নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

জাতীয় নেতারা থাকতে কেন বিদেশি নেতাদের অনুসরণ করতে চাচ্ছে বৈষম্যবিরোধীরা ?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৪


বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলাল সাম্প্রতিক সময়ে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের নতুন দল গঠন নিয়ে মন্তব্য করেছেন । তার মতে কেন ছাত্ররা জাতীয় নেতাদের পথ অনুসরণ না করে বিদেশি নেতাদের অনুসরণ করছে সে ব্যাপারে প্রশ্ন করেছেন। আলালের মতে যে দেশে মওলানা ভাসানী, শেরে বাংলা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের মতো নেতা জন্মেছেন তাদের কে পাশ কাটিয়ে কেন ইমরান খান, কেজরিওয়াল ও এরদোয়ান কে অনুসরণ করবে তারা ? তিনি বিস্মিত হয়ে বলেছেন বাংলাদেশের আলো বাতাসে বেড়ে ওঠা সন্তানেরা কেন এখন বিদেশি রাজনীতিবিদ দের আদর্শ অনুসরণ করতে চায় যেখানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন !

বিএনপি নেতার বক্তব্যে কিছুটা হতাশা ছিলো। কিন্তু দিনশেষে এর জন্য দায়ী প্রচলিত রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের অধিকাংশ তরুণেরা প্রচলিত রাজনৈতিক দলগুলোর উপর বিরক্ত। এতে রাজনৈতিক দলগুলোর দায় শতভাগ। যেসব রাজনৈতিক দলগুলোর আদর্শ ছিলো তারা আজ আদর্শ বিচ্যুত হয়ে জনসাধারণের রোষের মুখে পড়েছে। কিছু দলের বিশেষ কোন আদর্শ নেই বরং অন্য দলের বিরোধিতা করার মধ্য দিয়ে তাদের জন্ম হয়েছে। আবার কোনো কোনো দল দেশ স্বাধীনের বিপক্ষে ছিলো এবং স্বাধীনের পর তারা দেশের মানুষ কে গোমরাহীর পথে নিয়ে গিয়েছিল।

আওয়ামী লীগের কথাই চিন্তা করা যাক, এরকম একটি ঐতিহ্যবাহী দল যার প্রতিষ্ঠাতা মওলানা ভাসানীর মতো নেতা ছিলেন সে দল সময়ের বিবর্তনে একটি পরিবারতান্ত্রিক দলে পরিণত হয়েছে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় নেতা হতে বর্তমানে কুখ্যাত স্বৈরাচার শেখ হাসিনার পিতা হিসাবে সবখানে জুতার বাড়ি খাচ্ছেন। আওয়ামী লীগের মতো আদর্শ নিয়ে ছাত্ররা রাজনীতি করলে তাদের সেক্যুলার ও বামপন্থী ট্যাগ খেতে হবে যা অতি ধর্মপরায়ণ মানুষের নিকট অস্বস্তিকর । তবে আওয়ামী লীগ কোন সেক্যুলার দল কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বিএনপির রাজনীতির মূল নীতি হচ্ছে সেনাবাহিনী ও জাতীয়বাদ চেতনা। ছাত্ররা এই ধরণের কোনো দলের আদর্শ অনুসরণ করতে চায় না। বিএনপির অতীত ইতিহাস নিয়ে ছাত্ররা ওয়াকিবহাল। ছাত্ররা কোন ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনে আগ্রহী নয়। তারা সাম্য, ন্যায্যতা ও সুশাসন কে তাদের আদর্শ হিসাবে গ্রহণ করতে চায়। অতীত রাজনীতিবিদ দের মতো তারা বিতর্কিত হতে চায় না।

জুলাই অভ্যুত্থানের অনেক নেতা মওলানা ভাসানীকে অনুসরণ করে বলে শোনা যায়। মাস্টারমাইন্ড মাহফুজ মওলানার পালনবাদে বিশ্বাসী বিপ্লবী। তাছাড়া অন্যতম বিপ্লবী আকতার হোসেন কে তার অনুসারীরা এ যুগের মাওলানা ভাসানী বলে থাকেন। ছাত্রলীগের নৃশংসতার বিরুদ্ধে ডাকসুর সাবেক এই নেতা বরাবর সোচ্চার ছিলেন। বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি নামে একটি রাজনৈতিক প্লাটফর্মের প্রতিষ্ঠাতা আকতার হোসেন। বর্তমান সমন্বয়ক উপদেষ্টাদের মধ্যে নাহিদ ও আসিফ এই সংগঠনের সদস্য ছিলো। জুলাই অভ্যুত্থানে দলটির ভূমিকা প্রশংসনীয়।

মূলত রাজনীতিবিদ দের সততার অভাব ও জনগণের প্রতি অবজ্ঞা অবহেলার কারণ ছাত্ররা বিদেশি নেতাদের অনুসরণ করতে চায়। জেন-জি জেনারেশন জাতীয় নেতাদের প্রতি সম্মান প্রদর্শন করে না কারণ পাঠ্যপুস্তক থেকে তারা যতটুকু জানতে পেরেছে তার সাথে বর্তমানে তাদের অনুসারীদের মধ্যে সে আদর্শ লেশমাত্র নেই। জেন-জি'রা জাতীয় নেতাদের আদর্শ ও রাজনীতির উপর বিশ্বাস রাখতে পারছে না। এর সম্পূর্ণ দায় বাংলাদেশের রাজনীতিবিদ দের নিতে হবে।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩২

মেঠোপথ২৩ বলেছেন: এই আখতার হোসেনকে নতুন দলে নেতৃত্ব পর্যায়ে নিলে বিড়াট ভুল করবে সমন্বয়কেরা। আখতার হোসেন নেপথ্যে থেকে দলকে সসংগঠিত করার কাজে থাকলেই ভাল করবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কিন্ত এরা নেপথ্যেই ছিল। আখতারের নামও কখনও শোনা যায়নি। যাদের ডাকে মানুষ সে সময় রাজপথে নেমে এসেছিল , তারা হচ্ছে নাহিদ, আসিফ, হাসনাত, সারজিস , হান্নান মাসুদ, রিফাত রশিদ , তাবাসসুম প্রমুখ। সারা দেশের মানুষ এদের এক নামে চেনে। এদেরকে বাদ দিয়ে এই নেপথ্যের কান্ডারী আখতার, নাসিরুদ্দিন পাটোয়ারীকে গুরুত্বপুর্ন পদে নিলে সেই দলের ভরাডুবি হতে খুব বেশি সময় লাগবে না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: এদের মধ্যে গ্রুপিং চলছে। সেটা মিটমাট হলে দল ঘোষণা করবে।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০১

কিরকুট বলেছেন: আগে এটা দেখুন তারা আপনাদের নেতা মানে কি মানে না । নিজেদের ইজ্জত আপনারা অনেক আগেই খোলা বাজারে বেচে দিয়েছেন । ওটা আর ফেরত পাবেন না ।

কুকুর যখন বুঝে যায় মনিবের দুর্বলতা । তখন কুকুর আর মনিব কে দুই পয়শার দাম দেয় না ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৫

সৈয়দ কুতুব বলেছেন: এই মন্তব্য কি আমাকে করেছেন নাকি আলাল সাহেব কে করেছেন? আমি লেখক, নেতা হওয়ার খোয়াইশ আমার নেই।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৭

কিরকুট বলেছেন: লেখক বলেছেন: এই মন্তব্য কি আমাকে করেছেন নাকি আলাল সাহেব কে করেছেন? আমি লেখক, নেতা হওয়ার খোয়াইশ আমার নেই।


ভন্ডলাল কে

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১২

সৈয়দ কুতুব বলেছেন: আচ্ছা তার সাথে আপনার মতভেদ থাকতেই পারে। ধন্যবাদ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৯

কু-ক-রা বলেছেন: ইহাতে সমস্যা কি

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৩

সৈয়দ কুতুব বলেছেন: আলাল সাহেব ভালো জানেন।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪১

কামাল১৮ বলেছেন: জাতিয় নেতাদের মধ্যে শেখ মুজিব সর্বশ্রেষ্ঠ।তিনি একটি দেশ দিয়েছেন জাতিকে।যদিও সেখানে ভারতের একটা বিরাট ভুমিকা ছিলো আর ছিলো তাজউদ্দীনের।তাজউদ্দীনের কথা ভুলে যাওয়া জাতির ঠিক হবে না।পুরো যুদ্ধটাই পরিচালনা করেছেন তাজউদ্দীন।তার সঠিক মুল্যায়ন হয় নাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: আলাল তাজউদ্দীনের নাম বলেনি। তবে আমারও দেশি নেতাদের আইডিওলজী পছন্দ না। আমার পছন্দ সৈয়দ কুতুব, ইবনে তাইমিয়া, জামাল আর আফগানী ও কামার আতারতুক কে। :-P =p~

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০৫

আদিত্য ০১ বলেছেন: আরেক ছাত্র সংঘঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এরা নাকি নাহিদদের সাথে কোন কানেকশান থাকবে না। তারাই ঘোষনা করছে। এইটা কি আপনার সেই বলে দেওয়া নাটক। "নাটক কম কর পিও" আর নিতে পারছিনা। এত নাটক মঞ্চায়ন করে আপনার দলা আবার নিজেই নাটক না হয়ে যায় :D

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২০

সৈয়দ কুতুব বলেছেন: আমি এদের ব্যাপারে লিখতে চাই না।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৯

আদিত্য ০১ বলেছেন: নাহিদরা অল্প সময়ে কল্পনার বাইরে মার্কেট পেয়ে, কি ছেড়ে কি করবে ভেবে পাচ্ছে না। যাইহোক, করতে থাকুক, আমরা দেখতে থাকি নাটক

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২১

সৈয়দ কুতুব বলেছেন: সংগঠন গঠন করতে গেলে একটু নাটক করা লাগে। এতে জনপ্রিয়তা বাড়ে।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২০

কামালপাশা২য় বলেছেন:



আমাদের জাতির নেতা ৪ জন: শেরে বাংলা, মওলানা, শেখ ও তাজউদ্দিন সাহেব; এর মাঝে কোনটাকে শিবির অনুসরণ করতে পারে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৫

সৈয়দ কুতুব বলেছেন: মওলানা কে অনুসরণ করতে চায় তারা; এমন ভাব সাব দেখাচ্ছে। কিন্তু এরা দল গঠনের পূর্বে চারভাগে বিভক্ত হয়ে পড়ছে। এদের বাম পন্থী অংশ সিরাজ শিকদার সাপোর্টার!

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৮

কামাল১৮ বলেছেন: আপনি যাঁদের কথা বলছেন তারা কেউ বাংগালী না।তারা আপনার আদর্শিক নেতা হতে পারে।জাতিয় নেতা না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২১

সৈয়দ কুতুব বলেছেন: সেটা ঠিক। বিদেশি নেতা দিয়ে আখের কাজ হয় না। ঘুরে ফিরে ভবিষ্যতের সলুশন জাতীয় নেতারা আগেই দেখিয়ে গিয়েছেন।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২৪

কামালপাশা২য় বলেছেন:



এবার আমেরিকা ও পাকীদের ভাড়াটিয়া খেটে কি হায়েনাগুলো দেশের মালিক হয়ে গেলো নাকি?
আমেরিকান দুতাবাসগুলো জাতির বিকলাংগদের কাজে লাগিয়ে পাকিস্তান, বাংলাদেশ ও আরবদের ধ্বংস করে দিয়েছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩২

সৈয়দ কুতুব বলেছেন: এরা চার ভাগ হয়ে গেছে। ১- সাবেক শিবির ও ইসলামিক দল, ২- বাম ও ছাত্রদল সাবেক,৩- এবি পার্টি, ৪- নাগরিক শক্তি। পদ পদবী নিয়ে একে অপরের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করছে।

শেখ হাসিনা কে সরানো গেছে এটাই সাক্সসেস!

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: আপনারা একটা বিষয়ে বারবার ভুল করছেন। সাধারন ছাত্র আর বৈষম্যবিরোধী'র ছাত্ররা এক না। বৈষম্যবিরোধীরা হলো- জামাতের আরেক শাখা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: মোটামুটি সঠিক!

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৯

জুল ভার্ন বলেছেন: বিদেশ মুখিতা আমাদের জাতিগত বৈশিষ্ট্য।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৯

সৈয়দ কুতুব বলেছেন: আপন তো বৃহৎ বিষয়ে খোচা দিলেন। বাঙালির নিজের কিছুই ভালো লাগে না।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমরা বিদেশি প্রভুদের বাপ ডাকতে অভ্যস্ত!

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: সত্য কথা!

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৪

এইচ এন নার্গিস বলেছেন: সত্য কথা ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৪

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৬

নিমো বলেছেন: কারণ এই কুকুরগুলোর বাপগুলোও ঐ সব দেশে থাকে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৬

সৈয়দ কুতুব বলেছেন: মানুষ কে কুকুরের সাথ্ব তুলনা করায় আপনার পাপের বোঝা আরো বাড়লো! আপনি অন্যায়কারীদের পক্ষ নিয়েছেন।

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২১

নিমো বলেছেন: কুতুব সাহেব, দুর্যোগের সময় সাপ, ব্যাঙ একি গাছে উঠলেও যার যার চরিত্র একই থাকে। তেমনি আপনার ভাষায় বৈবিছা'র ছায়াতলে অনেকেই ছিল, কিন্তু জামায়াতি কুকুরদের স্বরূপ উন্মোচিত। তাই আমার পাপের কিছু নেই, অন্যায়কারীদের পক্ষেরও কিছু নেই।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২৮

সৈয়দ কুতুব বলেছেন: মানুষের সাথে কুকুরের তুলনা হয় না।

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩৬

নিমো বলেছেন: জামায়াতিদের আপনার মানুষ মনে হয়? পরিবারের কারও থেকে একাত্তরের ইতিহাসটা জেনে নেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: তারাও মানুষ। ভুল আইডিওলজী তে পরিচালিত ! সঠিক আইডিওলজীর আম্লিক কি করেছে এবার?

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪২

নিমো বলেছেন: জামায়াতিদের যে মানুষ মনে করে তার সাথে কথা বলার রুচি নাই। আওয়ামীলীগ সব সময়ই তার কৃতকর্মের ফল পেয়েছে। ভালোতে বালো, মন্দতে মন্দ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ। তবে আমার ব্লগে সব মানুষের জন্য আলোচনা ও সমালোচনার সুযোগ থাকবে। আপনি আমন্ত্রিত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.