নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লামিয়া মৃন্ময়ী

লামিয়া মৃন্ময়ী › বিস্তারিত পোস্টঃ

কথা ছিল .......... অতঃপর...

২১ শে নভেম্বর, ২০১২ রাত ৩:০৬

কথা ছিল ব্যালকনি টা থাকবে ছাদহীন, থাকবে বৃষ্টির মাতাল আনাগোনা,জোছনার অবাধ লুকচুরি,সাথে থাকবে এক মগ কড়া কফি অথবা নাম না জানা গানের সুরে গিটার হাতে তুমি।



বলেছিলে,পাখির নীড়ে ফেরার মতো করে সন্ধ্যায় দুজন ফিরে আসবো আমাদের নীড়ে।বলেছিলে- জীবনের জন্য জীবিকা,জীবিকার জন্য জীবন নয়, সুখময় মুহূর্তকে অনুভব না করে,দ্রুতগামী জীবন দিয়ে কী লাভ??? উত্তরহীন আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুধু শুনেছি .... এত সুন্দর উপলব্ধি আমার কোনদিন হয়নি কেন?



কথাছিল কখনো গাড়ি কিনবে না, বাইকের ভার্সনটা চেঞ্জ করবে... ড্রাইভিং সিটের তুমি জীবন টাকে উপভোগ করতে পারবে না তাই। শহর থেকে দূরে হবে আমাদের স্বপ্নপুরি,জীবনের খুব আয়োজন না থাকলেও চলবে তোমার-শুধু চাই- বিশাল লাইব্রেরি, গিটার, তোমার চেয়ার,আর আমি। হাসতে হাসতে বলেছিলাম-'তিন তিনটা জড় পদার্থের মাঝে আমি!!!' তুমি বলেছিলে-' তিনটা জড় থেকে প্রানশক্তি খোঁজার চেষ্টা করি,আর তুই হচ্ছিস আমার প্রান।তুই ছাড়া অচল,স্থবির,অসার আমি' কি চমৎকার উত্তর তোমার, অবাক বিস্ময়ে ,বিমুগ্ধ নয়নে তাকিয়ে ছিলাম আমি। আমার প্রতি বিধাতার এত মহানুভবতা দেখে অনেক খুশী হচ্ছিলাম.... কে বুঝেছিল বিধাতা সেদিন ব্যাঙ্গ করে হাসছিলেন....।



স্রষ্টার প্রতি না ছিল তোমার খুব অনুভব না ছিল খুব অনুজগ।তার প্রতি আসক্তি আনয়নের প্রানপন চেষ্টারত ছিলাম আমি,কে বুঝেছিল এ আসক্তি আনয়ন ক্ষণিকের, অপেক্ষা করছে বিশাল বিভক্তি......



তুমিতো অকারন কে কারন বানিয়ে দেখতে আসতে আমায়,আমার গিনিপিগ র মত চোখ কে যখন বলতে সন্ধাতারা... অনেক কষ্টে হাসি চাপিয়ে রাখতাম, স্বল্পভাষী তুমি কি করে আমার কথার মহাকাব্য শুনতে টা আজো আমি ভেবে পাইনা।উপমার তোমার স্বল্পতা ছিলনা, স্বল্পতা ছিল জীবন দীর্ঘতার....



তোমার সাথে আমার যোজন যোজন দূরত্ব,এখন তোমার কি করে সময় কাটে?না ফেরার দেশে? সত্যি কি তুমি রাতের তারা হয়ে আমায় দেখ?কিছুই কি বলতে ইচ্ছা করে না তোমার?কেমন করে আমি আছি জানতে ইচ্ছা করেনা তোমার? স্রষ্টার সাথে কি তোমার দেখা হয়? কথা হয়?-জিজ্ঞাসা করো তো"পৃথিবীতে এত লোকজনের মাঝে আমায় কেন একলা করে রেখেছেন?কি অপরাধ ছিল আমার?"



তোমার যান্ত্রিকতা ভালো লাগে না,তাই তুমি এসব ছেড়ে পালালে ... কত টা স্বার্থপর, নীচ তুমি,আমাকে এত যান্ত্রিকতায় ফেলে রেখে গেলে, এখন তুমি অট্টহাসি হাসো তাই না!!! আমার যান্ত্রিকতা দেখে।



বৃষ্টির প্রতি ভালবাসা আমার একটুও কমেনি,তবে মেঘলা আকাশ অসহ্য লাগে-- তোমায় যে দেখতে কষ্ট হয়, বলেছিলে মেঘনা নদীতে হংস বলাকার পাখা ঝাপটানো দেখাবে,ক দিন আগে গিয়েছিলাম, নদীর পাড়ে... পেয়েছি শূন্যতার হাহাকার, আত্মার আর্তনাদ, নদীর আক্রোশ। হয়ত বলাকা আমায় দেখে পালিয়েছে, যেমন করে পালালে তুমি......



একটা প্রশ্ন করি? কেন তুমি চলে গেলে? যদি চলেই যাবে তবে কেন এসেছিলে? কেন স্বপ্ন দেখিয়ে ছিলে- উত্তর দাও,

নিস্তব্ধ কেন?

আমি খোলা আকাশের নিচে তোমার দিকে তাকিয়ে প্রশ্ন করি,উত্তর- তুমি, তোমার বিধাতা কেউ দেয়না...... শুধু আমার দু চোখ ঝাপসা হয়ে যায়, আমার অপলক দৃষ্টিতে পলক তখন ফেলতেই হয়................

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩৭

জুলু জাহিদ বলেছেন: ভাল লাগল

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:২৯

লামিয়া মৃন্ময়ী বলেছেন: অসংখ্য ধন্যবাদ.........

২| ২৫ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

শৌখিন ছেলে বলেছেন: ওয়াও!দারুন লেখেছেন তো!খুবই ভাল লাগলো।আগামীতে আরো ভালো হবে আশা করি।:)

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৩০

লামিয়া মৃন্ময়ী বলেছেন: ধন্যবাদ, ইনশাল্লাহ... ভালো হবে।

৩| ২৫ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: ভালোলাগা পোষ্টে +++++


ব্লগে স্বাগতম :)

শুভকামনা ।

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৩১

লামিয়া মৃন্ময়ী বলেছেন: ধন্যবাদ

৪| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ২:০৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: দারুন লেগেছে !

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৩১

লামিয়া মৃন্ময়ী বলেছেন: শুনে ভালো লাগলো......

৫| ২৬ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:০৮

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: লাশ হয়ে আছি আমি
মিশে গেছি শহরের ক্লান্ত বাতাসে
য়ামি কিই বা এমন চিঠুক?



সুন্দর ঝরঝরে লেখা। শুভকামনা।

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৩২

লামিয়া মৃন্ময়ী বলেছেন: ধন্যবাদ

৬| ২৬ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:১৮

গ্রাম্যবালিকা বলেছেন: অনেক গুছিয়ে লিখেন আপনি। :)
আরো পোষ্ট চাই

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৩৩

লামিয়া মৃন্ময়ী বলেছেন: ধন্যবাদ, ইনশাল্লাহ দিবো.........

৭| ২৬ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:২৫

ধ্রুব ও তার দূরবীন বলেছেন: মৃন্ময়ী, অসাধারণ লিখেছেন। :)

হ্যাপি ব্লগিং। :)

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৩৪

লামিয়া মৃন্ময়ী বলেছেন: ধন্যবাদ

৮| ২৬ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৭

এসএমফারুক৮৮ বলেছেন: ভাল লিখেছেন।

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৩৫

লামিয়া মৃন্ময়ী বলেছেন: শুনে ভালো লাগলো.........

৯| ২৬ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:১২

শ্রাবণধারা বলেছেন: বেশ লিখেছেন...........। ব্লগে স্বাগতম.......।

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৩৯

লামিয়া মৃন্ময়ী বলেছেন: ধন্যবাদ

১০| ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:১২

সালমাহ্যাপী বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন।


ব্লগে স্বাগতম।!!


অনেক অনেক শুভেচ্ছা :)

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৪০

লামিয়া মৃন্ময়ী বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ

১১| ২৭ শে নভেম্বর, ২০১২ সকাল ৮:০৬

সিলভানা বলেছেন: ভাল লেখা।

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৪০

লামিয়া মৃন্ময়ী বলেছেন: :)

১২| ২৭ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৩৭

িরািমষ বলেছেন: সুন্দর গোছালো লেখা । আরো পাব আশা রাখি ।

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৩৮

লামিয়া মৃন্ময়ী বলেছেন: দোয়া করবেন......

১৩| ২৭ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪২

পলক শাহরিয়ার বলেছেন: ভাল লাগল। হ্যাপি ব্লগিং . . .

২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৩৮

লামিয়া মৃন্ময়ী বলেছেন: :)

১৪| ২৮ শে নভেম্বর, ২০১২ রাত ১২:১১

নীরব বালক বলেছেন: ালো লিখেছেন অনেক। :)

২৯ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৫০

লামিয়া মৃন্ময়ী বলেছেন: ধন্যবাদ,

১৫| ২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৭

চৌধুরী সাজু বলেছেন: অনেক গুছিয়ে লিখেন আপনি
ভালো লাগা জানিয়ে গেলাম।


২৯ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৫১

লামিয়া মৃন্ময়ী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.