![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
এমনটাই জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। উনার মতে দেশের মানুষ আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। এখন রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌছালে বিদ্যমান কোন আইনি প্রক্রিয়ায় দল হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হবে তা খতিয়ে দেখা হবে। জুলাই-আগস্ট হত্যাকান্ডের সাথে আওয়ামী লীগ সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে। যদিও সরকার চায় বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে গনতান্ত্রিক উপায়ে নিষিদ্ধ করতে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে।
বিএনপি কি আওয়ামী লীগ কে নিষিদ্ধ করতে বাধা দিবে? এপিএস সালাউদ্দিন বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। অর্থাৎ বিএনপি হয়তো পক্ষে মত দিবে। তাহলে সরকারের পক্ষ থেকে আর কোন বাধা থাকবে না। দেখতে হবে যে আওয়ামী লীগ কে কোন প্রক্রিয়ায় বা কত দিনের জন্য নিষিদ্ধ করা হয়।
ছাত্রদের তৈরি রাজনৈতিক দল ফেব্রুয়ারির মাঝামাঝি আত্নপ্রকাশ করতে যাচ্ছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে তাদের ভোট ব্যাংক ভোট দিতে যাবে না। এক্ষেত্রে বিএনপি ও জামাত-ছাত্রদের মধ্যে মূল প্রতিযোগিতা হবে। আবার বিএনপি জাতীয় সরকার ঘোষণা দেয়ার পর ২৫০-৫০-৫০ এই সংখ্যাটি সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে।
বামদলগুলো এবার ৩০০ আসনে প্রার্থী দিবে শোনা যাচ্ছে। ঘরে অলস ভাবে সময় না কাটিয়ে আওয়ামী লীগের সাপোর্টার রা বাম দল কে ভোট দিয়ে আসতে পারতো। কিন্তু জুলাই অভ্যুত্থানে বামদল গুলোর অংশগ্রহণের ফলে আওয়ামী লীগ ক্ষুব্ধ। ধানমন্ডি ৩২ এ ' নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার ঘটনা' না ঘটলে ছাত্র-জামাত হয়তো আশাবাদী হতে পারতো। কিন্তু এখন তাও সম্ভব নয়।
জাতি বেশ কয়েকবছর ধরে বিএনপি-জামাত বিহীন নির্বাচন দেখেছে এবার হয়তো আওয়ামী লীগ বিহীন নির্বাচন দেখবে। বাঙালি এতে মোটেও চিন্তিত হবে না। কারণ পূর্বের নির্বাচন গুলোতে তারা যেভাবে সময় কাটাতো ভোটের দিন অনেকে এবারো তেমন কিছুই করবে। এভাবেই বাংলাদেশ গণতান্ত্রিক পথে আওয়ামী লিগ বিহীন নতুন যাত্রা শুরু করবে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১২
সৈয়দ কুতুব বলেছেন: আপনাকে এত বড়ো কমেন্ট করতে দেখে আমি অভিভূত!
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫২
এ পথের পথিক বলেছেন: আম্লিক নিষিদ্ধ হোক ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১২
সৈয়দ কুতুব বলেছেন: আমি ও চাই।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১২
কামাল১৮ বলেছেন: এরা সব অপকর্ম করতে পারে,পারেনা কেবল ভালো কিছু করতে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৯
সৈয়দ কুতুব বলেছেন: ভালোই খেললেন আপনারা। সুশীল ও তৃণমুল ভালোই প্রভাবিত হয়েছে।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৫
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: রাজনৈতিক দল নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান হতে পারে না, বরং গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ ও জবাবদিহিতা নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ। ইতিহাস সাক্ষী, কোনো দল বা মতাদর্শকে প্রশাসনিকভাবে দমন করা হলে তা ভিন্নভাবে ফিরে আসতে পারে। আওয়ামী লীগ যদি অপরাধ ও অনিয়মে লিপ্ত হয়ে থাকে, তবে তাদের আইনানুগ বিচারের আওতায় আনা প্রয়োজন। স্বাধীনতার পর মুসলিম লীগ আজ অস্তিত্বহীন, ভাষানীর ন্যাপ কাগজে কলমে বিদ্যমান। কাজেই বলা যায়, জনগণের আস্থা ও সমর্থন হারালে কোনো দলের টিকে থাকা সম্ভব নয়। প্রয়োজন সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ, যেখানে জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত থাকবে। দেখতে হবে, এই সিদ্ধান্ত ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর কী প্রভাব ফেলে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০০
সৈয়দ কুতুব বলেছেন: আমি চাই নিষিদ্ধ হউক।অন্তত কিছু একটায় সরকার সফলতা দেখাক।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: অ্যামেরিকার ইশারা ছাড়া ডঃ ইউনুসের সরকার এটা করলে সমস্যায় পড়বে। আওয়ামীলীগ নিষিদ্ধ না করলেও চলবে। অধিকাংশ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মামলা আছে। ফলে তারা নির্বাচনে আসতে পারবে না। তাই পুরো দলকে নিষিদ্ধ করার কোন দরকার নাই। এতে সারা বিশ্বে আওয়ামীলীগের প্রতি সহানুভূতি তৈরি হবে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩১
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ। ভালো বলেছেন।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এটা হবে সর্বকালের সেরা একটা বাজে সিদ্ধান্ত।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৮
সৈয়দ কুতুব বলেছেন: নোবেল বিজয়ী যা ভালো মনে করেন।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৫
রাসেল বলেছেন: এর মাধ্যমে অপরাধীদের শাস্তি কিভাবে নিশ্চিত করা যাবে?
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০১
সৈয়দ কুতুব বলেছেন: সরকার ভালো বলতে পারবে৷
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৮
রাসেল বলেছেন: এর মাধ্যমে দল মত নির্বিশেষে অপরাধীদের শাস্তি কিভাবে নিশ্চিত করা যাবে? পূর্বোক্ত মতামত মুছে ফেলার অনুরোধ করা হলো।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০১
সৈয়দ কুতুব বলেছেন: সরকার খুব দ্রুত নির্বাচন দিয়ে দিবে।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুনী ইউনুছের নোবেল পদক ফিরিয়ে নেয়া হোক।
সে এই পুরস্কারের যোগ্য ছিল না।
এখন তো সে খুনের আসামী।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার ও সকল উপাধি কেড়ে নেয়া হউক। তিনিও খুনী, মাফিয়া।
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বীর গাজীপুরবাসীকে অভিনন্দন জানাই।
উপযুক্ত প্যাদানী দিয়েছেন তারা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: দেখেন যা ভালো মনে করেন।
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: সূর্যকে দাবিয়ে রাখা যায় না।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৩
সৈয়দ কুতুব বলেছেন: কৃত্রিম সূর্য কে যায়।
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৯
আদিত্য ০১ বলেছেন: আবার নিজের ঘর ধরে রাখতে পারবেন কিনা। অলরেডি বুকে কাপুনি উঠেছে। ঘর বাড়ি বা ৩২ ভেঙ্গে আওয়ামীলীগ দমানো বা ক্ষতি মনে হলেও। পুরুটা লাভ আওয়ামীলীগের। আওয়ামীলীগ ভালোই বিদেশীদের নজর কেড়েছে ও দেশের মানুসেরও নজর কেড়েছে, এইটা পুরুটাই ইতিবাচক।
দেখেন আপনারা যা ভালো মনে করেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: ফসল আপনাদের ঘরে উঠছে।
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০১
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: ফসল আপনাদের ঘরে উঠছে।
মজা নিলেন, নিবেনই তো, ৩২ ভাঙ্গলো, এখন নিষিদ্ধ, এই তো ফসল আমাদের ঘরে উঠছে।
আওয়ামীলীগের এখন হারানোর কিছু নাই। নিষিদ্ধ করলেই সেইটা কতদিন থাকবে বা ঘড় বাড়ি পুড়ানো ও ধ্বংস করে আবার বলে তারা নাকি হামলার শিকার এই উন্মত্ত খেলা যে করছে, এইটা সীমা লংঘন না? তারাই সব করছে, দেশে বিচার ব্যবস্থা বাদ দিয়ে দিক, পুলিশ বাহিনী বন্ধ করে দিক, তারাই তো সব। তারা যা বলছে তাই করছে।
গাজীপুরে তারাই ভাঙ্গতে গেলো, তারাই বলছে হামলার শিকার, মানে নাটকও এই নাটকের কাছে হার মানবে? আপনার বাড়ি কেউ ভাঙ্গতে আসলে আপনি ফুল দিয়ে থাকে অভিবাদন জানাবেন যে ভাই আসো আসো, আমার বাড়ি ভাঙ্গো, তারা নাকি বাড়ি ভাঙ্গতে যায় নাই, কি নাটক, ৩২ কে ভাঙলো? জীণ ভুতে? এই নাটকে শেষ আছে
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪৪
কাঁউটাল বলেছেন: "আমার রিকশা রক্ত আর মগজে ভরা ছিল। আমার পরিবাররে জিগান, এগুলা ও'ই পরিষ্কার করছে..."
'সার্কিট হাউজের মুখে রিকশা রাইখা আমি আর বুলু মহিপাল মোড়ে গেলাম। আবু সাইদের গায়েবানা নামাজ হইছিল৷ এরপর শুরু হইলো টুসটুস টুসটুস টুসটুস!
পিছায়ে সার্কিট হাউসের মোড়ে যতক্ষণে গেছি, আমার পাশেই তিনটা শুই গেছে! গুলি মাথার এক পাশ দি ঢুকি আরেক পাশ দি বাইর হই গেছে। লগে মগজ!
আমার গুলিডা খাইছে আমার বরাবর সামনের জন। খায়া লগে লগেই সে কাইত! আল্লাহ আমারে বাঁচাই দিছে! আরেকটা গুলি আমার লুঙ্গি ফুটা কইরা চইলা গেছে।
দুইডা পোলা আইছে, একডা টোকাই হইব, আরেকডা হেলমেট পরা। সামনেই তিনডা লাশ পইড়া আছে, একজন ইট নিয়া মারলো লাশের মাথায়! কত বড় জানোয়ার! এইয়া দু:খজনক ঘডনা বাবা, মানুষগুলা ত মরিই গেছে!
আমি এক পান দোকানের কোণায় লুকায়া ছিলাম, নাইলে এইডা কেউ দেখত না, সবাই ত পলায়া গেছে! ছবি উডাইবার মত মন মানসিকতা আমার আছিল না, নইলে আমি আমনেগোরা দেখাইতাম!
পরে আমি দুইডারে উঠাইলাম রিকশায়, আরেক রিকশারে কইলাম আরেকডা উঠাইতে। রিকশার চাবি হারায়া ফেলছিলাম, চাবি আরেকডা আনতে আনতে রিকশা আমি টানিই লই গেছিলাম। পাচগইচ্ছার মুখে লাশগুলারে এক এম্বুলেন্সে তুলি দিলাম। বুলু গুলি খাইছিল, আবার গেলাম তারে হসপিটালে নিয়া যাইতে।
হসপিটালের কি অবস্থা যে আছিল! কান্নার একটা বন্যা বই গেছেগোই, আর রক্ত! আমার মাথা ঠিক আছিল না আর!
আমগোরে যারা এমনে গুলি তাক করছে, আমি শুধু তাগো বিচার দেখতে চাই। আর কিছুই না।'
- মহিন উদ্দিন (রিকশাচালক, ফেনী)