নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

দেশে কি সমকামী বিবাহ চালু হবে ?

১২ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:০০


ঢাকার এক কফি শপে বসে আছি। পাশের টেবিলে দুজন তরুণ তর্ক করছে। একজন বলছে, "ভাই, এটা কী ঘটছে দেখেছো কিছু ? একদিকে গান বাজনা বন্ধ, অন্যদিকে সমকামী বিবাহের দাবি?" অপরজন হাসতে হাসতে বলল, "এটাই তো বাংলাদেশ ভাই। এখানে সবকিছুই সম্ভব, শুধু যুক্তি খুঁজে পাওয়া সম্ভব না।"আমি চুপচাপ বসে শুনছিলাম। মনে মনে ভাবছিলাম, এই দেশে বুদ্ধিজ্ঞান সম্পন্ন মানুষ হওয়া আসলেই এক বিরল অভিজ্ঞতা। কারণ যা দেখছি, তাতে মাথা খারাপ না হলে উপায় কী?

প্রথমে আসি তৌহিদি জনতার গান বাজনা বন্ধের মিশনে। রূপগঞ্জে তারা ঘোষণা দিলো, আর কোনো গান বাজবে না। কারণ? মসজিদ আর মাদরাসার পাশে নাকি বখাটেরা গান বাজায়। খুবই যৌক্তিক। এরপর ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণ অনুষ্ঠানে তারা হাজির। পুলিশ বুঝিয়ে শান্ত করল যে সেখানে কোনো অশালীন গান হচ্ছে না। তৌহিদি জনতা চলে গেল। তারপর আবার বায়তুল মোকাররমের সামনে হাজির হয়ে দাবি তুলল, মাওলানা ভাসানী স্টেডিয়াম সরিয়ে ফেলতে হবে। কারণ সেখানে নাকি গান বাজনা আর অশালীন কার্যক্রম হয।এতদিন ভেবেছিলাম স্টেডিয়াম খেলাধুলার জায়গা। কিন্তু না, এটা আসলে মসজিদের পাশে গান বাজনার আখড়া। কী আশ্চর্য!

কফি শপের সেই তরুণ দুজনের একজন এবার মোবাইল থেকে একটা নিউজ পড়ে শোনাল। "দেখো,সাহারা নামের একজন ঢাবির রাজু ভাস্কর্যের সামনে সমকামী বিবাহের জন্য অনশন করছে। দুই-তিনদিন ধরে অনশন চলছে।" অপরজন জিজ্ঞেস করল, "তো তৌহিদি জনতা কই?" প্রথমজন বলল, "এইটাই তো প্রশ্ন। গান বাজনায় এত উত্তেজনা, কিন্তু সমকামী বিবাহের দাবিতে কোনো প্রতিবাদ নাই? এটা কেমন কথা?"

আমি মনে মনে ভাবলাম, আসলেই তো। শেখ হাসিনার আমলে সামিনা লুৎফা সমকামীদের অধিকার নিয়ে কথা বলায় তৌহিদি জনতা এত রেগে গিয়েছিল যে তাকে শিক্ষা কমিটিতে নেওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছিল। কিন্তু এখন? এখন কেউ রাজু ভাস্কর্যের সামনে খোলাখুলি সমকামী বিবাহের দাবি তুলছে, অনশন করছে, আর তৌহিদি জনতা নিশ্চুপ। এটা কি মানে পশ্চিমা বিশ্বের চোখে ধুলো দেওয়ার চিত্রনাট্য? "দেখো, আমরা কত প্রগতিশীল। এখানে সমকামী বিবাহের দাবি উঠছে, এবং কেউ প্রতিবাদ করছে না।"

আরেকটা মজার ব্যাপার হলো, জুলাই আন্দোলনের পর থেকে সরকার এই ধরনের ঘটনাগুলো এড়িয়ে যাচ্ছে। প্রশাসন মৌখিক শাসন করছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। কেন? হয়তো ইন্টারিম সরকার নিজেদের এই ঝামেলায় জড়াতে চায় না। অথবা হয়তো তারা বুঝতে পারছে না কী করবে। একদিকে তৌহিদি জনতার চাপ, অন্যদিকে বিদেশি শক্তির নজরদারি। সরকার যেন দুই আগুনের মাঝখানে পড়ে গেছে।

বিদেশি শক্তির প্রভাব তো দেখাই যাচ্ছে। তারা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে বৈঠক করছে, সরকারের সাথে আলোচনা করছে। সরকার এখন নিজেদের রেপুটেশন নিয়ে বেশ বিব্রত। একদিকে মৌলবাদী শক্তি, অন্যদিকে পশ্চিমা চাপ।কোনটা সামলাবে?কফি শপের সেই দুই তরুণের একজন এবার বলল, "ভাই, আমার মনে হয় এই সাহারার অনশনটা একটা চিত্রনাট্য। সরকার হয়তো বিদেশিদের দেখানোর জন্য এটা করাচ্ছে।" অপরজন বলল, "হতে পারে। কিন্তু এতে লাভ কী? পশ্চিমারা কি এতটাই বোকা যে তারা বুঝবে না?"

আমি আর চুপ থাকতে পারলাম না। বললাম, "ভাই, আমার মনে হয় না পশ্চিমাদের টুপি পড়ানো যাবে। তারা জানে কী হচ্ছে। কিন্তু আসল সমস্যা হলো, আমরা নিজেরাই জানি না আমরা কী চাই। একদিকে বলছি ইসলামী মূল্যবোধ, অন্যদিকে প্রগতিশীলতার নাটক। এই দুইয়ের মাঝে আমরা আটকে আছি।" দুজনই আমার দিকে তাকাল। একজন বলল, "তাহলে সমাধান কী?" আমি হাসলাম। বললাম, "সমাধান? সমাধান হলো সৎ হওয়া। যদি আমরা গান বাজনা বন্ধ করতে চাই, তাহলে সেটা স্পষ্টভাবে বলি। আর যদি আমরা প্রগতিশীল সমাজ চাই, তাহলে সেটাও স্পষ্টভাবে বলি। কিন্তু এই দুই নৌকায় পা দিয়ে চলা বন্ধ করতে হবে।"

এই চিত্রনাট্য দিয়ে হয়তো কিছুদিন চলবে। কিন্তু শেষ পর্যন্ত সত্য বেরিয়ে আসবে। কারণ মিথ্যা দিয়ে বেশিদিন চলা যায় না। আর যদি এই চিত্রনাট্যই আমাদের নতুন পরিচয় হয়ে যায়, তাহলে বলতে হবে আমরা সত্যিই একটা অদ্ভুত জাতি। যারা একই সাথে গান বাজনা বন্ধ করতে চায় এবং সমকামী বিবাহ চালু করতে চায়। কিন্তু দুটোই করে একটা অদ্ভুত নাটক দেখানোর জন্য। কফি শপ থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে লাগলাম। মনে হলো, বাংলাদেশে বুদ্ধিজ্ঞান সম্পন্ন মানুষ হয়ে টিকে থাকা সত্যিই কঠিন। কারণ এখানে যুক্তি খুঁজে পাওয়া যায় না, শুধু অদ্ভুত সব ঘটনা ঘটে। আর আমরা সেগুলো দেখে হয় হাসি, নয়তো কাঁদি। কিন্তু কিছুই করতে পারি না।

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২৫ রাত ১:১৪

কলিমুদ্দি দফাদার বলেছেন:
এনসিপি ক্ষমতায় এলে দেশের শিক্ষাব্যবস্থায় সমকামিতা সহ সমকামী সম্পর্ক LGBTQ বৈধ করে দিবে। দেশের বড় জেলা শহর সহ পর্যটন স্পটে গে ক্লাব চালু হবে। এ বিষয়ে তারা মার্কিন দূতাবাসের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

১২ ই অক্টোবর, ২০২৫ রাত ১:১৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনি এতো চেতি আসেন কেন এনসিপির উপর ? ঠানডা হওন ।

২| ১২ ই অক্টোবর, ২০২৫ রাত ১:২৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:

ইহা হাসি-তামাসা বা কিংবা রাগ-খোভ থেকে বলি নাই। জুলাই আন্দোলন সাধারণ মানুষের অংশগ্রহণ থাকলে ও পরাশক্তির একটা অদৃশ্য হাত ছিল। কোন কিছু এমনি এমনি হয় না; গিভ এন্ড চাওয়া পাওয়া অনেক বিষয় থাকে। এনসিপি দল এমনি এমনি গঠন হয় নাই। LGBTQ কে সামনে আরো আবেগ রং চটা মেখে এমনভাবে উপস্থাপনা করা হবে যে আপনার মনে হবে একে বৈধতা দেওয়া উচিত।

১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:৪২

সৈয়দ কুতুব বলেছেন: ইহা বৈধতা দেওয়া যাইবে না।

৩| ১২ ই অক্টোবর, ২০২৫ রাত ১:২৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: "এটাইতো বাংলাদেশ ভাই। এখানে সবকিছুই সম্ভব, শুধু যুক্তি খুঁজে পাওয়া সম্ভব না।" এক কথায় এত সুন্দর করে বাংলাদেশকে ডিফাইন করলেন! অসাধারণ ভাই!

১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:৪২

সৈয়দ কুতুব বলেছেন: ধন্যবাদ।

৪| ১২ ই অক্টোবর, ২০২৫ রাত ২:০৩

কামাল১৮ বলেছেন: চালু হবে কি,অলিখিত ভাবে চালুতো আছেই।হুজুররা যেটা করছে এটাকে কি বলে।একজন মাদ্রাসার প্রিন্সিপল আছে সে এখন নাস্তিক নিয়মিত লাইভে কথা বলে।সে আবার কোরানে হাফেজ।তার নাম মুফতি মাসুদ।

১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: নাস্তিক হলে আবার মুফতি হয় কি করে? তাকে আমি শুনেছিলাম।

৫| ১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:৪৭

রোবোট বলেছেন: সমকামী বিবাহ চালু হলে কি হবে- মামুনুল হককে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাথে বিবাহ দিয়ে দেয়া হবে?

১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনার দেখি ভয়ংকর চিন্তা! =p~

৬| ১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:৫৯

এ সং অফ আইস এন্‌ড ফায়ার বলেছেন: এল জি বি টি কিউ আই্+ গোষ্ঠী ডিরেক্ট জুলাই আন্দোলনের স্টেক হোল্ডারদের জীবন বাঁচাতে ব্যাপক ভূমিকা রেখেছে। কথায় কথায় যে আন্তর্জাতিক সংস্থার অফিসে আশ্রয় নেবার গল্পটা তারা বলে - ওনাদেরই অফিস ছিল। কিন্তু সাধারণ জনতার মত ওরাও মেটিকুলাস ডিজাইনে ফেঁসেছে। দু একজন উঁচু আসনের সমকামী অধিকারবিদ বেঁচে যাবে। অন্য দেশে এসাইলাম পাবে। সাধারণ মানুষগুলো ইউনুসেক্সুয়াল জঙ্গীদের হাতে মরবে

১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৯

সৈয়দ কুতুব বলেছেন: এলজিবিটি আন্দোলন জাস্ট আইওয়াশ। আওয়ামী লীগ এবং এন্টি আওয়ামী লীগ একে অপরকে জংগী বলছে৷ এতে জংগী শব্দটার গুরুত্ব হারাচ্ছে।

৭| ১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এটা আপাতত হবেনা। না হলেই ভালো।

১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: এটা একটা আইওয়াশ!

৮| ১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


তৌহিদী ( চুতিয়া) জনতা দেশটাকে নরকে পরিণত করে ছাড়বে।

১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ শেখ হাসিনার। তিনি আবাদ করে গেছেন ।

৯| ১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৩

সপ্তম৮৪ বলেছেন: অল লাইভস ম্যাটার

সে যদি কারো ক্ষতি না করে থাকে তাহলে তার দাবি আদায়ের জন্য মাঠে নামতেই পারে।

এতদিন দেশের বিভিন্ন আন্দোলনকে আওয়ামী ট্যাগ মারা হয়েচে। এখন শুরু বিদেশি ট্যাগ।

দুনিয়ায় আড়াইশো কোটি মুসলমান আছে সবাই বেহেস্ত লোভী না।

দুনিয়ায় কোটি কাপল আছে সবাই সন্তান জন্মানোকেই একমাত্র কাজ মনে করে না।

১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৪১

সৈয়দ কুতুব বলেছেন: পাশাপাশি তোহিদি জনতার আনদোলন এবং সমকামি আনদোলন দেখেন । কারো উপর হামলা হইতেসে না। একজন টিচার নাদিয়া ইসলামকে কোথাও চাকুরি করতে দিলো না জনতা । আর এই বেলায় চুপ । এগুলো সাজানো নাটক।

১০| ১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৪০

নতুন বলেছেন: সমকামিতা সমাজে ছিলো, আছে আর থাকবে।

কিতাবে আছে বলেই তাদের মৃত্যুদন্ড দিতে হবে সেটা থেকে সরে আসতে হবে।

সমকামীরা যদি কাউকে হ্যারাস করে সেটা আইনানুযায়ী বিচার করতে হবে।

একজনের সেক্সুচাল পছন্দের উপরে ভিক্তি করে তাকে সাজা দাওয়া ঠিক না।

১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: এগুলো আইওয়াশ । বাংলাদেশে এখন কেউ এসব দাবি করার সাহস না । হামলা হতে পারে। ওড়না না পড়ায় একজন কে বেইজজতি করা হয়েছে । তাই সমকামি আনদোলন কেবল টুপি পড়ানোর জননো করছে ।

১১| ১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৪৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: এগুলো আইওয়াশ । বাংলাদেশে এখন কেউ এসব দাবি করার সাহস না । হামলা হতে পারে। ওড়না না পড়ায় একজন কে বেইজজতি করা হয়েছে । তাই সমকামি আনদোলন কেবল টুপি পড়ানোর জননো করছে ।


রঙ্গে ভরা বঙ্গ দেশ।

ওড়না না পড়ায় একজন কে বেইজজতি করা হয়েছে ।

যেই ফেরাস্তা ওড়ানা না পড়ায় প্রতিবাদ করে হিরো হইছেন তিনি যে একজন নেশা খোর সেটা তার কথাবাত্রায় আচরনা বোঝা যায়। উনি নিজেই এতো কুল ডুড যে হাতের মদ্ধের আঙ্গুল দেখাইতেছে। সোসাল মিডিয়াতে উনার তারিফ করার মতন মানুষের অভাব নাই। :|

১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: এরকম কুল ডুডের পরিমান বেড়ে গিয়েছিলো শেখ হাসিনার আমলে । কিনতু ভয়ে চুপ ছিলো ।এখন তাদের সময় চলছে ।

১২| ১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫০

সপ্তম৮৪ বলেছেন: তৌহিদী জনতা মনে হয় পিনাকী স্যারের নির্দেশের অপেক্ষায় আছে।
স্যার যখন বলবেন সমকামীদের জয়বাংলা করে দিতে হবে তখন তৌহিদী জনতা ঝাপাইয়া পরবে।

১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪৬

সৈয়দ কুতুব বলেছেন: কবে পিনাকি ইনকিলাব সায়েদাবাদ হয়ে যায় সেটা দেখেন ।

১৩| ১২ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৫

নাহল তরকারি বলেছেন: আমি এই জিনিস ভেবে পাই না। ছেলে ছেলে, মেয়ে মেয়ে যৌন মিলন কিভাবে হয়? এগুলো কে কি যৌন মিলন বলে? আমার মতে এগুলা যৌন মিলন এর পযায়ই পড়ে না। বড়জোর এগুলো কে ব্যায়াম বলা যেতে পারে। তাড়াছা ছেলে ছেলে, মেয়ে মেয়ে এমন কর্মকান্ড দেখতে অশালীন।

১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনার শিশুসুলভ মনোভাব আগে থেকে ধারণা না থাকলে কড়া কথা শুনাতাম । আপনার জেনে কি কাজ কিভাবে ছেলে ছেলে, মেয়ে মেয়ে যৌন মিলন হয় ?

আমার মতে এগুলা যৌন মিলন এর পযায়ই পড়ে না। বড়জোর এগুলো কে ব্যায়াম বলা যেতে পারে। আপনি কি এসব ব্যায়াম করে দেখেছেন নাকি ?

মেজাজ খারাপ করে দিয়েছেন ফালতু টাইপ কমেনটস করে ।

১৪| ১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৮

নতুন বলেছেন: নাহল তরকারি বলেছেন: আমি এই জিনিস ভেবে পাই না। ছেলে ছেলে, মেয়ে মেয়ে যৌন মিলন কিভাবে হয়? এগুলো কে কি যৌন মিলন বলে? আমার মতে এগুলা যৌন মিলন এর পযায়ই পড়ে না। বড়জোর এগুলো কে ব্যায়াম বলা যেতে পারে। তাড়াছা ছেলে ছেলে, মেয়ে মেয়ে এমন কর্মকান্ড দেখতে অশালীন।

=p~

১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:০৪

সৈয়দ কুতুব বলেছেন: উনার নামে complain করা উচিত । উনার ভাবনা চিনতা মাদরাসার বলাতকারিদের মতো। X(

১৫| ১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:১১

নতুন বলেছেন: উনি সম্ভবত সহজ সরল মানুষ, োভিডিও টাইপের ওয়েবসাইটে বেশি বিচরন করেন নাই। তাই এই সব কাজ সম্পর্কে বেশি ধারনা নাই, তাই এমন কমেন্ট করে ফেলেছেন।

১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:১৬

সৈয়দ কুতুব বলেছেন: এক্স বিবাহিত মানুষ এসব বুঝেন না বলে মনে হয় না। :-&

১৬| ১২ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নোংরামি বাংলাদেশে খাবেনা, গোপনে অনেকেই করে কিন্তু প্রকাশ্যে কেউ এটা মানবেনা।

১২ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: সব সাজানো নাটক।

১৭| ১২ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৭

বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: সব দোষ শেখ হাসিনার। তিনি আবাদ করে গেছেন ।

আপনি আসলে শেখ হাসিনাকে অনেক ভালবাসতেন, আর শেখ হাসিনার নিকট থেকে অনেক কিছু প্রতাশা করতেন, যাতে দেশের ভালো হয়।

কিন্ত পেয়েছেন উল্টা।

তাই অত গোস্যা করেন।

১২ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: না। বাংলাদেশের কোনো দলকে আমি তেমন পছন্দ করি না।

১৮| ১৩ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: কামাল১৮ বলেছেন: চালু হবে কি,অলিখিত ভাবে চালুতো আছেই।হুজুররা যেটা করছে এটাকে কি বলে।একজন মাদ্রাসার প্রিন্সিপল আছে সে এখন নাস্তিক নিয়মিত লাইভে কথা বলে।সে আবার কোরানে হাফেজ। তার নাম মুফতি মাসুদ।

১৩ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: পাক সার জমিন বাদ ।

১৯| ১৩ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

কামাল১৮ বলেছেন: নাস্তিক হয়ে মুফতি হয় নাই।মুফতি থেকে নাস্তিক কয়েছে।আমিও একজন সংশয়বাদী।কিন্তু কোরান হাদিস কোন মৌলানার থেকে কম জানি না।কোন কিছু জানতেই সমস্যা না।সমস্যা হলো মানা।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:১৩

সৈয়দ কুতুব বলেছেন: ভালো করেছেন না মেনে । মেডেল দিতে হবে আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.