নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

জাতিসংঘের সহায়তায় ফিরছে আওয়ামী লীগ ?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০০


রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তাই রাজনীতিবিদেরা সরাসরি কোনো বিষয়ে সিদ্ধান্ত দিতে চান না। কিন্তু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোনো রাজনীতিবিদ নন। উনার সাদা মনে কোন কাদা নেই। প্রধান উপদেষ্টা হিসাবে তিনি যখন বিডিআর বিদ্রোহের ভুক্তভোগীদের সাথে সাক্ষাৎ করেছেন তখন দ্ব্যর্থহীন ভাবে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার জন্য প্রতিশ্রুতিব্দ্ধ ছিলেন। কিন্তু ২৪ ঘন্টা পার হতেই সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেলো। গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মুখে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়েছিল। বৈষম্যবিরোধী সংগঠনের নেতারা গতকাল পর্যন্ত আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার দাবী জানিয়েছে। জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার থেকে আওয়ামী লীগের বিচারের প্রতি জোর দিয়েছে। মোটা দাগে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার ব্যাপারে সবাই একমত হয়েছে বলে ধারণা করা যায়।

বইমেলার ঘটনার পর দুইটি গুরুত্বপূর্ণ মিটিং নিয়ে জনসাধারণের বেশ আগ্রহ দেখা যায়। একটি হচ্ছে আমেরিকার বাংলাদেশে নিযুক্ত চার্জ দি এফিয়ার্সের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এবং পাকিস্তানের হাইকমিশনারের সাথে জামায়াতে ইসলামী বাংলাদেশের বৈঠক। যতদূর শোনা যাচ্ছে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, ডেভিল হান্ট সহ নানা বিষয়ে কথা হয়েছে দুইটি মিটিংয়ে। প্রধান উপদেষ্টার সাথে আমেরিকার প্রতিনিধি বৈঠক কালে সকলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে অনুরোধ জানান। প্রধান উপদেষ্টা হয়তো এমন অনুরোধ শুনে অবাক না হলেও অনেকে খবরের কাগজে পড়ে কিছুটা অবাক হয়েছে বৈকি ! আজ ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকের পর মিডিয়াতে ফখরুল সাহেব জানান আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা হবে কি হবে না তা নির্ভর করবে সাধারণ জনগণের উপর। কিন্তু মির্জা সাহেবের সাথে ড. ইউনূসের সাক্ষাতের সময় আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার জন্য বিচারিক কার্যক্রম শুরু করতে সরকারকে অনুরোধ জানান। ফখরুল সাহেবের পূর্বের বক্তব্য ও বর্তমান বক্তব্য কিছুটা আলাদা। অন্যদিকে বিএনপির অনেক নেতা এখনো আওয়ামী লীগ কে নিষিদ্ধ করবার জন্য সরকারকে বারবার চাপ দিচ্ছে।

জুলাই গনহত্যার তদন্ত প্রতিবেদন জাতিসংঘ সরকার কে দিয়েছে। এতে শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ মিলেছে। জাতিসংঘ অপরাধের মাত্রা কে গুরুতর বললেও তা মানবতাবিরোধী অপরাধ কিনা সে ব্যাপারে এখনই কোন সিদ্ধান্ত দিতে চাচ্ছে না। তবে নিরপেক্ষ বিচার ও ফাঁসি দেয়ার মতো শাস্তি বাদ না দিলে জাতিসংঘ দ্রুত বিচার ট্রাইবুনাল কে সহযোগিতা করবে না বলে জানিয়েছে। এই ব্যাপারে শুরু থেকেই ব্লগে লিখে আসছিলাম। জামায়াতের তাজুল কে চীফ প্রসিকিউটর হিসাবে নিয়োগ দানের মাধ্যমে ট্রাইবুনালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। জাতিসংঘ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পাশাপাশি কিছু সুপারিশ করেছে যার মধ্যে একটু গুরুত্বপূর্ণ সুপারিশ হলো কোন রাজনৈতিক দল কে নিষিদ্ধ না করা তথা আওয়ামী লীগ কে নিষিদ্ধ না করা। তাদের বক্তব্য হচ্ছে এতে একটি বড়ো অংশের ভোটার তাদের ভোট দেয়া থেকে বিরত থাকবে। এতে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা থাকবে। এখনো বিএনপি-জামায়াত কে বিদেশি শক্তি গুলো একটি রাজনৈতিক দল হিসাবে মনে করে। বিএনপি-জামায়াত আজকে তাই পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে নিজেদের স্বতন্ত্রতা প্রমাণে ব্যস্ত ছিলো।

প্রধান উপদেষ্টা এখন কি করবেন ? সমন্বয়কদের সাথে প্রধান উপদেষ্টার নিশ্চয়ই এই বিষয় নিয়ে আলাপ হয়েছে। কয়েকদিনের মধ্যে তাদের মনোভাব বোঝা যাবে। বিএনপি ও জামায়াত বিভিন্ন ইস্যু নিয়ে লড়তে থাকবে। তারা আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার ব্যাপারে আসলে কতটুকু একমত সেটা নিয়েও কথা উঠেছে। জুলাই অভ্যুত্থানে জামায়াতের অবদান থাকলেও জাতিসংঘের নিকট তারা উল্লেখ করার মতো কোনো তথ্য দিয়ে সহায়তা করেনি বলে তদন্ত রিপোর্টে লেখা আছে। জামায়াতের এমন কর্মকান্ডে সামাজিক মাধ্যমে সারাদিন ব্যাপক শোরগোল হয়েছে।

সংস্কার ও নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে যাচ্ছে সামনের দিনগুলোতে। এর মধ্যে আওয়ামী লিগকে নিষিদ্ধ করা নিয়ে বিদেশি শক্তিদের সাথে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন শুরু হলে অবস্থা আরো খারাপ হবে। সময় যত গড়াচ্ছে ভিন্ন ভিন্ন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশের বিদেশি সহযোগীরা। এতে রাজনীতিবিদ ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর ভবিষ্যতে চাপ বাড়বে সেটা সহজেই অনুমেয়।

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৮

নিমো বলেছেন: জামায়াতি পরওয়ার শুয়োরটাতো দেখলাম, গণমাধ্যমে জাতিসংঘের বিরুদ্ধে বিষোদগার করছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫১

সৈয়দ কুতুব বলেছেন: বিদেশি শক্তির কারণে আওয়ামী লীগ বিনাপ্রতিদ্বন্দিতায় ১৫১ আসনে জয়ী হওয়ার পরেও ক্ষমতায় থেকে গিয়েছিল।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৮

মেঘনা বলেছেন: পুলিশ প্রশাসন আপনাদের হাতে, মিডিয়া আপনাদের হাতে, তাও ছাত্র-জামাত আওয়ামী লীগকে ভয় পায় নির্বাচনে
- এটাই প্রমাণ করে - ২৪ শে কোন বিপ্লব হয় নাই গন্ডগোল হয়েছে এবং দেড় হাজার মানুষের বলি হয়েছে শুধুমাত্র আপনাদের ক্ষমতার লোভে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫২

সৈয়দ কুতুব বলেছেন: গণঅভ্যুত্থান হয়েছে। আওয়ামী লীগের নেতাদের বিচার হতে হবে।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই উত্তরটির সাথে শতভাগ সহমত
গণঅভ্যুত্থান হয়েছে। আওয়ামী লীগের নেতাদের বিচার হতে হবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৭

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:০৪

আদিত্য ০১ বলেছেন: হা হা হা...।ভাই আপনি ঠিক করেন আওয়ামীলীগ কি করবে? আপনারা ভাই ঠিক করে দেন, আওয়ামীলীগ কি করবে বা আমরা সাধারন জনগন কি করবো? এখন আপনারাই সব। আপনারা যদি বলেন "আমরা জনগন ভোট দিবা, কিন্তু আমরা জয়ী হবে, উই আর অল! এইটা বাস্তব!" তাতেই বলবো, জী আপনারাই সব।

এই কাল বললেন আওয়ামীলীগ ব্যান, আবার এখন বলছেন, আওয়ামীলীগ নাকি জাতিসংঘের কারনে ফিরছে।

আচ্ছা আমার প্রশ্নের একটা উত্তর দেন? ফিলিস্তিনিতে যে এত লাখ শিশু নিরীহ মানুস মরছে, বাস্তু হারা হচ্ছে, হাসপাতাল গুড়িয়ে দিচ্ছে ইসরা**ঈল বাহিনী। কিন্তু এই জাতিসংঘ ইসরা**ইলকে ব্যান করেই নাই, একটা টু শব্দও করেনা। কেন? একটু বলবেন কি?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৫১

সৈয়দ কুতুব বলেছেন: আমি ঘটনা প্রবাহ লিখি যাতে আমরা আলোচনা সমালোচনা করতে পারি। ধন্যবাদ।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:২৮

আদিত্য ০১ বলেছেন: কেন আপনারাই না বলেন? আওয়ামীলীগের নাকি ভোটার নাই সমর্থক নাই, আওয়ামীলীগ কোন আসন পাবে না। তাইলে নির্বাচনে আসতে দেন, এত ভয় পান কেন? কেন এত ভয়। সুষ্ঠুই ও গ্রহনযোগ্যতা যদি করতে চান, সবাইকে নির্বাচনে আসতে দেন। জাতিসংঘ বলেছে আওয়ামীলীগকে নির্বাচন না আনলে বড় একটা জনগনের অংশ ভোট থেকে বঞ্চিত হবে। কেন আপনাদের চোখে নাকি আওয়ামীলীগের ভোটার মাত্র ১০০ এরও নিচে। তাইলে আওয়ামীলীগকে নির্বাচনে আনতে এত ভয় কেন। প্রশাসন থেকে শুরু করে সব কিছু আপনাদের। আওয়ামীলীগের সমর্থকও কম। তাইলে আওয়ামীলীগ নির্বাচনে জয়ী হবে না। জনগন রায় দিবে ভোট ন না দিয়ে, আওয়ামীলীগ তারা চায় না। মানে জনগন যাতে আওয়ামীলীগকে ভোট না দিতে পারে, সেই ব্যবস্থা করছেন, জনগনে রায়কে আপনার রোধ করবেন? তাইতো?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৫১

সৈয়দ কুতুব বলেছেন: আমি কিছুই বলি না। সব উপদেষ্টারা বলে।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৪৯

ক্লোন রাফা বলেছেন: আওয়ামিলীগ’কে নিষিদ্ধ করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে জঙ্গি রাজত্ব কায়েম করা হোক :)
২৪শে না হয়েছে বিপ্লব ,না গণঅভ্যুত্থান। সামরিক, জঙ্গি আর স্বাধীনতা বিরোধী শক্তি মিলে ক‍্যু করেছে। এটাই বাস্তব সত্য কথা। এর মাঝে আর কোন সন্দেহের অবকাশ নেই।
ধন্যবাদ॥

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৫২

সৈয়দ কুতুব বলেছেন: আন্নেরে নিয়া বিশাল বৈঠক হইতাছে। আপনি অপরাধী। আপনাকে শাস্তি প্রদান করা হবে। B-)

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৫৭

আদিত্য ০১ বলেছেন: ক্লোন রাফা বলেছেন: আওয়ামিলীগ’কে নিষিদ্ধ করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে জঙ্গি রাজত্ব কায়েম করা হোক :)

আওয়ামীলীগের বিরুদ্ধে ক্যু-এর পিছনে অনেক সুশীল নাচতেছিল, ভব তার মধ্যে একজন। এখন এদের পশ্চাত দেশ লাল করে দিছে বইমেলায়। খুব শীগ্রই ধর্ম ব্যবসায়ীরা আরও যারা আছে তাদের পশ্চাত দেশ লাল করবে। ইতোমধ্যে মামুনুল মাহফুজরে হুশিয়ারি দিছে। আমার তো মনে হয়ে নাহিদরা এদের হাতেই মাইর খাবে। আওয়ামীলীগের কিছুই করতে হবে না, একটু ওয়েট করেন, অনেক কিছু ঘটবে ও বের হবে

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:০০

সৈয়দ কুতুব বলেছেন: কিছুই হবে না এমন। ভব জুলাই মাসে তার দায়িত্ব পালন করেছে।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:২৯

ক্লোন রাফা বলেছেন: Click This Link শুনুন কি বলে

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: দেখেছি। ধন্যবাদ।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৪৫

ক্লোন রাফা বলেছেন: ডিলিট করলেন কেনো আমার প্রিভিয়াস কমেন্ট ‼️

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: অন্যের সম্পর্কে তার পিছনে কটু কথা বললে উহা গীবত হয়। আপনি আস্তিক বলেই জানি।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:৩২

ক্লোন রাফা বলেছেন: না , উনার সাথে আমার আদিকাল থেকে সৌহার্দ্য পূর্ণ যুদ্ধ। উনি খুব ভালো করেই অবগত। না মুছে উনাকে আমন্ত্রণ জানানো উচিত ছিলো আপনার।
আমি ব‍্যপারটা পছন্দ করছি না। কারন আমি খুব কমই খোঁচা খুঁচি করি । যতক্ষন না আমার গায়ের উপর এসে পড়ে। উনার পোষ্টে মন্তব্য করি নাই। কারন ঐ গার্বেজ পোষ্টের গুরুত্ব নাই।
ধন্যবাদ॥

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



তিনি ফিরবেন বীরের বেশে।
নৈলে ফেরার কোন প্রয়োজন নেই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: আসবেন না।

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আয়না ঘর নিয়ে তো কোন পোস্ট দিলেন না!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: বিব্রতকর।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৪

রাসেল বলেছেন: রাজনীতিতে শেষ বলে কিছু নাই, যার সদ্বারা চরিত্রহীনতা প্রকাশ পায়। যেই নীতির কোনো সৎচরিত্র নাই, সেই নীতিবানদের প্রতি সন্মান থাকার কথা না। ঘৃণা ঘৃণা ঘৃণা

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: একমত।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৪

এ পথের পথিক বলেছেন: আয়নাঘর আপনার কাছে বিব্রতকর ?
বিব্রতকর বিষয়টা একটু যদি বুঝিয়ে বলতেন ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০০

সৈয়দ কুতুব বলেছেন: এই যে আইসা পড়ছেন! ৬ মাস আগেই আয়নাঘর নিয়ে লেখা শেষ। তখন যে বর্ণনা দিয়েছি তার সাথে বিস্তর ফারাক আছে। আপনি লিখুন। এক টপিকে দুইবার লেখার ইচ্ছা নেই।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৬

এ পথের পথিক বলেছেন: এই যে আইসা পড়ছেন!
কমেন্টে আপনি কি অস্বস্তিবোধ করছেন ?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৬

সৈয়দ কুতুব বলেছেন: আমি যখন বিব্রতকর লিখেছি তখনই জানতাম আপনি কমেন্ট করবেন । ;)। বিশ্ব সুন্দরবন দিবসের শুভেচ্ছা।


যে কোন ধরণের মন্তব্য করতে পারেন। কোন বাধা নেই আমার ব্লগে। :-B

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৪

এ পথের পথিক বলেছেন: যাইহোক অন্তত একজন ভাই আছে যে ব্লগে আমার কথা মনে করে ।
ভাল থাকবেন ।
:>

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:২০

সৈয়দ কুতুব বলেছেন: আমি সবার কথাই মনে রেখে লেখি; আমি আলোচনা ও সমালোচনা হোক কোন বিষয়ে তার জন্য লিখি। ধন্যবাদ!

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৮

সামরিন হক বলেছেন: আওয়ামীলীগ থাকলেও ক্ষমতায় আসবে না। নামে থাকবে কেবল। কিন্তু বি।এন।পি আসুক এটাও চাই না। নতুন দলের অপেক্ষায় আছি ।
কি যে একটা অবস্থা দেশের।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: নতুন দল বলে কিছু নেই। পুরাতন দলের এক্সটেনশন এরা!

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সঠিক এবং নিরপেক্ষ নির্বাচন হবে কিনা
এ বিষয়ে আমার সংশয় আছে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে আমিও একমত কিছুটা কারণ একপক্ষ দেখছি আওয়ামী লীগ কে খেদিয়ে নিজেরাই রাজা হইবার চায়।

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: কুতুব ভাই আওয়ামীলীগের মধ্যে ভালো কিছু নেই?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: আপাতত নেই। ক্রিমিনাল দের বিচার হতে হবে। এতে আওয়ামী লীগের লাভ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.