নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
বাইবেল ছুঁয়ে ট্রাম্প শপথ নিয়েই বলেছেন, "ঠিক এ মুহূর্ত থেকে শুরু হল যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু হলো"। ওয়াশিংটন ডিসিতে দুপুর বারোটার সময় দুইটি বাইবেল স্পর্শ করে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন। একটি হচ্ছে ট্রাম্প সাহেবের মায়ের অন্যটি হলো আব্রাহাম লিংকনের বাইবেল।
ডোনাল্ড ট্রাম্পের আগমন দেখেই মনে হয় প্রকৃতি আতঙ্কে ঠান্ডা হয়ে গিয়েছে । তীব্র শীতের মধ্যে ক্যাপিটাল হিলের ভবনে উন্মুক্ত স্থানে ট্রাম্প সাহেবকে কষ্ট করে শপথ নিতে হলো। পূর্বের সব রীতি ভেঙে এবার শপথ অনুষ্ঠানে অনেক দেশি ও বিদেশি অনেক অতিথিকে দাওয়াত দেয়া হয়েছে। জেফ বেফোস- ইলন মাস্ক- জাকারবার্গ ও সুন্দর পিচাই উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে।
ডোনাল্ড ট্রাম্পের নিকট দক্ষিণ এশিয়ার মানুষের চাওয়া থাকবে তার দেশ যে দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছে তা যাতে সুন্দর ভাবে সমাধান করতে পারে। অন্যথায় অসমাপ্ত কাজ রেখে প্রস্থান করলে দক্ষিণ এশিয়া অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের একজন বিখ্যাত ওয়াজী তারেক মনোয়ার সাহেব ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবেন সে খবর হাদিস গবেষণা করে বের করেছিলেন । হাদিসে ডোনাল্ড ট্রাম্পের নাম (তারাম) হিসাবে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ট্রাম্পের আগমনী ঝড় নিয়ে সবাই শঙ্কিত । গতকাল ২০শে জানুয়ারি রাজনৈতিক দল ও বৈবিছার নেতারা সবাই নিশ্চুপ থেকেছেন। তবে একটি নির্লজ্জ সংগঠনের একজন পলাতক এমপি আনন্দবাজার পত্রিকাতে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিনকে ইদের দিনের সাথে তুলনা করেছেন।
সোর্স: বিডি নিউজ২৪/ পরিমার্জিত
২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: সবার রাতের ঘুম হারাম।
২| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:১২
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: সবার রাতের ঘুম হারাম।
- আওয়ামীলীগের লোকজন এবং সমর্থকদের ঘুম নেই আনন্দে !
২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৩:৫০
সৈয়দ কুতুব বলেছেন: এভাবে ব্যাখ্যা করে শরম দিয়েন না।
৩| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:৩৮
কামাল১৮ বলেছেন: হাদিস যখন লেখা হয় তখন এশিয়া ইউরোপের লোক জানতোনা আমেরিকা বলে কোন দেশ আছে।ইসলামী ওয়াজিদের জ্ঞানের বহর এই রকমই।
২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৩:৫২
সৈয়দ কুতুব বলেছেন: এই লোক আমার পূর্বপরিচিত ! ইউনিভার্সিটি এডমিশনের সময় আমাকে ফতুয়া দিয়েছিল কোথায় পড়াশোনা করলে ভালো হবে। একটি বিশেষ ইসলামিক রাজনৈতিক দলের রুকন।
৪| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ২:৫৩
এইচ এন নার্গিস বলেছেন: কি করে দেখা যাক ।
২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৩:৫২
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।
৫| ২১ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দুনিয়ার গোল্ডেন টাইম শুরু হয়ে গেল।
শুভ কামনা মিস্টার প্রেসিডেন্ট।
২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:০৩
সৈয়দ কুতুব বলেছেন: আপনাদের ইদ কেমন কাটছে?
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অবশ্যই দেশে দেশে চলছে ভাবনা,
পাগলা রাজা কি করে
তা দেখার বিষয় ।