুভব করবে। নুরা ভাইয়ের মানুষকে প্রভাবিত করার ক্ষমতা কাজে লাগিয়ে ইসলামিক রাজনৈতিক দলগুলো নিজেদের জনগণের সামনে আরো শক্তিশালী ভাবে উপস্থাপন করতে সক্ষম হবে।

নুরা ভাই যদি বিএনপির সাপোর্ট ছাড়া নির্বাচন করতে যান তবে নিজের ইমেজ সংকটে পড়তে পারেন। স্বতন্ত্র হিসাবে নির্বাচনে অংশ নিলে নিজের এলাকায় বিএনপির যে কোন প্রার্থী তার বিরুদ্ধে নির্বাচনে দাড়ালে তিনি জামানত হারানোর সম্ভাবনা রয়েছে। তাই ধরে নেয়া যায় ইসলামিক দল গুলোর জোট ধরে রাখা ও বিএনপি-জামাতের সাথে ইসলামিক দলগুলোর অদৃশ্য বন্ধনে নুরা ভাই সেতু হিসাবে কাজ করছেন।

মন্তব্য ৪১ টি রেটিং +১/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১২

আদিত্য ০১ বলেছেন: নোরা ভাইকে কোটা আন্দোলনের জনক ঘোষনা করা হোক, এত এত ফাউন্ডারস আর এত মাস্টারমাইন্ড বের হচ্ছে, নুরা ভাই কিছুই পেল না

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৩

সৈয়দ কুতুব বলেছেন: নুরা ভাই আছেন চিপায় চাপায়।

২| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৮

শিশির খান ১৪ বলেছেন: নূরকে বি এন পি অফিসিয়াল পেডে সবার আগে নিমিনেশন দিয়া দিছে এমনকি মির্জা ফখরুলেরও আগে এখন নূর পোলটি মাইরা দিছে বুঝছে মির্জা ফখরুল যে ভাবে বে লাইনে কথা বলতেছে তাতে সুবিধা হবে না। যাক গোলাম ময়লা রনির তে হইলে এখনো সুযোগ আছে।

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২১

সৈয়দ কুতুব বলেছেন: ফখরুল সাহেব ও জামাতের আমীর প্রচুর চাপে আছে!

৩| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৪

আদিত্য ০১ বলেছেন: না আসলেই নুরা ভাইকে নিয়ে আমার কষ্ট হয়, নুরা ভাই যখন ভিপি হন তখন তার বিরোধী ছাত্র সংসদ মানে ছাত্রলীগ থেকে সদস্য পদে এখনকার সারজিস ভোটে জিতে, সারজিস পোলাটা এরশাদের মত, সবসময় সব সরকারকে চেটে খেয়েছে, সুযোগ বুঝে পল্টি নিয়েছে, এই ছেলের মত আর একটাও নাই। এই দিক থেকে নুরা ভাই ভিপি হওয়ার আগে যে কত মাইর খাইছে, নুরা ভাইও অনেক ছেচড়া, উনি দুবাই গিয়ে মোসাদের সাথে দেখা করা নিয়ে যে কত মিথ্যা বলছে

সারজিস পোলাটা ঢাবির ছাত্র সংসদে সদস্য পদে জয়ী হয়ে নুরা ভাই, রব্বানী সহ সবাই শেখা হাসিনার সাথে ফটো সেশন করেছিলো, ঐ ফটো সেশনে ছবি তার ফেইসবুক প্রোফাইলে ছিলো আগস্টের আন্দোলন পর্যন্ত, এখন হয়ত নাই, ডিলিট করেছে

নুরা ভাই, রব্বানী সহ সবাই শেখা হাসিনার সাথে ফটো সেশনের সেই গ্রুপ ছবিতে ক্যাপশন ছিলো, "জননেত্রীর সাথে দেখা আমার ২৪ বছরের জীবন ধন্য"

এরশাদের সুযোগ্য উত্তরসুরী, কেমনে পল্টি নিলো, এখন শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করার জন্য আদলতে রিট করে এই ছেলে

কিন্তু নুরা ভাই এর ১০০ ভাগের এক ভাগও পাইনাই, সারজিস যা পাইছে, এখন পাজেরো দিয়ে ঘুরে

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনি লিখেন ভাই। এত বড়ো কমেন্ট পড়তে পড়তে হয়রান লাগে।

৪| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ছেলে এতো মার কিভাবে খায়?

গোলাম মাওলা রনি হল একটা ফাউল লোক।

জামায়াতে ইসলামীকে কয়েকটি ইসলামী দল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কাদিয়ানীদের মত ঘৃণা করে। আবু আলা মউদুদি থেকে ইহার সূচনা।

জামাত, বিএনপি এবং ইসলামী দলগুলিকে এক ছাতার নীচে আসতে হবে নির্বাচনের জন্য। এখন মানুষ ইসলামের দিকে ঝুকছে বেশী। যত বড় দুর্নীতিবাজ বা অসৎ লোক হউক না কেন নামাজ বাদ দেয় না অনেকেই। ইহা ভালো না খারাপ সেই নিয়ে বিস্তর বিতর্ক থাকতে পারে।

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪০

সৈয়দ কুতুব বলেছেন: দেখা যাক সামনে কি হয়!

৫| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৭

জেনারেশন৭১ বলেছেন:


পাকী ও ব্রাদারহুডের জীবানু।

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩২

সৈয়দ কুতুব বলেছেন: জামাতের বেশিরভাগ নেতা তুরস্ক, কুয়েত ও মিশরে পড়তে গিয়ে ব্রাদারহুডের সাথে জড়িয়ে পড়ে। আপনিও নিউজ পাইসেন তাহলে! ব্রাদারহুড এবং শিবির এক বৃন্তের দুই ফুল হলেও কেন শিবির শুধু রগকাটে গাজী সাহেব? আমি ব্রাদারহুড নিয়ে পড়াশোনা করে কোথাও রগকাটার ইতিহাস পাইনি।

৬| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪১

কামাল১৮ বলেছেন: বিদেশি চাপ আছে জাতিয় সরকার গঠনের।তখন নতুন করে পোলারাইজেশন হবে।তার পর হবে নির্বাচন।

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনি সঠিক কয়েছেব হে রেড বিপ্লবী!

৭| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৩

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আপনি লিখেন ভাই। এত বড়ো কমেন্ট পড়তে পড়তে হয়রান লাগে।
লিখতে ভালো লাগে না, আপনাদের লেখা পড়তে ভালো লাগে আর কমেন্ট করতে ভালো লাগে, আপনার লিখেন
একটা লেখা লিখতে অনেক ঘোছানোর ব্যাপার থাকে, ওইটা আমার হয় না,একটু আধটু আসি, আর কমেন্ট করি

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: আচ্ছা লিখিয়েন বড়ো কমেন্ট! নো প্রবলেম।

৮| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৪

আদিত্য ০১ বলেছেন: সারজিস পোলাটা ঢাবির ছাত্র সংসদে সদস্য পদে জয়ী হয়ে নুরা, রব্বানী সহ সবাই শেখা হাসিনার সাথে ফটো সেশন করেছিলো, ঐ ফটো সেশনে ছবি তার ফেইসবুক প্রোফাইলে ছিলো আগস্টের আন্দোলন পর্যন্ত, এখন হয়ত নাই, ডিলিট করেছে

নুরা ভাই, রব্বানী সহ সবাই শেখা হাসিনার সাথে ফটো সেশনের সেই গ্রুপ ছবি সারজিসের ক্যাপশন ছিলো, "জননেত্রীর সাথে দেখা আমার ২৪ বছরের জীবন ধন্য"

সারজিস এরশাদের সুযোগ্য উত্তরসুরী, কেমনে পল্টি নিলো, এখন শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করার জন্য আদলতে রিট করে এই ছেলে

কিন্তু নুরা এই ছেলের ১০০ ভাগের এক ভাগও পাইনাই, সারজিস যা পাইছে, এখন পাজেরো দিয়ে ঘুরে

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৭

সৈয়দ কুতুব বলেছেন: সারজিস আলম চাকুরিতে বয়স বৃদ্ধি আন্দোলন, বিসিএস প্রশ্ন ফাঁস ও সরকারি চাকুরিতে বিভিন্ন সংস্কার আন্দোলনের নেতাদের সাথেও দুই নাম্বারী করেছে। ৪৬ তম বিসিএস প্রশ্ন ফাঁস হওয়া সত্ত্বেও সারজিস সহ আর কিছু সমন্বয়ক চায় না তা বাতিল হউক। অথচ চ্যানেল ২৪ নিউজ মতো মিডিয়াতে প্রশ্ন ফাঁসের সকল প্রমাণ তুলে ধরা হয়েছে। কিন্তু সারজিস আলম চায় না তাই পিএসসি ৪৬ তম বিসিএস প্রিলিমিনারী বাতিল করে নাই। সারজিস আলম সহ কিছু সমন্বয়ক ৪৬ তম বিসিএস প্রিলি পাশ করেছে তাই বাতিল চায় না। অন্য ছাত্রদের মতামতের গুরুত্ব নাই শুধু সারজিসের কথার গুরুত্ব আছে। আপনি ইউটিউবে দেখিয়েন ইলিয়াস কাঞ্চন সহ বয়স বৃদ্ধি আন্দোলনের নেতারা সমন্বয়ক উপদেষ্টা দের পদত্যাগের জন্য ৪৮ ঘন্টা বেধে দিয়েছিল। বিভিন্ন গ্রুপ কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মাঠে নামিয়েছিল কিন্তু এখন সমন্বয়কদের মতামতের গুরুত্ব আছে বাকিরা ফাও!

৯| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২২

জেনারেশন৭১ বলেছেন:



আরবরা ( মিশর, সিরিয়া, ইরাক, লিবিয়া, ইত্যাদি ) সবাই ছিলো নেশানেলিষ্ট; আর আরব বলতে মুসলিম, খৃষ্টান ও ইহুদী সবাই ছিলো। পরে, ইসলামিষ্টরা ব্রাদারহুড করে, নিজেরা আলাদা হয়ে যায়; এখানে জামাত মিল খুঁজে পায় ও সব সময় ধনী মুসলমানদের কাছে হাত পেতে আছে। আরবরা রাইফেলে বিশ্বাসী, জামাত ছুরি, রগকাটার যন্ত্রে বিশ্বাসী।

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কাছে তিনটি প্রশ্ন :
১- কৃষক শ্রমিক জনতার ঐক্যবদ্ধ হলে কি যে কোন অপশক্তি নিশ্চিহ্ন করা সম্ভব?
২- প্রতিটি জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সাংস্কৃতিক কার্যক্রম ( মঞ্চ নাটক , দেশীয় সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার) নির্মাণ করে ভিনদেশী সংস্কৃতি থেকে মুক্ত হওয়া যাবে?
৩- ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি ও গবেষনার সুযোগ সৃষ্টি করে করে চরমপন্থী যে কোন ধারণার বিকাশ সমাজ থেকে দূর করা সম্ভব?

১০| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৬

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: সারজিস আলম চাকুরিতে বয়স বৃদ্ধি আন্দোলন, বিসিএস প্রশ্ন ফাঁস ও সরকারি

ঢাবির ছাত্র সংসদে সদস্য পদে জয়ী হওয়ার পর সারজিসের ফেইসবুক ওয়ালে নুরু, রব্বানী সহ সবাই শেখ হাসিনার সাথে ফটো সেশনের সেই গ্রুপ ছবি দিয়ে সারজিস লিখেছিলো ক্যাপশন "জননেত্রীর সাথে দেখা হওয়া আমার ২৪ বছরের জীবন ধন্য"

এইটা আমার খুব মনে থাকবে মানুস কিভাবে ১৮০ ডিগ্রি কোণে পল্টি নেয়

ঐ ছবিটা ও নিশ্চিত সরায়ে ফেলছে, আন্দোলনে আগস্ট পর্যন্ত ছিলো

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৮

সৈয়দ কুতুব বলেছেন: সারজিস আলম কিছু গ্রুপের সাথে প্রতারণা করেছে।

১১| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩১

আদিত্য ০১ বলেছেন: জেনারেশন৭১ বলেছেন: আরবরা ( মিশর, সিরিয়া, ইরাক, লিবিয়া, ইত্যাদি ) সবাই ছিলো নেশানেলিষ্ট;

আপনার কমেন্টের সাথে বাস্তব মিল আছে, জামাত-বিএনপি সরকার ২০০১-২০০৬ আরব থেকে এতিমের জন্য অনুদান পেয়েছিলো, তখনকার প্রথম আলো বা জনকন্ঠতে নিউজ হইয়েছিল ঐটাকা নিজামী আর সাঈদি মেরে দিছে খুব সুকৌশলে, কিন্তু দোষটা পুরুটা গেছে খালেদা জিয়ার কাধে, যেই জিয়া অরফানেজ চ্যারিটেবল মামলা ২০০৭-এ তখনকার তত্ত্বাবধায়ক সরকার করেছিলো

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৯

সৈয়দ কুতুব বলেছেন: গাজী সাহেব আরবদের খুব ভালো চিনেন।

১২| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৬

নান্দাইলের ইউনুছ বলেছেন:



বিকাশ

নূরু

এখন

বড়

নেতা

হৈচে।

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪০

সৈয়দ কুতুব বলেছেন: তাকে গোলাম মাওলা রনি ছোটদের বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন

১৩| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৭

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: গাজী সাহেব আরবদের খুব ভালো চিনেন।

গাজী সাহেব পড়াশোনা করা লোক, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, সেই সময়ের আন্তর্জাতিক অনেক ঘটনাও উনার দেখা,
উনার মতামত অনেকটা বাস্তব ফ্যাক্টের সাথে মিলে। অনেক মিল পাওয়া যায়,

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: হ্যা।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৮

আদিত্য ০১ বলেছেন: নান্দাইলের ইউনুছ বলেছেন:



বিকাশ নূরু


এই উপাধি ভুলেই গেছি, নুরু প্রচুর বিকাশপুরি

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫২

সৈয়দ কুতুব বলেছেন: ছোটদের বঙ্গবন্ধু!

১৫| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৭

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: ছোটদের বঙ্গবন্ধু!
আপনাদের এমন কমেন্ট দেখে হাসি আর থাকেনা, হা হা হা

০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৭

সৈয়দ কুতুব বলেছেন: আমি কি কিছু ভুল বলেছি?

১৬| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৯

আদিত্য ০১ বলেছেন: অফটপিক ঃ কুতুবুদ্দিন আইবেক ভাই, অফলাইনে আপনাকে কি চিনি? আপনি কি বুয়েটে পড়াশোনা করেছেন, যাস্ট কিউরিসিটি থেকে আস্ক করলাম... পরিচিত মনে হচ্ছে

০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৭

সৈয়দ কুতুব বলেছেন: Military Institute of science and technology!

১৭| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৭

জেনারেশন৭১ বলেছেন:




৩) চাকুরী সৃষ্টি হচ্ছে আধুনিক সরকারগুলোর প্রধান অর্থনৈতিক কর্মকান্ড; আমেরিকায় প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টায় চাকুরীর রিপোর্ট দেয়া হয়; ইহাই এখন সব জাতির সকল উন্নয়নের মুল সুচক।
২) বিশ্বে এখন "মৌলিক সংস্কৃতি" আছে শুধু ইহুদীদের ও কিছুটা জাপানীদের; বাকীদেরগুলোতে মিশ্রণ ঘটছে। বাংগালীদের মৌলিক সংস্কৃতিগুলো কখনো বাংগালীদের সৎ, দক্ষ ও উন্নত হতে সাহায্য করেনি; ফলে, কিছু মৌলিক ও কিছু মিশ্র সংস্ক্বতির দরকার।
১) কৃষক ও শ্রমিকরা দেশের বাকীদের( ব্যবসায়ী, সরকারী কর্মচারী, দুর্নীতিবাজ শ্রেনীর ) দাস ছাড়া অন্য কিছু নয়; ওদের কিছু দলীয় কার্যক্রম আছে, যেগুলো থেকে কিছু ফড়িয়া লাভবান হয়। ওদের রিপ্রেজেন্টেটিভ নেই।

১৮| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১:১২

কাঁউটাল বলেছেন: আগডুম বাগডুম

০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১:২১

সৈয়দ কুতুব বলেছেন: আন্নে কিয়া বুজাইতে ছান? ফেডত না রাখি খুলি কন!

১৯| ০২ রা ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:১৯

নান্দাইলের ইউনুছ বলেছেন:


আসল কথা হচ্ছে ২১ শে আগস্ট কোন গ্রেনেড হামলাই হয়নি। ইহা ছিল অপপ্রচার মাত্র। উপযুক্ত বিচার হয়েছে। ইহাকে বলে কাজীর বিচার।

০২ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:০১

সৈয়দ কুতুব বলেছেন: দেখেন যা ভালো মনে করেন।

২০| ০২ রা ডিসেম্বর, ২০২৪ ভোর ৬:০৪

নান্দাইলের ইউনুছ বলেছেন:



বিকাশ নুরু ডাকসুর ভিপি হবার পর গণভবনে ডিনার খেয়ে আবেগে গদগদ হয়ে সাবেক প্রধানমন্ত্রীকে মা ডেকেছিল।
ইহা খারাপ নয়। তিনি মুরুব্বী মানুষ ।
তাকে মা ডাকা যেতেই পারে।

০২ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:০১

সৈয়দ কুতুব বলেছেন: হ্যা।

২১| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪০

কামাল১৮ বলেছেন: রুশ বিপ্লব হয়েছিলো বলশেবিকদের নেতৃত্বে শ্রমিক সৈনিক কৃষকের সহযোগিতায়।চীনে বিপ্লব বিপ্লব হয়েছিলো কমিউনিষ্টদের নেতৃত্বে কৃষক শ্রমিকদের সহযোগিতায়।আমাদের দেশেও বিপ্লব হতে হলে পার্টির নেতৃত্বে শ্রমিক কৃষকদের সহযোগিতায় হতে হবে।

০২ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: আমার ও তাই ধারণা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.