| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সৈয়দ কুতুব
	নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
 
বাংলাদেশের সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। কিভাবে আগুন লেগেছে,  কারা আগুন লাগালো এসব নিয়ে নানা মুনির নানা মত দেখা যাচ্ছে। সারাদিন অনলাইন - অফলাইনে মানুষের সাথে কথা বলে   এবং মন্তব্য পড়ে  মোটামুটি তিন ধরণের মতবাদ খুঁজে পেলাম। সেগুলো হলো : 
১- ভারতের দালাল আওয়ামী লীগ এবং তার দোসর আমলারা আগুন লাগিয়েছে। শতকরা ৫০  ভাগ লোক এই ধারণা পোষণ করেন। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ফেইসবুকে এসে কি সব  বলেছেন তারপর আগুন লেগেছে সচিবালয়ে। যেসব মন্ত্রণালয়ে আগুন লেগেছে সেগুলোর দায়িত্ব ছিলো একসময় সজীব ওয়াজেদ জয়, জুনায়েদ হাসান পলক এবং নাজমুল হাসান পাপনের মতো লোকদের হাতে। অনেক গুরুত্বপূর্ণ করাপশনের নথি পত্র থাকতে পারে যাতে তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে এভিডেন্স হিসাবে ব্যবহার করা যাইতো।  
২-  এডমিন ক্যাডার  অথবা তাদের দোসরেরা এই কাজ করেছে। শতকরা ৩০  ভাগ লোক এমনটাই বিশ্বাস করেন। কয়েকদিন ধরে জনপ্রশাসন সংস্কার কমিশনের বিরুদ্ধে এডমিন ক্যাডারদের ঝামেলা চলছে। আমলারা বিশাল মিটিং করেছেন। তারা সংস্কার কমিশনের সুপারিশের সাথে একমত নন। আন্তঃক্যাডার বিবাদে জড়িয়ে এমন ঘটনা ঘটিয়েছে।  
৩- সরকার বিশেষত ছাত্র উপদেষ্টাদের অপকর্ম ঢাকতে এবং সংস্কারের দোহাই দিয়ে দেরিতে নির্বাচন করার উদ্দেশ্য থেকে এমন ঘটনা ঘটানো হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পল্লী ও সমবায় মন্ত্রণালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।  আর এসব মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। এই মতবাদ আওয়ামী লীগ এবং তার মতানুসারী মধ্যে বেশি চর্চিত হচ্ছে। তারা আরো অভিযোগ করেছে অনেক সমন্বয়ক নাকি রাতে সচিবালয়ে তদবীর বাণিজ্য করেন। এসব ধরা পড়ার ভয় ছিলো তাই সব নথি জ্বালিয়ে দেয়া হয়েছে।  
এই ঘটনায় কার লাভ কার ক্ষতি বুঝতে আরো সময় লাগবে । তবে এই ঘটনার পর বিভিন্ন মহল থেকে দ্রুত নির্বাচন দেয়ার জন্য বিভিন্ন মহল থেকে আওয়াজ উঠেছে আরো জোরালো ভাবে। সরকারের উপর যে চাপ বাড়ছে তা অস্বীকার করার উপায় নেই ! 
 
২৬ শে ডিসেম্বর, ২০২৪  রাত ৮:৫০
সৈয়দ কুতুব বলেছেন: আপনি হীরার চেয়ে দামী কথা বলেছেন।
২| 
২৬ শে ডিসেম্বর, ২০২৪  রাত ৮:৫৮
আঁধারের যুবরাজ বলেছেন: এই স্যাবোটাজের সুবিধাভোগী যারা হবে তারাই লাগিয়েছে।
 
২৬ শে ডিসেম্বর, ২০২৪  রাত ৯:০২
সৈয়দ কুতুব বলেছেন: এসব কাজ করে দেশকে অস্থিতিশীল করে এরা সারাবিশ্ব কে দেখাতে চায়।
৩| 
২৬ শে ডিসেম্বর, ২০২৪  রাত ৯:৫৪
কামাল১৮ বলেছেন: গভীর অনষন্ধান করলে সত্য জানা সম্ভব।
 
২৬ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:০৬
সৈয়দ কুতুব বলেছেন: এই সত্য জানতে হলে জীন চালান দিতে হবে!   ![]()
৪| 
২৬ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:০৭
হাসান কালবৈশাখী বলেছেন: 
৩২ নম্বর পুড়লো, মেট্রোরেল পুড়লো, বিটিভি পুড়লো, সেতু ভবন পুড়লো, শিল্প কারখানা পুড়লো 
আর কাল সচিবালয় পুড়লো।
একই রাতে সচিবদের সরকারি বাসভবন কলোনির একটি বিল্ডিং আগুন লেগেছিল একই সময়ে।
 
২৬ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:১০
সৈয়দ কুতুব বলেছেন: আপনার লাভ হলো নাকি লস হলো ঘটনায়?  ![]()
৫| 
২৬ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:১৫
আদিত্য ০১ বলেছেন: আমার তো মনে হয় শেখ হাসিনা রাতে পাখা লাগিয়ে এসে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে
 
২৬ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:১৮
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা কিছু বানর পালতেন। তাদের স্যাবোটাজ কিভাবে করতে হয় সে ট্রেনিং দিয়ে গিয়েছিলেন ভারতে যাওয়ার আগে। ![]()
৬| 
২৬ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:২৪
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: শেখ হাসিনা কিছু বানর পালতেন। তাদের স্যাবোটাজ কিভাবে করতে হয় সে ট্রেনিং দিয়ে গিয়েছিলেন ভারতে যাওয়ার আগে।
সব যায়গায় নাকি বানর! তারা সংস্কার কিভাবে করবে, নাকি তারা বানর সেজে সবকিছুতে গোলমাল পাকিয়ে দিচ্ছে, যাতে মিশে লুটপাট করা সহজ হয়, আর দোষ দিতে পারবে আগের বানরদের, দিচ্ছেও কিন্তু ঠাকুর ঘরে কে? আমি কলা খাই না
 
২৬ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:৩০
সৈয়দ কুতুব বলেছেন: দুই পক্ষ মিলে আগুন লাগাইছে। জয়- পলকের বউ - পাপন এবং আসিফ-নাহিদ মাহফুজ এক জোট হয়েছে। এই থিওরি কেমন লাগে ?  ![]()
৭| 
২৬ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:৩৩
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: দুই পক্ষ মিলে আগুন লাগাইছে। জয়- পলকের বউ - পাপন এবং আসিফ-নাহিদ মাহফুজ এক জোট হয়েছে। এই থিওরি কেমন লাগে ? :<
খারাপ না। চলেন একটা ডাক দেই "রাজু তে আসো"
 
২৬ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: হাওয়া ভবনে চলেন।  ![]()
৮| 
২৬ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:৪৯
এ পথের পথিক বলেছেন: দেশ ও দশের কথা ভাবে এমন মানুষ বাংলাদেশে হাতে গোনা মাত্র কয়েক জন । কেউ সরাসরি নিজে ফায়দা হাসিল করে, কেউ দলের উপর ভর করে ফায়দা হাসিল করে, কেউ চেতনা দন্ডের উপর ভর করে ফায়দা লুটে জনগনকে লাত্থি মারে । 
যার ফলশ্রুতি এই অগ্নি.
 
২৬ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: দামী কথা বলেছেন। দোষারোপ এবং অন্যকে দালাল বলা ছাড়া আমাদের আর কোন কাজ নেই।
৯| 
২৬ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:৫৪
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: হাওয়া ভবনে চলেন। ![]()
কুতুব ভাই ডর দেখান কেন? হাওয়া হইয়ে যাবো, আমরা আমজনতা
 
২৬ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: ডরকে আগে জিত হ্যায় ভাইসাব।  ![]()
১০| 
২৭ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১:২০
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
আপনেরে কৈছে!
বিগত ৫৩ বছরে কখনো আগুন লাগেনি। 
এখনকার এই আগুন অবশ্যই ডালমের কোচ কালা হ্যায়!!
 
২৭ শে ডিসেম্বর, ২০২৪  ভোর ৬:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: ডাল হলুদ হোতা হ্যায়!
১১| 
২৭ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১:২২
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
 আগামী 15-20 বছর শেখ হাসিনার দোষ দিয়ে আকাম-কুকাম করার লাইসেন্স পেয়ে গেছে। 
 
২৭ শে ডিসেম্বর, ২০২৪  ভোর ৬:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: ১৫ বছর অন্যদের মন্দ কথা বলেছেন। এখন না হয় নিজে শুনবেন।
১২| 
২৭ শে ডিসেম্বর, ২০২৪  ভোর ৬:৫৯
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
কামাল১৮ বলেছেন: গভীর অনষন্ধান করলে সত্য জানা সম্ভব।
অনুসন্ধান কারা করবে? 
শিয়ালের কাছে ক মুর্গী বর্গা দিলে মুর্গী কি আর কখনো ফেরত পাবেন? 
 
২৭ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ৭:০২
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা ফেরেশতা ছিলেন। ডাকাত মনে করে মানুষ তাড়িয়ে দিয়েছে। বড়ো ভুল করেছে মানুষ!   ![]()
১৩| 
২৭ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ৭:০২
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
৩২ নম্বর< গণভবন< প্রধানমন্ত্রীর অফিস,<টিভি ভবন<  সেতু ভবন। সচিবালয় সবই এক সূত্রে গাথা। 
এই সুত্র বিপ্লবের সুত্র। এই সূত্র কোটা সংশোধনের সুত্র। 
 
২৭ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ৯:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: বাণীতে- গুজবলীগ!
১৪| 
২৭ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:০৯
ক্লোন রাফা বলেছেন: আগুন আমি লাগিয়েছি / জয় কইছে আমারে .... ধান্দাবাজি করে কতদিন আর‼️
 
২৭ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:২৭
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ ধান্দা বাজ তাই সবাই কে ধান্দা বাজ মনে করে।  ![]()
১৫| 
২৭ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:৫২
আমি ব্লগার হইছি! বলেছেন: আপনারা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াবেন, ওর দলকে রাস্তায় রাজনীতি করতে দিবেননা, আবার দেশ আরামে আরামে সুন্দরভাবে চলবে তাই কখনো হয় নাকি?
 
২৭ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: নিজের থেকে পালাইসে! সৎ সাহস থাকলে এমন টি করতো না। শেখ হাসিনার খারাপ কাজের ফল এখন মানুষ ভোগ করছে
১৬| 
২৭ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ২:২৭
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
রক্ত দেয়া হয়েছিল সরকারী চাকরিতে যাতে মুক্তিযোদ্ধা কোট তুলে দেয়া হয় সে জন্য।
 আন্দোলন তো সরকার পতনের জন্য ছিল না।
 মিথ্যা কথা বলেন কেন? 
জানেন না যে মিথ্যা কথা বলা মহাপাপ? 
প্রথমে ছাত্রদের আন্দোলন ছিল নিতান্তই আটপৌরে আন্দোলন। পরে এতে থার্ডপাটি ঢুকে পড়ে এবং ক্রমাগতভাবে শুরু হয় সহিংসতা। এটা সারা দেশের মানুষ দেখেছে। তারা কিভাবে রাষ্ট্রে সম্পদ পুড়িয়েছে এবং এখনো পুড়াচ্ছে। মানুষ মেরেছে। পুলিশ মেরেছে। 
এটা কোন বিপ্লব ছিল না। এটা সন্ত্রাসী একটা কার্যক্রম ছিল। 
প্রথমে ছাত্রদের আন্দোলন ছিল নিতান্তই আটপৌরে আন্দোলন। পরে এতে থার্ডপাটি ঢুকে পড়ে এবং ক্রমাগতভাবে শুরু হয় সহিংসতা। এটা সারা দেশের মানুষ দেখেছে। তারা কিভাবে রাষ্ট্রে সম্পদ পুড়িয়েছে এবং এখনো পুড়াচ্ছে। মানুষ মেরেছে। পুলিশ মেরেছে। 
এটা কোন বিপ্লব ছিল না। এটা সন্ত্রাসী একটা কার্যক্রম ছিল। 
 
২৭ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ২:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ যত মিথ্যা কথা জনগণের সাথে বলেছে ছাত্ররা তার তুলনায় সিকি ভাগ বলেছে বলে মনে হয় না। উন্নয়নের অতিরঞ্জিত গল্প শুনিয়ে মানুষকে কিছু সময় ভুলিয়ে রাখা গেলেও আখেরে বিস্ফোরণ হয়। জুলাই অভ্যুত্থান তার বড়ো প্রমাণ!
১৭| 
৩০ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:৩১
রাজীব নুর বলেছেন: আগুন কে লাগিয়েছে সে টা বের করা কঠিন কিছু না।
 
৩০ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১:২৮
সৈয়দ কুতুব বলেছেন: সদিচ্ছা থাকতে হবে।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০২৪  রাত ৮:৪৫
নতুন বলেছেন: আমারা কোন দিনও এক মত হতে পারবো না।
 
দেশের ভাবনা নাই নিজের ধান্দাই আসল।