![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
বাংলাদেশের রাজনীতিতে দিকনির্দেশনা মূলক বক্তব্যের তুলনায় মেঠো বক্তৃতা বেশি শোনা যায়। যারা রাজনীতি করেন তাদের প্রজ্ঞার একটি বিষয় জড়িত আছে। কিন্তু মাঝেমধ্যে উনারা এমন সব বক্তব্য দেন যা শুনে পাবলিক হাসতে হাসতে গড়াগড়ি খায়। এমন কিছু বক্তব্যের সংকলন নিয়ে আজকের ব্লগ !
মির্জা ফখরুল ইসলাম আলমগীর : ভদ্র ও সজ্জন ব্যক্তি হিসাবে সুপরিচিত। কিন্তু বিগত স্বৈরাচারী সরকার উনাকে ময়লার গাড়িতে আগুন লাগানোর মতো মামলায় ফাঁসিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর মির্জা ফখরুলের বক্তব্য প্রায় টিভিতে দেখা যায়। তিনি প্রায়শই দাবী করেন বর্তমানে যা কিছু সমস্যা হচ্ছে উহা সমাধানের উপায় নির্বাচন। ধরে নেয়া যাক সারা ঢাকা জুড়ে আন্দোলন হচ্ছে । হটাৎ টিভিতে ভেসে আসবে মির্জা ফখরুলের সেই অমীয় বাণী, "এই আন্দোলন থামানোর উপায় হয়ে দ্রুত একটি নির্বাচন "।
মাওলানা শফিকুর রহমান : জামায়াতের আমীর শফিকুর রহমান জুলাই আন্দোলনের পর নানান সময়ে নানা বক্তব্য দিয়েছেন। জামায়াতের বর্তমান নেতৃত্ব আগের মতো অতটা চৌকস নয়৷ আমীরে জামায়াতে প্রায়শই বেফাঁস মন্তব্য করে ট্রলের শিকার হন। যেমন : তিনি একবার বলেছিলেন, আওয়ামী লীগ কে বারবার ফ্যাসিস্ট দল বলা উনার পছন্দ নয়। চ্যানেল আইয়ের এক অনুষ্ঠানে তিনি নিজেকে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলায় তীব্র সমালোচিত হন। তবে যে বক্তব্যের কারণে ইয়ং জেনারেশনের কাছে তিনি বেশি পরিচিত: " সমালোচনা করবেন চুমু দিবো; কিন্তু চোখ রাঙাবেন না "। আরেক বক্তব্যে তিনি বলেছেন, " দেশপ্রেমিকদের ফাঁসিতে ঝুলিয়ে তারা মিষ্টি বিতরণ করেছে "৷
জামায়াত নেতা গোলাম পরওয়ার : বাংলাদেশে যখন পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব এপ্রিল মাসে সফর করছেন সে সময় জামায়াতের এক নেতার বক্তব্য রীতিমতো নেট দুনিয়া কাপিয়ে দিয়েছিলো। জামায়াতের সেই নেতার বক্তব্য ছিলো, " একাত্তরের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত"।
চরমোনাই পীর: ইসলামিক দলগুলো বরাবর ক্ষমতাসীনদের সাথে থাকতে চায়। এজন্য তারা এবার ড. ইউনূসের সরকারের যাবতীয় কার্যক্রম মেনে নিচ্ছিল। বিপত্তি বাধায় নারী অধিকার সংস্কার কমিশন। এর প্রেক্ষিতে চরমোনাই পীর বলেছেন, " আমি আগেই জানতাম ড.ইউনূস এমন কিছু(নারী সংস্কার) করবেন। ইউনূস সাহেবের ক্যাবিনেটে আছে বেশ্যা, লুচ্চা ও বউ ব্যবসায়ী। তারাই ড. ইউনূস কে দিয়ে এসব ভুল কাজ করাচ্ছে। "
বিএনপির নেতা শামসুজ্জামান দুদু: ডাকসুর সাবেক নেতা শামসুজ্জামান দুদু নেট দুনিয়ায় ভাইরাল উনার সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য নিয়ে। ড.ইউনূসের পদত্যাগ ও নাহিদের দেখা করা নিয়ে দুদু সাহেব বলেছেন," নাহিদ কি ভাবে ড.ইউনূসের বেড রুমে যায় ? এনসিপি ইউনূস সাহেবের দল "। দুদু মিয়া এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর কটাক্ষের জবাবে বলেছেন," বিএনপির নেতারা যদি একত্রে প্রস্রাব করেন তাহলে এই প্রস্রাবের জোয়ারে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা।"
ডার্বি নাসির : এনসিপির এক নয়া চিড়িয়া ! সে যখনই কথা বলে ভুল বলে। একবার সে মিডিয়াতে বলে " বিএনপি হচ্ছে দিল্লীর এক্সটেনশন। বিএনপি ভারতের পারপাস সার্ভ করে। " অন্য একটি টকশোতে নাসির বলে, " জামায়াতে ইসলামী দিল্লীর এক্সটেনশন। তারা ভারতের দালাল "।
বিএনপি নেতা গয়েশ্বর রায় : গয়েশ্বর বাবুর হটাৎ জ্ঞান ফিরে এসেছে। তিনি দীর্ঘদিন কোমায় ছিলেন মনে হয়। কোমা থেকে জাগ্রত হয়ে একের পর এক বেফাঁস মন্তব্য করেই যাচ্ছেন । গতকাল তিনি বিএনপির এক সমাবেশে বলেছেন, " বিএনপি মাঠে নামলে ড. ইউনূস ২৪ ঘন্টা টিকতে পারবে বা। তিনি আরো বলেন, " ড. ইউনূস সকল মৌলবাদি গোষ্ঠীকে একাট্টা করেছেন। ড.ইউনূস আপনার মনে রাখা উচিত, যারা লাদেন কে বানিয়েছে তারাই আবার লাদেন কে হত্যা করেছে "।
আমাদের দেশের রাজনীতিতে মেঠো বক্তৃতা খুবই জনপ্রিয় ও বহুল চর্চিত ব্যাপার। কিন্তু অনেক সময় ভাষাগত সীমা লঙ্ঘনের বিষয়টি খেয়ালে থাকে না। তাই নেতাদের মুখ থেকে হাস্যকর সব শব্দ বের হতে থাকলে উহার ওজন কমে যায়।
২৭ শে মে, ২০২৫ রাত ৮:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: এরা সবাই এমপি ইলেকশন করবে।
২| ২৭ শে মে, ২০২৫ রাত ৮:৩৫
নতুন বলেছেন: এইসব বিনেদন না থাকলে দেশের জনগন বোরিং হইয়া জাইতো প্রতিদিনের প্যাড়ার চাপে।
২৭ শে মে, ২০২৫ রাত ৮:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: এরা নির্বাচন করবে। এমপি মন্ত্রী না জানি আমার কি অবস্থা হয় !
৩| ২৭ শে মে, ২০২৫ রাত ৮:৪২
ফেনিক্স বলেছেন:
মানুষ দেশ স্বাধীন করেছিলেন, এসব ক্রিমিনালরা জাতিকে পংগু করে দিচ্ছে!
২৭ শে মে, ২০২৫ রাত ৮:৫২
সৈয়দ কুতুব বলেছেন: বাঙালি জাতিতে ক্রিমিনালের সংখ্যা বেশি। ব্যবসায়ী, আমলা ও রাজনীতিবিদেরা মিলে ফুটবল খেলে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে।
৪| ২৭ শে মে, ২০২৫ রাত ৮:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: জাতির চিন্তায় তাদের মাথাটাই গেল।
২৭ শে মে, ২০২৫ রাত ৯:০০
সৈয়দ কুতুব বলেছেন: জাতির চিন্তা করতে করতে জীবনও দিয়ে দিতে পারে !
৫| ২৭ শে মে, ২০২৫ রাত ৯:১৭
কামাল১৮ বলেছেন: আপনার চিন্তা ভাবনাই বা কি এমন উন্নত।আমি একটু চাঁছাছোলা কথা কলি।এই জন্য কেউ আমাকে পছন্দ করে না।তোষামোদ একদম আমার পছন্দ না।
২৭ শে মে, ২০২৫ রাত ৯:২৩
সৈয়দ কুতুব বলেছেন: আমি ব্লগে কাউকে লুচ্চা, বেশ্যা বা বউ ব্যবসায়ী বলেছি ? চুমু খাওয়ার কথা বলেছি ? উনারা কোন পর্যায়ে আছে আর আমি কোথায় ? সবাই কোনো না কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের অংশ।
৬| ২৮ শে মে, ২০২৫ রাত ১২:৪৮
কামাল১৮ বলেছেন: কে কোন গুরত্বপূর্ন দলের সদস্য সবই জানি।গাজী সাহেব কি বলেছে দেখেন নাই।ইউনুস নিজেই একজন বিশ্ব বাটপার তার কাছে গুরুত্বপূর্ন।
২৮ শে মে, ২০২৫ সকাল ৯:১২
সৈয়দ কুতুব বলেছেন: ইউনূস সাব নোবেল জয়ী।
৭| ২৮ শে মে, ২০২৫ রাত ১২:৫১
কামাল১৮ বলেছেন: আমার কাছে জনগনই সবথেকে গুরুত্বপূর্ন।এই সব টাউট বাটপাররা নয়।
২৮ শে মে, ২০২৫ সকাল ৯:১২
সৈয়দ কুতুব বলেছেন: জনগণ এসব নেতাদের বক্তব্যে বিভ্রান্ত।
৮| ২৮ শে মে, ২০২৫ সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: হাস্যকর কথা আমিও জানি। বলতেও পারি। আমার ওস্তাদও জানেন। আমার ওশ্তাদের রসবোধ দারুন।
২৮ শে মে, ২০২৫ সকাল ৯:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: সারাদিন দেখি কঠিন কথা বলেন। উনার আবার রসবোধ ও আছে !
৯| ২৮ শে মে, ২০২৫ সকাল ১০:৩৫
অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: ফকরুল গয়েশ্বর ও দুদু সাহেব ছাড়া তালিকাভুক্ত অন্য কজনকে রাজনৈতিক বক্তা বললে আসলে রাজনৈতিক শব্দটি কলঙ্কিত হয়।
২৮ শে মে, ২০২৫ সকাল ১১:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: চরমোনাই পীর লুচ্চা কাকে বলেছেন ? গেস করেন দেখি !
১০| ২৮ শে মে, ২০২৫ সকাল ১০:৫৪
রাসেল বলেছেন: আপনি "হাস্যকর মন্তব্য" হিসাবে অভিহিত করতে পারেন, আমি এগুলো গায়ে মাখি না। আমি মানি-গুনী মানুষ, আমাকে জুতা দিয়ে পিটালেও আমার মান সন্মান যাবে না।
২৮ শে মে, ২০২৫ সকাল ১১:৩৮
সৈয়দ কুতুব বলেছেন: কাউকে ইংগিত করলেন নাকি ?
১১| ২৮ শে মে, ২০২৫ সকাল ১১:২৮
রূপক বিধৌত সাধু বলেছেন: খালেদা জিয়া এবং শেখ হাসিনার অনেক মন্তব্য আছে, এগুলোর চেয়েও বেশি হাস্যকর।
২৮ শে মে, ২০২৫ সকাল ১১:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: তাদের রাজনৈতিক ক্যারিয়ার প্রায় শেষ। যারা আছে তাদের মধ্য থেকে সিলেক্ট করেছি।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০২৫ রাত ৮:১৯
ফেনিক্স বলেছেন:
এগুলো ভাঁড়