নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

পায়ের আওয়াজ পাওয়া যায় !

০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ২:২২


বাংলাদেশে এখন পেইড ক্যাম্পেইন শুরু হয়েছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মেয়াদকাল দীর্ঘায়িত করার। তিনি বিগত সাত মাসে অনেক সাফল্য দেখেছিয়েন তাই আগামী ৩-৪ বছর ক্ষমতায় প্রধান উপদেষ্টা কে দেখতে চায় মানুষ। বাংলাদেশের মানুষ নির্বাচন চায় না। ইন্টেরিম সরকার এতই সফল যে তাদের ঘাড়ের কাছে এখন একটি শ্রেনী নিশ্বাস ফেলছে। এই শ্রেনী চায় ড. ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে সমাজের মধ্যে অতি রক্ষণশীল মনোভাবের চাষাবাদ করতে । সমাজের মানুষের ধর্মীয়, সাংস্কৃতিক ও চলাফেরার স্বাধীনতা কে নিয়ন্ত্রণ করা। ইন্টেরিম সরকারের ইমেজ খারাপ হওয়ার জন্য এই ঘটনা যথেষ্ট। জুলাই অভ্যুত্থানের পর আশা করা হয়েছিলো মিডিয়া স্বাধীন হবে কিন্তু বেশিরভাগ স্বৈরাচারের দোসর মিডিয়া নিজেদের পিঠ বাচাতে এখন সরকারের প্রেস্ক্রিপশনে চলছে। এর পাশাপাশি চলছে বট বাহিনীর মাধ্যমে মিডিয়ার কমেন্ট সেকশন দখলবাজী। লিবারেল থিংক করে এমন মানুষজন কে কুৎসিত ভাষায় আক্রমণ করে দমিয়ে রাখার চেষ্টা চলছে। ড. ইউনূসের ফেইস ভ্যালু জানে ধূর্তরা। তাই উনার প্রশাসনের ছত্রছায়ায় শিকড় বিস্তার করছে ভেড়ার পোশাকধারী শেয়াল সমাজ !

সম্প্রতি নিউইয়র্ক টাইমসে হুক্কা হুয়াদের উত্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কিন্তু সরকার যেভাবে রিয়াক্ট দেখালো তাতে নিউইয়র্ক টাইমসের রিপোর্ট মিথ্যা বলে উড়িয়ে দেয়া যাবে ? প্রকাশ্যে কতলের ডাক, অসংখ্য মাজার ভাঙা, নারী ফুটবলে বাধা ও ফেকু জনতার ব্যানারে একজন পটেনশিয়াল রেপিস্টের মুক্তির জন্য থানা ঘেরাও আপাত দৃষ্টিতে সাময়িক ঘটনা মনে হলেও উহার প্রভাব সমাজে দীর্ঘমেয়াদে পড়তে পারে। হুক্কা হুয়ারা বারবার বাধাদানের মাধ্যমে মানুষ ধর্মীয়, সাংস্কৃতিক ও চলাফেরার স্বাধীনতার উপর সেনসরশীপ আরোপের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার হুক্কা হুয়াদের প্রকৃত স্বরূপ উদঘাটনে ইন্টারেস্টেড নয়। ইহাতে মনে হয় সরকার হুক্কা হুয়াদের আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে। সরকারের উপদেষ্টাদের কঠিন ব্যবস্থা নেয়ার হুংকার কেবল মিডিয়া পর্যন্ত সীমাবদ্ধ। উহার ইফেক্ট সমাজে পড়ছে না। হুক্কা হুয়ারা ভয় পাচ্ছে না। এমনকি নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদনেও তারা ভীত নয়।

গাজীপুর কাপাসিয়ায় গীতিনাট্য 'আপন দুলাল' বন্ধ করে দিয়েছে একদল হুক্কা হুয়া। উহারা কোনো রাজনৈতিক দলের সদস্য কিনা তা জানা যায় নি। তবে পেশায় তারা নিজেদের হুক্কা হুয়া সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তি হিসাবে পরিচয় দেন। উদ্বেগ্নের বিষয় হচ্ছে হচ্ছে এরকম গীতিনাট্য বিগত ৫২ বছর ধরে আয়োজন করা হলেও কারো বাধা নিষেধের সম্মুখীন হয় নি। এই গীতিনাট্যে কোনো নারী চরিত্র নেই। কোনো অশ্লীলতা নেই। হুক্কা হুয়ারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়বে বিধায় তা চিরদিনের জন্য বন্ধ রাখার শপথ নিয়েছেন । পুলিশ ও স্থানীয় জেলা প্রশাসক কিছুই জানেন না। আয়োজক কমিটির ঘাড়ে কয়টা মাথা যে অভিযোগ জানাবে ?

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে এই ধরণের ঘটনা। তাই হুক্কা হুয়া দের আইনের আওতায় আনা জরুরি ছিলো। দুই চারটি মামলা ও গ্রেফতার করেই সরকার হাত গুটিয়ে নিয়েছে। এর ফলে হুক্কা হুয়াদের মধ্যে এমন ঘটনা বারবার ঘটানোর সুযোগ সৃষ্টি হচ্ছে। তাই এই শ্রেনী চায় প্রধান উপদেষ্টা আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকুক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব হুক্কা হুয়াদের সেইভ করছেন নিজের পিঠ বাচাতে। এর বিনিময়ে সরকার কি হুক্কা হুয়াদের নিজের পক্ষে ক্যাম্পেইন চালানোর আশা করতে পারে না ?

সাধারণ মানুষের মধ্যে এসব হুজ্জাতি কর্মকান্ড নরমালাইজ করার জন্য হলেও দীর্ঘদিন এই সরকার প্রয়োজন। সাধারণ মানুষ বারবার বাধাগ্রস্ত হলে একসময় রণে ভঙ্গ দিবে । এভাবে ধীরে ধীরে নতুন ধরণের সমাজব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। নব্য ফ্যাসিবাদের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে !

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ২:৫৩

এইচ এন নার্গিস বলেছেন: বক্তব্যে আসল ব্যাপারটি তুলে ধরেছেন। কিন্তু সমাধান কোন পথে? মার্চে আশা করেছিলাম কিছু একটা ঘটবে । সেনা প্রধান ক্ষমতা নিয়ে নিবে । কিন্তু কই ? সব কিছু গুড়ে বালি।

০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ২:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: সেনাপ্রধান কেন ক্ষমতা নিবে ? দ্রুত নির্বাচন দরকার !

২| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ ভোর ৪:৫৫

নকল কাক বলেছেন: দ্রুত নির্বাচন কিভাবে সম্ভব?

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৮:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের রাজনৈতিক দল বিশেষত বিএনপির উচিত এসব বিষয় নিয়ে আওয়াজ উঠানো। কিন্তু গবেট রিজভী বলছে আম্লিক নাকি টাকা খাইয়ে নিউইয়র্ক টাইমস পত্রিকায় এমন রিপোর্ট করিয়েছে। এ বক্তব্য দেয়ার পর তাকে রিটায়ারমেন্টে পাঠানো দরকার ছিলো। ইহা এমন একটি স্পর্শকাতর সমস্যা যা অদূর ভবিষ্যতে সবাইকে বিপদে ফেলতে পারে। গোয়ার্তুমি না করে সংস্কারের বিষয়ে কিছু ছাড় দিয়ে দ্রুত নির্বাচনের জন্য চাপ দিতে পারে বিএনপি।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ ভোর ৬:২৫

রিফাত হোসেন বলেছেন: সেনাপ্রধান ক্ষমতা নিয়ে লীগের কোলে ক্ষমতা বুঝিয়ে দিবে! মামা বাড়ির আবদার। =p~ ড.ইউনুস যেদিন বলেছে উনার আরো জরুরি কাজ আছে। তখনই বুঝেছি উনাকেই দরকার। এখন উনার বয়স হয়েছে বয়স কয়েক সার্ভিস দিতে পারবেন ভাল করে, এর বেশি নয়। এমনিতে লীগ আর দলে প্রশাসন ভর্তি, মাঝে জামাত কিছু আছে। এদের মাঝে নিজের সম্মান নিয়ে চলে যাওয়াই মঙ্গল। আধোয়া জাতির পা ধুয়ে দিতে নাই, এটা ড.সাহেব ভুলে গিয়েছেন। গাজী সাহেব সঠিক ছিলেন, শুধু শুধু উনাকে ঝামেলায় টানা হয়েছে। এই জাতির জন্য দরকার রাজাকার, শেখের উন্নয়নের নামে লোপাট আর মেজর জিয়া কোন কালে জনপ্রিয় ছিল সেটা বিক্রি করে দল চালানো!

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৮:৫২

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের দল হিসাবে শাস্তি হওয়া উচিত। তারা মানুষের মধ্যে ভোটের যে আকাঙ্খা তা কেড়ে নিয়েছিলো। মানুষ এখন নির্বাচিত ও অনির্বাচিত সরকারের ডিফারেন্স বুঝে না।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৭:২৬

কামাল১৮ বলেছেন: “পায়ের আওয়াজ পাওয়া যায়।”সৈয়দ শামসুল হকের একটি জনপ্রিয় নাটকের নাম।নাটকটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল।মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত নাটকটি এখনো প্রাসঙ্গিক।

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৮:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৭:২৬

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশের উচিত ছিল আমেরিকা থেকে আমদানী করা সামান্য পন্য এর উপর ৭৪% শ্রল্ক না রেখে ট্রাম্প এর ঘোষনার আগেই ট্যারিফ ১০% এ নামিয়ে আনা এতে তেমন ক্ষতি হত না। আমি বুঝি ওয়াশিংটন ডিসিতে থাকা বাংলাদএশ এম্ব্যাসির ইকোনমিক সেচরেটারয় তো বুঝতে পারার কতঃা ছিল যে গত ২ সপ্তাহ ধরেই ট্রাম্প বলে আসছিল যে এপ্রিল এর ৩ তারিখ হবে আমেরিকার ট্রেড লিবারেশন ডে। এখন দেখা যাচ্ছে বাংলাদএশের উপর তৃতীয় সর্বোচ্চ ট্যারিফ রেট বসিয়ে দিয়েছে...
President Trump's reciprocal tariffs

49% on Cambodia
46% on Vietnam
37% on Bangladesh
36% on Thailand
34% on China
32% on Taiwan
32% on Indonesia
31% on Switzerland
30% on South Africa
26% on India
25% on South Korea
24% on Japan
24% on Malaysia
20% on EU
17% on Israel
10% on UK
10% on Brazil
10% on Singapore

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৮:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশ আমেরিকার উপর কোনো আমদানি শুল্ক ধার্য করেনি। ট্রাম্প অদ্ভুত নিয়মে এই পারসেন্টেজ হিসাব করে বের করেছে। বাংলাদেশ আমদানি করে ২ বিলিয়ন এর মতো কিন্তু রপ্তানি করে ৮ বিলিয়ন ডলারের পণ্য। এতে বাণিজ্য ঘাটতি ৬ বিলিয়ন ডলার প্রায়। ফরমুলা = বাণিজ্য ঘাটতি/মোট রপ্তানি × ১০০ !

৬| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: নির্বাচন হলেই দেশের সমস্যা গুলোর সমাধান হয়ে যাবে না।
দেশে নির্বাচিত সুরকার নেই। অথচ সম্বনয়করা, এনসিপি'র লোকজনরা, ছাত্ররা সীমাহীন দূর্নীতি করছে।
দেখার কেউ নেই। তাদের থামানোর কেউ নেই।

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৭

সৈয়দ কুতুব বলেছেন: সমস্যা সমাধান না হলেও মুখ ও মুখোশ আলাদা ভাবে বোঝা যাবে। করাপশন যতই হোক কেউ আপনার আপাকে ছাড়িয়ে যেতে পারবে না।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: হায় হায়--
আপনাকে আসল কথাই বলা হয় নাই।
ইদ মোবারক।

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩০

সৈয়দ কুতুব বলেছেন: ইদ মোবারক।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩০

মেঠোপথ২৩ বলেছেন: এক বিএনপি বাদে বাকি সব রাজনৈ্তিক দল সংস্কার ও বিচারের আগে নির্বাচন চায় না। বিএনপি সংস্কার প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে দ্রুত নির্বাচন চাওয়ায়, কানাঘুষা চলছে যে , তাদের সাথে লীগের আতাত হয়ে গেছে। গুম ও খুনের শিকার ইলিয়াস আলির স্ত্রী সেটা প্রকাশ্য ঘোষনা করেছে। https://www.youtube.com/shorts/n4Jp1sLIwjU

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩১

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি তার সুবিধা দেখবে। প্রত্যেকের উচিত কিছু ছাড় দেয়ার। দেখা যাক ঐক্যমত্য কমিশন কি করতে পারে !

৯| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩৩

মেঠোপথ২৩ বলেছেন: কিন্তু গবেট রিজভী বলছে আম্লিক নাকি টাকা খাইয়ে নিউইয়র্ক টাইমস পত্রিকায় এমন রিপোর্ট করিয়েছে।

আপনার এই বক্তব্যে বোঝাই যায় যে, আপনি আসলে কাদের পক্ষের লোক। বিএনপির মধ্যে একমাত্র রিজভির কিছুটা দেশপ্রেম আছে যেটা বিভিন্ন সময়ে দেখা গেছে।

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: এই কমেন্ট দেখে কি বোঝা যায় ? নিউইয়র্ক টাইমস মিথ্যা কি বলেছে ? রিজভীর কিন্তু আরো অনেক কথা আছে যেগুলো আপনি ও ঢাবিয়ান পছন্দ করেন না। নিজের ফেভারে গেলে ভালো না গেলে খারাপ ? :P

১০| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩৫

মেঠোপথ২৩ বলেছেন: আরো বলেছেন এ বক্তব্য দেয়ার পর তাকে রিটায়ারমেন্টে পাঠানো দরকার ছিলো।

=p~ =p~ ছুপা ছুপা -------------

০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: নতুন কিছু বলেন। কেন বাকিদের কপি করেন? :>

১১| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ দুপুর ২:১৩

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট। আপনার পোস্টের প্রথম লাইনেই বিষয়বস্তুর বাস্তবতা এবং সত্যতা প্রমাণিত হয়েছে।

০৪ ঠা এপ্রিল, ২০২৫ দুপুর ২:২৬

সৈয়দ কুতুব বলেছেন: রিজভী সাহেবের সমালোচনা করেছি দেখেন কত ট্যাগিং এর শিকার হচ্ছি। অথচ উনারাই রিজভী, ফখরুল দের বুড়া ভাম ডাকে। বিএনপির যে জনসমর্থন তাদের পপুলারিস্ট রাজনীতি করার কি দরকার ? নারী ভোট সব বিএনপি পাবে লিখে রাখেন। :``>>

১২| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩৬

রাসেল বলেছেন: অবশ্যই আমরা চিহ্নিত চোর বাটপারকে আবার মনোনীত করতে চাইব না। সেনাবাহিনী BDR হত্যাকাণ্ডের বিচার নিয়ে যা বলেছে, তাতে কি তাদের নিরপেক্ষতা নিয়ে আস্থা রাখা যায়? নির্বাচনের পক্ষ এবং বিপক্ষ নিয়ে যারা পেইড ক্যাম্পিং করতেছেন, সঙ্গত কারণেই এটা ধরে নেওয়া যেতে পারে যে তারা নিজেদের ব্যক্তিগত / দলীয় স্বার্থে এটা করছেন।

যেই লাউ সেই কদু। মাঝে দিয়ে আমাদের মতো অনেক সাধারণ মানুষ মারা গেল। এতো নাটকের প্রয়োজন নাই, সাধারণ মানুষ সকলকে মেরে ফেলা হউক।

০৪ ঠা এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: :(

১৩| ০৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

০৫ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:০৪

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.