নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

জুলাই অভ্যুত্থান স্মরণে একাধিকবার কনসার্ট আয়োজন এবং হালকা কিছু বকবক....

২২ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯


জুলাই অভ্যুত্থান নিসন্দেহে বাংলাদেশের মানুষের মধ্যে বিশেষত যারা তরুণ তাদের মধ্যে এক ধরণের নতুন রাজনৈতিক চেতনার বীজ বপন করেছে। এই অভ্যুথানে অসংখ্য লোকের আহত হয়ে হাসপাতালের বেডে পড়ে থাকা, শত শত মৃত্যু যার চিহ্ন সমাজে এখনও রয়ে গেছে তার কথাও আমাদের মনে রাখতে হবে। এই অভ্যুত্থান মূলত বিভিন্ন শ্রেণির মধ্যে বৈষম্য দূরকরণের জন্য হয়েছিল। তাই আজ যখন দেশের মানুষ অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, শিক্ষার্থী ও মধ্যবিত্ত টিসিবির লাইনে দাঁড়াচ্ছে, লুটপাটের ফলে ব্যাংক গুলোতে টাকার সংকট, মানুষ কর্মহীন হয়ে পড়ছে তখন দেশে বার বার জুলাই অভ্যুত্থানের স্মরণে কনসার্ট হওয়া হতাশাজনক। এমনিতেই এসব কনসার্টে টিকিটের যে দাম তা আমার মতো ছা পোষা মধ্যবিত্তদের নাগালের বাইরে। মূলত বড়োলোক শ্রেণির সাথে এসব আয়োজন বেশি মানায়। জুলাই অভ্যুত্থানের পর নামকরা সংগীত শিল্লী আতিফ আসলাম, জাল ব্যান্ড এবং রাহাত ফতেহ আলী খানকে এনে কনসার্ট করিয়ে জুলাই আহতদের জন্য ফান্ড কালেকশনের আইডিয়া খুব একটা কাজে দিয়েছে বলে মনে হয় না। কারণ আগস্ট/সেপ্টেম্বর মাসে ধারবাহিক ভাবে কনসার্টের পরও জুলাই আহতদের সুচিকিৎসার অভাবে রাস্তায় ধর্মঘট করার কথা ছিলো না। চিকিৎসার যাবতীয় ব্যয় ভার সরকারকে নিতে হবে। গোষ্ঠীগত ভাবে কিছু ফান্ড কখনোই দীর্ঘ মেয়াদে কাজে লাগবে না।

ডিসেম্বর মাসে পরপর দুইটি কনসার্ট অনুষ্ঠিত হলো। একটি হচ্ছে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে এবং অন্যটি হলো জুলাই স্পিরিট কে জাগ্রত রাখার উপলক্ষ্যে ২১ শে ডিসেম্বর ! ১৬ই ডিসেম্বরে প্রতিবছর অনেক আয়োজন হয়, কনসার্ট হয়, বইমেলা হয়। কিন্তু পুনরায় জুলাই স্পিরিট উপলক্ষ্যে কনসার্ট কেন আয়োজন করা হলো তা কিছুতেই বোধগম্য নয়। বিজয় দিবসের স্পিরিট এবং জুলাইয়ের স্পিরিট কি আলাদা কিছু নাকি ? দুইটা কনসার্ট মার্জ করেই করা যাইতো এবং ফান্ড কালেক্ট করা যাইতো।

ইন্টারেস্টিং ব্যাপার হলো পাকিস্তানের বিখ্যাত সংগীত শিল্লী রাহাত ফতেহ আলী খান বিনা পয়সায় গান গেয়েছেন। টিকিটের মূল্য দশ হাজার টাকা প্রায় যা আমার মাসিক বেতনের তিন ভাগের এক ভাগ ! যাক রাহাত ফতেহ আলী খান অনেক বড়ো দিলের মানুষ বলে মনে হয়েছে। ফান্ড কালেকশন যথাযথ ভাবে হয়েছে বলে আশা রাখি। সে টাকা ব্যয়ে জুলাই আহতদের সুচিকিৎসা হউক সেই কামনা করি।

রাহাত ফতেহ আলী খানের বিনা পয়সায় গান গাওয়ার নিউজ পড়ে আমার মুক্তিযুদ্ধের সময় চ্যারিটি কনসার্টে গান গাওয়া সংগীত শিল্লী জর্জ হ্যারিসনের কথা মনে পড়ে যায়। রাহাত ফতেহ আলী খান কে এই যুগের জর্জ হ্যারিসন মনে করে কৃতজ্ঞতায় চোখে পানি চলে আসবে এমন সময়ে অন্য একটি নিউজ পড়ে আমার চোখের আগত অশ্রু ভ্যানিশ হয়ে যায়। আসন্ন বিপিএলে রাহাত কাগু সুরে সুরে মঞ্চ মাতাবেন। বিনিময়ে উহাকে ৩ কোটি ৪৪ লাখ টাকা হাদিয়া দিতে হইবে। পেমেন্ট কিন্তু টাকায় হবে না, পেমেন্ট হবে ডলারে। রাহাত কাগু দেশের এই ডলার ক্রাইসিসের সময়ে কত্তগুলো ডলার নিয়ে যাইবেন শোনার পর উহার প্রতি আর শ্রদ্ধা আসিতেছে না মন হইতে !

আওয়ামী লীগের চোরতন্ত্রের শাসনেও দেখতাম সেইম কাহিনী। মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে কিন্তু সরকার ডলার খরচ করে বিদেশি সংগীত শিল্পী আনতো আর তারা ডলার দেশ থেকে বিদেশ নিয়ে যাইতো। বিদেশ পড়তে যাওয়া পড়ুয়ারা এদিকে পেমেন্টের জন্য ডলার পাইতো না। সিন্ডিকেট থেকে অতিরিক্ত খরচে ডলার কিনতে হতো। এখন ও যদি এমন অবস্থা চলতে থাকে তবে জুলাই স্পিরিট শত কনসার্ট করেও টিকিয়ে রাখা যাইবে না। ভিন্ন কিছু যাহা দেশের সকল মানুষের জন্য কল্যাণকর এমন কিছু করিতে পারিলে জাতি জুলাই অভ্যুত্থানকে আজীবন মনে রাখবে।

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

শিশির খান ১৪ বলেছেন: একটার সাথে আরেকটা মিলান কেন বুঝলাম না। বি পি এল তো কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান না ওইটা বাণিজ্যিক অনুষ্ঠান সেটা কেন ফ্রি করতে হবে ? একটা অনুষ্ঠান করছে দেইখা সব অনুষ্ঠান ফ্রি করতে হবে এটা আবার কোথায় লেখা আছে ? শুকরিয়া নাই একটা মানুষ পাকিস্তান থেকে এসে জুলাই আগস্টের আহত দের জন্য অনুষ্ঠান কইরা ফান্ড উঠায় দিচ্ছে সেটাই তো মেলা। আমাদের দেশের শিল্পীরা যে পোলটি মারছে সেটা আপনার চোখে বাজে না বাম্বার সদস্য মাকসুদ ফিডব্যাক এর মেলায় যাইরে গানের ভোকাল বলছে যে সব ছাত্ররা আন্দোলন করছে তাদের একদিন ফাঁসি হবে তাদের কিছু বলেন না কেন ?বাম্বা তো আহত ছাত্রদের চিকিৎসার জন্য একটা কনসার্ট করতে পারতো কোই করলো না তো।

২২ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৯

সৈয়দ কুতুব বলেছেন: বাকিরা কেউ ফ্রি করছে না। রাহাত ফতেহ আলী খান ৩ কোটি টাকা নেয়ার মতো এখন পারফরম্যান্স নাই।

২| ২২ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১০

বিষাদ সময় বলেছেন: আওয়ামীলীগ ৭১ এর চেতনা বিক্রি কাইরা ১৫ বছর খাইয়া গেছে, আরেক দল ২৪ এর চেতনা বিক্রি কইরা আওয়ামী পদান্ক অনুসরণ করিতে চাহিতেছে। মদের শুধু বোতল পারিবর্তন হইয়াছে, পানীয় একই রহিয়া গিয়াছে।

২২ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৯

সৈয়দ কুতুব বলেছেন: আমরা আশাবাদী যেহেতু ইউনূস স্যার আছেন।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

মেঘনা বলেছেন: জুলাই প্রতি-বিপ্লবে পাকিস্তানের অবদান অনস্বীকার্য। প্রতি বিপ্লবের প্রধান সমন্বয়ক রা, অনেকেই পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে এসেছিল। রাহাত ফতেহ আলী খানএর বিনা পয়সায় অনুষ্ঠান বা করাচি থেকে চট্টগ্রামে ডাইরেক্ট কন্টেইনার আসা বা ইউনুস সাহেবের সাথে শরীফ সাহেবের ঘন ঘন মুলাকাত সেই অবদানেরই দৃশ্যমান পরিবেশনা।

২২ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: ভারতীয় এবং দাদা/বৌদি রা সাধু সন্ত মনীষী ! সব দোষ কেবল পাকিস্তান এবং বাংলাদেশের। একটি বড়ো গণতান্ত্রিক দেশ হয়ে অন্য দেশের গণতন্ত্র ধ্বংস করা দাদা/বৌদি দের জানায় প্রণাম। :-B

৪| ২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০০

কামাল১৮ বলেছেন: ইউনুসের ভক্ত না হয়ে সয়তানের ভক্ত হোন।

২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনি শয়তানে বিশ্বাস করেন? আমি তো আপনাকে নাস্তিক ভাবতাম! B-)

৫| ২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১২

কামাল১৮ বলেছেন: সয়তান একটা প্রতীকী শব্দ।যে খারাপ কাজ করে।এটাই সারা বিশ্বে প্রচলিত।এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই।নাস্তিকরা প্রমান নাই বলে সৃষ্টি কর্তায় বিশ্বাস করে না।প্রমান পেলে বিশ্বাস করবে না এমন কথা নাস্তিকরা বলে না।

২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২১

সৈয়দ কুতুব বলেছেন: আমার একটা কনফিউশান আছে। খ্রিষ্টানরা যাকে লুসিফার বলে মুসলিম দের ইবলিশ শয়তান কি একই? যদিও আপনার এসবে বিশ্বাস নেই।

৬| ২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৫

কামাল১৮ বলেছেন: তাছাড়া আমি নাস্তিক না।নাস্তিক হবার মতো যোগ্যতা আমার নাই।আমি সংশয়বাদী।

২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: আমি সেটা জানি। :-0

কিন্তু আপনি আওয়ামী লীগের ব্যাপারে সৎ চিন্তা করেন না। আপনার চোখে আওয়ামী লীগের কোন দোষ ধরা পড়ে না। শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থান নিয়ে বিশাল তামাশা করেছে। ভবিষ্যতে খোদ আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে আসলে নিজেরা দেশ চালাতে হিমশিম খাবে।

৭| ২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৪

কামাল১৮ বলেছেন: কে কিনামে ডাকে তাতে কিছু আসে যায় না।এটা ভাষার কারনে হয়েছে।বাইবেল লেখা হয়েছে হিব্রু ভাষায় কোরান আরবি ভাষায়।হিন্দুদের ধর্মগ্রন্থ সংস্কৃত ভাষায়।

২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে বাম ফ্রন্টের দলগুলো কেন ভালো করতে পারছে না বলে মনে হয় আপনার? ছাত্র ইউনিয়নের মিছিলে মাত্র ১০/১২ জন হয় এখন। বেশিরভাগ বাম ফ্রন্টের নেতারা ফ্রড মজহার টাইপ।

৮| ২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৬

কামাল১৮ বলেছেন: আমিতো ব্লগে কিছু লিখি না গাজী সাহেব লিখেন।সে শেখ মুজিব,শেখ হাসিনা সবাইকে তুলোধুনা করে।কোন মুক্তমনাই অন্যায় কে সমর্থন করে না।আমিও করিনা।কিন্তু অন্যায় নির্ধারণ করা মতাদর্শ আলাদা।আপনি যেটাকে অন্যায় মনে করেন অন্য মতাদর্শের লোক সেটা করে না।এই যা পার্থক্য।

২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: গাজী সাহেব আওয়ামী লীগের শিক্ষানীতি এবং কর্মসংস্থান নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন কমেন্টের মাধ্যমে । আপনাকে তেমনটা দেখা যায় না। ড. ইউনূসের কি ক্ষমতায় আসার কোন কারণ ছিলো? দেশে কি তবে নির্বাচনের দরকার নাই?

৯| ২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১১

কামাল১৮ বলেছেন: বাম পন্থীদের ব্যর্থতার কথা লিখতে গেলে বিরাট আলোচনার ব্যাপার দুই এক পাতায় লিখে বুঝানো যাবে না।
পশ্চিম বাংলার কিছু লেখকের বই আছে যেটা জোগার করা সম্ভব না।তাছাড়া বর্তমানে বাজারে নাই।আমি আশির দশকে কিছু পড়ে ছিলাম।তার পর আমি আগ্রহ হারিয়ে ফেলি, আমার যথন হৃদরোগের লক্ষন ধরা পরে।ডাক্তার আমাকে নিষেধ করে, কোন বিষয় নিয়ে গভীর ভাবে চিন্তা করতে।

২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৫

সৈয়দ কুতুব বলেছেন: আপবার সুস্থতা কামনা করি।

১০| ২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৮

কামাল১৮ বলেছেন: প্রত্যেকের রণনীতি এবং রণকৌশল আলাদা।

২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৪

সৈয়দ কুতুব বলেছেন: ঠিক কয়েছেন।

১১| ২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২১

কামাল১৮ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১২| ২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
প্রথমে কথা ছিল উনি টাকা নেবেন না।
সব টাকাই কথিত আহতদের চিকিৎসায় ব্যয় হবে।

পরে দেখা গেল উনি ভিন্নভাবে টাকা নিচ্ছেন।
উদ্যোক্তারা হয়তো বলেছেন যে পরে আরেকটা কনসার্ট লাগাইয়া পোষায় দেওয়া হবে।

কিন্তু কতটুক পোষাইছে।
নিজের দেশের কনসার্টে তার রেট 20 25k
তাকে আমেরিকায় নেওয়া হলে তার রেট হায়েস্ট 70k
কিন্তু বাংলাদেশে বিনা টাকায় আনার কথা বলে তাকে দেওয়া হলো আমেরিকার চেয়েও তিন গুনের মত ডলার।

২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনাদের পথেই হাটছে এই সরকার। আপনাদের এমপিরা বলিউডের অভিনেতা/অভিনেত্রী দের পারফরম্যান্স দেখতে গিয়ে সিট না পেয়ে মাটিতে বসে গিয়েছিল। আমি বয়সে তরুণ হতে পারি কিন্তু আমি ক্লাস থ্রী/ফোর থেকে পেপার পড়তাম রেগুলার। আপনাদের সব আকাম কুকাম কম বেশি অবগত আছে।

১৩| ২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:



রাহাতকে এনেছে কারা?

২২ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: আমি যেদিন আতিফ আসলাম, জাল ব্যান্ড যখন এই দেশে আসছে জুলাই অভ্যুত্থানের পর তখন আমি বলেছি কারা এদের আনছে! ক

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে বিলাসিতা মানায় না।

২৩ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২৯

সৈয়দ কুতুব বলেছেন: সহমত।

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

বিষাদ সময় বলেছেন: কনসার্টের স্থানে নাকি মহিলাদের জন্য পৃথক নামাজ এবং ওজুর ব্যবস্থা ছিল।

২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৯

সৈয়দ কুতুব বলেছেন: এসব খুঁত আপনারা বের করেন। ভবিষ্যতে প্রচারে কাজে দিবে। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.