![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
বলতে না বলতেই যুদ্ধটা শুরু হয়ে গেল। না, যুদ্ধ না বলাই ভালো—রাষ্ট্রীয় অভিনয় বলা ভালো। ভারত ও পাকিস্তান আবার সীমান্তে একে অপরকে চেঁচিয়ে বলছে, "তুই গো-মূত্রখোর ", "তোর দেশ জঙ্গি"। কেউ বোমা ছুড়ছে, কেউ প্রতিশোধ নিচ্ছে। কেউ পরমবীরচক্র পাচ্ছে, কেউ নিশান-এ-হায়দার। আমরা পাশে দাঁড়িয়ে পপকর্ন খাচ্ছি, কার সক্ষমতা বেশি তার হিসাব করছি, কেউ কেউ আবার ফেসবুকে গলা ফাটিয়ে বলছি: “আমরা পাকিস্তানের পক্ষে”, “ভারতকে এবার উচিত শিক্ষা দেয়া উচিত পাকিস্তানের !”
রাষ্ট্র এক আজব এনটিটি । কর আদায়ে তার উপস্থিতি আছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সে নিখোঁজ। তার অস্তিত্বের সংকট শুরু হয় যখন জনতা তাকে ভুলে যায়। তাই রাষ্ট্র চিরকাল শত্রুর খোঁজে থাকে। যার শত্রু নেই, তার রাষ্ট্রবোধ ঝিমিয়ে পড়ে। যার প্রতিপক্ষ নেই, তার জাতীয়তাবাদ পচে যায়। এইখানে এসে কাশ্মীর খুব জরুরি হয়ে পড়ে—যুদ্ধ নয়, যুদ্ধের সম্ভাবনাটাই জরুরি। ভারতের হিন্দু প্রাইড বনাম পাকিস্তানের কাশ্মীর কার্ড আসলে দুই রাষ্ট্রের নিয়মিত পেশির ব্যায়াম!
কাশ্মীরকে নিয়ে এত মাথাব্যথার কারণ কী? কারণ এটি দুই রাষ্ট্রের নৈতিক সাজঘর। ভারত কাশ্মীরকে সমগ্র ভারতীয়ত্বের ‘নথিভুক্ত’ বানাতে চায়। পাকিস্তান চায় কাশ্মীর যেন চিরকাল ‘অধিকারবঞ্চিত’ থাকে। কারণ এই নাটক না থাকলে জেনারেলদের অস্তিত্ব থাকে না। মোদী জানেন, কাশ্মীরের প্রতিক্রিয়া না দেখালে হিন্দু ভোটব্যাংকে জং ধরবে। পাক জেনারেলরা জানেন, কাশ্মীর না থাকলে সেনাবাহিনীর বাজেট কমবে। কাশ্মীর মানে যুদ্ধ নয়—কাশ্মীর মানে ট্রিগার হয়ে থাকা একটা চিরস্থায়ী সংকেত।
ভারত-পাকিস্তান নাটকের একটা আন্তর্জাতিক সংস্করণ হচ্ছে ইরান-ইসরায়েল। ইসরায়েল সিরিয়ায় ইরানের কনস্যুলেট অফিসে ইরানের লোক হত্যা করে , ইরান প্রতিশোধ নিতে পাল্টা মিসাইল হামলা করে ইসরায়েলে। এসব যুদ্ধের থিয়েটারে মূল বিষয় জয়ের চেয়ে আত্মপ্রকাশ! দুইদেশের জনগণ ভাবতে থাকে তাদের দেশ অনেক শক্তিশালী ! রাষ্ট্র তার জনগণকে অতিকায় যুদ্ধ দিয়ে বোঝাতে চায়,“আমি আছি, কারণ ও আছে।” এই ‘ও’ টার নাম কখনো পাকিস্তান, কখনো ইরান, কখনো “অসাম্প্রদায়িকতা-বিরোধী চক্র”।
নরেন্দ্র মোদীর রাজনীতি এক ধর্মীয় উৎপাদন প্রকল্প। সেই প্রকল্পের জন্য যুদ্ধের উত্তাপ দরকার, যাতে তার হিন্দুত্ববাদ "সর্বোচ্চ তেজস্ক্রিয়" হয়ে ওঠে। আর পাকিস্তানের সামরিকতন্ত্র আসলে রাষ্ট্র নয়, রাষ্ট্রের ঠিকাদার। জনগণ মরবে, বাজেট যাবে অস্ত্র কেনায়, কিন্তু সেনাপ্রধানরা পাবেন পদক ও কবরের আগেই রাষ্ট্রীয় বীরত্ব। মোদী ভোট পান, জেনারেলরা মেডেল। আর দুই রাষ্ট্রের জনগণ পায় ভাইরাল কবরে শুয়ে থাকার অনুমতি !
আমরা, মানে বাংলাদেশ। পাশের ফ্ল্যাটে আগুন লেগেছে—আমরা বারান্দা থেকে ভিডিও করছি। ফেসবুকে বলছি, “এই ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন" । কিন্তু সত্যি বলতে , আমাদের অবস্থান এই দুই রাষ্ট্রের মধ্যে নয়—আমরা দাঁড়িয়ে আছি শূন্যস্থানে , যেখানে মুদ্রার কোন পাশেই আমাদের মুখ নেই। আমরা যুদ্ধ চাই না, আবার যুদ্ধ দেখে উত্তেজিত না হয়ে পারিও না। আমাদের রাষ্ট্র এক ভদ্র দর্শক—আর আমরা? রসগোল্লার মধ্যে লঙ্কার স্বাদ খুঁজে বেড়ানো জাতি।
০৭ ই মে, ২০২৫ রাত ৯:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: ঠিক বলেছেন।
২| ০৭ ই মে, ২০২৫ রাত ১০:০৫
যামিনী সুধা বলেছেন:
জনসংখ্যার প্রোফাইল অনুসারে, ভারতের কাছে বাংলাদেশ ও পাকিস্তান একই দেশের মতো।
০৭ ই মে, ২০২৫ রাত ১০:১১
সৈয়দ কুতুব বলেছেন: জনসংখ্যার প্রোফাইলে, বাংলাদেশ ও পাকিস্তানের দৃষ্টিতে ভারতের অবস্থান একই !
৩| ০৭ ই মে, ২০২৫ রাত ১০:১৮
কাঁউটাল বলেছেন: ২০১৯ সালের ভূল শুধরিয়ে নিল পাকিস্তান। ২০১৯ সালে ভঁড়ত হামলা করতে পারে জেনেও যথেষ্ট প্রস্তুতি না নেওয়ায় বায়ু সেনারা প্রথম হামলার সময় ফাঁদে পড়েনি। এবার ফাঁদ পেতে বসেছিল। ভঁড়তিয় বায়ুসেনারা ভিতরে ঢুকতেই ঘ্যাঁচাং।
০৭ ই মে, ২০২৫ রাত ১০:২৫
সৈয়দ কুতুব বলেছেন: খুশিতে জিয়াফত খাওয়াচ্ছেন না ? গোরুর মাংসের সাথে আর কি কি আইটেম আছে ? চনার ডাল দিয়ে গোরুর মাংস রান্না করলে খেতে ভালো লাগবে।
৪| ০৭ ই মে, ২০২৫ রাত ১০:৩৪
রিফাত হোসেন বলেছেন: দুইটার ক্ষমতা খর্ব করা উচিত। পাকিদের ভিতরের মানুষ জঙ্গিদের সাথে জড়িত তাদের আর্মিও জড়িত। এটার প্রমাণ আমার বাবা নিজে। উনি আজাদ কাস্মীর এর সদস্য হিসেবে অপারেশন পরিচালনা করেছিলেন বা এর অংশ ছিলেন। এখন কি তারা দেশের ভিতর ও অধিকৃত কাশ্মীর এর ভিতর সীমাবদ্ধ ছিল কি না ও বর্তমানে আছে কিনা, তাই বড় প্রশ্ন সৃষ্টি করেছে।
ভারত ঢুকে গিয়ে তিল মেরে তাল ঘোষণা করে। পাকিস্তান কাস্মীরীদের ত্রাণকর্তা মনে করে। তাহলে তাদের মত ছেঁড়ে দেয় না কেন? terrorism পাকিস্তানে আছে, তা তাদের বন্ধ করতে না পারলেও সীমিত করা উচিত।
সব সমস্যা কাস্মির নিয়েই তা নয়, ধর্ম নিয়েও আছে। উগ্রবাদীতা শুধু পাকিস্তানের নয় বরং উপমহাদেশের ভিতর ভারতে এখন আরও বেশি।
০৭ ই মে, ২০২৫ রাত ১০:৪০
সৈয়দ কুতুব বলেছেন: পুরো উপমহাদেশে উগ্রবাদীদের ব্যবসা রমরমা। কোথাও তাদের নিয়ে শান্তি নেই। আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ।
৫| ০৭ ই মে, ২০২৫ রাত ১১:২৩
কামাল১৮ বলেছেন: কাশ্মিরিদের সমস্যা হলো তারা স্বাধীনতা চায় না।তারা পাকিদের সাথে যুক্ত হতে চায়।স্বাধীনতা চাইলে এতোদিন একটা সমাধান হতো।
০৭ ই মে, ২০২৫ রাত ১১:২৭
সৈয়দ কুতুব বলেছেন: ভারত ফাও আক্রমণ করেছে ! পাকিস্তানের হারানোর কিছু নেই।
৬| ০৭ ই মে, ২০২৫ রাত ১১:৩৯
আঁধারের যুবরাজ বলেছেন: অপারেশন সিদুঁর বনাম অপারেশন নারায়ে তাকবীরের নেপথ্যে
_ পাকিরা নাম দিয়েছে ,অপারেশন সিদুঁর বনাম অপারেশন সোহাগরাত !
০৮ ই মে, ২০২৫ রাত ১২:০৯
সৈয়দ কুতুব বলেছেন: সেখানে দুইজনের অমর প্রেম কথা নিয়ে আলোচনা হচ্ছে। ব্লগে এসব লিখা যাবে না।
৭| ০৮ ই মে, ২০২৫ রাত ১২:১০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যুদ্ধ কোন দেশেই শান্ত আনতে পারে নাই ।
...................................................................
রাজনীতিবিদরা যার যার হিসাব কষছে,
বিশ্ব মোড়লরা ভাবছে এবার কত অস্ত্র বিক্রি হবে ।
০৮ ই মে, ২০২৫ রাত ১২:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: আমরা আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে কি করি ?
৮| ০৮ ই মে, ২০২৫ রাত ১২:১০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যুদ্ধ কোন দেশেই শান্ত আনতে পারে নাই ।
...................................................................
রাজনীতিবিদরা যার যার হিসাব কষছে,
বিশ্ব মোড়লরা ভাবছে এবার কত অস্ত্র বিক্রি হবে ।
০৮ ই মে, ২০২৫ রাত ১২:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: রাজনীতিবিদেরা হারামি।
৯| ০৮ ই মে, ২০২৫ রাত ২:৫২
Sulaiman hossain বলেছেন: যুদ্ধ লাগুক,শিক্ষা হওয়ার দরকার আছে।
০৮ ই মে, ২০২৫ রাত ৩:১০
সৈয়দ কুতুব বলেছেন: কিছু ফাটাফাটি হোক।
১০| ০৮ ই মে, ২০২৫ রাত ২:৫৮
Sulaiman hossain বলেছেন: ভারত আগে খোঁচা দিয়ে ভুল কাজ করেছে।
০৮ ই মে, ২০২৫ রাত ৩:১১
সৈয়দ কুতুব বলেছেন: অবশ্যই।
১১| ০৮ ই মে, ২০২৫ ভোর ৫:৩৮
কাঁউটাল বলেছেন: ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবর নিয়ে স্বভাবসুভ লুকোচুরি শুরু করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো। প্রাথমিকভাবে ভারতীয় জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করলেও পরে সেগুলো সরিয়ে নিয়েছে। দ্য হিন্দু, রিপাবলিক নিউজ ও জি নিউজ ভারতীয় জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করলেও পরে মুছে ফেলে।
এর আগে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, তাদের বাহিনী মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, তারা ভারতের তিনটি রাফাল, একটি সু-৩০ এবং একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তরও ধ্বংস করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান।
তাদের এই দাবির পর ভারতের মিডিয়াগুলো তিনটি ভারতীয় জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানায়। পরে তারা একে একে সে খবর সরিয়ে নেয়।
এদিকে বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ভারতশাসিত কাশ্মীরের পাম্পোর অঞ্চলে একটি অজ্ঞাত উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এটি কোন দেশের বা কোন মডেলের উড়োজাহাজ, তা এখনো সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।
এছাড়া ইন্ডিয়ান এক্সপ্রেস পাঞ্জাবে একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ভেঙে পড়া বিমানটি আকালি খুর্দ গ্রাম সংলগ্ন এলাকায় পড়ে, যা ভাটিন্ডার ভিসিয়ানা বিমানঘাঁটি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। সেনাবাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে এবং বিমান বাহিনীর সদস্যরা ধ্বংসাবশেষ সংগ্রহ করছেন।
এই ঘটনায় একজন নিহত ও নয়জন আহত হওয়ার খবর জানালেও যুদ্ধবিমানটি কেন বিধ্বস্ত হয়েছে সে ব্যাপারে কিছু উল্লেখ করেনি তারা।
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার জবাবে পাকিস্তানে সামরিক অভিযান চালায় ভারত। দেশটি এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। বিপরীতে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আমাদের সশস্ত্র বাহিনী ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে।
০৮ ই মে, ২০২৫ সকাল ৯:১৭
সৈয়দ কুতুব বলেছেন: ভালো করে এনজয় করেন ভারতের হার !
১২| ০৮ ই মে, ২০২৫ সকাল ৭:৩০
কামাল১৮ বলেছেন: এখানে হারজিতের কিছু নাই।ভারত কিছু দুষ্ট লোককে শাস্তি দিতে চেয়েছিলো,দিয়েছে।এখন পাকিস্তান পাল্টা কিছু না করলে এই কাহিনী এই খানেই শেষ।
০৮ ই মে, ২০২৫ সকাল ৯:১৭
সৈয়দ কুতুব বলেছেন: ভারতের মোদি নিজেও দুষ্ট লোক।
১৩| ০৮ ই মে, ২০২৫ সকাল ৮:২৫
কাঁউটাল বলেছেন: কামাল১৮ বলেছেন: এখানে হারজিতের কিছু নাই।ভারত কিছু দুষ্ট লোককে শাস্তি দিতে চেয়েছিলো,দিয়েছে।এখন পাকিস্তান পাল্টা কিছু না করলে এই কাহিনী এই খানেই শেষ।
আহারে, চুক চক, পভুপাদ মুদির "ধুতি খুলে যাওয়ার দৃশ্য" দেখতে খারাপ লাগছে বুঝি? তা, সত্য ঘটনা যখন ঘটেছে, লোকে তো কথা বলবেই। খেঁক খেঁক.....
Pakistan downs Indian jets, including Rafale: major blow to Modi
০৮ ই মে, ২০২৫ সকাল ৯:১৮
সৈয়দ কুতুব বলেছেন: মোদির ধুতি খুলে মাথায় পড়ে নাচুক।
১৪| ০৮ ই মে, ২০২৫ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: ভারত যা করেছে, অতি উত্তম কাজ করেছে।
এখন, যদি পাকিস্তান বাড়াবাড়ি করে, তাহলে তাদেরই ক্ষতি।
০৮ ই মে, ২০২৫ সকাল ৯:১৯
সৈয়দ কুতুব বলেছেন: পুরোপুরি বায়াস্ড কমেন্ট । আপনাকে বাংলাদেশি কম ভারতীয় বেশি মনে হয়।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০২৫ রাত ৯:৫০
সাইফুলসাইফসাই বলেছেন: চুপও থাকা যায় না! কেউ না কেউ খোঁচা দিয়ে রাগিয়ে দেয়! আসলে এভাবে দিন যাবে সবসময় সুখ পাওয়া যাবে না! অশান্তি লেগেই থাকবে।