নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

২০১৪ সালের জানুয়ারি মাসে ৮৫ টি পরিবার নিয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটি হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গিয়েছে বহু দূর। এক কথায় বলতে গেলে ‘বহরদার বাড়ী কল্যাণ ট্রাষ্ট’ হচ্ছে আত্ম সামাজিক কাজে নিয়োজিত একটি সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য হল বিভিন্ন সামাজিক

লতিফপুর বহরদার বাড়ী

লতিফপুর বহরদার বাড়ী › বিস্তারিত পোস্টঃ

আজও কি আমরা মানুষ? নাকি মানুষ রুপি এক আস্ত পশু বলার আর ভাষা খুজে পাচ্ছি না আপাতত।। আপনাদের কারও জানা থাকলে জানাবে।।

২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬

সময়, শ্রোত, টাকা,বাস এসব কারউ জন্য থেমে থাকে না। হয়ত সব শুনেছি ঠিক, দেখেছি ঠিক তবে সময়ে পালাক্রমে তা যে আরও অসম্বভ ভয়ানক থেকে ভয়ানক হবে তা নির্দিধায় বলতে পারা যপতে পারে।
আজ মানুষগুলো পশুশালা ব্যবহার নিক্ষেপ করছে কাল কামড়াবে না তার কোন নিশ্চয়তা নেই।
আমরা মানুষ আজকে এ পরিস্তিতিতে এসে দাড়িঁয়েছি শধুমাএ অর্থ, নারী, আর সার্থের কারনে।।
আমার খুবই ভয় পায় যে আমাদের ভবিষ্যৎ পরজন্ম কেমন শুলোভ আচরন করবে? তখন শুধু সৃষ্টিকর্থাকে শরন করি আর ভাবি যেন ভবিষ্যৎ পরজন্মের মুখ ও না দেখায়।।
একজন আদর্শ মানুষ যখন পরিবেশ হতে দেয় না তাহলে একজন আদর্শ পিতা কেমন করে হব?
ভয় হয় খুব খুব বলতে আসলেই অনক ভয়।।

শুভকামোনা করি তবুও যেন সার্থ না খুঁজোক আমার, আপনার সেই পরের পরজন্মরা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.