নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার নেতৃত্বে শত বছরেও মাথা তুলে দাড়াতে পারবে না আওয়ামী লীগ....

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৮


এমন মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী! এক সময়ের এই বাঘা নেতা শেখ হাসিনার জন্য জীবন দিতে পারেন বললেও বিগত ১৬ বছরের দুঃশাসনের চিত্র জনসম্মুখে প্রকাশ হলে হতাশ হয়ে পড়েছেন। আওয়ামী লীগের করুণ পরিণতির জন্য তিনি নব্বই ভাগ শেখ হাসিনা কে দায়ী করেছেন। বাঘা সিদ্দিকীর মতে শেখ হাসিনা বা উনার পরিবারের কেউ যদি আওয়ামী লীগের নেতৃত্বে থাকেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি কোনো ভবিষ্যৎ নেই। শেখ হাসিনার বিগত ১৬ বছরের অনুগত কারো নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলেও পারবে না। দলের তৃণমুলের সম্মতিতে মোটামুটি ক্লিন ইমেজের কেউ যদি দলের হাল ধরেন তবে কিছুটা বিরোধ হলেও আওয়ামী লীগ এগিয়ে যেতে পারবে। মওলানা ভাসানী, শামসুল হকের আদর্শ যেহেতু আওয়ামী লীগের রাজনীতির প্রধান উৎস ছিলো হয়তো বা কিছুটা ঘুরে দাড়াতে পারবে।

বঙ্গবীরের চোখে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের তিনবছর পর থেকেই ভুল রাজনীতি করেছেন। আর সে জন্য আওয়ামী লীগ থেকে বাঘা সিদ্দিকী বের হয়ে এসেছেন। শেখ হাসিনা উনার বাপের নামকে কলুষিত করেছেন। মানুষের প্রতি তুচ্ছতাচ্ছিল্য ও অবজ্ঞার কারণে জনসাধারণের কাছে তিনি বর্তমানে ঘৃণার পাত্র। রাজনীতিতে শেখ হাসিনার ফিরে আসার একটা সুযোগ হচ্ছে ভারত থেকে বাংলাদেশে এসে আত্নসমর্পণ করা। এতে জেল জুলুমের শিকার হলেও যদি জনসাধারণের নিকট ক্ষমা চায় হয়তো তাহলে পাপের বোঝা হালকা হবে। তবে শেখ হাসিনার বয়স উনাকে রাজনীতিতে ফিরে আসার জন্য সবচাইতে বড়ো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

বিগত সময় গুলোতে আওয়ামী লীগের অনেক ঝানু নেতা তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, আবদূর রাজ্জাকের মতো নেতাদের শেখ হাসিনা দলে কোণাঠাসা করে রেখেছিলেন। বাঘা সিদ্দিকীর ভাই আবদুল লতিফ সিদ্দিকী সাহেব ও শেখ হাসিনার চক্ষুশূল ছিলেন বলে জানিয়েছেন বাঘা সিদ্দিকী!

বিগত বছরগুলোতে যেসব বর্ষিয়ান নেতা আওয়ামী লীগে থাকার পরও শেখ হাসিনার অন্যায়ের সমালোচনা করতে পারেন নাই তারা সবাই রবীন্দ্রনাথের ভাষায় অপরাধী। কারণ অনেক বর্ষিয়ান রাজনীতিবিদেরা শেখ হাসিনার চেয়ে ভালো রাজনীতি বুঝতেন। তাদের নিরবতা আওয়ামী লীগের ও দেশের ক্ষতি করেছে। শেখ হাসিনার চারপাশে ছিলো চাটুকার ও মাফিয়ারা। নিজের গুণে গুণমুগ্ধ শেখ হাসিনা দেশের তরুণ সমাজের অবক্ষয় নিয়ে কোনোরূপ চিন্তা করেন নাই। আজকে অলিতে গলিতে কিশোর গ্যাং রয়েছে যাদের কর্মকান্ডে মানুষজন অতিষ্ঠ। এরা সবাই শেখ হাসিনার সময়ের প্রোডাক্ট ! লাঠিয়াল বাহিনী হিসাবে ছাত্রলীগকে নামানো হতো বিরোধী মত দমনে। সাধারণ ছাত্রদের কথা বাদ দিলাম নিজের দলের ছাত্রদের পড়াশোনা ধ্বংস করে তাদের দখলদারি, খুন ও সমাজে নৈরাজ্য সৃষ্টিতে কাজে লাগাতেন হাসিনা । দলের লোকজন ছিলো সব খানা পিনায় ব্যস্ত ; যেহেতু নেত্রী তাদের সুযোগ করে দিয়েছিলো তাই তারা বয়স একশ বছর হলেও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়।

আওয়ামী লীগ ও শেখ হাসিনা বর্তমানে কোনোভাবেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা ধারণ করে না। একদিকে দেখলে তাদের অবস্থা জামায়াতে ইসলামীর মতোই। উভয় দল মানবতা বিরোধী অপরাধে যুক্ত হয়েছে এবং কেউ তার জন্য ভবিষ্যতে ক্ষমা চাইবে না। বিদেশি শক্তির চোখে ধুলো দেয়ার জন্য যাকে তাকে জঙ্গী বানিয়েছে আর আসল জঙ্গীরা ছিলো ধরা ছোয়ার বাইরে। এই আওয়ামী লীগ কোনোদিন ফিরবে না। আর শেখ হাসিনার চ্যাপ্টার ৫ই আগস্ট ক্লোজ হয়ে গেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের উচিত হয় দল ত্যাগ করা অথবা শেখ পরিবার থেকে আওয়ামী লীগ কে মুক্ত করা। ইহা এখন তাদের প্রথম সংগ্রাম !


মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৭

এ পথের পথিক বলেছেন: কামাল পাশা নাই হয়ে গেছে আবার ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১০

সৈয়দ কুতুব বলেছেন: কামাল পাশা আপনার লেখা পড়েন। সো চিন্তার কারণ নেই। দ্রুত সামনের পাতায় আসবেন সে কামনা করি।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৮

এ পথের পথিক বলেছেন: বুঝলাম কামাল পাশা বা চাঁদগাজি উনি ব্লগ কে ভালোবাসে । বারবার তাকে ব্যান করা হলেও আবার ফিরে আসে । তাইলে ব্যান করার কি দরকার । তিনি থাকুক । এখন দেখছি কামাল পাশা ব্লগটি স্থগিত বা বাতিল করা হয়েছে । মনে হচ্ছে খারাপ লাগছে, আশা করছি আবার ফিরে আসবে । তার সাথে অনেক ফাজলামি করি আমি, রাগ করেন কি না জানিনা ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৩

সৈয়দ কুতুব বলেছেন: শিক্ষিত লোক তিনি। প্রশ্নফাঁস, লিলিপুট ও বানর ছাড়া তেমন গালি দেন না। আপনি যে উনার ব্যানের বিপক্ষে দাড়ান আপনাকে এসব গালি দিলে নিতে পারবেন? =p~

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩২

এ পথের পথিক বলেছেন: আমি উনাকে বয়বৃদ্ধ লোক বলে জানি । আর উনার কোন কথায় আমি রাগিও না । হা হা তিনি আমাকে ব্লগিং এ নিরুৎসাহিত করতেন, আমার ব্লগকে তিনি বলগিং বলতেন, লেখা নিয়ে উপহাস করতেন, তবে গালি দেননি মশামাছি বলেছেন । আমি গাঁয়ে মাখিনা । বরং উনার উত্তরের প্রতিউত্তরে মজা নেই । :D
উনাকে তো ব্যান করে আটকাতে পারছে না তিনি বার বার আসছেন । শুধু এ পয়েন্টে তাকে ব্যানের বিপক্ষে অন্য কোন কারন না ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: উনার আচরণ অদ্ভুত ! আমি কপি করা লেখা লিখতাম তখন বলতো নিজের থেকে লিখেন। আমাকে ডিমোটিভেটেড করেন নাই। তবে অনেকের লেখার ব্যাপারে আমার মন্তব্য জানতে চাইতেন। ব্লগে কাউকে আটকানো ঠিক নয়। তবে ফাউল স্পামিং করলে সমস্যা। উনার বিরুদ্ধে অনেক বিস্তর অভিযোগ আছে। আমি আপনি সেদিকে না যাই।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৫

আদিত্য ০১ বলেছেন: হা হা...। আপনি শেখ হাসিনা বা আওয়ামীলীগ নিয়ে আর কত মাথা ঘামাবেন। ওইদিকে আপনার প্রিয় দলের ছাত্রসংঘঠন তো কুপাইতেছে কুয়েটে, এখন কি তারা ভালো হইয়ে গেলো, এক ১০/১১ বছরের বাচ্চারে এমবভাবে কুপাইলো, সেনাসদস্য এসেও থামাতে পারে না। আপনি তো আবার বলবেন এগুলা নাটক।আপনার প্রিয় দলে ছাত্রসঘঠনের আসল রুপ দেখা শুরু করেছে।

আপনি প্লিজ ধৈর্য ধরুন, আপনি আপনার দল ও জামাতের ভয়ংকর রুপ যেন দেখতে পারেন, আগামী ১ বছরের মধ্যে দেখবেন। তখন দেখবো আপনি কি লিখেন।
যদিও তখনও আপনি শেখ হাসিনা ও আওয়ামীলীগ নিয়েই পড়ে থাকবেন। তবে আপনার জন্য দুঃস্বপ্ন এই যে আওয়ামীলীগ খুব শীগ্রই ফিরে আসবে, আপনারাই ফিরে আনবেন, আপনি আমার সাথে বাজি ধরতে পারেন । আপনাদের এই যে অহেতুক কাজ নেই তো আওয়ামীলীগ নিয়ে প্রতি ঘন্টায় দোষ বের কর। এই যেমন ৬ মাসে আয়না ঘর বানিয়ে মঞ্চায়ন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩১

সৈয়দ কুতুব বলেছেন: এসব মামুলি ঘটনা। তারা মারামারি করে মারা যাক। আপনাদের মাথা থেকে যত তাড়াতাড়ি শেখ হাসিনার ভূত নামে ততই মঙ্গল!

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৭

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: এসব মামুলি ঘটনা। তারা মারামারি করে মারা যাক। আপনাদের মাথা থেকে যত তাড়াতাড়ি শেখ হাসিনার ভূত নামে ততই মঙ্গল!

হা হা হা...। আপনার কাছে এইটাই আশা করেছিলাম। যাইহোক, দেখেন আপনারা যা ভালো মনে করেন। তবে, এত মাথা ঘামায়েন না। পরে আবার দেখবেন মাথা আছে কিন্তু ব্রেইন নাই... শিবির আর ছাত্রদল করার জন্য আসছে

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ!

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:১৬

নতুন নকিব বলেছেন:



শেখ হাসিনার নেতৃত্বে শত বছরেও মাথা তুলে দাড়াতে পারবে না আওয়ামী লীগ....

-কাদের সিদ্দিকী সঠিক কথাই বলেছেন। বিজ্ঞজনেরা মনে করেন, শেখ হাসিনার চ্যাপ্টার ইতোমধ্যেই ক্লোজ হয়ে গেছে। আর এর মধ্য দিয়ে অবসান হয়েছে তার প্রতিশোধ আর প্রতিহিংসার রাজনীতিরও। তবে যাওয়ার আগে পরিপূর্ণ সফলতার সাথে যে কাজটি তিনি করতে পেরেছেন, আওয়ামীলীগ এবং আওয়ামীলীগারদের প্রতি কঠিন প্রতিশোধটা তিনি পূর্ণমাত্রায় নিতে সক্ষম হয়েছেন। ফ্যাসিবাদে বিশ্বাসী দলটাকে তিনি ধ্বসিয়ে দিয়ে যেতে পেরেছেন। এটাই হয়তো তার জীবনের শ্রেষ্ঠ অর্জন। এক জনমে এর চেয়ে বড় সাফল্য আর কীইবা হতে পারে?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:০৪

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: ব্লগার কামালপাশা২য় কে এত ভয় পাওয়ার কি আছে, ব্লগটিমের এবং ব্লগারদের?
আমি তো ভয় পাই না। যারা অসৎ এবং মন্দ লোক তারাই শুধু তাকে ভয় পায়। এটা সোজা হিসাব।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনি আমার কাছে এসে কামালপাশা২য় নিয়ে কথা বলে কি করবেন? আমি কি মডু? লেখা পড়ে কি মনে হয় শেখ হাসিনা ফিরতে পারবেন?

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কাদের সিদ্দিকী যথাযথ বলেছেন তবে ওনার ভাই ছিল আরেকটা বদমাশ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪২

সৈয়দ কুতুব বলেছেন: হ্যা। এরা সবাই পাপী!

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৯

অরণি বলেছেন: কাদের সিদ্দিকী ও তার ভাই দুজনই শয়তানের বীচি

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৪

সৈয়দ কুতুব বলেছেন: তারা সবাই আপার কাজের সমর্থন করতো তাই তারা অপরাধী। চেষ্টা করে দেখেন মামলা দেয়া যায় কিনা?

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৯

নকল কাক বলেছেন: আওয়ামিলীগ না থাকলে বাংলাদেশের জন্য কি আসলেই ভাল হবে?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৪

সৈয়দ কুতুব বলেছেন: বর্তমান আওয়ামী লীগ থেকে অন্যান্য দল ভালো। ৫২,৬৯ ও ৭১ এর মতো দল হলে মানুষ গ্রহণ করবে।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক বর্ষিয়ান রাজনীতিবিদেরা শেখ হাসিনার চেয়ে ভালো রাজনীতি বুঝতেন।
.............................................................................................................
অবশ্যই বুঝতেন যা ১৯৯৬ পর্যন্ত,
এরপর আর্ন্তজাতিক চাপ ও আভ্যন্তরীন ষড়যন্ত্র সামাল দিতে গিয়ে
মানবকিতা ভুলে গেছেন । চারপাশের আমলার বিভিন্ন তোষামোদির কারনে ।
তবে একথা সত্য আওয়ামী লীগের নুতন যাত্রা শুরু করা উচিৎ যেখানে
সমালোচনা সহ্য করা আর সঠিক গনতন্ত্রর পথে এগিয়ে যাওয়া ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৩

সৈয়দ কুতুব বলেছেন: গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫১

ডার্ক ম্যান বলেছেন: আওয়ামী লীগ ফিরবে। বেঁচে থাকলে শেখ হাসিনা একদিন এদেশের প্রেসিডেন্ট হবেন।

শেখ হাসিনার পতন ঘটেছে সিআইএ"র পরিকল্পনা অনুসারে। ইউক্রেনের ময়দান ক্যু'র আদলে জুলাই ক্যু হয়েছে বাংলাদেশে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৩

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা ফিরবে না।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ভুল ধারণা।
শেখ হাসিনা ছাড়া আলীগ এখন শক্তিহীন।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:০৭

সৈয়দ কুতুব বলেছেন: দল পুনর্গঠন করে রাজনীতি ত্যাগ করতে হবে।

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



তিনি ফিরে আসবেন।
এবং বিজয়ী হবে।
কারণ তার পক্ষে কমপক্ষে ৪০% ভোটার আছেন।
এটা অনেক বড় শক্তি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:০৭

সৈয়দ কুতুব বলেছেন: এত নেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.