![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
বাংলাদেশে এবার অভিনব উপায়ে ঈদ উৎসব উদযাপন করা হয়েছে। ঈদ মিছিল, ঈদ মেলা, ঈদ র্যালী সহ নানা রকম আয়োজনে ঈদ উৎসব পালন করেছে ঢাকাবাসী। যারা বিভিন্ন কারণে ঢাকা ছেড়ে যেতে পারেন নাই তারাই মূলত এই অনুষ্ঠান গুলোতে গিয়েছেন। আর এক শ্রেনী আছেন যারা বিজোড় ভাবে ঈদের দিনটি অলস ভাবে ঘুমিয়ে কাটাতেন তাদের কাছে এই অনুষ্ঠান সময় কাটানোর জন্য দারুণ উপলক্ষ হয়েছে। আশা করি প্রতিবছর এমন অনুষ্ঠান হইবে ঈদ-উল-ফিতরে !
ঈদ মিছিলে বিভিন্ন ধরণের প্রতিকৃতি দেখা গিয়েছে। এসব প্রতিকৃতির মাধ্যমে ইসলামের বিভিন্ন সংস্কৃতি ও ব্যক্তিদের তুলে ধরার প্রয়াস ছিলো। তবে বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে গাধা অথবা ঘোড়ার পিছনে উলটো করে বসে থাকা একটি প্রতিকৃতি নিয়ে। নানা মুনি নানা মত দিচ্ছেন এই প্রতিকৃতির ব্যাপারে । এই প্রতিকৃতির সাথে বাংলার কোন সুলতানের মিল থাকতে পারে ? এরকম প্রতিকৃতি কি ঈদ মিছিলে শোভা পায় ?
৩১ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪২
সৈয়দ কুতুব বলেছেন: আ ফ ম খালেদ প্রমাণ করেছেন বাংলাদেশের আলেম সমাজ দেশ চালানোর জন্য প্রস্তুত নন। ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা মানুষের সাথে মিশতে পারে না সেগুলো আগে শিখতে হবে। মাজার ভাঙা হয়েছে ৮০+ ! কোনো বক্তব্য দেখি নাই।
২| ৩১ শে মার্চ, ২০২৫ রাত ৮:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এক জায়গায় দেখলাম, এটা নাসিরুদ্দিন হোজ্জার গল্প অবলম্বনে নির্মিত গাধা ও হোজ্জার মূর্তি। তবে কোথায়, কে দেখিয়েছে, তা আপনার পোস্ট থেকেই কিছু আইডিয়া পেলাম। বিস্তারিত তফসরায় যাওয়ার সময় নাই
৩১ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩১
সৈয়দ কুতুব বলেছেন: হাস্যকর সব ঘটনা ঘটেছে।
৩| ৩১ শে মার্চ, ২০২৫ রাত ৮:৪৭
কামাল১৮ বলেছেন: সুলতানদের ছবি মনেরাখা প্রয়োজন মনে করি নাই।
৩১ শে মার্চ, ২০২৫ রাত ৮:৫১
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা আজ কি খেয়েছেন? খোজ নিসেন?
৪| ৩১ শে মার্চ, ২০২৫ রাত ৯:২১
আমি সাজিদ বলেছেন: ইনি কোন সুলতান জানার দরকার নাই। আগের কোন সরকার নাগরিকদের এত সম্মান দেয় নাই। কোন রাষ্ট্রনায়ক আপন সুরে জনগণের সাথে কথা বলে নাই। বাসায় ও সবাইকে ফোন দিয়ে খোঁজ নিয়েছি, রমজানের বাজারে স্বস্তি ছিল। ইদে বাড়ি ফেরা সহজ ছিল। শৃঙ্খলা নিয়ে আরেকটু কাজ করলেই হবে, তবে ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে।
পরের সরকারগুলোর জন্য কিছু দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে মুহাম্মদ ইউনুস ও তার টিম। ভুল ত্রুটি আছেই। আমিও সন্দিহান ছিলাম। কিন্তু এদের মধ্যে দেশ প্রেমিকের দলও আছে।
একজন স্টেটসম্যানের মুখের ভাষা কেমন হতে হয়, দেশে বিদেশে গ্রহণযোগ্যতা কিভাবে বাড়াতে হয়, তার প্রমাণ মুহাম্মদ ইউনুস। আমি জানি না কতদিন থাকবেন তিনি, ইলেকশনই বা হবে কবে। তবে আগের রাজনৈতিক মডেল গুলো বাংলাদেশে আর চলবে না এই বিষয়টি তাঁর টিম অনেকটা কাজ করে যাবে আমি এই আশা ব্যক্ত করি।
এই সংস্কার ও পরিবর্তনের ধারা আমাদের সামাজিক ও অর্থনৈতিক মুক্তি দিক।
৩১ শে মার্চ, ২০২৫ রাত ৯:৩১
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ। ঈদ মোবারক !
৫| ০১ লা এপ্রিল, ২০২৫ ভোর ৫:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উল্টো পথে যাত্রা।
দেশ পিছনের পথে যাচ্ছে।
সঠিক ছবি।
০১ লা এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৯
সৈয়দ কুতুব বলেছেন: দেশ উলটো পথে যাবে না।
৬| ০১ লা এপ্রিল, ২০২৫ দুপুর ১:৪৮
নকল কাক বলেছেন: আমার লেখা বড় গল্প "গনি মিয়ার গুপ্তধন" পড়ার জন্য আমন্ত্রণ রইল।
০১ লা এপ্রিল, ২০২৫ দুপুর ২:০৮
সৈয়দ কুতুব বলেছেন: অবশ্যই।
৭| ০১ লা এপ্রিল, ২০২৫ বিকাল ৩:০১
নতুন নকিব বলেছেন:
সবকিছুতে পরিমিতিবোধ থাকা উচিত।
০১ লা এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৪
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।
৮| ০১ লা এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৮
এইচ এন নার্গিস বলেছেন: উপযুক্ত ছবি আর লেখা । ধন্যবাদ ।
০১ লা এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৫
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫
নিমো বলেছেন: view this link