নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা কে ভারত থেকে বের করে দিতে চান শিবসেনার এমপি !

২০ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬


ভারতের মিডিয়াতে গত কয়েকদিন ধরে আলোচিত নিউজ হচ্ছে বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর আততায়ীর হামলা ! আততায়ীর নাম ও পরিচয় নিয়ে মুম্বাই পুলিশের লুকাছুপি বাংলাদেশের মানুষের নিশ্চিয়ই নজর এড়ায় নি। সবশেষ এক মজার গল্প শোনালো মুম্বাই পুলিশ। সাইফ আলী খানকে নাকি সীমান্ত পার হয়ে চুরি করে সেপ্টেম্বর মাসে ভারতে আসা একজন বাংলাদেশের নাগরিক ছুরি মেরেছেন বলে মুম্বাই পুলিশের ধারণা। হামলাকারীর নাম শেহজাদ ! ইহা নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হতে পারে। বাংলাদেশিদের এখন নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো সুসময় চলছে। তাই শখের বশে সাইফ আলী কে হামলা করতে গিয়েছিলো বেচারা। এত সুন্দর গল্প উপহার দেয়ার জন্য মুম্বাই পুলিশকে ধন্যবাদ।

ভারতের রাজনৈতিক দল শিবসেনার একজন এমপি সঞ্জয় রাউত ভারত থেকে সকল বাংলাদেশিদের বের করে দিতে মোদী সরকার কে আহবান জানিয়েছেন। প্রথম পদক্ষেপ হিসাবে শেখ হাসিনার নাম তিনি মুখে এনেছেন। কি সাংঘাতিক ব্যাপার ! এত বড়ো মিত্র কে ভারতের এক এমপি যখন তার গলায় ফাঁসির দড়ি ঝোলানোর আলোচনা হচ্ছে বাংলাদেশে তখন কেন বের করে দিতে বললেন ? এমপি সাহেব একই সাথে অমিত শাহের পদত্যাগ দাবী করেছেন। উনার বক্তব্য হচ্ছে মোদী সরকারের কথায় আর কাজে মিল নেই। একদিকে মোদী সরকার নির্বাচনের আগে বাংলাদেশ ইস্যু নিয়ে রাজনীতি করে ভোটে জিততে চায় কিন্তু পাশাপাশি শেখ হাসিনা কে আশ্রয় দেয়। সাইফ আলী খান কে কেন এক বাংলাদেশি হত্যা করতে ভারতে এলো কিন্তু কেউ জানতে পারলো না তা নিয়ে প্রশ্ন রাখেন। সাইফ আলীর ঘটনা নিয়ে তার কাছে মনে হয়েছে বিজেপি ঘোলা পানিতে মাছ শিকার করছে। কিছুদিন আগেই বিজেপি নেতারা সাইফ আলী খানের বিয়েকে 'লাভ জিহাদ' বলে তীব্র সমালোচনা করেছেন। সাইফ আলীর ছেলের নাম তৈমুর রাখা নিয়ে তারা অসন্তোষ জানান। দুই সপ্তাহের মধ্যে সাইফ আলীর উপর হামলা কিসের ইঙ্গিত দেয় বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। হামলার ঘটনায় বাংলাদেশি জড়িত থাকতে পারে এমন কথা শুনে তিনি মূলত শেখ হাসিনা সহ সকল বাংলাদেশি কে সাহস থাকলে মোদি সরকার বের করে দেখাক টাইপ বক্তব্য দিয়েছেন।

যত বড়ো মিত্র হোক শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে অসন্তোষ রয়েছে। সময়ে সময়ে তা সামনে চলে আসে। তবে সাইফ আলী খান কে একজন বাংলাদেশি হামলা করেছেন এই সিনেমার প্লট যিনি লিখেছেন তাকে খুব শিগগির হয়তো ভারত আইফা এওয়ার্ড দিতে পারে!


সোর্স : এএনআই/ পরিমার্জিত

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৮

এইচ এন নার্গিস বলেছেন: দুঃখজনক । এখন কি করা?

২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩২

সৈয়দ কুতুব বলেছেন: এসব রাজনৈতিক বক্তব্য। আমাদের আপাতত কিছু করার নাই ভোটের জন্য অপেক্ষা করা ছাড়া

২| ২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৩

আদিত্য ০১ বলেছেন: এক শেখ হাসিনার পিছনে পড়ে না থেকে, আপনার নায়েবে আমির আপনার জামাত কি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেইটা গ্রহনযোগ্য হবে? দেখে আপনারা যা মনে করেন, এখন আপনাদেরই দেশ, আপনার যা ভালো মনে করেন পড়ে দেখেন

২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: আমার নায়েবে আমীর কামাল আতার্তুক বহু বছর আগে মারা গিয়েছেন। আপনি যে দলের কথা বলছেন উহাকে আমি রাজনৈতিক দল মনে করি না। জাতিসংঘের সাথে সেই চিল্লার পার্টির সাক্ষাৎকার আমি দেখেছি। সে দলের নিজ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই। বিশেষ প্রতিনিধি দল কে যেসব উত্তর দিয়েছে তারা সব এবং, কিন্তু অথবা টাইপ উত্তর! গাটস নাই রাজনীতি করার তবুও হাউকাউ করে যায়৷

৩| ২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৯

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আমার নায়েবে আমীর কামাল আতার্তুক বহু বছর আগে মারা গিয়েছেন।

আপনি একটু গাটস দিয়ে আসেন, সারজিসের হাসনাতকে সাথে নিয়ে যাইয়েন, কিন্তু রাস্তায় একা রেখে পালাবে হাসনাত প্রাডো নিয়ে হাওয়া, আর ছোট এরশাদ সারজিস আপনা পাশ থেকে দেখবেন পল্টি নিছে, যাইহোক, দেখেন যা মনে করেন

২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: আমার এখন গাটস দেখানোর ইচ্ছা নেই। জুলাই অভ্যুত্থানের পর নিজের কাজে মনোযোগ দিয়েছি। ট্যাগিং জিনিসটা খারাপ কিন্তু আপনি মানুষ খারাপ না তাই মনে কিছু নিলাম না। ক্ষমা করে দিলুম! B-)

৪| ২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


ফেব্রুয়ারীতে মোদির পডকাস্ট বের হবে, শুনে দেখবেন।

২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৪

সৈয়দ কুতুব বলেছেন: আচ্ছা শুনবো যদি সময় পাই। তবে সবার রিয়েলিটি মেনে নেয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.