নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

গাজার রক্তাক্ত রমজান: বিশ্ব দেখছে নিরবে !

১৯ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:৪২



রমজানের পবিত্রতা উপেক্ষা করে ইসরায়েল গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন। এই হামলায় গাজার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দা'আলিসসহ চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ। গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে আছেন, যাদের উদ্ধার কার্যক্রম চলমান।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি অনুযায়ী, এই হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতাদের হত্যা করা। মঙ্গলবার ভোরের এই হামলায় গাজার 'প্রধানমন্ত্রী' ইসাম দা'আলিসসহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। ইসাম দা'আলিস গাজার সরকারি কার্যকলাপ পর্যবেক্ষণ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদ। তার দায়িত্ব ছিল হামাস শাসনের কার্যকারিতা নিশ্চিত করা এবং সংগঠনটির বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় সাধন করা।

ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিকভাবে নিন্দা কুড়ালেও কার্যকর পদক্ষেপের অভাব দেখা গেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র কোনো সরাসরি প্রতিক্রিয়া জানায়নি। মুসলিম বিশ্বের পক্ষ থেকেও তেমন কোনো কার্যকরী পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।

ইসরায়েলের বর্বরোচিত এই হামলায় গাজার বহু ভবন ধ্বংস হয়ে গেছে। শিশুরা তাদের পরিবারের সদস্যদের হারিয়ে অনাথ হয়ে পড়ছে। আহতদের সঠিক চিকিৎসা দিতে ব্যর্থ গাজার স্বাস্থ্যব্যবস্থা। মানবিক সহায়তা বন্ধ হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।

রমজানের মতো পবিত্র মাসে গাজা উপত্যকায় এমন হামলা মুসলিম বিশ্বের জন্য গভীর বেদনার কারণ। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা এবং মুসলিম বিশ্বের উদাসীনতা এক গভীর সংকটের ইঙ্গিত দেয়। প্রশ্ন থেকে যায়—গাজার এই আর্তনাদ কি কেউ শুনবে, নাকি এই রক্তক্ষয়ী ঘটনা কেবল ইতিহাসের পাতায় আরেকটি কলঙ্ক হয়ে থাকবে?

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬

নতুন বলেছেন: আমাদের অনুভুতি ভোতা হয়ে গেছে।

১৯ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনার দুবাই(আরব আমিরাত) ফিলিস্তিনের বিপক্ষে দাড়াচ্ছে। |-)

২| ১৯ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

কামাল১৮ বলেছেন: ইসরালকে মেনে নিয়ে আপস করলে এই সমস্যা থেকে রেহাই পাবে।নয়তো আরো অনেক এলাকা মুসলমানদের হাতছাড়া হবে।মানুষই না থাকলে জমিদিয়ে কি হবে।

১৯ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: খুবই বেদনাদায়ক ঘটনা।

৩| ১৯ শে মার্চ, ২০২৫ রাত ৮:০৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনার দুবাই(আরব আমিরাত) ফিলিস্তিনের বিপক্ষে দাড়াচ্ছে। |-)


দুবাই ফিলিস্তিনিদের পক্ষেই আছে। মানবিক সাহাজ্য পাঠাচ্ছে। এবং এই বিষয়ে আলোচনার জন্য চেস্টা করছে।

https://mediaoffice.ae/en/news/2023/October/29-10/

হামাস সমস্যা বাড়াচ্ছে।

আমার মিশরের কলিগও হামাসকে ভালো জানে না।

১৯ শে মার্চ, ২০২৫ রাত ৮:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: হামাসের বিরুদ্ধে বাংলাদেশে কিছু বলাও বিপদ!

৪| ১৯ শে মার্চ, ২০২৫ রাত ৮:২৬

জ্যাক স্মিথ বলেছেন: গাজায় না যুদ্ধ বিরতি শুরু হলো? এখন আবার হামলা কিসের?
ইজরাইল আসলে চায় কি? এখনো কি হামাসের অস্তিত্ব আছে?

সৌদি আরব, দুবাই, তুরস্ক এই তিন দেশ মিলে ইজরাইলকে চাপ দিলেই এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আর আমেরিকাকে কানে ধরে মধ্যপ্রাচ্য থেকে বিতারিত করলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে।

১৯ শে মার্চ, ২০২৫ রাত ৮:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: এত সরল নয় যেমন টা আপনি ভাবছেন।

৫| ১৯ শে মার্চ, ২০২৫ রাত ১১:৪১

নিমো বলেছেন: বিশ্ব না হয় নীরব, তো আল্লাহ কেন সরব নন।

২০ শে মার্চ, ২০২৫ রাত ১২:১৭

সৈয়দ কুতুব বলেছেন: আল্লাহ মুসলিম জাতির উপর সন্তুষ্ট নন। তাই !

৬| ২০ শে মার্চ, ২০২৫ রাত ১২:২৬

নিমো বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: আল্লাহ মুসলিম জাতির উপর সন্তুষ্ট নন। তাই

বলেন কী? ব্লগেতো শুনি ইসলামের জয় জয়কার। বিশ্বে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হতে চলেছে। তো এই যদি হয় অসন্তুষ্টির নমুনা। তবে সন্তুষ্টি কাকে বলে? সন্তুষ্টি আনতে কি সংস্কার করতে হবে?

২০ শে মার্চ, ২০২৫ রাত ১২:৩২

সৈয়দ কুতুব বলেছেন: ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মোল্লাত্ন্ত্র। এক সময় ইসলামে মুতাজিলা বা আশেরী সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল যাদের মধ্যে ছিলেন ইবনে সিনা, ইবনে রুশদ ও ইবনে খালদুন এর মতো ফিলোসফার। কিন্তু তাদের ধর্মের খারেজি বলে দমন করা হয়েছিলো। সেদিন থেকে পতনের শুরু।

৭| ২০ শে মার্চ, ২০২৫ রাত ১২:২৭

নিমো বলেছেন: সন্তুষ্ট নন এজন্য হাজার হাজার নিরীহ শিশু মেরে ফেলতে হবে! আপনি নিজে এই উত্তরে সন্তুষ্ট তো!

২০ শে মার্চ, ২০২৫ রাত ১২:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: মানুষ মারা যাবে আবার নতুন মানুষ জন্ম নিবে। চিরকাল কেউ বেচে থাকবে না।

৮| ২০ শে মার্চ, ২০২৫ রাত ১২:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



এই রক্তারক্তি কেয়ামত পর্যন্ত চলবে।

২০ শে মার্চ, ২০২৫ রাত ১২:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: কেয়ামত কবে সংঘটিত হবে? বিবেকবান মানুষ কি হাত গুটিয়ে বসে থাকবে কেয়ামতের আশায়?

৯| ২০ শে মার্চ, ২০২৫ রাত ১২:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



এই রক্তারক্তি কখনও শেষ হবে না। এর কারণ ও ব্যাখ্যা আমি জানি, তবে ব্লগে মনে হয় এখন আর এইসব লেখা সম্ভব নয়। কারণ, ব্লগ এখন খুবই সেনসেটিভ হয়ে গিয়েছে। ব্লগে এখন টুকটাক গল্প লেখা যাবে। এই তো। আর আমি ব্লগে কারো সাথে আড্ডা দিতে পারি না। তাই আড্ডা ফরমেটে আমি থাকি না।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০২৫ রাত ১:০০

সৈয়দ কুতুব বলেছেন: ব্লগ আসলেই অনেক সেনসিটিভ হয়ে গেছে। ভালো থাকবেন।

১০| ২০ শে মার্চ, ২০২৫ রাত ১:২২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তৌহিদি জনতা কোথায়?

২০ শে মার্চ, ২০২৫ রাত ১:২৫

সৈয়দ কুতুব বলেছেন: আধুনিক বিশ্বে তাদের প্রয়োজনীয় ফুরোচ্ছে।

১১| ২০ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:০৫

নতুন নকিব বলেছেন:



ফিলিস্তিনিদের দুর্দশা দেখার কেউ নেই। আসমানি সাহায্যই তাদের একমাত্র ভরসা।

২০ শে মার্চ, ২০২৫ দুপুর ১:১০

সৈয়দ কুতুব বলেছেন: এর জন্য দায়ী পা চাটা রাজতন্ত্রে বিশ্বাসী মুসলিম দেশগুলো।

১২| ২০ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:১৪

জ্যাক স্মিথ বলেছেন: এটা মূলত একটা ধর্মযুদ্ধ, নেতানিয়াহুকে এই যুদ্ধকে জাস্টিফাই করতে তোরাহ বা তাওরাত শরীফ থেকে বহু আয়াত পাঠ করতে দেখছি মিডিয়াতে, বহু সাংবাদিক'কেও এই কাজ করতে দেখেছি।

আমি স্পষ্ট প্রমাণ করে দিতে পারবো ইহুদীরা মূলত তাদের ধর্মগ্রন্থ থেকে উদ্বুদ্ধ হয়েই মুসলিমদের বিরুদ্ধে এই নিধন চালাচ্ছে কিন্তু আমার সে সময় নেই। তাদের ধর্মগ্রন্থ তোরাহ বা তাওরাত শরীফে মুসলিমদের অনেক নিচু চোখে দেখা হয়, মুসলিমদের তাদের ইমিডিয়েট শত্রু হিসেবে গণ্য করা হয়।

আবার তাওরাত শরীফ এবং বাইবেলের মধ্যেও বেশ কিছু বিষয়ে মিল রয়েছে, বাইবেল ইহুদিদের ভাই বলে সম্ভোধন করা হয়েছে, যে কারণে খ্রিষ্টান রাষ্ট্রগুলো সবসময় ইহুদিদের পক্ষেই থাকে।

অপর দিকে ইসলাম ধর্মে বিশেষ করে কুরআন শরীফে ইহুদিদের শত্রু বলে গণ্য করা হয়েছে কিন্তু তারপরেও মুসলিম রাষ্ট্রগুলো সব একজোট হয়ে কেন ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তা আজও আমার বোধগম্য নয়।

কোন জাতির অবস্থাই চিরকাল একরকম থাকে না আর ইতিহাস যেহেতু অপজিট ইতিহাস তৈরী করে তাই হয়তো কোন একদিন এই মুসলিমদের দ্বারাই ইহুদীরা আবার নির্যাতনের শিকার হবে, পুর্বে যেমন হয়েছে, আর এভাবেই চলতে থাকবে অনন্ত কাল।


২০ শে মার্চ, ২০২৫ দুপুর ১:১০

সৈয়দ কুতুব বলেছেন: নেতানিয়াহু নিজের গদি বাচাতে এই হামলা শুরু করেছে।

১৩| ২০ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:১৮

ধুলো মেঘ বলেছেন: আমি বুঝলাম না ইসরাইলের সাথে আবার যুদ্ধবিরতি চুক্তি হয় কি করে? ইসরাইল কি কণ চুক্তির ধার ধারে? যার হাতে ক্ষমতা আছে, সে চুক্তি মানতে যাবে কোন দুঃখে?

যেখানে ট্রাম্প স্বয়ং হুঙ্কার ছেড়েছে যে জিম্মিদেরকে মুক্তি না দিলে নরক নেমে আসবে, সেখানে জাতিসংঘ কে যে ইস্রাইলকে অনুরোধ করে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলেতে?

২০ শে মার্চ, ২০২৫ দুপুর ১:১১

সৈয়দ কুতুব বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ২০ শে মার্চ, ২০২৫ দুপুর ১:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: নেটে ছোট ছোট ভিডিও ক্লিপ গুলো দেখলে মনটা ভিষন খারাপ হয়ে যায়।

২০ শে মার্চ, ২০২৫ দুপুর ১:৫২

সৈয়দ কুতুব বলেছেন: |-)

১৫| ২০ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: আল্লাহ কিভাবে সহ্য করছেন?

২০ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: নিশ্চয়ই আল্লাহ উহাদের জন্য প্লান রেডি করছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.