| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ কুতুব
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
মহান ধর্মপ্রচারক মুফতি সাহেব একদিন সকালে ঘুম থেকে উঠে ভাবলেন, আজ একটা কিছু করা দরকার। সাধারণ মানুষ তো আর সকালে হাঁটতে বের হয় না, কিন্তু উনি বের হলেন। ষোল বছর ধরে একই মসজিদে খতিবের দায়িত্ব পালন করছেন, মুয়াজ্জিন সাক্ষ্য দিচ্ছেন মাত্র দুই-তিনবার সকালে হাঁটতে দেখেছেন, কিন্তু সেদিন হঠাৎ প্রাতঃভ্রমণের এমন তীব্র ইচ্ছা জাগলো যে থামানো গেল না। ভাগ্যিস সিসিটিভি ক্যামেরা আগে থেকেই বসানো ছিল, নইলে এই ঐতিহাসিক মুহূর্ত ধরা পড়তো না।
সাতটা ক্যামেরা তাকে একা হাঁটতে দেখলো। একটা অ্যাম্বুলেন্স দেখলো না। চার-পাঁচজন অপহরণকারী দেখলো না। কিন্তু ক্যামেরার তো চোখ নেই, মানুষের মতো দেখার ক্ষমতা নেই। ক্যামেরা কি বুঝবে যে একজন মহান খতিবকে অদৃশ্য শক্তি দিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে? ক্যামেরা তো শুধু যা দেখে তাই রেকর্ড করে, কল্পনা করতে পারে না।
মুফতি সাহেব দাবি করলেন কাচের বোতলে পানি ভরে তাকে পেটানো হয়েছে। সিভিল সার্জন অবশ্য কোনো আঘাতের চিহ্ন দেখতে পেলেন না, কিন্তু উনি তো ডাক্তার, ভেতরের ব্যথা বোঝার ক্ষমতা তার নেই। দাড়ি কেটে দেওয়ার কথা বললেন, কিন্তু সামান্য একটু কাটা। অপহরণকারীরা নিশ্চয়ই খুব ভদ্র ছিল, ভাবলো পুরো দাড়ি কাটলে হুজুরের কষ্ট হবে, তাই সামান্য কেটে ছেড়ে দিলো। কি দয়ালু অপহরণকারী!
চিঠির ব্যাপারটা আরো মজার। এগারোটা চিঠি নাকি আগে পেয়েছেন, কিন্তু কাউকে দেখাননি। মুয়াজ্জিন বলছেন শেষ দুটো ছাড়া আর কোনো চিঠি তিনি দেখেননি। এগারো মাস ধরে চিঠি আসছে, কিন্তু শুধু শেষের দুটো সবাইকে দেখানো হলো। বাকি চিঠিগুলো নিশ্চয়ই খুব ব্যক্তিগত ছিল, তাই লুকিয়ে রেখেছিলেন। চিঠিতে "আধিকারিক" শব্দ লেখা, যা নাকি প্রমাণ করে ভারত থেকে এসেছে। কারণ বাংলাদেশে তো কেউ ভুল বানান লেখে না।
মসজিদের পেছনের জানালা দিয়ে চিঠি ফেলার ঘটনাটাও চমৎকার। সামনে সিসিটিভি আছে জেনেও কেউ পেছন দিয়ে চিঠি দিতে আসবে। সেদিন বিকেল পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত মসজিদের এসি মেরামতের লোক ছিল, দোকানদার সারাক্ষণ বসে ছিল, কিন্তু কেউ কাউকে দেয়াল টপকাতে দেখেনি। চিঠি নিশ্চয়ই আকাশ থেকে উড়ে এসে জানালা দিয়ে ঢুকেছে।
পঞ্চগড় পর্যন্ত যাত্রাটা আরো রোমাঞ্চকর। টানা একদিন একরাত গাড়িতে চোখ বাঁধা অবস্থায়, নির্যাতন চলছে, কিন্তু মোবাইল ফোন দুপুর বারোটা পর্যন্ত চালু ছিল। অপহরণকারীরা নিশ্চয়ই ভুলে গিয়েছিল ফোন বন্ধ করতে। তারপর পঞ্চগড়ে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রেখে গেল। শিকল এমনভাবে লাগানো ছিল যে নিজেই খুলতে পারতেন, কিন্তু নাটকীয়তার খাতিরে স্থানীয়দের ডাকার জন্য অপেক্ষা করলেন।
পঞ্চগড় থেকে ফিরে এসে সেদিনই জুমার নামাজে খুতবা দিলেন। এত কষ্ট, এত নির্যাতন, কিন্তু খুতবা তো মিস করা যায় না। পরদিন অবশ্য হাসপাতালে ভর্তি হতে হলো, নিশ্চয়ই আগের দিনের খুতবার ক্লান্তিতে। সিআইডি জিজ্ঞাসাবাদ করার পর হঠাৎ শরীর খারাপ হয়ে গেল, কাকতালীয় ঘটনা বলতে হবে। পুলিশ এখন বলছে উনি নিজেই সব সাজিয়েছেন। যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে। যে মানুষটা "ইসলামের খিদমত" করার কথা বলতেন, তিনি নিজেই ইসলামের নাম ব্যবহার করে মিথ্যা নাটক সাজালেন। এর চেয়ে বড় বিড়ম্বনা আর কী হতে পারে?
এই নাটক করে কী লাভ হলো? ইসকন নিষিদ্ধ হলো না, বরং মুফতি সাহেব নিজেই সন্দেহের মুখে পড়লেন। যারা প্রকৃত নির্যাতনের শিকার হন, তাদের কথা এখন কেউ বিশ্বাস করবে না। সাম্প্রদায়িক উত্তেজনা বাড়লো। আইনশৃঙ্খলা বাহিনীর সময় নষ্ট হলো। সব মিলিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই নাটক সাজানো হয়েছিল, তার বিপরীত ফল হলো। ইসকন নিষিদ্ধ করতে হলে আইনি পথে, যুক্তি-প্রমাণ দিয়ে করা উচিত। অপহরণ নাটক সাজানোর দরকার নেই। কারণ এই যুগে নাটক করা সহজ, কিন্তু ধরা পড়াটা আরো সহজ। মুফতি সাহেব তা বুঝতে পারেননি, এখন তার মূল্য দিতে হচ্ছে। বড়ো মিডিয়া হাউজগুলোর এই বিষয়ে অনুসন্ধান শুরু করা জরুরি ।
দেশকাল নিউজ ডটকম- মুফতি মুহিব্বুল্লাহ কি সত্যিই অপহৃত হয়েছিলেন?
২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:০৪
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা জংগিবাদ দমনের নামে বাঙালির সাথে ধোকাবাজি করেছেন । উনার দলের প্রতি পাচজন মেমবারের মাঝে একজন গোপন একটি দলের লোক । আওয়ামি লিগ-জামাত ভাই ভাই ।
২|
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৪৭
dupur১২৩ বলেছেন: জটিল লেখা হয়েছে।
ভোটার আগে আরো নাটক হবে , ওই সব নাটক নিয়েও লেখা চাই।
২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:০৫
সৈয়দ কুতুব বলেছেন: এসব চিপ নাটকের আড়ালে বড়ো কতো ঘটনা ঘটে যায় ।
৩|
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৪৯
dupur১২৩ বলেছেন: @ক্লোন রাফা ভাইজান কি BAL পার্টির লোক নাকি ? BAL ( ইহা কোনো গালি না )
২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:০৬
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার সোলজার তিনি ।
৪|
২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:০৮
জেনারেশন একাত্তর বলেছেন:
এরা মানুষকে নামাজ পড়ায়!
ইসলাম মানুষকে বেদুইনদের মতো মিথ্যউকে পরিণত করে।
২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:১২
সৈয়দ কুতুব বলেছেন: ইসলাম কি বলেছে নাকি এসব করতে ? মানুষের নিজের কিছু কুটনামি থাকে । ইসলামে ঘুরিয়ে পেচিয়ে কোনো কাজের কথা বলা নেই ।
৫|
২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:১৪
ক্লোন রাফা বলেছেন: আপনার এই কথাটার সাথে একমত। জামাত/শিবির আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার সবকিছুই করেছে। হেলমেট বাহিনী আর গুপ্ত শিবির সফল। তবে এর কনসিকোয়েন্স কতটা কঠিন হবে সেটা ভবিষ্যতে টের পাবে ঐ দেশের আবর্জনাগুলো।
বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী মিশন “ক্লিন আবর্জনা “ আমরা ,আওয়ামিলীগের যারা দল বেচে লুটপাট করেছে তাদের লিস্ট করতেছি।
২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:১৮
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামি লিগ -জামাত ভাই ভাই ।
৬|
২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:২৯
জেনারেশন একাত্তর বলেছেন:
ইসলামে সব সুন্দরভাবে লেখা হয়েছে, যা আরবে ছিলো না; পুরোটাই রূপকথা।
ষব ধর্মের বড় মিথ্যা হলো, ধর্ম প্রচারকেরা সৃষ্টিকর্তা ইহা পেয়েছেস
২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১২:৪০
সৈয়দ কুতুব বলেছেন: ইসলামকে ভালোভাবে জানুন ,বুঝুন । ইসলাম এসেছে দুনিয়াকে আলোকিত করতে ।
৭|
২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ১:৪৯
জেনারেশন একাত্তর বলেছেন:
বাংলাদেশ, পাকিস্তান, ইয়েমেন, সিরোয়া, লেবানন, মিশর, সুদান, সবই আলোকিত।
২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: হক মাওলা ।
৮|
২৮ শে অক্টোবর, ২০২৫ ভোর ৬:৫১
মাথা পাগলা বলেছেন: এদের বর্তমান গুরু ইউনুস সাহেব। প্রায়ই বলে ইউনুস স্যারকে আরও ৫ বছর দেখতে চায়।
জেনারেশন একাত্তর বলেছেন: বাংলাদেশ, পাকিস্তান, ইয়েমেন, সিরোয়া, লেবানন, মিশর, সুদান, সবই আলোকিত।
সবই তো দেখি মুসলিম-ফকির দেশ আর প্রত্যেকটা দেশই নরকে পরিনত হয়েছে। হাতে গোনা কয়েকটা দেশ আছে যেগুলা খনিজ সম্পদ দিয়ে বড়লোক, মেধা দিয়ে বড় হতে পারেনি।
@কুতুব সমস্যা কি ধর্মের নাকি হাসিনার দোষ?
২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: ইউনুস সাহেব মেসিয়াহ্ র মতো বাংলাদেশ কে রক্ষা করতে এসেছেন।
৯|
২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: জঘণ্য
২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:২৯
সৈয়দ কুতুব বলেছেন: এদের কি সাজা হবে সেটা নিয়ে লিখুন ।
১০|
২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৭
আমি নই বলেছেন: ইসকন সহ ধর্ব-বর্ণ নির্বিশেষে সকল উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষনা করা উচিৎ।
২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩০
সৈয়দ কুতুব বলেছেন: আপনার দাবি আপনি জানাতে পারেন কিনতু নাটক করে কোনো দলকে ban করতে চাইলে হাসি তামাশার খোরাক হবেন।
১১|
২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:২০
মাথা পাগলা বলেছেন: @লেখক
নিজের প্রতিষ্টানে কর মওকুফ, নিজের নতুন কোম্পানীর ফ্রি লাইসেন্স পাওয়ানো, ক্ষমতায় আসার পর মামলা না লড়ে মামলা থেকে নিজের নাম কাটানো আর সন্ত্রাস পুনর্বাসনে জংগীদের রক্ষা করতে মেসিয়াহ হয়ে বাংলাদেশে এসেছেন।
সুদ কারবারির ঘনিষ্ঠ এনজিও ব্যাংক ঠিকঠাক চলছে, কিন্তু অন্য ব্যাংকগুলোর অবস্থা টালমাটাল; জুলাইয়ের পর থেকে কর্মকর্তারা ভয়ে চাকরি ছাড়ছেন আর গ্রাহকের টাকা আটকে যাচ্ছে।
জিডিপি ৭ থেকে ৩, আইএমএফ টাকা দিচ্ছে না, গার্মেন্টসের ২০~৩০% অর্ডার ভারতে, প্রায় ৩০০ প্রতিষ্ঠান বন্ধ - ঢাকার বাইরে অনেকে অভাবে না খেয়ে আছে, সরকারি সহায়তা থেমে আছে, উন্নয়ন খাতে কোন খরচ নাই।
~ নোবেল মেসিয়াহ ফ্যাসিজমের ম্যাজিক
২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩১
সৈয়দ কুতুব বলেছেন: ফিউচার মহাসচিব জাতিসংঘের তিনি। হুশ করে কথা কয়েন ।
১২|
২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:২৪
মাথা পাগলা বলেছেন: আমি নই বলেছেন: ইসকন সহ ধর্ব-বর্ণ নির্বিশেষে সকল উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষনা করা উচিৎ।
ইস্কন তো সন্ত্রাসী গ্রুপ না, যে নিষিদ্ধ করবেন। আমেরিকা-পাকিস্তান পৃথিবীর সব জায়গায় ইস্কন আছে। উল্টা বাংলাদেশেকে বেশির ভাগ দেশই এখন ভিসা দিতে চায় না।
~ নোবেল ফ্যাসিজমের ম্যাজিক
২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ ইউনুস সাহেবের নয় । ২০২০ সাল থেকে ইলিগাল ভাবে লোক বিদেশে যাওয়ার পরিমাণ বেড়ে গেছে । এর মাঝে কেউ কেউ পাকি টেরর দলে ২০২২/২০২৩ সালে যোগ দিয়েছে । আবার কেউবা রাশিয়া ওয়ারে গিয়েছে । এসব কিছুই বহুদিন আগে থেকে ঘটছে । খালি এক তরফা কথা বললে problem solve হবে না ।
১৩|
২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৬
রাজীব নুর বলেছেন: নাটক করছে এবং করাচ্ছে জামাত।
এরা ক্ষমতায় এলো বলে। ১৭ বছরের পরিশ্রম জামাতের সফলতা পেলো।
২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: পাক সার জমিন বাদ ।
১৪|
২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪৮
আমি নই বলেছেন: মাথা পাগলা বলেছেন:
ইস্কন তো সন্ত্রাসী গ্রুপ না, যে নিষিদ্ধ করবেন। আমেরিকা-পাকিস্তান পৃথিবীর সব জায়গায় ইস্কন আছে। উল্টা বাংলাদেশেকে বেশির ভাগ দেশই এখন ভিসা দিতে চায় না।
বাংলাদেশের যে এলাকায় ইস্কন মন্দির আছে একমাত্র তারাই বলতে পারবে তারা কেমন। শত শত বছর ধরে পাশা-পাশি মসজিদ-মন্দির থাকলেও সমস্যা হয় নাই, কিন্তু একটা ইস্কন মন্দির হওয়ার পর সেই এলাকায় ঝামেলা হয় নাই এমনটা খুজে পাওয়া দুষ্কর।
লেখক বলেছেন: আপনার দাবি আপনি জানাতে পারেন কিনতু নাটক করে কোনো দলকে ban করতে চাইলে হাসি তামাশার খোরাক হবেন।
তদন্ত সাপেক্ষে এই ব্যাটার বিরোদ্ধে সর্বোচ্চ শাস্তিমুলক ব্যাবস্থা নেয়া দরকার, কারন এই ব্যাটার কারনে ইসকনের বিরোদ্ধে থাকা অনেক ভ্যালিড অভিযোগও দুর্বল হয়ে যাবে।
২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনার কথা বুঝতে পেরেছি।
১৫|
২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৪
গেছো দাদা বলেছেন: এসব নাটক আরো দেখার জন্য তৈরী থাকতে হবে আমাদের।
২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৬
সৈয়দ কুতুব বলেছেন: সে কারণে একদল গুহাবাসি চায় মিডিয়া , ইনটারনেট না থাকুক। তাদের নাটক ধরা পড়ে যাবে ।
১৬|
২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৩৮
মাথা পাগলা বলেছেন: আমি নই বলেছেন বাংলাদেশের যে এলাকায় ইস্কন মন্দির আছে একমাত্র তারাই বলতে পারবে তারা কেমন। শত শত বছর ধরে পাশা-পাশি মসজিদ-মন্দির থাকলেও সমস্যা হয় নাই, কিন্তু একটা ইস্কন মন্দির হওয়ার পর সেই এলাকায় ঝামেলা হয় নাই এমনটা খুজে পাওয়া দুষ্কর।
পাকিস্তানের মতো দেশে ইস্কন নিয়ে কোন গ্যাঞ্জাম নাই শুধু বাংলাদেশের এই মুফতি সাহেবের মতো বাংগুদের যত সমস্যা, সব সময় ইস্কন আতঙ্কে থাকে। আর এই আতঙ্ক, হাসিনা দেশ থেকে পলায়নের পর শুরু হয়েছে। গত বছর ইস্কন ব্যানের দাবিতে করা মামলা, আদালত খারিজ করে দিয়েছে।
লেখক বলেছেন: ফিউচার মহাসচিব জাতিসংঘের তিনি। হুশ করে কথা কয়েন ।
তাই বলে তার সমালোচনা করা যাবে না? হুশ করেই তো কথা বলেছি, বানিয়ে কিছু বলেছি কি?
ইউনুসের আমলে মিডিয়া হাউজগুলা সবচেয়ে বেশী আতঙ্কে থাকে কখন না আবার প্রেশার পার্টি পাঠিয়ে দেয়। নিউজ ছাপিয়ে আবার ভয়ে পেজ থেকে রিমুভ করতে বাধ্য হয়, নিজে দেখেছি।
১৭|
২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৯
নতুন বলেছেন: সাতটা ক্যামেরা তাকে একা হাঁটতে দেখলো। একটা অ্যাম্বুলেন্স দেখলো না। চার-পাঁচজন অপহরণকারী দেখলো না। কিন্তু ক্যামেরার তো চোখ নেই, মানুষের মতো দেখার ক্ষমতা নেই। ক্যামেরা কি বুঝবে যে একজন মহান খতিবকে অদৃশ্য শক্তি দিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে? ক্যামেরা তো শুধু যা দেখে তাই রেকর্ড করে, কল্পনা করতে পারে না।
এটা দুস্টু জীনের কাজ। আপনারা এইসব বুঝতে পারবেননা। ![]()
১৮|
২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪৪
আমি নই বলেছেন: মাথা পাগলা বলেছেন:
পাকিস্তানের মতো দেশে ইস্কন নিয়ে কোন গ্যাঞ্জাম নাই শুধু বাংলাদেশের এই মুফতি সাহেবের মতো বাংগুদের যত সমস্যা, সব সময় ইস্কন আতঙ্কে থাকে। আর এই আতঙ্ক, হাসিনা দেশ থেকে পলায়নের পর শুরু হয়েছে। গত বছর ইস্কন ব্যানের দাবিতে করা মামলা, আদালত খারিজ করে দিয়েছে।
জনাব কোন দেশে ইস্কন আছে কোন দেশে নাই এটা নিয়ে আমি জানতে আগ্রহি না। আমেরিকা বা পাকিস্তানে ইস্কন সমাবেশ করে নিজ রাষ্ট্রের বিরোদ্ধে প্রচারোনা করেছিল কি? বা গ্রেফতারের প্রতিবাদের নামে মানুষ হত্যা করেছিল? করতে বলেন তারপর দ্যাখেন আমেরিকা বা পাকিস্তান কি করে। সাধারন হিন্দুরাওতো ওদের দেখতে পারেনা।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:৪৪
ক্লোন রাফা বলেছেন: আপনার বন্ধুদের মাথা থেকে এমন প্ল্যান বেরিয়েছে। এটাই এখন পুরো বাংলাদেশের বস্তবতা। ঐদিকে আবার দেখলাম স্কুলে জামাত ভোটের প্রচারনা করতে গেলে স্কুলের ছাত্ররা প্রতিবাদ করে বের করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শিবির আর জঙ্গিরা মিলে স্কুলের ছাত্রদের রড দিয়ে পিটিয়েছে।
দেশের দফা রফা করে ছারখার করছেন আপনারা।