নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

আপনি যাত্রা করবেন নাকি রাজনীতি করবেন ?

২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:১১


ইদানীং দেশে রাজনৈতিক দল গজানোর হার দেখলে মনে হয়, দেশের মাটিতে এখন ধান নয়, গজায় দল। ভোট এলেই বুঝি এই দলগুলো দুলে ওঠে, আর না এলেই পড়ে থাকে ফাইলের পাতায়। নির্বাচন কমিশনের দরজায় কড়া নাড়ছে নতুন দল—‘বাংলাদেশ সংসারবন্দি পার্টি’। নাম শুনেই মনটা কেমন যেন সংসারী হয়ে ওঠে। সংসার করতে করতে যারা হাঁপিয়ে উঠেছে, এবার তাদের রাজনৈতিক পরিত্রাণের পথও খুলে গেল বোধহয়।

এখানেই থেমে নেই ব্যাপারটা। রঙ-বেরঙের নামের মিছিল আরও লম্বা। ‘বাংলাদেশ শান্তির দল’—শান্তির অভাব থাকলে ঘুম না এলে দলের মিটিংয়ে যোগ দিন। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’—এই দলে বোধহয় সুপারহিরোদের জায়গা হবে। ‘বাংলাদেশ বেকার সমাজ’—নামের মধ্যে এমন এক হতাশার সুবাস, যে শুনেই মনে হয়, নেতারা চাকরির আবেদনপত্র হাতে নিয়ে হাঁটছেন।

‘জনতার কথা বলে’ নামে একটা দলও আছে, যেটা শুনলে মনে হয়, বাকিদের বোধহয় ইশারায় কথা বলতে হয় ! ‘জাতীয় ভূমিহীন পার্টি’ তো আরেক কাঠি সরেস—ভোটে জিতলে মনে হয় এমপি অফিস হবে ফুটপাতে। আরেকজন আবেদন করেছেন 'আওয়ামী লিগ' নামে। লিগে শুধু ফুটবল হয় না, ভোটও হয়—এটা মনে করিয়ে দিতে চেয়েছেন বুঝি। শেষ পর্যন্ত নামটা তালিকায় আসেনি, ভাগ্যিস আসেনি ! নাহলে আসল আওয়ামী লীগ এবং নতুন আওয়ামী লিগের মধ্যে আমরা গোপালগঞ্জ ডার্বি ম্যাচ দেখতে পারতাম !

কিন্তু মজার জায়গাটা হলো, এই সব নামধারী দলগুলোর ভেতরে অনেকেই পলিটিক্যাল পার্টি আর যাত্রা পার্টিকে গুলিয়ে ফেলেছেন যাত্রাপালায় যেমন এক অধিকারী থাকেন, তেমনি রাজনীতিতেও একজন সর্বেসর্বা থাকেন। যাত্রায় যেমন কলাকৌশল চলে, এখানেও তেমনি নকলা-কৌশলী লোকজন অভিনয় করেন ভোটের নাটকে। মাঝে মাঝে কিছু পিকেটিং, কিছু কান্নাকাটি আর মাঝে মাঝে হুট করে পলিটিক্যাল স্টান্টবাজি —পুরো ব্যাপারটাই যেন 'ডেমোক্রেটিক থিয়েটার'।

ডেসটিনির সেই বিখ্যাত রফিকুল আমীন সাহেব জেলখানায় বসে নতুন আলোকপাত করেছেন। জেলারের মুখে নাকি তিনি শুনেছেন, "আপনি তো রাজনীতিবিদ না, রাজনীতিবিদ হলে বের করে দিতাম। আনসারুল্লাহর সদস্য হলেও হয়তো ছাড় পেতেন।" রফিকুল সাহেব তখন বুঝলেন—রাজনীতি মানে স্রেফ একটা 'ঢাল'। ব্যস! পরদিনই দল খোলার কাজে লেগে পড়লেন। এখন প্রশ্ন হচ্ছে, শুধু একটা দল খুলে তার নাম রাখতে পারলেই কি দল হয়ে যায়? ‘নাম সর্বস্ব’ দলে যদি ‘কাম’ না থাকে, তাহলে তো সেটা শুধুই রাজনৈতিক 'নামতা' পড়া!

ইসির দরজায় কড়া নাড়ছে যেসব দল, তাদের আবেদনপত্র পড়তে পড়তে কমিশনের চোখে জল এসে যেতে পারে—হাসির না কাঁদার, সেটা নির্ভর করে কোন পাতায় তারা পৌঁছায়। তবে দল নিবন্ধনের আগে একটুখানি জিজ্ঞাসা করা যেতেই পারে—"ভাই, আপনি যাত্রা করবেন, না রাজনীতি করবেন ?"

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:১৩

যামিনী সুধা বলেছেন:



দেশ এখন চরম বিশৃংখলার মাঝে, দেশের অবস্হা পুরোপুরি ইয়েমের মতো এখন।

২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:২২

সৈয়দ কুতুব বলেছেন: ইহা আপনার ভুল ধারণা। বিগত সরকারের আমলে দেশে গাজার মতো পরিস্থিতি ছিলো। এখন সিংগাপুর অভিমুখে যাত্রা করেছে দেশ। আপনার চোখ খারাপ তাই দেখতে পাচ্ছেন না। ;)

২| ২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:২৬

আঁধারের যুবরাজ বলেছেন: যামিনী সুধা বলেছেন: দেশ এখন চরম বিশৃংখলার মাঝে, দেশের অবস্হা পুরোপুরি ইয়েমের মতো এখন।

- গাজী ভাই ইয়েমেনে অনেক জায়গায় মানুষ ঘাস খাচ্ছে বা তাও পাচ্ছে না। শিশুরা মারাত্মক স্বাস্থগত ঝুঁকিতে রয়েছে। পুরো দেশ ধ্বংস হয়ে গিয়েছে বলা যায়। ঔষধ নাই , খাবার নাই। ভয়ঙ্কর অবস্থা। এখন বলেন বাংলাদেশের এই অবস্থা চলতেছে ? নানা সমস্যা রয়েছে তাই বলে ইয়েমেনের মতো অবস্থা ?হাসিনাকে এই দেশের মানুষ তাড়িয়েছে ঠিক আছে আপনার রাগ থাকতেই পারে , তাই বলে কি সব যে আপনি বলেন মাঝে মাঝে !

২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের কিছু ডাই হার্ড ফ্যান আছে। তিনি তার মধ্যে একজন।

৩| ২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:২৯

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন : আপনার চোখ খারাপ তাই দেখতে পাচ্ছেন না।

- গাজীভাইয়ের চোখের কিন্তু আসলেই সমস্যা চলতেছে। তবে আপনি যে অর্থে বলেছেন তা না, উনার মন খারাপ হাসিনা পালিয়েছে বলে :(

২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: তিনি শেখ পরিবারের প্রতি সহনশীল। আওয়ামী লীগের হাল ধরার মতো কেউ নাই দেখে মন খারাপ।

৪| ২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৪৬

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আওয়ামী লীগের কিছু ডাই হার্ড ফ্যান আছে।

- আওয়ামীলীগের লোকজন ৯৯.৯৯% অন্ধ সমর্থক। আমার আপন বড় ভাই তেমন একজন ,ভালো মানুষ। কিন্তু পিলখানা হত্যাকান্ড নিয়ে কথা বলতে গিয়ে আমাকে বলেছিলো যে এক অর্থে ভালো হয়েছে। এখন আর কেউ শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে না ! আমার বড় মামা মুক্তি যোদ্ধা ছিলেন , উনারও এক অবস্থা। যত অন্যায় করুন আওয়ামীলীগ তুলসী পাতা ! বন্ধুদের কথা না হয় বাদ দিলাম !

২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: আমার ছোট মামা এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে না ! ২০১৪ সালে বিনাভোটে ১৫০+ জনপ্রতিনিধি যখন নির্বাচিত হয়েছে এরপর থেকে আম্লিকের সমালোচক তিনি। ভোটের সময় ঘুরতে চলে যেতেন। ৫/১০ পারসেন্টেজের উপর ভোট পড়তো না তিনি আমাদের জানিয়েছেন। কিন্তু বিডিআর হত্যার ব্যাপারে তিনি বলতেন জামায়াত পন্থী গুলজার মারা গেছে ইহা নাকি ভালো হয়েছে ! তিনি আমাকে বলতেন বিএনপিকে ভাঙা সম্ভব নয়। কারণ তাদের রুট লেভেলে হিউজ ভোট আছে যা আম্লিক শত চেষ্টা করে টানতে পারবে না। মজার ব্যাপার হচ্ছে তিনি আ্‌শা করেন আম্লিক অবশ্যই নির্বাচনে অংশ নিবে। কারণ তারা নির্বাচনমুখী দল ! তিনি বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ভোট না দিলেও সামনের ইলেকশনে অবশ্যই আম্লিক কে ভোট দিবেন। :(

৫| ২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৫২

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: তিনি শেখ পরিবারের প্রতি সহনশীল। আওয়ামী লীগের হাল ধরার মতো কেউ নাই দেখে মন খারাপ।

- দেখুন আওয়ামীলীগ উনার আবেগের জায়গা। উনার দেশ প্রেমের সাথে আওয়ামীলীগ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। উনার সব স্মৃতি যদি বাদ ও দেন আপনি। শুধু মাত্র মুক্তিযুদ্ধের সেই কঠিন সময়ের স্মৃতিগুলিও যদি চিন্তা করেন , উনি কি করে উনার প্রিয় দলের এই অবস্থা মেনে নেবেন। উনার মনঃকষ্ট আমি বুঝি।

২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:০৩

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ কে ধ্বংস করেছে ভারত ! ২০১৪ সালেই অনেকে আওয়ামী লীগের পরিণতি বুঝে গিয়েছিলো।

৬| ২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:৩৫

যামিনী সুধা বলেছেন:


@আঁধারের যুবরাজ,

আমি আওয়ামী লীগের সাপোর্টার, আমি শেখ হাসিনাকে কখনো সাপোর্ট করিনি। ২০১২ সালে, পদ্মাসেতুর নিয়েদুর্নীতির নিয়ে, বছর খানেক শেখ হাসিনার সমালোচনা করাতে আমাকে আওয়ামী ব্লগ "আমার ব্লগ" থেকে সুলেমানী ব্যান করা হয়েছিলো; সেই কারণে আমি সামুতে এসেছিলাম; তখন আমি সামুকে পছন্দ করতাম না।

৭| ২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:৩৯

কামাল১৮ বলেছেন: মনে হয় আমেরিকার দাবিগুলি মেনে নিচ্ছে সরকার।যদি তাই হয় তবে আরো কিছু দিন থেকে যাবে সরকার।যেই দাবি গুলি শেখ হাসিনা মানে নাই।যার জন্য তার পতন হলো।
বৃহত শক্তির খেলা শুরু হয়ে গেছে, বাংলাদেশ মিয়ানমার নিয়ে।প্রয়োজনে প্রক্সি যুদ্ধ শুরু হবে।আমরা হবো সিরিয়া।

২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:৫০

সৈয়দ কুতুব বলেছেন: আপনি প্রায়শই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে হাজির হোন। একটা হালকা ঢঙের পোস্টে কেন এমন করেন? ডেসটিনি নিয়ে তো কিছু বলতে পারতেন। 8-|

৮| ২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:৫০

আঁধারের যুবরাজ বলেছেন: @যামিনী সুধা বলেছেন: আমি আওয়ামী লীগের সাপোর্টার, আমি শেখ হাসিনাকে কখনো সাপোর্ট করিনি।

- আমি দেখেছি আপনাকে নানা পোস্টে বা মন্তব্যে শেখ হাসিনা , ছাত্রলীগের , এমনকি আপনি বঙ্গবন্ধু বা তাজউদ্দীন আহমেদের সমালোচনাও করেছেন।

৯| ২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ২:৫১

কামাল১৮ বলেছেন: সিরাজ সিকদার সম্পর্কে জানতে চাইলে কম্পিউটারে ইংরেজিতে সিরাজ সিকদার লিখে সার্চ দিন বিস্তারিত জানতে পারবেন।মন্তব্যে লিখে জানানো সম্ভব না।আমি তার সাথে বহুদিন ছিলাম।।ধরা পরার আগের দিন পর্য্ন্ত কাছা কাছি ছিলাম চট্রগ্রামে।
মহিউদ্দিন আহমদ মোটা মোটি ভালো লিখেছে তার সম্পর্কে।তাছাড়া আমাদের এই ব্লগে অনেক আগে অমি রহমান পিয়াল নামে একজন ব্লগার সিরাজ সিকদার: ভুল বিপ্লবের বাশীওয়ালা নামে একটা লেখা আছে।
পিডিএফয়ে তার রচনা সমগ্র আছে।

১০| ২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ২:৫৩

কামাল১৮ বলেছেন: এই সব লোকদের রাজনীতি করা নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.