নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ১৭১

০৯ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৬



মানুষ দুনিয়াতে ন্যাংটা আসে।
ধীরে ধীরে বড় হয়। যোগ্যতা দক্ষতা এবং জ্ঞান অর্জন করে। তারপর ইনকাম শুরু করে। সমাজের বহু মানুষ প্রয়োজনের চেয়ে বেশি টাকা ইনকাম করে। কারো কারো নেশা হয়ে যায়, টাকা ইনকাম করার। সে ভালো করেই জানে এত টাকা তার প্রয়োজন নেই। সব টাকা সে শেষ করে মরতে পারবে না। তবু ইনকাম করে যায়। প্রতিটা মানুষের কোনো না কোনো নেশা আছেই। সবচেয়ে ডেঞ্জারাস নেশা টাকার নেশা। দূর্নীতিবাজদের কথা ভাবুন। সীমাহীন টাকা দূর্নীতি করে। তারপরেও থামে না। মানুষ টাকা কোথায় রাখে? ব্যাংকে রাখে। এই সমাজে বহু লোক আছে ব্যাংকে টাকা রাখেন না। সুদের কারণে। ইসলামে সুদ হারাম। আমি একজনকে চিনি উনি নগদ টাকা ঘরে রাখেন। উনার আলমারিতে ৭০ লাখ টাকা ক্যাশ পরে আছে। মানুষের আসল সম্পদ কি? টাকা, জমি, গহনা না জ্ঞান?

এক সময় গ্রাম বাংলার নারীদের শাড়ির আঁচলে টাকা গিট্রু দিয়ে রাখতেন।
আজকাল ঢাকা বা গ্রামের কোনো মা, খালা, চাচী তার শাড়ির আঁচলে গিট দিয়ে টাকা রাখেন না। আমি ছোটবেলা গ্রামে গিয়ে দেখেছি- আমার দাদী, শাড়ির আসলে গিট দিয়ে টাকা রেখে দিতেন। এখন কেউ কেন টাকা শাড়ির আঁচলে রাখেন না? অনেক নারী তার ব্লাউজের ভিতরেও টাকা রাখতেন। আমি নিজে একজনকে দেখেছি টাকা সব সময় ব্লাউজের মধ্যে রেখে দিতেন। মহিলাটা আমাদের এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শাড়ি বিক্রি করতেন। প্রচুর পান খেতেন। উনি টাকার ব্যাগ (পার্টস) সহ ব্লাউজের মধ্যে রেখে দিতেন। এখানে কথা হচ্ছে- যারা শাড়ির আঁচলে গিট দিয়ে টাকা রাখতেন, তারা ব্লাউজের মধ্যে টাকা রাখতেন না। আবার যারা ব্লাউজের মধ্যে টাকা রাখতেন তারা শাড়ির আঁচলে টাকা রাখতেন।

১৯৭১ সাল। ২৫ শে মার্চের রাত!
রাজারবাগ পুলীশ লাইনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ধুম ধুম গোলাগুলির শব্দ! চারিদিকে কালো ধোয়া। পুরো এলাকার মানুষ ভয়ে আতংকে শেষ। আমার নানী ভয়ে কাপছেন! আর নানা রেডিও তে খবর শুনতে চেষ্টা করছেন। আমার মায়ের বয়স তখন সাত। সে কিছুই বুঝতে পারছে না। নানী ব্যবসায়ী মানুষ। তার কাছে নগদ অনেক টাকা আছে অনেক। আছে গহনা। সেগুলো নিয়ে নানী চিন্তিত। চালের ড্রামের মধ্যে নানী সমস্ত টাকা আর গহনা লুকিয়ে রাখলেন। কিছুটা নিশ্চিন্ত হলেন। সম্পদ লুকানো গেলো। এখন আর কেউ খুজে পাবে না। মাকে নিয়ে খাটের নিচে আশ্রয় নিলেন নানী। রাতের খাবার খাটের নিচেই কুপি জ্বালিয়ে খেয়ে নিলেন। নানা লম্বা মানুষ, খাটের নিচে গেলেন না। একটি পরিবার ভয়াবহ রাত পার করলো।

হাদিসে বলা হয়েছে, 'যার সম্পদ কম আখিরাতে তার হিসাব কম'।
আমাদের নবীজির কোনো সম্পদ ছিলো না। অর্থ্যাত নগদ টাকা, গহনা বা জমি। কিছুই ছিলো না। একজন বিশ্বনেতার কোনো সম্পদ ছিলো না। নবীজি সব বিলিয়ে দিতেন। দুনিয়ার কোনো সম্পদের প্রতি নবীজির কোনো মোহ ছিলো না। অথচ এই দুনিয়ার মানুষ শুধু 'টাকা' 'টাকা' করে। আরেহ ভাই টাকা নিয়ে, কি কবরে যাবি? সুন্দর ভাবে বেচে থাকার জন্য আহামরি কোনো টাকা লাগে না। একজন মানুষের খরচ আর কত টাকা! আমার দুনিয়ার কোনো কিছুর প্রতি লোভ হয় না। জমি, গহনা, ফ্লাট আর ব্যাংকে অনেক টাকা এসব আমি করতে চাই না। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। প্রতিমাসে যা ইনকাম করি তা দিয়ে আমার হয়ে যায়। কারো কাছে হাত পাততে হয় না। যাদের বেশি সম্পদ আছে, তারা অহংকারী হয়।



মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম।

২| ০৯ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩

পুরানমানব বলেছেন: লেখা পড়িয়া আওয়ামী লুটেরাদের কথা মনে পড়িয়া যাইতেছে। কি বাস্তব কথাগুলান লিখিয়াছেন।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: হুমমম!! হুমমম!!

৪| ০৯ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪

নতুন বলেছেন: দুনিয়ার মানুষ শুধু 'টাকা' 'টাকা' করে। আরেহ ভাই টাকা নিয়ে, কি কবরে যাবি? সুন্দর ভাবে বেচে থাকার জন্য আহামরি কোনো টাকা লাগে না। একজন মানুষের খরচ আর কত টাকা! আমার দুনিয়ার কোনো কিছুর প্রতি লোভ হয় না। জমি, গহনা, ফ্লাট আর ব্যাংকে অনেক টাকা এসব আমি করতে চাই না। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। প্রতিমাসে যা ইনকাম করি তা দিয়ে আমার হয়ে যায়। কারো কাছে হাত পাততে হয় না। যাদের বেশি সম্পদ আছে, তারা অহংকারী হয়।

রানু ভাই আপনার যেহেতু টাকা পয়সা দরকার নাই। আমাকে, সৈয়দ কুতুব আর পুরানমানব ভাইকে ১০ লক্ষ কইরা ৩০ লক্ষ টাকা দিয়ে দিন।

আপনারও ঝামেলা কমলো, আখেরাতে হিসাব ও কম দিতে হইলো।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫

নতুন বলেছেন: জ্যাক স্মিথ বলেছেন: হুমমম!! হুমমম!!

জ্যাক স্মিথ ভাইকেও ১০ লক্ষ টাকা দিয়েন প্লিজ।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৯

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার লেখা পড়ে ভালো লাগলো

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার ইনকাম কেমন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.