নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

No Quota Comeback !

০৩ রা মার্চ, ২০২৫ রাত ১১:২২


জুলাই অভ্যুত্থানের সূত্রপাত হয়েছিলো মূলত সরকারি চাকুরিতে কোটা প্রথা বাতিলের উদ্দেশ্যে। একটি বিশাল অংশের ছাত্রসমাজের অন্য কোনো এজেন্ডা ছিলো না। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বারবার মেধাবী ছাত্ররা সরকারি চাকুরি প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছিলো। ২০১৮ সালে কোটা আন্দোলনের সূচনা হয়। ছাত্রলীগের দানবদের লেলিয়ে দেয়া হয় সাধারণ ছাত্রদের নির্যাতন করার জন্য। একই ঘটনা ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের সময়ও ঘটে। অত্যাচারের মাত্রা যেকোনো সময়ের চেয়ে বেশি হওয়ায় সাধারণ জনগণ রাস্তায় নেমে এসে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়।

সম্প্রতি নতুন করে কোটা প্রথা ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়েছে। দুঃখের বিষয় যে সরকার দুই হাজার মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় গিয়েছে তারাই জুলাই কোটা নামে নতুন কোটা চালুর সিদ্ধান্ত নিচ্ছে। সরকারের পক্ষ থেকে খুব সম্ভবত 'জুলাই কোটা' নামে নতুন কোটা চালুর চিন্তা ভাবনা চলছে। কোটা আন্দোলনকারীরা যেসব সুযোগ পেতে পারেন :

১- এককালীন ত্রিশ লাখ টাকা।
২- মাসিক ভাতা বিশ হাজার টাকা।
৩- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৫ শতাংশ কোটা।
৪- সরকারি চাকুরিতে অগ্রাধিকার।

জুলাই কোটা এদেশের মানুষের দেশপ্রেমকে টাকায় কিংবা সুবিধায় বিক্রি করার সামিল হবে। যারা নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে পারেন। সেই ক্ষতিপূরণ মাসিক মুনাফা হিসেবেও দিতে পারেন। কোটায় না। কিন্তু কোটা যদি দেনই তাহলে আগের কোটাগুলো কী ক্ষতি করেছিল ? জনতা থেকে বিচ্ছিন্ন হইয়া যাইয়েন না মহাশয় ! কোটা নামক প্রহসন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। শুধু ৩-৪ হাজার মানুষকে জুলাই কোটা দিচ্ছেন কিন্তু জুলাই অভ্যুত্থানে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ ছিলো। তারা এক সময় এই কোটার বিরুদ্ধে ফুঁসে উঠবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চুক্তির মাধ্যমে ছয়মাসের জন্য প্রথম শ্রেণীর একটি জবে নিয়োগ পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সমন্বয়কদের পৃষ্ঠপোষক একজন ব্যক্তি। তথ্য অফিসার হিসাবে রাবির উপাচার্য কতৃক এডহক হিসাবে নিয়োগ পাচ্ছেন তিনি। প্রথম শ্রেণীর একটি চাকুরিতে নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই ' সমন্বয়ক কোটায়' নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । শিক্ষার্থীরা দাবী করেছে এই নিয়োগ তদন্ত করে দেখা উচিত। এই দাবীর সাথে একাত্মতা জানাই কারণ বিগত সাতমাসে সরকারি চাকুরির পরীক্ষা হচ্ছে না বললেই চলে। পূর্বে সরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেত বিগত সরকারের মদদপুষ্ট লোকজন। এই অন্যায়ের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান হয়েছিলো। কিন্তু একই ঘটনা যদি জনগণের সরকারের সময় ঘটে থাকে তবে দেশে ভবিষ্যতে আর কোন দিন ছাত্র-জনতা কারো ডাকে রাস্তায় নামবে না।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:০৯

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: যারা এই আন্দোলনে চোখ হারালো, পা হারালো, তাদের পুনর্বাসন সম্পূর্ণ যৌক্তিক। যেসব পরিবার তাদের একমাত্র সন্তানকে হারালো, বৃদ্ধবাবা মা, তাদের পুনর্বাসনও দরকার।

কিন্তু আন্দোলনকারীর চাচাত ভাই, নানাত ভাই, দূরসম্পর্কের পৃষ্ঠপোষক, অন্যায় বলেই মনে করছি।

০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: সরকার শেষ পর্যন্ত কি করে তার অপেক্ষায়।

২| ০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:২৯

আদিত্য ০১ বলেছেন: ২৪ হল মুক্তিযুদ্ধের চাইতে বড়। তারা যোদ্ধা তাই কোটা পাচ্ছে। আপনিও যোদ্ধা আপনিও পাবেন। এতে দোষের কি। এখন পুরু দেশটাই এই যোদ্ধাদের, তারা যা বলবে তাই মানতে হবে, না মানলে আপনি ফ্যাসিবাদ। সোজা হিসাব।
২৪ জুলাই যোদ্ধারা সব পাবে। আপনি কেন এই পোস্ট দিছেন। আপনি ফ্যাসিবাদের সাথে আছেন। আপনাকে দেখে নেওয়া হবে।

০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ আম্লিকের।

৩| ০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:৩৩

আদিত্য ০১ বলেছেন: এই সরকারকে আপনি জনগনের সরকার বানায় দিলেন। তাইলে আপনি বা আপনার দল নির্বাচন চায় কেন দিনের ২৪ ঘন্টা। জনগনের সরকার ইউনুস সরকার আরও ১০ বছর থাকুক।

০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: আম্লিক কে কোনো সুযোগ দেয়া যাবে না।

৪| ০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:৪৬

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আম্লিক কে কোনো সুযোগ দেয়া যাবে না।
এই জন্যেই ইউনুসকে ১০ বছর চাই। এনছিপি ১০ বছর ক্ষমতায় থাকুক, বিম্পি কেদে কেদে বলুক ঈদের পর আন্দোলন, সেই ঈদ আর আসবে, তাদের আর ক্ষমতার সন্দেশ খাওয়া হবে না। কুতুব ভাই আর ভোটটা বিম্পিকে দিতে পারলো না।

০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: এতে দেশের ক্ষতি হবে। দশ বছর কোন অগণতান্ত্রিক দল থাকতে পারে না।

৫| ০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১২:৫৫

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: এতে দেশের ক্ষতি হবে। দশ বছর কোন অগণতান্ত্রিক দল থাকতে পারে না। আপনিই পোস্টের শেষ অংশে কইলেন ইউনুস সরকার জনগনের সরকার, তাইলে কেমনে অগণতান্ত্রিক হয়।

আওয়ামীলীগ ১০ বছরেও আসতে পারবে না যদি ইউনুস সরকার থাকে, তাতে আপনার মহাখুশি হওয়ার কথা। এতে বিএনপি শুধুই চোখের জল আর নাকে জল এক করে ঈদের পর আন্দোলন ঘোষনা দিবে। সেই ঈদ আর আসবে না। তাদের ক্ষমতার সন্দেশ স্বপ্নেই দেখতে হবে, বাস্তবে আর পাবে না

০৪ ঠা মার্চ, ২০২৫ রাত ১:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: দেখা যাক। তবে আম্লিকের জন্য কিছু নেই।

৬| ০৪ ঠা মার্চ, ২০২৫ ভোর ৪:১৩

ধুলোপরা চিঠি বলেছেন:



ঝুলাই ক্যু'তে যারা প্রাণ হারায়েছে, তাদের ক্ষতিপুরণ আসতে হবে আমেরিকা, পাকিস্তান ও জামাতের ব্যবসা থেকে।

পাকিস্তান, জামাত ও শিবিরের ২০ হাজার ছেলেমেয়ে আমেরিকান টাকা পয়েছে গত ক্যু'কে সফল করায়।

০৪ ঠা মার্চ, ২০২৫ ভোর ৪:২২

সৈয়দ কুতুব বলেছেন: টাকা পেয়েছে কিনা সামনের দিন গুলোতে বোঝা যাবে। কিন্তু বাংলাদেশের যে কালচার এখন তারা ট্রাডিশনাল দলের মতো ধান্দা করছে। মিডিয়া হয়ে গেছে বিটিভি ; সারাদিন দেখায় বাতাবি লেবুর বাম্পার ফলন।

৭| ০৪ ঠা মার্চ, ২০২৫ ভোর ৪:৩১

ধুলোপরা চিঠি বলেছেন:



শিবিরের জংগী শাখা দল বড় বড় আওয়ামী ব্যবসায়ী ও সিন্ডিকেটদের চাপ দিয়ে বিপুল টাকা আদায় করেছে; এরা ক্রমে পালিয়েও যেতে পারে।

০৪ ঠা মার্চ, ২০২৫ সকাল ৮:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

৮| ০৪ ঠা মার্চ, ২০২৫ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: ঠিক আছে, তারা কিছু সুবিধা পাক, চাকরি পাক। কোনো সমস্যা নাই।

অপারেশন ডেভিল হান্ট দশ হাজারের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। এই দশ হাজার থেকে ৫ হাজার লোক কোনো রকম অপরাধের সাথে জড়িত নয়- এমন লোকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরিবারের কথা একবার ভাবুন। দুঃখজনক হচ্ছে তাদের বলা হয়েছে- তারা জুলাইয়ের আন্দোলনে আওয়ামীলীগকে সাপোর্ট করেছে ইত্যাদি।

০৪ ঠা মার্চ, ২০২৫ সকাল ১১:২৫

সৈয়দ কুতুব বলেছেন: সরকারের ব্যর্থতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.