নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

যুক্তরাষ্টের ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প(তারাম) !

২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:৩০



বাইবেল ছুঁয়ে ট্রাম্প শপথ নিয়েই বলেছেন, "ঠিক এ মুহূর্ত থেকে শুরু হল যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হলো"। ওয়াশিংটন ডিসিতে দুপুর বারোটার সময় দুইটি বাইবেল স্পর্শ করে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন। একটি হচ্ছে ট্রাম্প সাহেবের মায়ের অন্যটি হলো আব্রাহাম লিংকনের বাইবেল।

ডোনাল্ড ট্রাম্পের আগমন দেখেই মনে হয় প্রকৃতি আতঙ্কে ঠান্ডা হয়ে গিয়েছে । তীব্র শীতের মধ্যে ক্যাপিটাল হিলের ভবনে উন্মুক্ত স্থানে ট্রাম্প সাহেবকে কষ্ট করে শপথ নিতে হলো। পূর্বের সব রীতি ভেঙে এবার শপথ অনুষ্ঠানে অনেক দেশি ও বিদেশি অনেক অতিথিকে দাওয়াত দেয়া হয়েছে। জেফ বেফোস- ইলন মাস্ক- জাকারবার্গ ও সুন্দর পিচাই উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে।

ডোনাল্ড ট্রাম্পের নিকট দক্ষিণ এশিয়ার মানুষের চাওয়া থাকবে তার দেশ যে দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছে তা যাতে সুন্দর ভাবে সমাধান করতে পারে। অন্যথায় অসমাপ্ত কাজ রেখে প্রস্থান করলে দক্ষিণ এশিয়া অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের একজন বিখ্যাত ওয়াজী তারেক মনোয়ার সাহেব ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবেন সে খবর হাদিস গবেষণা করে বের করেছিলেন । হাদিসে ডোনাল্ড ট্রাম্পের নাম (তারাম) হিসাবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ট্রাম্পের আগমনী ঝড় নিয়ে সবাই শঙ্কিত । গতকাল ২০শে জানুয়ারি রাজনৈতিক দল ও বৈবিছার নেতারা সবাই নিশ্চুপ থেকেছেন। তবে একটি নির্লজ্জ সংগঠনের একজন পলাতক এমপি আনন্দবাজার পত্রিকাতে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিনকে ইদের দিনের সাথে তুলনা করেছেন।

সোর্স: বিডি নিউজ২৪/ পরিমার্জিত

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অবশ্যই দেশে দেশে চলছে ভাবনা,
পাগলা রাজা কি করে
তা দেখার বিষয় ।

২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: সবার রাতের ঘুম হারাম।

২| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:১২

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: সবার রাতের ঘুম হারাম।

- আওয়ামীলীগের লোকজন এবং সমর্থকদের ঘুম নেই আনন্দে !

২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৩:৫০

সৈয়দ কুতুব বলেছেন: এভাবে ব্যাখ্যা করে শরম দিয়েন না। ;)

৩| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:৩৮

কামাল১৮ বলেছেন: হাদিস যখন লেখা হয় তখন এশিয়া ইউরোপের লোক জানতোনা আমেরিকা বলে কোন দেশ আছে।ইসলামী ওয়াজিদের জ্ঞানের বহর এই রকমই।

২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৩:৫২

সৈয়দ কুতুব বলেছেন: এই লোক আমার পূর্বপরিচিত ! ইউনিভার্সিটি এডমিশনের সময় আমাকে ফতুয়া দিয়েছিল কোথায় পড়াশোনা করলে ভালো হবে। একটি বিশেষ ইসলামিক রাজনৈতিক দলের রুকন।

৪| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:৫৩

এইচ এন নার্গিস বলেছেন: কি করে দেখা যাক ।

২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৩:৫২

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

৫| ২১ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



দুনিয়ার গোল্ডেন টাইম শুরু হয়ে গেল।


শুভ কামনা মিস্টার প্রেসিডেন্ট।

২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:০৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনাদের ইদ কেমন কাটছে?

৬| ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: হাসু আপাকে তিনি টুক করে গদিতে বসিয়ে দিবেন কি?

২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৯

সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্প কে তাহলে ছাত্রলীগ হয়ে রাস্তায় আন্দোলনে নামতে হবে।

৭| ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ট্রাম্প কে তাহলে ছাত্রলীগ হয়ে রাস্তায় আন্দোলনে নামতে হবে। বিশ্ব মোড়লকে এত নীচে নামাইয়েন না। তার অঙ্গুলী হেলনেই অনেক কিছু হয়ে যাবে। হাসু আপু হয়ত আবার গদিতে বসার জন্য মানসিক প্রস্ততি নিয়ে রেখেছে। এখন শুধু ট্রাম্পের অঙ্গুলি হেলনের অপেক্ষা।

২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৮

সৈয়দ কুতুব বলেছেন: হাসু আপা গদিতে, আমরা সবাই নদীতে ;)

৮| ২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা তাঁর জন্য রাস্তায় নামছে না তাদের কামানো টাকা ফেরত দিতে হবে।সেজন্য তাঁর দলের লোকেরা এখন টেনশন বেশী করছে।

২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪০

সৈয়দ কুতুব বলেছেন: সত্য কথা। এবার দেখি জামায়াত প্রচুর চাঁদাবাজি করছে। সিংগাড়া সমুচার বিনিময়ে কর্মী সমাবেশে নিচ্ছে। আওয়ামী লীগের লোকজন কে দলে ভিড়াচ্ছে। দলটির আগের মতো সো কল্ড সততার মুখোশ খুলে পড়ছে। অন্তত ৩/৪ জায়গায় দেখলাম। আপনার চোখে পড়েছে?

৯| ২১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৪

শাহ আজিজ বলেছেন: তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না হয়ে যায় ।

২১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৫

সৈয়দ কুতুব বলেছেন: হবে না।

১০| ২১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৫

ধুলো মেঘ বলেছেন: তারেক মনোয়ারের নতুন আবিষ্কার, জিয়া নাকি খুব নামাজী ছিলেন - তাহাজ্জুদও মিস করতেন না। তার চাপাবাজি থেকে এখন তার মরা বাপও বাদ যায়নি।

২১ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১১

সৈয়দ কুতুব বলেছেন: ইউনিভার্সিটি এডমিশনের পূর্বে এক দাওয়াতে দেখা হয়েছিল। একজন আমলার মেয়ের বিয়েতে কাজী হিসাবে এসেছেন। ভালো কথা! আমাকে তিনি সন্ধান দিচ্ছেন কোন কোন হলে উনাদের ছাত্র সংগঠন বেশি একটিভ তাদের সাথে যোগাযোগ করতে বলেন। আমি এসব কাহিনী শুনে মিলিটারী ভার্সিটি তে এডমিশন নেই। রাজনীতি মুক্ত ইউনিভার্সিটি! আপনি রাজনীতি করলেই পিটুনী! :-B

১১| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: আমেরিকা মানবিক দেশ।
ট্রাম্প বুদ্ধিমান মানুষ। সে পুতিনের মতো নয়।

২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

১২| ২২ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৪:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সুযোগ দেয়া হলে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ১০ কোটি মানুষ এক পায়ে উঠে দাঁড়িয়ে যাবে আমেরিকা যাওয়ার জন্য।

২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:১৬

সৈয়দ কুতুব বলেছেন: কিছু বলার নাই এই বিষয়ে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.