নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

আইনজীবী সাইফুল ন্যায় বিচার পাবেন তো ?

২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪৬


ইসকনের বহিস্কৃত নেতা চিন্ময় দাস কে গ্রেফতার করার পর দেশের পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে হয়ে যায়। দেশে ও বিদেশে চাপের মুখে পড়তে হয় বর্তমান সরকারকে। এরই মধ্যে চিটাগাং কোর্টে চিন্ময় দাসের হাজিরা কে কেন্দ্র করে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে। একজন আইনজীবী ( সাইফুল) হত্যাকান্ডের শিকার হন। সমগ্র দেশের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়ে। সবাই সাইফুলের হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে সরকারের উপর চাপ প্রয়োগ করে। কিন্তু হত্যাকান্ডের পর সাথে সাথে থানায় কোন মামলা দায়ের করা হয় নি। তিনদিন পর সাইফুলের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন। সাইফুলের বাবা আরো ছয়টি মামলা দায়ের করেন থানায়। কয়েকজন কে আটক করার পর তারা আদালতে স্বীকারোক্তি দেয়। এদিকে চিন্ময় দাসের পক্ষের আইনজীবী কেউ না লড়ার জন্য হুমকি দিচ্ছে এমন অভিযোগ নিউজে আসে। চিন্ময় দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করে মামলা দায়ের করা হয়েছিল। আধুনিক সভ্যতার আইনে সবার অধিকার আছে নিজের পক্ষে যুক্তি তর্ক এবং এভিডেন্সের মাধ্যমে নির্দোষ প্রমাণ করার। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে চিন্ময় দাসের সকল সুযোগ সুবিধা পাওয়ার এখতিয়ার রয়েছে। কিন্তু চিন্ময় দাসের আইনজীবী ভারতে গিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং চিন্ময় দাসের পক্ষে কেন কোন আইনজীবী শুরুতে দাঁড়তে চাননি তা নিয়ে যাচ্ছেতাই বক্তব্য করেছেন । চিন্ময় দাসের আইনজীবী ড. ইউনূসের উপর ভরসা করলে যে কোন সমস্যার সমাধান পাওয়া যাইতো কিন্তু চিন্ময় দাসের আইনজীবী মূলত ভারতে গিয়ে কথা বলছেন ভিন্ন একটি উদ্দেশ্যকে সামনে রেখে।

আইনজীবী সাইফুল হত্যাকান্ডের জন্য গঠিত তদন্ত কমিটির সদস্যরা সবাই অব্যহতি চেয়েছেন। কারণ হিসাবে তারা উল্লেখ করেছেন, সেদিন আদালত প্রাঙ্গনে সাইফুল হত্যার ঘটনায় পুলিশ হতে সরকারি কর্মকর্তা রা জড়িতে থাকতে পারেন। চিন্ময় দাসের প্রিজন ভ্যানের মধ্যে কিভাবে হ্যান্ড মাইক পৌছালো তাও ক্লিয়ার নয়। আইনজীবীরা বিচারবিভাগীয় তদন্ত দাবী করেছেন।

বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক সংগঠনটি। শেখ হাসিনার পতনের পূর্বে তারা একটি ৯ দফার ডাক দিয়েছিল যেখানে ন্যায় বিচার নিশ্চিত করার দফা ও ছিলো। কিন্তু ছাত্র নেতারা কেউ কেউ উপদেষ্টা পদের দায়িত্ব নেওয়ার পর ন্যায় বিচার নিশ্চিত করার যে স্পিরিট দেখায়েছিলো তা ২১ শে আগস্ট প্রহসনমূলক রায়ের মাধ্যমে নস্যাৎ হয়ে গিয়েছে। এখন সাইফুল হত্যাকান্ডের বিচার সঠিক প্রক্রিয়ায় এগিয়ে নিতে না পারলে আরেকটি ২১শে আগস্টের মামলার রায়ের মতো ঘটলে মানুষের বিচার বিভাগের প্রতি আস্থা পুরোপুরি নষ্ট হয়ে যাবে

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৯

বিষাদ সময় বলেছেন: চিন্ময় দাসের পক্ষে কেন কোন আইনজীবী শুরুতে দাঁড়তে চাননি তা নিয়ে যাচ্ছেতাই বক্তব্য করেছেন । চিন্ময় দাসের আইনজীবী ড. ইউনূসের উপর ভরসা করলে যে কোন সমস্যার সমাধান পাওয়া যাইতো কিন্তু চিন্ময় দাসের আইনজীবী মূলত ভারতে গিয়ে কথা বলছেন ভিন্ন একটি উদ্দেশ্যকে সামনে রেখে।


চিন্ময়দাসের পক্ষে এমনকি কোন সনাতনী্‌ আইনজীবীও শুধু নৈতকতার করাণে দাড়াতে চাইবে না এটা আপনি বিশ্বাস করেন?
আমাদের দেশের আইনজীবীরা এতটা নীতিবান? সরকার যদি নিরপেক্ষ বিচার চাইতো তবে প্রথমেই তদন্ত করতো চিন্ময় দাসের পক্ষে কেন একজনও আইনজীবী দাড়ালো না, এর পিছনের ঘটনা কি ছিল। তা না করে সরকার এটাকে পুঁজি করে ফয়াদা লুটেছে। তারপর ভারতে গিয়ে সত্য, মিথ্যা , বানোয়াট সব কথা'ই তার আইনজীবী বলেছেন।

আর ইউনুসের কথা বলছেন, তিনি একজন কলের পুতুল। কিন্তু তার চাবিটা কার হাতে এটা এখনও পরিষ্কার না।

২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৩

সৈয়দ কুতুব বলেছেন: চাবি যার হাতেই হোক চিন্ময় দাসের সাথে চিটাগাং আওয়ামী লীগ নেতা নওফেলের যোগাযোগ থাকতে পারে। চিন্ময় দাস কে গ্রেফতারের পর ঢাকায় সহিংসতা কমে গেছে। আবার অন্য একটি পসিবিলিটি ও আছে। সরকারের সততা নিয়ে সন্দেহ করার অবকাশ আছে।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৮

আদিত্য ০১ বলেছেন: চিন্ময় বিরুদ্ধে কোন আইনজীবী না দাড়াতে চাইলে তার আইনজীবীকে কেন দাড়াতে দিলোনা? তার আইনজীবীকে অবশ্যই হুমকি দেওয়া হইছে সে যেন না দাড়ায়, নয়ত কেন সে ভারতে গিয়ে সত্য মিথ্যা বলবে, তার আইনজীবীর নিরপত্তার ব্যবস্থা করে নি,
আওয়ামীলীগের নেতা যারা ধরা পড়েছে তাদের কোন আইনজীবী দাড়াতে দিচ্ছে না। হামলা করছে নয়ত মিথ্যা মামলা সে সব আইনজীবীর বিরুদ্ধে।
এগুলা যা হচ্ছে আওয়ামীলীগের বিরুদ্ধে, যে দোষী তাকে আদালতের বিচারের মাধ্যমে হবে কিন্তু তার পক্ষে কোন আইনজীবী দাড়াতে দিচ্ছে না, হামলা করছে নয়ত মিথ্যা মামলা সে সব আইনজীবীর বিরুদ্ধে। এইটা যদি হয় তাহলে এই বিচারের কি দরকার, মেরেই ফেলুক।

এইগুলা হইছিলো ২০০১-২০০৬-এ আওয়ামীলীগ খুব খুব নির্যাতিত হয়েছিলো বিএনপি আর জামাত দ্বারা, তখন ক্লাস টেনে পড়ি, প্রতিদিন নিউজে আসতো আওয়ামীলীগের নেতা কর্মী নির্যাতিত হচ্ছে বা মারছে আর সে সাথে ছিলো গ্রেপ্তার এর মাঝে ২০০৪ এর গ্রেনেড হামলা দিয়ে পুরু দল শেষ করা।

আর এই সবের প্রতিশোধ নিয়েছে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত। আমাদের দেশে বিচার ব্যবস্থা স্বাধীন ছিলো না, থাকবে না।
আওয়ামীলী ১০ বছর বা ১৫ বছর বা ২০ বছর হোক, কোন একসময় ক্ষমতায় গেলে এইগুলা প্রতিশোধ নিবে, আর এইভাবে শুরু প্রতিশোধের রাজনীতি।
যে দোষী তারও বিচার পাওয়ার অধিকার আছে তার আইনজীবী থাকবে, বিচার সব নির্ধারন হবে

আসলে সবকিছুই কেমন জগাখিচুড়ি,

২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: ন্যায় বিচার হওয়া সুস্থ সমাজের লক্ষণ। বাংলাদেশের সমাজ ন্যায় বিচারের অভাবে অসুস্থ হয়ে পড়েছে।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৩

কামাল১৮ বলেছেন: অন্যায় ভাবে যারা হত্যা করছে তারাই বিচার করছে।বিচারের নামে প্রহসন হবে।

২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূস যখন মাথায় টুপি পড়ে হেঁটে যাচ্ছিলেন কেমন ফিল করেছেন? :D

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫২

কামাল১৮ বলেছেন: আপনার চিন্তা ভাবনার মঝে ঝটিলতা আছে।

২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: থাকতে পারে। :(

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৫

কামাল১৮ বলেছেন: আমি তার টুপিপরা ছবি দেখিনি।কল্পনা করছি দুষ্ট লোকদের মতো।যাঁদের মুখে এক অন্তরে আরেক।

২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০০

সৈয়দ কুতুব বলেছেন: উনার ক্ষমতার প্রতি লোভ নাই। ছাত্র-জনতা উনার হাতে পায়ে ধরে ক্ষমতায় বসায়েছেন। :-B

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৭

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: ড. ইউনূস যখন মাথায় টুপি পড়ে হেঁটে যাচ্ছিলেন কেমন ফিল করেছেন?

একজন সাধু ধ্যান ভেঙ্গে এই মাত্র টুপি পড়ে আসলেন আমাদের মাঝে কিছু অমীয় বানী শুনাবেন, সবাই দোয়া ধর B-)

২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০২

সৈয়দ কুতুব বলেছেন: এভাবে দেশের প্রধান কে নিয়ে মজা করে না। :>

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৪

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: এভাবে দেশের প্রধান কে নিয়ে মজা করে না। :<
সারছে কাম, সামু কি গোয়েন্দাগিরিও করে নাকি।

২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনি কি জানেন তিনি মুসলিম বিশ্বের ১ নং নেতা হিসাবে সম্মানিত হয়েছেন? পুরো মুসলিম বিশ্ব উনার নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২২

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আপনি কি জানেন তিনি মুসলিম বিশ্বের ১ নং নেতা হিসাবে সম্মানিত হয়েছেন? পুরো মুসলিম বিশ্ব উনার নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত।
আমি মেনে নিয়েছি, তাই বলেছি যে উনি ধ্যান ভেঙ্গে আসলেন মোনাজাত ধরতে, টুপি তো এইজন্য পরেছে। আমি ভালোই তো বললাম

২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৫

সৈয়দ কুতুব বলেছেন: তাহলে ঠিক আছে। উনাকে নিয়ে বাজে কথা বললে বা বাজে মিন করলে সহ্য করা হবে না। আপনার নামে রিপোর্ট করবো সামু এডমিনের কাছে। =p~

৯| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩১

আদিত্য ০১ বলেছেন: আমাক ক্ষমা কইরা দ্যান, বুল অইছে
উনি মোরাকাবায় বসেন আর প্রতিরাতে তাহাজ্জুত মিস করেন না। উনি উলিদের উলি। উনার পানি পড়া দিয়ে সামুর কিছু ব্লগারের (নাম নিলাম না চিনবেন, তাদের একজন ষোল বছরের বিয়ের বয়স ঠিক করতে চান)জ্ঞানের ভান্ডারের দ্বার উন্মোচিত হয়।

২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: এবারের মতো মাফ করে দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.