নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
আজ খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিন। গতকাল খুবই উৎসব মুখর পরিবেশে ২০২৪ সালের শেষ দিনকে বিদায় জানিয়ে নতুন বছর কে স্বাগত জানানো হয়েছে। বাংলাদেশের মানুষের জাতীয় ও রাজনৈতিক জীবনে ২০২৪ সালের মতো অস্থির সময় খুব একটা পরিলক্ষিত হয় নি। তবে ২০২৫ সালে আমরা এক নতুন প্রজন্ম পেতে যাচ্ছি যারা বাংলাদেশে এক ধরণের ভিন্ন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় বেড়ে উঠবে। আমাদের দেশের বিভিন্ন প্রজন্ম বিভিন্ন ধরণের আন্দোলন সংগ্রাম দেখেছে, অংশ নিয়েছে। তবে বিগত এক যুগের বেশি সময় ধরে চলতে থাকা স্বৈরশাসনের সময়ে যারা জন্ম নিয়েছিল (আলফা জেনারেশন) তাদের জন্য সময়টি খুব অস্বাভাবিক ছিলো। শেষ পর্যন্ত তাদের কে সেই অস্বাভাবিক অবস্থা থেকে মুক্ত করেছে বাংলাদেশের অন্য এক প্রজন্ম যাদের বলা হয় জেনারেশন জেড। জেনারেশন জেড শুধু তার পরবর্তী জেনারেশন আলফার জন্য নতুন পরিবেশ সৃষ্টি করেনি বরং আলফা জেনারেশনের পরবর্তী জেনারেশন গুলো তার সুফল ভোগ করতে যাচ্ছে। অর্থাৎ জেনারেশন জেডের কাছে তার পরবর্তী সকল জেনারেশন কোন না কোন ভাবে ঋণী থাকবে।
২০২৫ সালের পহেলা জানুয়ারী যারা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তারা হবেন ' জেনারেশন বিটা ' প্রজন্ম। এই প্রজন্মকে প্রযুক্তিগত ও রাজনৈতিক বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সামাজিক বন্দোবস্ত চালু হবে যা জেনারেশন বিটার বেড়ে ওঠায় প্রভাব বিস্তার করবে। আলফা জেনারেশন বাংলাদেশে প্রযুক্তির আধুনিকতার ছোয়া স্পর্শ করেও রাজনৈতিক কারণে সুন্দর ভাবে বেড়ে উঠতে পারে নাই আশা করি জেনারেশন বিটার ক্ষেত্রে এমনটি ঘটবে না। জেনারেশন বিটা প্রযুক্তির সর্বোচ্চ আধুনিক রূপের সংস্পর্শে আসার পাশাপাশি একটি সুন্দর সামাজিক ও রাজনৈতিক মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখি। বাংলাদেশের ভবিষ্যৎ মূলত আলফা ও বিটা জেনারেশনের উপর নির্ভরশীল। তার জন্য একটি স্থিতিশীল পরিবেশ থাকা জরুরি। সকলের উচিত তাদের জন্য এই সুন্দর পরিবেশের ব্যবস্থা করে দিতে সহায়তা করা। প্রতিহিংসা ও হানাহানি নয় বরং সকলের মধ্যে পরমতসসহিষ্ণুতা থাকলেই কেবল তা সম্ভব হবে।
০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।
২| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৬
কামাল১৮ বলেছেন: ইংরাজি নব বর্ষের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনি চাইনিজ ও রাশিয়ান নববর্ষ পালন করবেন। ইংরেজদের আপনি দেখতে পারেন না।
৩| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই প্রজন্ম যে কেমন হবে আল্লাহ জানেন। জেনজিদের জ্বালায় বাঁচি না,
দুই জেনজি কথা শুনে না। খালি মোবাইল টিপে
আপনাকেও শুভেচ্ছা, এই বছর সুন্দর কাটুক, আনন্দে কাটুক
সুস্থ ও নিরাপদ থাকুন স্বপরিবারে
আমাদের জন্য দোয়া করবেন
০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: সবার মনের আশা পূরণ হউক। আমীন।
৪| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৯
শূন্য সারমর্ম বলেছেন:
শুভ ২০২৫। জেনারেশন নামকরণ এখন পর্যন্ত কতদূর গিয়েছে।
০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: আলফা, বিটার পর গামা, চামা, মামা, দামা পর্যন্ত গিয়েছে হয়তো।
৫| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৯
আমি সাজিদ বলেছেন: ছবি আপা, আমার ভাই/বোন/ কাজিনের অনেকেই জেনজি। ওদের ভয়ে তো কিছুই বলা যায় না৷
ওদের সাথে তর্কে আমি জেনজিকেই জিতিয়ে দেই
জুল ভার্ন আজকে চমৎকার একটা পোস্ট লিখেছেন। পড়ে আসতে পারেন।
নন প্রজন্মগুলো আমাদের ছাড়িয়ে যাক, সেটাই তো প্রত্যাশা করি। কিন্তু অর্ধেকের বেশিই তো হাইব্রিড ডেটিং, টিকটক, সোশ্যাল মিডিয়াগুলো নিয়ে ব্যস্ত। আশা কীভাবে দেখি। এদের নষ্ট করেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা এক্সপেরিমেন্টস। আমরাও কিছুটা সাফারার।
০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: এসবের জন্য দায়ী আপা!
৬| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবার জন্য সুন্দর পরিবেশ চাই।
০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৫
সৈয়দ কুতুব বলেছেন: ঠিক! ঠিক।
৭| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভালো থাকুন। শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৬
সৈয়দ কুতুব বলেছেন: শুভেচ্ছা।
৮| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৬
সৈয়দ কুতুব বলেছেন: শুভেচ্ছা রইল আপনার পরিবারের জন্য।
৯| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবার জন্যই নববর্ষের শুভেচ্ছা বহন করা উচিৎ।
০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৭
সৈয়দ কুতুব বলেছেন: হক কথা বলেছেন।
১০| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৯
আঁধারের যুবরাজ বলেছেন: নব বর্ষের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৭
সৈয়দ কুতুব বলেছেন: আপনাকেও শুভেচ্ছা হে আধারের যুবরাজ!
১১| ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪৮
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১০
সৈয়দ কুতুব বলেছেন: হা হা
১২| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৮
আজব লিংকন বলেছেন: আনন্দ সুখ সমৃদ্ধি বয়ে আসুক আপনার জীবনে।
নতুন বছর কাটুক আনন্দে..
হ্যাপি নিউ ইয়ার ২০২৫
০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪০
সৈয়দ কুতুব বলেছেন: Happy New year.
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৯
আমি সাজিদ বলেছেন: আগে কিছু ছিল বা সামনে কিছু আসবে ভুলে গেছিলাম। এইসময়ে বাংলাদেশে জেনারেশন নাকি একটাই, প্রচারের স্বার্থে। বাকি সব প্রজন্মকে অবজ্ঞা করে কথা বলার কারণে এদের অধিকাংশের সাথে আমি মানসিক দ্বন্দ্ব অনুভব করি।
যাই হোক,
একজন প্রাউড জেন ওয়াই ( একটুর জন্য বেঁচে যাওয়া জেনজি) এর পক্ষ থেকে জেন বিটা ও তাদের হাঁটি পা-পা বড় ভাই ও বোন জেন আলফাকে জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।