![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
গত একসপ্তাহ ধরে ফিলিস্তিনের গাজাবাসীর উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় বয়ে গেছে। কিন্তু এই প্রতিবাদের মিছিলে এমন সব পতাকা, সিম্বল ও ছবি হাতে প্রতিবাদীরা মিছিল করেছে তা ইতিহাসের কোথাও আর দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। গাজায় নির্বিচারে হত্যার প্রতিবাদে রাস্তায় নামা ছাত্র-জনতা গাজা, ওসামা বিন লাদেন, পাকিস্তান, নাজি সিম্বল নিয়ে মিছিল করেছে। এমন দৃশ্য পৃথিবীবাসী কখনো আগে দেখেছে ?
প্রতিবাদকারীদের হাতে হাতে ছিলো ফিলিস্তিনের পতাকা। বেশ জোড়েশোরে বিক্রি হয়েছে পতাকা বিক্রেতাদের। এই পতাকা ছিলো মিছিলের আসল প্রাণ, ন্যায্য দাবীর প্রতীক। মানুষ গাজাবাসীর প্রতি মানবতার খাতিরে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। কিন্তু.... হঠাৎ কিছু মানুষের হাতে "ওসামা বিন লাদেনের পোস্টার দেখা যায় "। ভাইরে, গাজা আর আল কায়েদা এক জিনিস না। ওসামা তো গাজার জন্য লড়াই করে মরেন নাই। তাকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের অভিযোগে সার্জিকাল স্ট্রাইক করে হত্যা করেছে। ফিলিস্তিনের সাথে জিহাদি আইকন মিক্স করাটা "পিজা-বিরিয়ানির ফিউশন" করার মতো -একদম বেকার কাজ।।
মিছিলে ওরা কারা যারা পাকিস্তানের ফ্ল্যাগ এনেছিলো ? গাজার মানুষের জন্য প্রতিবাদ জানাতে পাকিস্তানের ফ্ল্যাগ কেন লাগে? বাংলাদেশের জন্মের সময় ত্রিশ লাখ শহীদ + দুই লাখ নারীর সম্ভ্রম হানি করেছিলো পাকিরা। অথচ আজকে ইসলামিক ভাই ভাই স্লোগানে সেই পাকিস্তানের পতাকা। এর পিছনে লজিক কি? যে ভাই চুয়ান্ন বছর আগে গণহত্যা চালিয়েছে বাংলাদেশে, তার পতাকা কেন গণহত্যার প্রতিবাদের দিন উড়াবো ?
বাংলাদেশে হিটলার ভক্ত আছে জানা ছিলো না। গাজায় গণহত্যার প্রতিবাদে নাৎসি পতাকা উড়ানো কেমন কালচার ? গাজায় ইয়াহুদিরা গণহত্যা চালাচ্ছে আর হিটলার ছিলো ইয়াহুদিদের জম সে জন্য ? এটা কি ইসরায়েলের বিরুদ্ধে প্রোটেস্ট নাকি নতুন ফ্যাশন স্টেটমেন্ট ? যারা এই বেকুব মার্কা কাজ করেছে তাদের উচিত হিটলারের 'মেইন ক্যাম্পফ' পড়া ! একজন বেকুব আবার জার্মানীর জার্সি গায়ে নাৎসি পতাকা উড়াচ্ছে। এদের জ্ঞান দাও হে প্রভু, এদের ক্ষমা কর !
এসব ঘটনা মূলত ভাইরাল হওয়ার জন্য অনেকে ঘটাচ্ছে। কেউ আবার ইতিহাস না জেনে কারো দ্বারা প্রভাবিত হয়ে করছে। কারো কারো সুনির্দিষ্ট এজেন্ডা থাকলে অবাক হবো না। ফিলিস্তিনের পতাকা অবশ্যই আমরা প্রতিবাদের দিন ব্যবহার করবো। কিন্তু আন্দোলনে ওসামা/নাজি/পাকিস্তানের সিম্বল বা পতাকা ব্যবহার বন্ধ করতে হবে। যারা স্বাধীনতা বিরোধী বা চরমপন্থী সিম্বলের মাধ্যমে সমাজকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে একশন নিতে হবে। পতাকা শুধুমাত্র একটি কাপড়ের টুকরা নয় - এটি একটি ইতিহাস, একটি আদর্শকে রিপ্রেজেন্ট করে। ভুল পতাকা উড়ালে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না।
১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:০৩
সৈয়দ কুতুব বলেছেন: কার ভয়ে আপনিও জানেন ! কিছু লোকের কারণে সবার বদনাম।
২| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:১২
কামাল১৮ বলেছেন: এই অনুষ্ঠান অর্গানাইজ করছে পাকি পন্থিরা।তাই পাকিদের পতাকা।এমন একটা সভা করতে কয়েক কোটি টাকা খরচ হয়।ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের অনের সন্মেলন আয়োজন করেছি।
১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:১৯
সৈয়দ কুতুব বলেছেন: পাকিস্তানের এত টাকা নেই যে এসব আয়োজনে সাহায্য করবে। সবাই চাঁদা তুলে করেছে !
৩| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:১৬
লুধুয়া বলেছেন: এইসব আলাপ বলে দে যে বাংলাদেশ এক অন্ধকারমই যুগে প্রবেশ করছে। জনতা আরো radicalised হোসচে। সরকার হীনতা আর radicalistion বাংলাদেশ কে বিশ্বের সামনে খারাপ ভাবে উপস্থাপনা করবে।
১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:২০
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশ ভুল পথে যাওয়ার সম্ভাবনা কম। ড. ইউনূসের অসম্মান হচ্ছে।
৪| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:২৫
কামাল১৮ বলেছেন: আইএস ব্রান্ডিং থেকে রক্ষা পাবার জন।কিন্তু বৃথা চেষ্টা।সারা বিশ্ব জেনে গেছে ইউনুস সরকারের চরিত্র।হিজবুত তাহরির ও জামাত শিবির দ্বারা পরিচালিত সরকার।সরকারও চায় সারা বিশ্ব জানুক আমরা খিলাফত চাই।কিন্তু আর্মি চায় না।কারণ তবে তারা শান্তি মিশনে যেতে পারবেনা।আর কিছু না।তাঁরাও মনে মনে খিলাফত চায়।
১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩২
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের কিছুই হবে না দেখে নিয়েন। নির্বাচিত সরকার আসলে ঠিক হয়ে যাবে।
৫| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৯
Sulaiman hossain বলেছেন: কুটনৈতিক চক্রান্তকারিরা এসব কাজ করেছে,যাতে বদনাম ঘটানো যায়,এবং মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করা যায়।
১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:০৯
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।
৬| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৯
কামাল১৮ বলেছেন: জনগন যেমন সরকার তেমন হয়।জনগনের মাঝে পরিবর্তেন তেমন কোন লক্ষন প্রতিয়মান না।
১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:১০
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশ একদিন মুক্তিযুদ্ধের সঠিক স্বাদ আস্বাদন করবে ।
৭| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:১১
Sulaiman hossain বলেছেন: আয়োজকদের পক্ষ থেকেও ‘মার্চ ফর গাজা’য় শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:১৪
সৈয়দ কুতুব বলেছেন: যারা এসব আকাম করছে এরা বাংলাদেশ কে ব্যর্থ দেখাতে চায়।
৮| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:২৪
নিমো বলেছেন: এগুলোর পশ্চাৎদেশে গুনে গুনে লাথি মারতে পারলে, ভালো লাগত।
১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:২৯
সৈয়দ কুতুব বলেছেন: নাজি সিম্বল দেখে আমি বিস্মিত !
৯| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:২৬
নিমো বলেছেন: ব্লগেওতো কিছদিন আগে জনৈক কচি পাঁঠা লাদেন নামক বীরের প্রশংসা করেছিল।
১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৩১
সৈয়দ কুতুব বলেছেন: আমার বিশ্বাস তিনিও এরকম পোস্টার নিয়ে মিছিলে যেতেন না। ওসামা বিন লাদেন কোনোভাবেই ফিলিস্তিনের সাথে যায় না। ইয়াহিয়া সিনওয়ার হলেও মানা যেত।
১০| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৪৪
ঊণকৌটী বলেছেন: আপনার আর্টিকেল গুলি অনেক ভালো হয়, কিন্তু উত্তর অনেক সংক্ষিপ্ত হয়, এই বিষয়ে মনোযোগ দিতে অনুরোধ করছি |
১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৫১
সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।
১১| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৫৩
ঊণকৌটী বলেছেন: জন সাধারণ এর নজর এড়াতে এই ধরণের অনেক কর্মকান্ড হবে |
১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে......
১২| ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:২১
অগ্নিবাবা বলেছেন: বাংলাদেশের নাম বদনাম করার জন্য ভারত এবং তার দোসর ইহুদিরা এইসব আপনাদের কোমলমতিদের দিয়ে করাইছে, এইডা মনে করে সান্তনা নেন কারন আপনাদের কপালে বহুত খারাবি আছে, দুই ট্যাকা ছড়াইলে আপনাদের কোমলমতিদের কেনা যায়।
১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: প্রতিবাদ মিছিল হয়েছে সকল আগ্রাসনের বিরুদ্ধে। তাই ভারত ও ইয়াহুদি রিলেটেড । কিন্তু নাজি, পাকি ও লাদেন পুরোপুরি অপ্রাসঙ্গিক ! যে সব কোমলমতি এসব কাজ করেছে বুঝে বা না বুঝে তাদের মুরগী বানিয়ে ঘন্টাখানেক কানে ধরিয়ে রাখা উচিত।।
১৩| ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:৪১
নাহল তরকারি বলেছেন: কি আর কমু!!
১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: কিছু কোমলমতিকে কানে ধরিয়ে শাস্তি দিতে হবে। কেন তারা পিজ্জা-বিরিয়ানির ফিউশন করলো?
১৪| ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:৫২
অগ্নিবাবা বলেছেন: যুক্তি ঠিক হল না, ভারত বা ইজরাইলকে যারা যারা ক্ষতি করেছে তারা আপনাদের বন্ধু, সে যেই হোন না কেনো? মাইনা লন ভাই, নাইলে এই কোমলমতিদের চক্ষে আপনে শত্রু হইতে টাইম লাগবো না। তারা আইক্কা বাঁশ লইয়া দাঁড়ায়ে আছে।
১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: সে যা হয় দেখা যাবে। কিন্তু কিছু ভুলের শাস্তি হওয়া উচিত !
১৫| ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে পাকিস্তানি পতাকা অত্যন্ত দুঃখজনক।
যারা এই কাজ করেছে, তাদের শাস্তি হওয়া উচিৎ।
১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৫
সৈয়দ কুতুব বলেছেন: মুরগা বানাকে কান পাকাড় কারনা চাহিয়েথা !
১৬| ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫৯
নতুন বলেছেন: মূর্খরা এমন পতাকা নিয়ে উল্লাস করবে।
অতি জজবা ওয়ালা জনগন ভেড়ার পালের মতন। তাদের ইচ্ছা মতন ব্যবহার করা যায়।
১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১০
সৈয়দ কুতুব বলেছেন: শুভ নববর্ষ। পান্তা ইলিশ পাওয়া যায় দুবাইতে?
১৭| ১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:০০
নতুন বলেছেন: সকালে একটা চা আর ২টা টোস্ট বিস্কুট খাইয়া বাসা থিকা বের হইছি।
আমরা অবশ্য সবার বন্ধের দিনে বর্ষবরন বা অন্য আয়োজন করি।
আমাদের উতসব আয়োজন সবার ছুটির উপরে নির্ভর করে।
এখানে দেশি ইলিশ পাওয়া যায়। ১ কেজি সাইজের ইলিশ প্রতি কেজি ৩০০০ টাকার মতন ২ কেজি সাইজের প্রতি কেজি ৪৫০০টাকা পরে।
১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:০৮
সৈয়দ কুতুব বলেছেন: আপনি ও আপনার পরিবারেকে শুভ নববর্ষের শুভেচ্ছা !
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:০১
কামাল১৮ বলেছেন: রাস্তায় আর্মিকে দেখলাম কালো পতাকায় আরবি লেখা পতাকা কেড়ে নিচ্ছে।এটা কার ভয়ে করছে।ইউরোপ আমেরিকা নাকি ইসরায়েলের ভয়ে।