নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am anonymous

শেষ শ্রাবণ

শেষ শ্রাবণ › বিস্তারিত পোস্টঃ

পথে দেখা

২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩০

- বাসায় যাবেন না???
- এখানে থাকলে কি সমস্যা??
- তার মানে আমি একাই শুধু ফুটপাতে রাত কাটায় না।
- হতে পারে তবে এই নিয়ে আমার মাথা ব্যাথা নাই।
- কিছু কি খেয়েছেন?
- হুম বাদাম আর এক গ্লাস পানি।আপনি কিছু খাবেন?
- কি খাওয়াতে চান?
- কথা দিয়ে পেট ভরানোতে আমি বেস্ট। এটাই পাবেন
- সমস্যা হবে না।দীর্ঘ রাত। হালকা বাতাসে কথার বিরিয়ানি খারাপ হবে না।
- তা হেরে গেলেন কেনো।জানালেই পারতেন।
- তখন আর নিজেকে বলতে পারতাম না "জানালে হারতাম না"। এখন নিজেকে এটা বলতে পারি
- আর আপনার সফলতার আকাশ কুসুম স্বপ্ন?
- বুঝলাম না মোশাই আপনার কথার উত্তর দিচ্ছি কেন?
- আমার কথার বিরিয়ানি খাবেন আর উত্তর দিবেন না তা হয় কি করে
- বাসায় যাবো থাকেন।
-তার মানে ফুটপাতে আমি একাই থাকি!!!!
-খোচা দিচ্ছেন!!!!!
- না তবে যার যখন ইচ্ছা আমাকে সহানুভূতি দেখাতে পারেন। চাইলে কিছু জ্ঞান দিয়ে এসিডিটিও ধরাতে পারবেন।আমার সমস্যা নাই
-বিরিয়ানি টা টেস্টি ছিলো। আবার খেতে আসবো তবে না জানিয়ে। জানিয়ে আসলে কৃত্রিমস্বাদ পেতে হবে
- আপনার স্বাদ মনে থাকবে না। আমি কথা দিয়ে পেট ভরাই।অতি আদিখ্যেতা না হলে কেউ এসব খায় না অথবা অযথাই সাহিত্যের চর্চা না করলে
- কথা সত্য। তাই যখন আমার দরকার তখনই আসব আমার স্বার্থে
- আপনি না আসলেও কথা থাকবে আসলেও থাকবে।আমার আপত্তি নাই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.