নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

ড. ইউনূস গণহত্যার মাস্টারমাইন্ড - শেখ হাসিনা।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৬


৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলায়নের পর বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করা নতুন সরকার কে বিপদে ফেলতে একের পর এক রেকর্ড ফোন কল ফাঁস করতে থাকেন। সেখানে তিনি বিভিন্ন রকম ভুয়া কর্মসূচির ঘোষণা দিয়ে নেতাকর্মীদের মাঠে নামতে নির্দেশ দেন। ইউনূস সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন। কিন্তু এইবার প্রথম শেখ হাসিনা নিউইয়র্কে ভারচুয়ালি নেতাকর্মীদের সামনে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি দাবী করেন উনার বিরুদ্ধে আনা গণহত্যার সকল অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত! সাবেক প্রধানমন্ত্রী দাবী করেন, ড. ইউনূস গণহত্যার মাস্টারমাইন্ড। ড্. ইউনূস কে সহযোগিতা করেছেন বিএনপি নেতা তারেক রহমান ও ছাত্র সমন্বয়করা। শেখ হাসিনা ভাষণে বলেন, , ‘আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। কিন্তু বাস্তবে মুহাম্মদ ইউনূসই ছাত্র সমন্বয়কদের সঙ্গে ষড়যন্ত্র করে গণহত্যায় লিপ্ত হয়েছেন। তাঁরাই মাস্টারমাইন্ড। এমনকি তারেক রহমান (বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র) লন্ডন থেকে জানিয়েছেন এভাবে যদি মৃত্যু চলতেই থাকে, তাহলে এই সরকার বেশিদিন টিকবে না।’ এরপরই তিনি বলেন, ‘আজ শিক্ষক, পুলিশ সবার উপর হামলা চালানো হচ্ছে এবং হত্যা করা হচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের টার্গেট করা হচ্ছে। গির্জা ও বেশ কয়েকটি মন্দিরে হামলা হয়েছে। কেন বাংলাদেশে এখন সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে? ’আশ্চর্যের ব্যাপার হলো ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা আমেরিকা উনাকে সরিয়ে দিতে চায় অভিযোগ করলেও ভার্চুয়াল ভাষণে আমেরিকার বিরুদ্ধে টু শব্দ করেননি!

সমস্যা হইলো ড. ইউনূস বাংলাদেশের এই জঘন্য রাজনীতিতে নিজ আগ্রহে আসার সম্ভাবনা জিরো পারসেন্ট । জুলাই আন্দোলনের পিছনে আমেরিকার প্রত্যক্ষ মদদ রয়েছে। ভবিষ্যতে কি তবে গণহত্যার মাস্টারমাইন্ড হিসাবে ড. ইউনূসের বিচার করবে আওয়ামী লীগ?

জুলাই অভ্যুত্থানে মার্কিন কানেকশন পাওয়া গেলে আমেরিকার বিরুদ্ধে আইসিসিতে গণহত্যার বিচার চাইবে শেখ হাসিনার দল?

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মিথ্যা বলাকে শেখ হাসিনা আর্টের পর্যায়ে নিয়ে গিয়েছিল। তার প্রতিটা কথা ছিল মিথ্যা। এখনো সেই মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। তবে জনগণ জানে, সে একজন জঘন্য মিথ্যাবাদী এবং জুলাই-আগস্ট গণহত্যার প্রধানতম আসামি। সে নোবেল না পাওয়ায় সেই যে ইউনূসের উপর ক্ষিপ্ত, সেই জ্বালা এখনো যায় নাই।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ!

২| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৫

অপু তানভীর বলেছেন: ক্ষমতা হারিয়ে শেষ হাসিনার মাথা খারাপ অনেক আগেই হয়েছে। সেই শুরু থেকেই সে আবোলতাবল বকে যাচ্ছে ।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ!

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৮

আদিত্য ০১ বলেছেন: কুতুব ভাই, বাংলাদেশ কি ভালো আছে? একদম মন থেকে বলবেন নিরপেক্ষভাবে? যুক্তরাজ্য অলরেডি তাদের নাগরিক ভ্রমনে সতর্ক করে দিয়েছে যে ইসলাম পন্থী দলগুলো তাদের মতে বাইরে মানুসদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ও নির্যাতন করছে। এইটা কোন ভালো সংকেত? বাইরের দেশ ইতোমধ্যে বর্তমান সরকারের প্রতি অসন্তুষ্টি হতে শুরু করেছে।

একুশে গ্রেনেড হামলা থেকে শুরু এখন পর্যন্ত কোনটা বিচার ঠিকঠাকভাবে হইছে, সবকিছুতে রাজনীতির অঙ্ক ছিলো, রাজনীতিতে আসলে কখন কি যে হবে বলা খুবই কঠিন। এই যে এত এত মামলা হচ্ছে এর মাঝে অধিকাংশই রাজনীতির অংকের খেলা,

১০ কি ১৫ বছর আওয়ামীলীগকে এই দেশের জনগনই ফিরিয়ে আনবে, আপনি দেইখেন, এর আগেও আনতে পারে, কারন ২০০১-২০০৬ মানুস কতটা ক্ষিপ্ত ছিল বিএনপি জামাতের প্রতি, জামাত পুরুটাই ইসলামকে নিয়ে ব্যবসা করে, এরা অনেক ভয়ানক, রগ কাটা, ইট দিয়ে মাথা থেতলে দেওয়া এদের প্রতিশোধের জিঘাংসা, ক্ষমতায় গেলে দেখতে পারবেন,এখনও ক্ষমতায় যাইনি, তারপরও প্রথম আলো বা ডেইলি স্টারে জিয়াফত দেয়,

বিএনপি জামাত ক্ষমতায় যাক এইটা আমি চাই, ছাত্র আন্দোলনের নেতা আর এই প্রজন্ম একটু বুঝুক। জেএমবির মত জঙ্গীর উথান হবে, আর ছাত্র আন্দোলন কিছুই করতে পারবেনা, বিএনপি জামাত ক্ষমতায় গেলে ছাত্র আন্দোলনের নেতাগুলারেও ধরবে, দেইখেন। ৬৩ জেলায় বোমা হামলা হইছিলো, ১০০ লোক সমাবেশ করলেই বোমার আতঙ্ক থাকতো, মসজিদেও বোমার আতঙ্ক থাকতো, ২০০১-২০০৬ এর সময়কাল

এইজন্য আমিও চাই, বিএনপি জামাত ক্ষমতায় যাক ছাত্র আন্দোলনের নেতা আর এই প্রজন্ম একটু বুঝুক

০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫২

সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূস কি শেখ হাসিনার প্রতিপক্ষ? আমেরিকা উনারে আইনা বসাইছে কিন্তু শেখ হাসিনা উনাকে গণহত্যার মাস্টারমাইন্ড কিভাবে বলেন? এইটা রাজনৈতিক প্রতিহিংসামূলক বক্তব্য!

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৩

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: ড. ইউনূস কি শেখ হাসিনার প্রতিপক্ষ? আমেরিকা উনারে আইনা বসাইছে কিন্তু শেখ হাসিনা উনাকে গণহত্যার মাস্টারমাইন্ড কিভাবে বলেন? এইটা রাজনৈতিক প্রতিহিংসামূলক বক্তব্য!

শেখ হাসিনা বলছে রাজনৈতিক কারনে, আবার কাকুও আসছেন তার বিরুদ্ধে মামলার জিদের কারনে শেখ হাসিনা শিক্ষা দিবেন, কিন্তু উনি জানেন না যে রাজনীতি কত ভয়ানক, কাকু যদি উপমহাদেশের রাজনীতি নিয়ে দু একটা মুভি দেখতো ভালো হউতো, রাজনীতি হিন্দি মুভিটা একটু লেশ আছে।

ইউনুস কাকুকে বিপদে ফেলেছে তারাই, কাকু যাদের ওপর আস্থা রেখে মহা খুশিতে ক্ষমতা নিয়েছিলেন, তারা আসলে ধর্মীয় উস্কানী, ডেইলী স্টার প্রথম আলোতে হামলা, অতিরঞ্জিত ভারত বিরোধী অহেতুক কাজ কাম, মব ভায়োলেন্স, বিচরকের ওপর হামলা বা আদালতে হামলা, এমন অনেক যগাখিচুড়ি কাজ করেই যাচ্ছে আরও করতেই থাকবে, এগুলা করছে তাও আরকে ধর্মের সোশাল ইনফ্লুয়েঞ্জার ভিডিও দেখে

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৫

সৈয়দ কুতুব বলেছেন: কাকুকে বসানো হয়েছে।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৬

আদিত্য ০১ বলেছেন: কাকু বসাইছে এম্রিকা, কিন্তু কাকু যাদের ওপর খুভ খুশিতে ভর করছিল, এখনও করছে, তারাই তাকে বিপদে ফেলছে ও ফেলবে, শেখ হাসিনার প্রশ্নই আসে না, কারন আওয়ামীলীগকে ক্ষমতায় আসতে ৮/৯ বছর লাগবে বা কমও লাগতে পারে, রাজনীতির খেলা আসবে এইটা নিশ্চিত, অনেক অনেক কারন আছে, কাকুকে বিপদের ফেলাচ্ছে তারাই যারদের ওপর উনি খুব খুশিতে টগবগ করছিলেন। আন্তর্জাতিক পরিমন্ডলে এখন বাংলাদেশ অস্থিশীল সহিংসতার দেশ রুপে পরিনত হয়েছে, এইটা মুখে না বললেও মানতে হবে

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৭

সৈয়দ কুতুব বলেছেন: সবকিছুর পেছনে আমেরিকা! ইউনূস সাব কাঠপুতুল।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৭

আদিত্য ০১ বলেছেন: আমার কাছে মন হয় হুদাই অহেতুক অতিরঞ্জিত ভারত বিরোধী আর ধর্মীয় উস্কানিতে কেমন লেজেগুবরে অবস্থা, মানে বাঘকে কাতু কুতু দিয়ে কইতেছে, আমারে খাও, এখনকার অবস্থা তাই, এরা হুদাই দেশের অবস্থা বারোটা বাজাচ্ছে, চাইলেই সবকিছু ঠিক করতে পারতো, মানে আজাইরা, আবার নাকি যুদ্ধ করবে, মানে মগজে কি পরিমান গোবর থাকে, এরা দেশ চালাচ্ছে, হাসি পায়, কাজ কর্ম দেখলে, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যুদ্ধের দামামা বাজানোর মূল ক্ষেত্র, ছাত্রদের পড়াশোনা বাদ, ধুর পড়াশোনা করে কি হবে,

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১:০২

সৈয়দ কুতুব বলেছেন: বিজেপি ও ইউনূস গং চিন্ময় দাস ইস্যুকে কেন্দ্র করে রাজনীতি করছে। ভারতের শুভেন্দু মাথামোটার এসব অবরোধ ব্যবসায়ীরা ভালো ভাবে নিচ্ছে না। একই ভাবে বাংলাদেশে সারাদিন ভারতের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ ভাব এই দেশের সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না। সব সালা ফালতু!

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৫

আদিত্য ০১ বলেছেন: মাথায় একটু যদি বুদ্ধি থাকে তাহলে এই অবস্থাটা করতো না, অনেক কিছু করার সুযোগ ছিলো ইউনুসের, উনি কিছুই পারবে না, উনার বুদ্ধি হাটুতে, নিজেরাই নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৬

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ, সমন্বয়ক ও আমলারা উনাকে ঠিকভাবে কাজ করতে দিচ্ছেন না।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৬

আদিত্য ০১ বলেছেন: আমার সত্যি হাসি পায়, যুদ্ধে যাবে অনেকেই, আবার ঢাবিতে স্লোগান, খুব হাসি পায়...এগুলা কি করতেছে, নাই কাজ তো খই ভাজ

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৮

সৈয়দ কুতুব বলেছেন: ভারতের গোদি মিডিয়ার মতো!

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৫৪

নান্দাইলের ইউনুছ বলেছেন:



ইনুছ সাবের শেষ দিনগুলো খুব কষ্টে যাবে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৬

সৈয়দ কুতুব বলেছেন: দেঝা যাক।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৩০

মেঠোপথ২৩ বলেছেন: মানুষ আর যাই ভুলুক ২০২৪ এ প্রান দেওয়া এক ঝাক তরতাজা তরুনদের কথা এই জীবনেও ভুলবে না। যুগ যুগ ধরে এই তরুনেরা ইতিহাসে বেচেঁ থাকবে এবং তরুনদের সামনে এক জ্বলন্ত মিশাল হয়ে জ্বলবে। এই জাতি আর পেছনে ফিরে যাবেনা। আওয়ামিলীগের চিরস্থায়ী দাফন করে গেছে ২০২৪ এর শহীদেরা ।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪১

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪৫

ক্লোন রাফা বলেছেন: ড.ইউনুস কিন্তু মাষ্টার মাইন্ড’কে পরিচয় করিয়ে দিয়েছেন। আর মাষ্টার মাইন্ডের মাষ্টার যারা তারাই উনাকে বসিয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: হুম! ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনা তার জীবনে কখনই সত্য বলেনি এবং ভবিষ্যতে বলার সম্ভাবনা নেই।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূস কে শুধু শুধু টার্গেট করছে!

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১৬

রাজীব নুর বলেছেন: রাজনীতি কঠিন এক খেলা। ভয়ংকর খেলা।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২০

সৈয়দ কুতুব বলেছেন: হুম।

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৭

নান্দাইলের ইউনুছ বলেছেন:


আমার মিতা ইনুছ জাতীয় ঐক্যের ডাক দিয়াছেন।

কে কে সাড়া দিবেন। দিলে আমার সাথে গানে গলা মেলান- ডাক দিয়াছে দয়াল আমারে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪১

সৈয়দ কুতুব বলেছেন: নির্বাচন দিয়ে চলে যাওয়া বেটার।

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৮

নতুন বলেছেন: শেখ হাসিনার কথাবার্তায় বোঝা যাচ্ছে তার মাথা ঠিক মতন কাজ করছেনা।

এখনো তিনি বুঝতে পারছেন না যে তার অহংকার, দলীয় মানুষের ক্ষমতায় থাকার জন্য মানুষ হত্যা আয়ামীলীগের পতনার জন্য দায়ী।

নুন্নতম অনুশুচনা বোধ আয়ামীলীগের নাই :|

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১০

সৈয়দ কুতুব বলেছেন: বেশরম অরাত!

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫২

পবন সরকার বলেছেন: হাসিনা দেশের ক্ষতি করে হলেও ক্ষমতায় থাকতে বেশি পছন্দ করে

০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: উনি ক্ষমতা হারিয়ে অসুস্থ হয়ে গেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.