নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am anonymous

শেষ শ্রাবণ

শেষ শ্রাবণ › বিস্তারিত পোস্টঃ

আমি বমি করি না

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৬

বাসে উঠলে আমি জানালা দিয়ে খাদ্য বের করি মানে বমি বের করি অনেক আগে থেকেই।এবার বাসায় যাওয়ার সময় বাসে উঠতেই সুপারভাইজার সবাইকে পলিব্যাগ দিলেন যদি কারো লাগে তাই। আমার পাশের জন বলে উঠলো "আর বলবেন না ভাই বাসে উঠেই দেখি কেউ না কেউ বমি করে।এদের অত্যাচারে মনে হয় প্রাইভেট গাড়ি কিনে ফেলি। যাক এবাসে মনে হয় কেউ বমি করে না।ফ্রেশ লাগতেছে এখন পর্যন্ত সবকিছু।"বেচারা এত ভালো যে আমাকে নিজের জানালা পাশের সিটটাও দিতে চাইলো। ""আমি বমি করব না ।টেনশন ফ্রি থাকেন।আপনিই জানলার পাশে থাকুন।" বলতেই বেচারা ইম্প্রেসড এতোই যে তার বাসা থেকে যেসব খাবার রাস্তায় খাওয়ার জন্যে দিছিলেন তা অফার করে বসলেন।কিন্তু আমি তো আর পেটুক না!!!!!! তাই নিষেধ না করে খেয়ে বসলাম পেট ভরে।তারপর সুন্দর চলতে থাকলো বাস সাথে আমাদের জার্নি। ৫ মিনিট যায়, ১০ মিনিট যায়, ১৫ মিনিট যায় সবকিছু স্বাভাবিক। তারপর ঝড়ের গতিতে আমি পলিব্যাগে মুখ গুজে দিয়ে "আহা শান্তি " করে সব বের করে দিলাম।পরে সেই ভাইয়ের হাতেই পলিব্যাগ ধরিয়ে দিয়ে "ভাইয়া একটু বাহিরে ফেলে দেন তো :v :v :p "

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.