| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সৈয়দ কুতুব
	নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

ব্লগার 'জানা' সবশেষ যখন সামুতে লিখেছিলেন  তখন ব্লগে আমার নিকের  অস্তিত্ব ছিলো না। প্রায় একবছর পাঁচ দিন গত হয়েছে  উনার নতুন কোনো ব্লগ সামুতে আসেনি। বর্তমানে  তিনি অসুস্হ, কিন্ত সাহসিকতার সথে সংগ্রাম করে সুস্হতার দিকে যাচ্ছেন। আমরা সব ব্লগার উনার পাশে আছি; আমাদের সবার শুভকামনা উনাকে সুস্হ করে তুলবে।
ব্লগার জানার বর্তমান অবস্থা কারো জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। 
২| 
২১ শে মে, ২০২৫  রাত ১২:৪৯
রিফাত হোসেন বলেছেন: আশা করি দ্রুত সুস্থ হয়ে আবার ব্লগিং জগতে ফিরে আসবেন।
৩| 
২১ শে মে, ২০২৫  রাত ১:২৯
নূর আলম হিরণ বলেছেন: জানতে চাই তিনি কেমন আছেন?
৪| 
২১ শে মে, ২০২৫  রাত ৩:৩৬
এইচ এন নার্গিস বলেছেন: ভালো থাকুক তিনি এই দোয়া ।
৫| 
২১ শে মে, ২০২৫  সকাল ৯:৫৭
কাবিল বলেছেন: 
"উনার বর্তমান অবস্থা সম্পর্কে জানার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ব্লগে উনার উপস্থিতি সবসময়ই অনুপ্রেরণাদায়ক ছিল। আশা করি উনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। উনার জন্য রইল অনেক শুভকামনা।"
৬| 
২১ শে মে, ২০২৫  সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: তার সম্পর্কে নতুন কিছু জানি না। 
জাদিদ ভাই নিশ্চয়ই জানেন।
৭| 
২১ শে মে, ২০২৫  সকাল ১০:২৩
অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: তাঁর (জনাবা জানার) সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়ার দরখাস্ত করি দয়ালের প্রতি।
৮| 
২১ শে মে, ২০২৫  দুপুর ১২:২৮
শাহ আজিজ বলেছেন: জানার বিষয়ে আমি একদম অন্ধকারে , কেউ জানাবেন কি !
৯| 
২১ শে মে, ২০২৫  দুপুর ১:২২
মুজাহিদুর রহমান বলেছেন: জানা আপু কি এখন দেশে আছেন, নাকি বিদেশে? ওনার মত দেখতে একজনকে কিছুদিন আগে মিরপুরে দেখেছিলাম।
১০| 
২১ শে মে, ২০২৫  রাত ৯:৪৭
মেহবুবা বলেছেন: আল্লাহ্ জানাকে ভালো রাখুক সেই দোয়া করি আল্লাহর কাছে।
১১| 
২২ শে মে, ২০২৫  রাত ৩:৪৩
নতুন নকিব বলেছেন: 
আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআ'লা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন।
১২| 
২২ শে মে, ২০২৫  সকাল ১০:০৬
রাজীব নুর বলেছেন: আশাকরি জাদিদ ভাই একটা পোষ্ট দিয়ে আমাদের তার সম্পর্কে বিস্তারিত জানাবেন।
১৩| 
২৩ শে মে, ২০২৫  রাত ১১:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: মনে হচ্ছে জানা আপুর বর্তমান অবস্থা সম্পর্কে ব্লগ টিমও জানে না। তাদের কোন সাড়াশব্দ নাই।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০২৫  রাত ১০:৫৮
কামাল১৮ বলেছেন: সুস্থতা কামনা করি।