![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
আজ বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এমন বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন বাংলাদেশ কি তবে মিয়ানমারের সাথে যুদ্ধ করতে চায় ? মানবিক করিডোর দেয়া নিয়ে দেধের মধ্যে চলছে নানা রকম হিসাব নিকাশ। রাজনৈতিক দলগুলো হালকার উপর ঝাপসা প্রতিবাদ করছে। ইন্টেরিম সরকারের পররাষ্ট্র উপদেষ্টা একরকম বলছেন তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব অন্যরকম কথা বলছেন।
রাখাইন রাজ্যে সহায়তার জন্য মানবিক করিডোর দিলে মিয়ানমারের জান্তা সরকারের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে পারে অনেকে আশংকা করছে। মিয়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রতিবাদ জানানো হয়েছে। জাতিসংঘ বলছে দুই দেশের সমঝোতা ছাড়া এমন মানবিক করিডোরের সুযোগ খুবই সীমিত। অধিকাংশ এনালিস্ট দের মত হচ্ছে জান্তা সরকার যদি মানবিক করিডোরে বিমান হামলা করে তবে বাংলাদেশের যুদ্ধে জড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না। তাই সব দিক বিবেচনা করে কাজ করতে হবে।
বাংলাদেশের স্বশস্ত্র বাহিনীর মধ্যে বিমান বাহিনী সবচেয়ে দূর্বল। পুরো বিশ্বের সিচুয়েশন খুবই নাজুক। প্রতিটি দেশের প্রধানরা চান তাদের স্বশস্ত্র বাহিনী যে কোন প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুক। আমাদের প্রধান উপদেষ্টা এমনটাই বুঝাতে চেয়েছেন। স্বশস্ত্র বাহিনীর প্রধান কাজ হচ্ছে যুদ্ধ করা। আবার ভারত-পাকিস্তান যুদ্ধের দামামা বাজছে। আমাদের আশেপাশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এমতাবস্তায় নিজ দেশের বাহিনীকে মোটিভেট করতেই এমন শক্ত কথা বলেছেন প্রধান উপদেষ্টা !
বাংলাদেশের জনগণ ব্যস্ত ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে। হয়তো সে দিক মনোযোগ সরাতে প্রধান উপদেষ্টা এমন কথা বলে থাকতে পারেন । সকাল বিকাল ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে কত গুজব আমরা শুনতে পাই, দেখতে পাই ! অথচ নিজ দেশের হালচাল নিয়ে তেমন কারো মাথাব্যথা নাই। আলুর দাম কম পাওয়াতে কৃষকের আত্নহত্যা, পুজিবাজার থেকে ১৭ হাজার কোটি টাকা এক মাসে উধাও, আইএমএফের কিস্তি আটকে যাওয়ার সম্ভাবনা, দেশে নতুন করে ৩০ লাখ দারিদ্র্যতার কবলে পড়তে পারে বলে আশঙ্কা ও বিনিয়োগ আশঙ্কাজনক ভাবে কমে যাচ্ছে কিন্তু এসব নিয়ে আলোচনা হচ্ছে না।।
৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৪২
সৈয়দ কুতুব বলেছেন: ব্লগে দেখেন না অন্য দেশ কতটা মানবিক তা নিয়ে বিশাল ভাষণ চলছে। আরে আমাদের থেকে বড়ো মানবিক দেশ কোনটা? কতগুলো রোহিঙ্গা জায়গা দিলাম !
২| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:২২
ঊণকৌটী বলেছেন: যুদ্ধ যুদ্ধ করে উনি থাকবে, এবং এই পরিস্থিতিতে উনার ভিশন দরকার উনার নাম বাংলাদেশর ইতিহাসের পাতায় থাকবে |
৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: আপনি কোন দেশি? ভিনদেশি হলে এই পোস্ট আপনার জন্য নহে।
৩| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:২৯
ঊণকৌটী বলেছেন: উনি সেভেন sister দখল করবেন, আমারও আমাদের পূর্ব পুরুষদের ভিটাতে যেতে পারবো, যে কোন সময়ে সমুদ্রে যেতে পারবো, আমার পূর্ন সমর্থন রইলো উনার প্রতি | ইউনুস ভাই এগিয়ে যাও পাশে আছি |
৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: প্রধান উপদেষ্টা এমন কিছু বলেন নাই। তিনি বিমান বাহিনীকে মোটিভেট করেছেন।
৪| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৪১
যামিনী সুধা বলেছেন:
ড: ছাগল কি যুদ্ধে যাবে? ড: ছাগল মিয়া প্যান্টে পিপি করতেছে?
৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: ছাগল শব্দের অর্থ g.o.a.t। Greatest of all time. তিনি যুদ্ধবিরোধী মানুষ।
৫| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৪৭
যামিনী সুধা বলেছেন:
তবে, ড: সুদখোর অনেক কিছু জানে ( দুতাবাসের দেয়া তথ্য ) যা জাতি জানার কথা নয়।
৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: যতদূর জানি ড. ইউনূসের সুদ খাওয়া নিয়ে আপনার কোনো প্রব্লেম নাই। এখন উহাকে টিপিক্যাল আওয়ামী লীগের মতো সুদখোর কেন ডাকছেন ? দেখা যাক কি হয়।
৬| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:০৯
যামিনী সুধা বলেছেন:
ব্যাংকিং'এ সুদ আছে; কিন্তু ইউনুস বাংগালীদের দারিদ্রতা নিয়ে কুমীরের মতো কেঁদে "ফ্রি ডলার" এনেছিলো সোাস্যাল ব্যবসার নামে; কিন্তু উহা এগুলোকে উঁচু হারে ঋণ দিয়েছে নিজের এনজিও থেকে। আপনি এগুলোর মাঝে পার্থক্য বুঝেন কিনা দেখেন।
৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:১৩
সৈয়দ কুতুব বলেছেন: এগুলো জানি। ড. ইউনূস বাদে ৫ই আগস্টের পর একজন ব্যক্তি ছিলো না দেশের হাল ধরার !
৭| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৩০
নিমো বলেছেন: আহারে ভাই, মার্কিন যুদ্ধাস্ত্র কেনার একটা উপলক্ষতো লাগবে। ইন্টারনেট আর কেউই বন্ধ করতে পারবে না বলে স্টারলিংক এনেছেন, যদিও এটা আওয়ামীলীগ আমলেরই ফসল। আয়নাঘর দেখিয়েছেন কিন্তু পেগাসাস সহ অন্যান্য আঁড়িপাতা ব্যবস্থা কি বন্ধ হয়েছে?
৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: দেশের ইকোনমি ভালো নেই ড. ইউনূস বলেছেন। সব আপনারা পাচার করে দিয়েছে বিদেশে!
৮| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৩৬
ঊণকৌটী বলেছেন: without interest ছাড়া কার কি দরকার আছে কিন্তু মুশকিল হচ্ছে আজকের পৃথিবীটা সবার এই প্ল্যাটফর্ম ও সারা পৃথিবীর তো আপ্নার সমস্যা কোথায় ? তা আমি কিন্তু আপ্নার বা ইউনুস সাহেবের দলেই আছি, কি খুশী তো ?
৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: আমার কোন দল নেই। ভবিষ্যতে হলে আপনি নিমন্ত্রণ পাবেন।
৯| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৪২
নিমো বলেছেন: লেখক বলেছেন: দেশের ইকোনমি ভালো নেই ড. ইউনূস বলেছেন। সব আপনারা পাচার করে দিয়েছে বিদেশে!
হা-হা! আওয়ামীলীগ খুলেছিল উন্নয়নের মেগাপ্রজেক্ট, এই সরকার খুলেছে সংস্কারের মেগাপ্রজেক্ট, বিএনপি খুলেছে নির্বাচনের মেগাপ্রজেক্ট, জা-শির কুকুরগুলো খুলেছে দ্বিতীয় স্বাধীনতার মেগাপ্রজেক্ট, আর আমরা সাধারণ মানুষের দরকার মৌলিক অধিকারের মেগাপ্রজেক্ট।
৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: মন্দ বলেন নাই।
১০| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৪৫
ঊণকৌটী বলেছেন: দেশের ইকোনমি ভালো নেই ড. ইউনূস বলেছেন। সব আপনারা পাচার করে দিয়েছে বিদেশে! আসলে অবস্থাটা হচ্ছে সুযোগ পেলে কোন মানুষ টা করবে না,,? আপনি কি করবেন ?
৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: আমি আগে সুযোগ পেয়ে নেই তারপর ভাববো !
১১| ০১ লা মে, ২০২৫ রাত ১:৪২
যামিনী সুধা বলেছেন:
লেখক বলেছেন: এগুলো জানি। ড. ইউনূস বাদে ৫ই আগস্টের পর একজন ব্যক্তি ছিলো না দেশের হাল ধরার !
-উনাকে দিয়েছে এজন্য যে, উনি দুতাবাস, পাকিস্তান ও শিবিরের সাথে ষড়যন্ত্রটা করেছিলো।
১২| ০১ লা মে, ২০২৫ রাত ১:৫৯
কামাল১৮ বলেছেন: এই শয়তান দেশটাকে নরকের আগুনে পুড়িয়ে শেষকরে তবেই বিদায় নেবে।মাঝখান থেকে রংপুর চট্টগ্রাম হাত ছাড়া হবে।
১৩| ০১ লা মে, ২০২৫ ভোর ৫:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পেটে নাই ভাত।
তারা এখন আবার যুদ্ধ করতে চায়।
ভারতের সাথে?
নাকি বার্মার সাথে?
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:২০
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার লেখাটি পড়ে মনে হলো—আমরা যেন নিজেদের ঘরের আগুন নিয়ে ব্যস্ত থাকার ফাঁকেই প্রতিবেশীর বাড়ির ধোঁয়া গণনা করছি! বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক সংকট ও জিওপলিটিক্যাল চ্যালেঞ্জগুলো যেখানে আমাদের প্রতিদিনের সংগ্রাম, সেখানে 'ইন্ডিয়া-পাকিস্তান রেটোরিক'-এ সময় নষ্ট করার এই প্রবণতা সত্যিই ভাবনার খোরাক জোগায়। আপনি নিপুণভাবে বাস্তবতার এই দ্বন্দ্বকে তুলে ধরেছেন—লেখাটির জন্য আন্তরিক সাধুবাদ!