নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় ‘দোষ স্বীকার’ হাসিনার ?

০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:১৮


জুলাই-আগস্ট অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় ‘দোষ স্বীকার করেছেন’ পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটি দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। ‘রাজনৈতিক নেতৃত্বও দায়ী’, বাংলাদেশ ছাত্র আন্দোলনপর্বে হত্যাকাণ্ডের জন্য প্রথম বার ‘দোষ স্বীকার’ করলেন হাসিনা- শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, গণবিক্ষোভের জেরে ক্ষমতা হারানোর ১৫ মাস পর প্রথম বার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দায় এড়িয়েছিলেন তিনি। কিন্তু এ বার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বহু মানুষের প্রাণহানির ঘটনায় কার্যত দোষ স্বীকার করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

গত বছরের ৫ আগস্ট ঢাকা ছেড়ে দিল্লিতে চলে যান হাসিনা। সেই থেকে ভারতেই ‘অজ্ঞাতবাসে’ রয়েছেন তিনি। সেখান থেকেই চলতি সপ্তাহের ইমেলে তিন সংবাদমাধ্যম- রয়টার্স, এএফপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্টকে প্রথম সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। সেখানে গত বছরের জুলাই-অগস্টের আন্দোলনপর্বে বিপুল প্রাণহানির দায় চাপিয়েছিলেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের কাঁধে। নাম না করে অভিযোগের আঙুল তুলেছিলেন ‘বিদেশি চক্রান্ত’ এবং আন্দোলনকারীদের একাংশের দিকেও।

কিন্তু বৃহস্পতিবার সুর বদলে রাজনৈতিক নেতৃত্বের দোষের কথাও কবুল করেছেন হাসিনা। তাকে প্রশ্ন করা হয়েছিল, তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে, আপনি কি রাষ্ট্র কর্তৃক সংঘটিত হিংসার জন্য দায় স্বীকার করেন? জবাবে তিনি বলেন, দেশের নেত্রী হিসেবে, আমি চূড়ান্ত ভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করি। হত্যাকাণ্ডের জন্য আইনরক্ষক বাহিনীকে নিশানা করে তিনি বলেন, আমি নিরাপত্তা বাহিনীকে পদক্ষেপের নির্দেশ দিয়েছিলাম, এই অভিযোগ মৌলিক ভাবে ভুল। প্রাণহানি বা আইনশৃঙ্খলার আরও অবনতির উদ্দেশ্যেই পরিকল্পিত ভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, জাতিসংঘের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ১৪০০ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে।


মানবজমিন ডেস্ক ।

মন্তব্য ৩৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: জন সমর্থন বাড়ানোর জন্য যা যা করা দরকার সবই করবেন সাবেক প্রধানমন্ত্রী।

০৭ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৪০

সৈয়দ কুতুব বলেছেন: লাভ হবে কি ? উনার status এখন হাওয়া ভবনের ডাকাতদের মতো । ;)

২| ০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৪৩

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনি যা লেখেন, উহা বুঝে লেখেন, নাকি প্রশ্নফাঁস জেনারেশন'এর পোষ্ট?

আপনি বললেন যে, তিনি অপরাধ স্বীকার করেছেন! এরপর বলছেন যে, তিনি বলেছেন, " প্রানহানি বা আইন শৃংখলার আরো অবনতির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবেই হত্যাকান্ড চালানো হয়েছিলো।"

শেষ বাক্য কি অপরাধ স্বীকার, নাকি অণয়েরা কিভাবে পরিকল্পিতভাবে হতয়াকান্ড চালায়েছে, তার উল্লেখ?

০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১:২৬

সৈয়দ কুতুব বলেছেন: লেখার শিরোনামে প্রশ্নবোধক চিহ্ন দেখেন নাই?

আমি তো জাস্ট শেয়ার করলাম; মতামত দিবেন পাঠকেরা।

৩| ০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:৫৫

মাথা পাগলা বলেছেন: জুলাই বিপ্লবের প্রথম ১~২ দিন কিছু ছাত্র মারা গিয়েছিল যেটা পুলিশ আরও সতর্কভাবে হ্যান্ডেল করতে পারতো। পরে যা যা হয়েছে পুরোটাই আম্রিকার ম্যাটিক্যুলাস প্ল্যান। জনগন বুঝে না বুঝে জঙ্গিদের সহায়তা করেছে। লীগের বর্তমান স্ট্যান্ড - বাংলাদেশে অবৈধ রাজাকার সরকার ক্ষমতায় আছে, এই অবৈধ সরকার কি বললো না বললো তাদের কিছুই আসা যায় না।

আনন্দবাজার, মানবজমিন পত্রিকার লিংকটা সংযুক্ত করতে পারলে ভালো ছিলো।

০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১:২৪

সৈয়দ কুতুব বলেছেন: মাথা ঠান্ডা করুন। হোটেল ওয়েস্টিনে গিয়ে হাসের মাংস খান।

৪| ০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৫২

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি যা লিখছেন, সেটা হতে হবে আপনার ভাবনা; আপনি জরীপ চালাননি।

০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: আচ্ছা।

৫| ০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৫৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: মাথা পাগলা বলেছেন: জুলাই বিপ্লবের প্রথম ১~২ দিন কিছু ছাত্র মারা গিয়েছিল যেটা পুলিশ আরও সতর্কভাবে হ্যান্ডেল করতে পারতো। পরে যা যা হয়েছে পুরোটাই আম্রিকার ম্যাটিক্যুলাস প্ল্যান। জনগন বুঝে না বুঝে জঙ্গিদের সহায়তা করেছে।

মাথা পাগলার বক্তব্যটি একটু রিভার্স করি দেখি শুনতে কেমন লাগে? মহান মুক্তিযুদ্ধের প্রথম ১~২ দিন কিছু মানুষ, বুদ্ধিজীবী মারা গিয়েছিল যেটা পাকি আর্মি আরও সতর্কভাবে হ্যান্ডেল করতে পারতো। পরে যা যা হয়েছে পুরোটাই ভারত আর ইন্দিরা গান্ধীর ম্যাটিক্যুলাস প্ল্যান। জনগন বুঝে না বুঝে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে।

বহিঃশক্তি হস্তক্ষেপ করা মানে কি খারাপ? এসব ম্যাটিক্যুলাস প্ল্যানের কথা বলে কি পাকি শাসক আর হাসিনার কুকর্ম গুলো ডাকতে পারবেন?

০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: মাথা পাগলা কে জিজ্ঞাসা করেন শেখ হাসিনা কেন কোটা পুনরায় বহাল করতে চাইলেন সেটা কিন্তু বলবেন না। আমার যতদূূর মনে পড়ে মাহফুজ গং এর একটা মেসেজ নেটে ভাসছিলো। এই বার শেখ হাসিনা সরকার পড়বে না। ২০২৬ সালের শেষ দিকে আবার ট্রায় করা লাগবে।

নাড়া দিতেই পড়ে গেল।

৬| ০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ২:২২

জেনারেশন একাত্তর বলেছেন:



@কলিমুদ্দি দফাদার ,

মুক্তিযুদ্ধ সম্পর্কে ইডিয়টদের ধারণা ও রাজকারদের ধারণা ঘুরেফিরে একই রকম। আপনি থাই বিয়ার ও ৫ ডলারের থাই মেয়েদের ভালোবাসা কেনার লোক; আপনার আধা-রাজাকারী মগজে মুক্তিযুদ্ধ অপরিস্কার থেকে যাবে সব সময়।

০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনি উনার মগজ পরিস্কার করে দিন ।

৭| ০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ৩:০০

কলিমুদ্দি দফাদার বলেছেন:
@জেনারেশন বাকশাল:

আপনাকে অভিনন্দন! আপনি ৭১ এর যোদ্ধা দেশ ছেড়ে আরো আগেই পালিয়েছেন; এখন নিউইয়র্ক ২০ ডলারের মুরগির খুপড়ি হোস্টেলে বাস করে আমেরিকান ভাতায় সংসার চালাচ্ছেন। সোস্যালিষ্ট চিন্তা-ভাবনা লালন করে ক্যাপিটালষ্ট ডলারের কাছে বিক্রি হয়েছেন। ব্লগে এমন আত্মস্বীকৃত টাউটের অভাব নেই....

০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: এভাবে বলিয়েন না । তিনি বড়োলোক্স ।

৮| ০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ৩:৩৭

মাথা পাগলা বলেছেন: @দফাদার

আপনার রিভার্স ভাবনা শুনে হাসিনার দিক থেকে তিনিও বলতে পারেন, তার মনে হয়েছে জঙ্গিরা দেশে ক্যাওস লাগাচ্ছে তাই গুলির নির্দেশ দিয়েছে। রিভার্স চিন্তা-ভাবনা সব দিক থেইকাই দেওন যায়। আপা বিগত ১৫ বছরে যদি বলে রাজাকার-দেশদ্রোহীদের বিচার-ব্যবস্থায় বিচার সম্ভব না, লুপ হোল আছে তাই নিজ বিবেচনায় বিচার করেছেন। এগুলা আমি সমর্থন করি না কিন্তু চাইলে তিনি নিজেকে এইভাবে জাস্টিফাই করতে পারেন।

আপনার রিভার্স ভাবনা ঠিক আছে, কিন্তু আপনি অন্য দিক ভেবে বলছেন, আমার পয়েন্টটা আরেক জায়গায়। আমি হাসিনার কোন কুকর্ম ঢাকতে চাই নাই। বাংলাদেশে ষড়যন্ত্র বা জোরজুলুম ছাড়া কোনো শাসককে নামানো যায়নি, মুজিবকেও সড়ানো যেতো না।
বহিঃশক্তির হস্তক্ষেপ খারাপ না যদি সেটা দেশের ভালোর জন্য হয়। দিনশেষে জনগন নিজের ভালো চায়, বহিঃশক্তির হস্তক্ষেপে মানুষ যদি শান্তি পায়, সাপোর্ট অটোমেটিক দিবে।

আজকে জঙ্গি প্রসঙ্গ তো আসতোই না যদি সো কলড বিপ্লবীদের কাজ ঠিক থাকতো। জুলাই বিপ্লবে যতো মানুষ মারা গেছে, পরে তার ১০ গুণ বা বেশি মানুষ মারা গেছে বিগত এক বছরে। হাসিনা পলায়নের পর তো সবাই ভেবেছিলো এটলিস্ট ১~২ বছর শান্তিতে থাকা যাবে। দেশে চোর-বাটপার খুনি থাকবে না জেলগুলো বন্ধ করে দিতে হবে। তা কি হয়েছে? মুখে অনেক দেশপ্রেম কিন্তু কাজে অন্য, বিগত এক বছরে উপদেষ্টাদের কার্যকলাপ দেশবিরোধী এবং মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে সরাসরি বা পরোক্ষভাবে মদত দিচ্ছে। ভালো-মন্দ সবই থাকবে কিন্তু বর্তমান সরকারের উগ্রবাদ ছাড়া, একটা পজিটিভ কাজও আপনি দেখাইতে পারবেন না।

আমি পার্টিক্যুলারলি তাদের অপকর্মের কথা বলতে চেয়েছি। তাদের অপকর্মের কথা বলতে চাইলে অটোমেটিক হাসিনার প্রশংসা কিছুটা হলেও চলে আসবে। হাসিনার অপকর্মের জন্যই আজকে দেশের এই অবস্থা, দেশ পাকিস্তান-আম্রিকার কলোনি হবার পথে। হাসিনার আলাদা করে কোন প্রশংসা করার ইচ্ছা আমার ছিল না। আবার ইউনুস সরকারেরও প্রশংসা করতে পারছি না।

"বহিঃশক্তি হস্তক্ষেপ" চিন্তা-ভাবনা থেকে বর্তমান পরিস্থিতির বিবেচনায় ব্লগার এস.এম. আজাদ রহমান, রাবব১৯৭১ -রা এসে "আমেরিকা-পাকিস্তান" কলোনি না হইতে দেবার জন্য আপার নেতৃত্বে "লগি-বৈঠা" সমন্বয় করার চিন্তা-ভাবনা জাস্টিফাই করাইতে পারে।

বিগত ১ বছরে দেশে হাসিনার ছায়া নাই, বর্তমান সরকারের কাজ আলোচনা না করে যেভাবে মানুষ হাসিনা নিয়ে আছে মনে হয়ে কালকেই হাসিনা চলে আসবে, ঠেকানোর জন্য যেমন বিরোধীতা করছে আবার আসার স্বপক্ষেও মানুষ দাঁড়িয়ে যাচ্ছে।

০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা জংগিদের লালন পালন করেছেন । সব জায়গায় ডান দের জয়জয়কার ।

৯| ০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৭:৩৩

নতুন নকিব বলেছেন:



জেনারেশন একাত্তর যে একজন চিহ্নিত রাজাকার ছিল তা তার আচরণেই স্পষ্ট।

০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:৫০

সৈয়দ কুতুব বলেছেন: আপনারা তিনজন আছেন ব্লগের বারমুডা ট্রায়াংগেল। ;)

১০| ০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪২

নতুন নকিব বলেছেন:



হাসিনা দায় স্বীকার করতে চাইলেও তার চামচারা তা করতে দিবে না। এই ব্লগেও সেটা স্পষ্ট।

০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: ভালো কথা দায় কি স্বীকার করেছে? আনন্দবাজার ভাওতাভাজি টাইপ কথা বলছে না? পড়ে কি বুঝলেন?

১১| ০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪৩

কলাবাগান১ বলেছেন: সোজা হিসাব: ১৯৭১ সনে স্বাধীনতার যুদ্ধে মুক্তিযোদ্ধারা বিজয়ী হয়েছিল আর রাজাকার রা পরাজিত হয়েছিল। ২০২৪ সন এর যুদ্ধে রাজাকার রা জয়ী হয়েছে (প্রতিশোধ নিল) আর মুক্তিযোদ্ধারা পরাজিত হয়েছে।

০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০২

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা সুশাসন দিতে ব্যর্থ হয়েছেন, উনার দলের এমপিরা লুটপাট করেছে, প্রশাসন মানুষকে গুম খুন করেছে তাই যখন বিরোধী দল মেটিকুলাস ডিজাইন সাজিয়ে তাদের অতীত যাই হোক জনগণ সাড়া দিয়েছে। ইহা অপশাসক পতনের ক্লাসিক এক্সাম্পল।

১২| ০৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪১

ক্লোন রাফা বলেছেন: প্রতিটি হত্যার বিচার আবশ্যিক । কিন্তু সেটা করতে অপারগ এই অপগন্ড দখলদার দালালরা । কারন হত‍্যাকারি এখন বর্তমান দখলদার সকলেই। বড় খুনি সুদের মহাজন ॥

০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৩

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার মতো কসাই নাকি এই শতাব্দীতে আর আসবে না -প্রেস সচিব।

১৩| ০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৬

নতুন নকিব বলেছেন:



লেখক বলেছেন: ভালো কথা দায় কি স্বীকার করেছে? আনন্দবাজার ভাওতাভাজি টাইপ কথা বলছে না? পড়ে কি বুঝলেন?

-সত্যি কথা বলতে, আনন্দ বাজার পড়ার ইচ্ছে এবং রুচি কোনোটাই আমার হয় না। এগুলো মিথ্যাচার আর প্রোপাগান্ডার বাক্স। তসলিমা নাসরিনদের মত এককালের অসৎ দেহ ব্যবসায়ীদের আশ্রয়স্থল (অবশ্য ইহার গায়ে গতরে আগের সেই চিকনাই নেই বিধায় এখন দেহ ব্যবসার দিনও হয়তো তার ফুরিয়ে এসেছে, ফলে দিনকাল এখন আর আগের মত রমরমা হয়তো যাচ্ছেও না)।

০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: রুচি হয় না কারোই । কিনতু শেখ হাসিনার নিউজ দেখে শেয়ার করলাম। আমার কাছে মনে হলো না যে তিনি মাফ চেয়েছেন।

১৪| ০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৩

কু-ক-রা বলেছেন: উহারা (ভারতের "র";) শেখ হাসিনার হইয়া এইসব ন্যারেটিভ মার্কেটে ছাড়িতেছে। সম্ভবত বাংলাদেশ লইয়া উহারা নতুন কোন প্লান তৈয়ার করিয়াছে। সেই অনুযায়ী স্ক্রিপ্ট আগাইয়া লইতেছে। উহাদের সফল হইবার সম্ভবনা কম।

০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৯

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনাকে নিয়ে এগুলে সফল হবে না । ভারত গতবার ইলেকশনের পর শেখ হাসিনাকে আর চায় না ।

১৫| ০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৫

কু-ক-রা বলেছেন: পুনন্শ্চঃ ব্লগার "পাঁদগাজী" থাইল্যান্ডে গিয়া শস্তায় কি কি অপকর্ম করিত, ৬ নং মন্তব্যে উহা ফাঁস হইয়া গিয়াছে।

০৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:২১

সৈয়দ কুতুব বলেছেন: আপনি যে এতো নলেজ রাখেন পাদগাজিকে নিয়ে জানতাম না ।

১৬| ০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: আপনি পারলে শেখ হাসিনাকে ধরে গলায় দড়ি দিয়ে দিতেন।

০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৭

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার সঠিক বিচার চাই । সুযোগ থাকলে উনাকে সেইফ ভাবে দেশে আনার try করতাম । রায়ে যা আসে মেনে নিতাম ।

১৭| ০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: কুতুব ভাই, লাইনে আসুন। ভুল পথ ও ভুল চিন্তা থেকে সরে আসুন। প্লীজ।

০৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৮

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা দেশের বারোটা বাজিয়ে গেছেন ।

১৮| ০৮ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪২

মাথা পাগলা বলেছেন: @নতুন নকিব

দফাদার, জেনারেশন একাত্তর - ইনারা ভদ্র মানুষ, যুক্তি দিয়েই কথা বলেন, চিন্তা-ভাবনা ডিফারেণ্ট তাই মাঝে মাঝে কথা-কাটাকাটি হয় কিন্তু আমার ধারনা তারা দেশের ভালোর জন্যই কথা বলেন, চিন্তা করেন। জোর করে নিজের দলে ভিরানোর চেষ্টা করবেন না।

"তসলিমা দেহ ব্যবসায়ী"

কোন প্রুফ ছাড়া এধরনের কথা বলা থেকে বিরত থাকুন। মোটা কালো চিকন - বডি শেমিং করা খারাপ মানসিকতার পরিচয় দেয়। দেহ ব্যবসায়ী হলেও কাউকে খারাপ বলা যায় না, দেশ থেকে বের করে দেয়া যায় না। দেশটা কারো বাপের না।

লেখক বলেছেন: শেখ হাসিনার সঠিক বিচার চাই । সুযোগ থাকলে উনাকে সেইফ ভাবে দেশে আনার try করতাম । রায়ে যা আসে মেনে নিতাম ।

দেশে না এনেও প্রমাণ দিয়ে বিচার করা যায়, চোখে পড়ার মতো ইউনুস সাহেব কোন উদ্যোগ নিয়েছেন? হাসিনার সঠিক বিচার হলে ইউনুস সাহেব নিজেও ধরা খাবেন। ইউনুস সাহেব তাই হাসিনার বিচারের ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন।

০৮ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: দেখেন যা ভালো মনে করেন । হাসের মাংস খেতে যেখানে মন চায় সেখানে যান ।

১৯| ০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৫

কামাল১৮ বলেছেন: দুই পক্ষেরই লাশের দরকার ছিল।দুই পক্ষই লাশ ফেলেছে।কেউ বিজয় অর্জনের জন্য,কেউ বিজয় ঠেকাতে।তৃতীয় পক্ষ ক্ষমতায় আসলে দুই পক্ষেরই বিচার হবে।

০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:০২

সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ শেখ হাসিনার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.