নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am anonymous

শেষ শ্রাবণ

শেষ শ্রাবণ › বিস্তারিত পোস্টঃ

বেকার

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৮

বাহিরে ভর দুপুর। বাংলামোটর থেকে একটা মফস্বলের বেকার যুবক হেঁটে চলছে। হেঁটে চলছে খাদ্যের সন্ধানে। উচ্ছন্ন শহরের বিরাট রাজপথ, বিপুল যানবাহন, আর ভরপুর জনগন জনবসতি পার করে হেঁটে চলছে। কোথায় হকারের ডাক, শরবত ওয়ালার ঘাম, যুবক যুবতির গুঞ্জন, কোথায় হাড়ভাঙ্গা ফকিরের সাহায্যের আকুল আবেদন এসব কিছু ঢোকেনা তার মাথায়। তাকে হাটতে হবে। হাটতে হবে খাদ্যের সন্ধানে, হাটতে হবে জীবীকার সন্ধানে, হাটতে হবে বাসস্থান আর চাকরির সন্ধানে। বিংশ শতকের এই উন্নতি রেনেসাঁর যুগেও কত বেকার যুবক রাস্তায় হন্য হয়ে হাঁটে। এদের কাছে বিংশ শতক, উন্নতি, ভিশন বলতে কোন শব্দ নেই। এরা এখনও আদিম। খাদ্যই এদের প্রধান চাহিদা। বাসস্থানের ব্যাবস্থাই এদের মূল লক্ষ্য। মফস্বলের সুখ দেখেছি আমি- দেখেছি পুরাণ ঢাকার আদিম বাড়ির ভিতরের সুখ- দেখেছি বহুতল এপার্টমেন্টের কোটরে কোটরে সুখ। সব সুখেরা একই। জীবিকা যেখানে নেই সেখানেও সুখ আছে- যেখানে জীবিকা ভরপুর সেখানেও সুখ আছে। সুখের কোন স্থান ভেদ নেই- কাল ভেদ নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.