![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন? -মধ্যরাত
পালাবো তোমার সাথ,
না না অচেনা কোথাও নয়,
চলো না ছুঁই ঐ আকাশের চাঁদ।
চাঁদের বুড়ি চেনোতো?
ঐ যে চরকা কাটে দিনরাত,
তোমায় দেখতে চেয়েছিল,
চলোনা যাই হাতে রেখে হাত।
নাকি যাবে তারার দেশে?
দুজনে মিলে তারা গুণবো
গুণেই না হয় ফিরে আসবো,
যখন রাত্রি শেষে প্রভাত।
অন্ধকারেও হাঁটতে পারি,
তোমার মাথার নিচে আমার বাম কাঁধ
হ্যাঁ চলো বেড়িয়েই পড়ি
তোমার ভালো লাগবে নির্ঘাত।
©somewhere in net ltd.