![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা হচ্ছে আবরার ফাহাদের হত্যাকান্ড ! বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ভারতের বিরুদ্ধে স্টাটাস দেয়ার অপরাধে চরমপন্থী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পিটিয়ে হত্যা করে। এই অপরাধে অভিযুক্ত বিশজন কে মৃত্যুদন্ড ও পাঁচজন কে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। আপিলের পর এখন হত্যাকান্ডের ফাইনাল রায় ঘোষণার অপেক্ষায় গোটা দেশ অপেক্ষা করছে। কিন্তু আজ খবর এসেছে আবরার ফাহাদের হত্যাকান্ডে অভিযুক্ত আসামী মুনতাসীর আল জেমি পলাতক। এই ঘটনা প্রকাশের পর সারাদেশে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সবার একই প্রশ্ন কিভাবে জেমী জেল হাজত থেকে পলায়ন করেছে ?
এই ঘটনার সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর গাজীপুর কারা কতৃপক্ষ সংবাদ সম্মেলন করেছে। কারা কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার আব্দুল মজিদের ছেলে মুনতাসির আল জেমি (২৬) গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই কয়েদির নম্বর ছিল ৫১৭৭। ২০২৪ সালের ৬ই আগস্ট একদল মব কারাগারের দেয়াল ভেঙে ২০২ জন বন্দিকে পালাতে সাহায্য করেন। তাদের মধ্যে ৮৭ জন ছিলেন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি, যার মধ্যে জেমিও ছিলেন। সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি জুলাই অভ্যুত্থানের পর প্রায় ৭০০ শীর্ষ সন্ত্রাসী পলাতক রয়েছে। এখনো অনেক অস্ত্র ও বুলেটে উদ্ধার করা যায় নি। অনেক শীর্ষ সন্ত্রাসী বিদেশ চলে যাচ্ছে। আইনশৃংখলা বাহিনী কিছু সন্ত্রাসী কে গ্রেফতার করেছে বাকিদের এখনো খুজে পাওয়া যায় নি। জেমী তাদের মধ্যে একজন।
এবার আসি অন্য প্রসঙ্গে, জামায়াতে ইসলামীর একজন আইনজীবী এডভোকেট শিশির মনির আবরার ফাহাদ হত্যাকান্ডের আসামী পক্ষেরও আইনজীবী হিসাবে নিয়োজিত আছেন। সাগর রুনি হত্যাকান্ডের আইনজীবীও তিনি। জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য যে মামলা চলমান সেখানেও শিশির মনির যুক্ত আছেন। আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের পক্ষ থেকে সুনামগঞ্জ থেকে সম্ভাব্য প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন শিশির মনির সাহেব। ভেরি সাস্পেসিয়াস একটিভিটজ এডভোকেট সাহেবের ! আবরার ফাহাদের হত্যাকারীদের পক্ষে তিনি কিভাবে আদালতে লড়েছেন ? জামায়াত-শিবির আবরার ফাহাদের হত্যাকান্ডের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিলো। এখন আবার তারাই কেন আসামীদের পক্ষের আইনজীবীকে এত খাতির করছে ? তাদের আইনজীবী হিসাবে নিয়োগ দিচ্ছে। প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হচ্ছে।
ডাল মেয় জরুর কুছ কালা হ্যায় ! বিতাড়িত শয়তান ( ছাত্রলীগের) ছায়াতলে জানি কারা আশ্রয় নিয়েছিলো ? ভাসুরের নাম মুখে আনা পাপ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: উহা গোপন করিয়া যৌথ বাহিনীর অভিযান চালানো হচ্ছিল !
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০৬
শায়মা বলেছেন: আবরারের হত্যাকারীদের কথা মনে পড়লেই আমার ঘেন্না লাগে। পৃথিবীর নিকৃষ্টতম প্রানী মনে হয়। চোখের সামনে যখন ভাসে শবেবরাতের জন্য মা টিফিন কেরিয়ারে করে রুটি আর মাংস দিয়ে দিয়েছিলো। আবরার সেটা খেতেও পারেনি তার আগেই তাকে মেরে ফেলেছিলো খুনীরা আর সেই টিফিন কেরিয়ারটা টেবিলের উপরেই ছিলো। কি ভয়ংকর কষ্টের কাহিনী।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০৮
সৈয়দ কুতুব বলেছেন: জী। আবরার ফাহাদ একজন জাতীয় বীর !
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৭
শায়মা বলেছেন: নিরীহভাইয়া কি করে দিন কাটছে আজকাল?
জব করছো নাকি বিজনেস?
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২০
সৈয়দ কুতুব বলেছেন: টিয়া গুনি হে জ্ঞানী আফা!
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৭
শায়মা বলেছেন: তুমি মনে হয় একাউন্টেন্ট তাই না!!!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: টাকা গণনা করে জমা রাখি আবার প্রয়োজন হলে মানুষকে দেই।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৭
আদিত্য ০১ বলেছেন: আপনাদেরই সব, পালায় আবার কেমনে? নাকি আপনারা পিছনের দরজায় কয়েক কোটি টাকা কাজকারবার করে বের হইতে দিছেন, তাও আপনাদের সেই বানানো ৩৬ জুলাইয়ে পালাইছে। কিন্তু ৮ মাস পর খবর হইছে। ইউনুসও মনে হয় আওয়ামীলীগ হইয়ে ফিরে এসেছে, এইটা কবে জানি আপনারা বলে বসবেন
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ আওয়ামী লীগের।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৯
আদিত্য ০১ বলেছেন: ওয়াকারকে প্যাচিয়ে আওয়ামীলীগের ওপর দোষে পাহাড় বানিয়ে একটা পোস্ট তো আশা করছিলাম, দিয়ে ফেলেন
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫০
সৈয়দ কুতুব বলেছেন: আমি ওয়াকারের ভক্ত !
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫১
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: সব দোষ আওয়ামী লীগের।
ইশ! এইনা হইলো রিপ্লাই
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৬
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ খারাপ দল।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫২
আদিত্য ০১ বলেছেন: সবাই কেন আওয়ামীলীগ হইয়ে ফিরে আসছে। এত কষ্ট আমি কোথায় রাখি
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৬
সৈয়দ কুতুব বলেছেন: আপনার মতিভ্রম হয়েছে। আপা আর আসবে না।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৪
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আমি ওয়াকারের ভক্ত !
আর কি বলবো, ঠ্যালার নাম বাবাজী, যান ওয়াকারের বিরুদ্ধে একটা স্লোগান দিতে, সারভিস আর শফির চ্যালা মুন্ডারে পাঠাইতে মব ভায়োলেন্স করতে, পাছার ছাল একটাও থাকবে। গুনে গুনে উঠাবে। ওয়াকারের আজকের ইশারা বুঝলে আর কিছুই বলার নাই
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৭
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপির সাপোর্টার কেন ওয়াকারের বিরুদ্ধে স্লোগান দিবে?
১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৫
আদিত্য ০১ বলেছেন: সারভিস আর হাব্দুল্লা কই? কলম ভেঙ্গে দেওয়ার আগেই ওয়াকার ওয়ার্নিং দিলো, এখনও ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য ঘোষনা দিলো না কেন? কেন বললো না, ওয়াকার আওয়ামীলীগের পুনর্বাসন করছে। ওরা এখন কি ঘুমায়।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৭
সৈয়দ কুতুব বলেছেন: তারা ওয়াইফ এর সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করছে। ধন্যবাদ।
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৭
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আপনার মতিভ্রম হয়েছে। আপা আর আসবে না।
ইশ কি কষ্ট! এই কষ্টে আজকে একটা পোস্ট আশা করছি
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৮
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ নিয়ে আমার অর্ধেক লেখা ভরা। আর ইচ্ছা নেই।
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১২
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আওয়ামী লীগ খারাপ দল।
এইভাবে এক বাক্যে পোস্ট দিবেন, সবকিছুতে আপনি এক বাক্যে বলে দিবেন। সবকিছুর উপসংহার আওয়ামীলীগ খারাপ দল।
যেমন ধরুন ব্যাংকে কাজ করছেন, চেকে ঝামেলা, তখনই সমাধান দিবেন। আওয়ামীলীগ খারাপ দল তাই চেকে ঝামেলা। খেতে বসেছেন, তরকারিতে লবন বেশি হইছে, আপনি তখনই বলবেন আওয়ামীলীগের সব দোষ। প্রতিদিন সবকিছুর দোষ আওয়ামীলীগের ঘাড়ে দিয়ে দিবেন। দেখবেন আপনার সবকাজ সহজ হইয়ে গেছে
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৮
সৈয়দ কুতুব বলেছেন: ভালো পরামর্শ দিয়েছেন। আজকে কিন্তু আম্লিকের বিরুদ্ধে কিছু লিখেনি। খুবই গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছি। এতে উল্টো আম্লিকের পোয়াবারো হওয়ার কথা।
১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪৩
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: ভালো পরামর্শ দিয়েছেন। আজকে কিন্তু আম্লিকের বিরুদ্ধে কিছু লিখেনি। খুবই গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছি। এতে উল্টো আম্লিকের পোয়াবারো হওয়ার কথা।
আপনার পোস্ট পড়েছি। একদিন সবকিছুই পরিষ্কার হবে। সময়ে সব বলবে। কিন্তু মাঝখান থেকে কিছু আমজনতা পাকি দোসরদের সাথে নাচছিলো। তারাও একসময় বুঝতে পারবে। সেই পাকি দোসররা যে কাকের পুচ্ছে ময়ুরের পাখা লাগায়েছিলো।
তবে গেঞ্জিদের বড় অংশ যে পড়াশোনা কম করে তার প্রমান অনেকিছুতে। এদেরকে ফেইক আবেগ আর মিথ্যাগুলিয়ে খাওয়ানো যায়। এরা সোশাল মিডিয়া নির্ভর অনেকাংশে। এরা পড়াশোনা বাদ দিয়ে ঝগড়া আর ক্ষমতা পাইতে চায়। এরা জ্ঞান অর্জন করে না বলেই, ইলিয়াস বা পিনাকির মত বানর মালিকের কথায় নাচে বানরের মত নাচে
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের পতন হওয়ায় আমরা খুশি। আমাদের স্বাধীনতা ও দেশকে আমরাই রক্ষা করবো। যারা মুক্তিযুদ্ধে মানুষ হত্যা করেছে আর যারা বিশ্বজিত কে হত্যা করেছে তাদের মধ্যে পার্থক্য নেই। আম্লিক এখন আর স্বাধীনতা ও দেশ রক্ষাকারী দল নয়। আমরা আওয়ামী লীগ কে ছাড়াই আমাদের পথ খুজে নিবো।
১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ৫ আগস্টের পর অনেক দাগি আসামি ছাড়া পেয়েছে, বা পালিয়েছে। সেসময় থানার অস্ত্রও লুট হয়েছে। আজকের সময়ের অরাজকতায় সেসব ঘটনার দায় আছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: সেটা তো আছেই। কিন্তু জামাতের কাহিনী দেখেছেন? এখন যদি আওয়ামী লীগ বলে যে জেমী ছাত্রশিবিরের কর্মী কিন্তু ছদ্মবেশে ছাত্রলীগে ছিলো তখন কি হবে? মুনাফেক দলটার রাজনীতি স্বচ্ছ নয়।
১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫৬
নাম জাত নাই বলেছেন: কোন আইনজীবী শিশির মনির?
যেটা জামায়াতের নেতা + সাগর রুনির জন্য লড়ছে + তারেক রহমান + লুৎফর বাবরের আইনজীবী উনিই? না অন্য কেউ?
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: হ্যা তিনিই। আবার দেখা যায় আসামী পক্ষের ও আইনজীবী।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩০
ঢাবিয়ান বলেছেন: আবরারের খুনী যে ৩৬ শে জুলাই পালিয়েছে তা এতদিন পর কেন চাউর হল? যে সব কয়েদিরা পালিয়েছে , তাদের কোন লিস্ট কি থানায় ছিল না?