নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

এমন পররাষ্ট্র উপদেষ্টা লইয়া আমরা কি করিবো?

০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪৪


জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের ক্ষমতায় বসেন ড. ইউনূস । বিভিন্ন মন্ত্রনালয়গুলো পরিচালনার জন্য মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ দেয়া হয়। তবে উপদেষ্টাদের নিয়োগ কোন প্রক্রিয়ায় হয়েছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্ত হন তৌহিদ হোসেন। উনার আচার-আচরণ দেখে সজ্জন ব্যক্তি বলে মনে করা যাইতে পারে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ পজিশনে বসার মতো যোগ্যতা উনার আদৌ আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। বাংলাদেশের সাথে ভারতের জুলাই অভ্যুত্থানের পর সম্পর্ক খারাপ হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তেমন ইফেক্টিভ স্ট্রাটেজি গ্রহণ করা হয়নি। রাস্ট্রদূত নিয়োগের সময় ব্যাপক আলোচনা ও সমালোচনা হলেও পররাষ্ট্র উপদেষ্টা সঠিক ভাবে ঘটনা জানেন না বলে সাংবাদিকদের এড়িয়ে যান।

বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় দাস কে গ্রেফতারের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরো খারাপ হতে থাকে। ভারতের কিছু মিডিয়া যারা নরেন্দ্র মোদি তথা বিজেপি সমর্থিত মিডিয়া শেখ হাসিনা শাসন পরবর্তী সময়ে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে এমন গুজব সারাবিশ্বে প্রচার করে বেড়াচ্ছে। তারই প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় হতে বিদেশি কূটনৈতিক দের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ব্রিফ করার জন্য রাস্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমন্ত্রণ জানিয়ে পহেলা ডিসেম্বর চিঠি দেয়া হয়। দোসরা ডিসেম্বর বিকাল ৪টায় বিদেশি কূটনীতিক দের সামনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান ব্রিফ করা শুরু করেন। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় কে কূটনীতিকদের এত স্বল্প সময়ের দাওয়াতে উপস্থিত হওয়ার জন্য কোন ধরণের সৌজন্যমূলক ধন্যবাদ জানাতে দেখা যায় নি। অতি আশ্চর্যের বিষয় এই যে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সমগ্র সময় ধরে বাংলায় বক্তব্য দিয়ে গিয়েছেন। পাকিস্তান, চীন সহ অন্যান্য দেশের কূটনীতিক বৃন্দ বুঝে না বুঝে উপদেষ্টার ভাষণ শুনে গেছেন। পররাষ্ট্র উপদেষ্টা বাংলায় বক্তব্য দেয়ার সময় এমন কিছু শব্দ চয়ন করেছেন যা একজন উপদেষ্টার মুখে বড্ড বেমানান শোনায়। বক্তব্যের এক পর্যায়ে উনাকে বলতে শোনা যায়, ভারতীয় মিডিয়া বিভিন্ন মাল মশলা মিশিয়ে খবর প্রচার করে বাংলাদেশের বদনাম করছে! এই কথা শুনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্পীচলেস হয়ে যান। একজন উপদেষ্টা কিভাবে বিদেশি কূটনীতিকদের সামনে এমন ভাষায় ব্রিফ করতে পারেন! পররাস্ট্র উপদেষ্টা অধিকাংশ সময় বাংলাদেশের সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। ব্রিফিং শেষে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা হতাশা প্রকাশ করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশের কার্যক্রম গুলো সঠিক ভাবে উপদেষ্টা মহোদয় তুলে ধরতে ব্যর্থ হয়েছেন।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে বেশিরভাগ সময় চাটুকার ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়। পররাষ্ট্র উপদেষ্টা কারো সুপারিশে নিয়োগ পেয়েছেন কিনা এখন তা জানা সম্ভব নয়। তবে তিনি আওয়ামী লীগের প্রশাসনে কাজ করেছিলেন। তার থেকে অধিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বাংলাদেশে ড. ইউনূস কি খুঁজে পান নাই ? নিজেদের অবস্থান ঠিক ভাবে তুলে ধরতে না পারার কারণে বিদেশি এম্বাসী গুলো থেকে সঠিক নিউজ বাংলাদেশের বন্ধু দেশ গুলোর নিকট পৌছায় না। এতে সামগ্রিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বাংলাদেশ !

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১০

কামাল১৮ বলেছেন: ইউনুস নিজেই কি যোগ্য?আমার মনে হয় ইউনুসের থেকে কম যোগ্য নয় এই লোক।গোল টেবিল আলোচনায় তার অনেক আলোচনা শুনেছি।

০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৩

সৈয়দ কুতুব বলেছেন: বিদেশি দের সামনে বাংলায় কথা বলা অনেক যোগ্য লোক তৌহিদ হোসেন! আমনেও কি যে কন মাঝে মাঝে!

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২২

জেনারেশন৭১ বলেছেন:



এখন বাংলাদেশের জন্য বিদেশ বলতে আমেরিকা; ইহাকে নেয়ার পেছনে আমেরিকান দুতাবাসের সায় আছে নিশ্চয়।

০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৯

সৈয়দ কুতুব বলেছেন: বাংলায় বক্তব্য নিশ্চয়ই আমেরিকা দিতে বলে নি ?

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৭

রাকু হাসান বলেছেন:

বিষয়টি আমিও লক্ষ্য করেছি । এখানে আরও যোগ্য ব্যক্তিকে বসানো উচিত । কূটনৈতিক ভাষা নিয়ে সচেতন হওয়া প্রয়োজন ।

০৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১২

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মনে হয় রাষ্ট্রদূত রা কিছু বুঝতে পেরেছে?

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৮

রাকু হাসান বলেছেন:

তবে কিছু বিষয়ে তড়িৎ বিবৃতি,তলব -এই সব জিনিস গত ১৫ বছর দিল্লির দাসি হাসিনাকে করতে দেখিনি কখনো।

০৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৩

সৈয়দ কুতুব বলেছেন: এখন চাপে আছে তাই সিরিয়াস!

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৮

রাকু হাসান বলেছেন:

লেখক বলেছেন: আপনার মনে হয় রাষ্ট্রদূত রা কিছু বুঝতে পেরেছে?
ব্রিফ ইংরেজিতে নাকি বাংলা করেছেন। ব্রিফ দেশে সাংবাদিকদের বাংলায় ব্রিফ করছেন সেটা দেখেছে। মূল ব্রিফিংয়ে বাংলা বলার কোন যুক্তিই আসে না ।

০৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:২৬

সৈয়দ কুতুব বলেছেন: রাষ্ট্রদূত রা ছিলো সেখানে! ভালো করে দেখেন।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৫১

নান্দাইলের ইউনুছ বলেছেন:


মন্ত্রী আর উপদেশদাতা এক নন।

মন্ত্রীর সাহস থাকে।

কেননা মন্ত্রী হন নির্বাচিত।

০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:১২

সৈয়দ কুতুব বলেছেন: হ্যা।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৫৩

নান্দাইলের ইউনুছ বলেছেন:



ভুলে গেলে চলবে না উনি ছিলেন ১/১১ আমলে বাংলাদেশের সব চেয়ে কম বয়সী পররাষ্ট্রসচিব।

উনার যোগ্যতার কোন ঘাটতি নেই।

একটাই দোষ উনি মন্ত্রী নন। জনতার ম্যান্ডেট নেই ইনার।

০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:১৩

সৈয়দ কুতুব বলেছেন: এইটা কোব যোগ্যতা না।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে যোগ্য ও দক্ষ লোকের বড় অভাব।

০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: চাটুকারের অভাব নেই।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৪

শিশির খান ১৪ বলেছেন: ভারতের সাথে সম্পর্ক ভাল করতে চান তে হলে হাসিনাকে পুনর্বাসন করেন আপনি কি সেটাই চাচ্ছেন ? উনার চে যোগ্য পররাষ্ট্র উপদেষ্টা আর কে হতে পারে দুই একটা নাম সাজেস্ট করেন। আমার কাছে মনে হয় উনার চে যোগ্য এই মুহূর্তে আর কেউ নেই। কামাল সাহেব এর মতো মানুষ ইউনুস এর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাস্যকর।

০৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: আগে তো ভাবতাম যোগ্য লোক! কিন্তু কূটনীতিক দের সামনে বাংলায় কথা বলার পর আমার সন্দেহ হচ্ছে তার ব্যাপারে! শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে পারবে না। যদি ফিরে কত লোক গুম হয়ে যাবে তার হিসাব থাকবে না। কথা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে! হাসিনা এখানে কই থেকে আসলো? মমতার শান্তিরক্ষী বাহিনী নিয়ে করা মন্তব্যের পাল্টা কাউন্টার আমাদের উপদেষ্টা যে সুরে দিয়েছেন তাতে উনাকে মেরুদণ্ডহীন মনে হচ্ছে। এইটা শুধু আমার কথা না, এনায়েত উল্লাহ আব্বাসী হুজুর কি বলেছেন আমাদের উপদেষ্টা দের নিয়ে তা দেখুন। মোল্লা হইলেও কথা খারাপ বলে নাই।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩১

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: জনাব তৌহিদ হাসানের এই উদ্যোগ প্রমাণ করে যে, তিনি দেশের সংস্কৃতি ও ভাষার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলার প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ।

০৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫০

সৈয়দ কুতুব বলেছেন: বিদেশি দের বোঝা লাগবে যা বলেন উপদেষ্টা মহোদয়! না হলে কি মেসেজ যাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.