![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Only Know You Love Her When You Let Her Go
কথাটা অনেক সিম্পল হলেও সবার সাথেই যায়। যারা একা তারা আজ দুইটা কারনে একা।
হয়তো মনে মনে ভালোবাসে কিন্তু বলতে পারে না অথবা ফ্রেন্ডজোনে থাকতে থাকতে একসময় তাকে পাবার আসা ছেড়েই দেয়।কিন্তু মেয়েটি তো আর বসে থাকে না। সে একে ফ্রেন্ডই ভাবে তাই প্রেম করে অন্যজনের সাথে। আর তখনই ছেলেটা বুঝতে পারে অন্য ছেলেটির সাথে মেয়েটির সামান্য কথা বলতে শুনলেও তার বুকে এসে লাগে কেন। বেচারা তখনই বুঝে মনে মনে এতো ভালোবেসে ফেলেছি কখন নিজেও বুঝিনি। তারপরও হাসিমুখে মেয়েটির কাছে তার বয়ফ্রেন্ডের গুণগাণ ,তাদের প্রেমের শত কথার গল্প শোনে। মেয়েটি তার বয়ফ্রেন্ডের কোনো দোষ ধরলে সে তা ব্যাখ্যা করে মনকে ভালো করে দেয়। জবাবে মেয়েটি বলে "তুই এতো ভালো কেন রে। তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার।" ছেলেটি মনে মনে বলে "তোর খুশিতেই আমি খুশি।তবে তোকে পাওয়ার খুশি জীবনে আর পেলাম না। আমি এতো ভালো বন্ধু হতে চায় নি।একটু দুষ্টূ হয়ে তোর সাথে জীবন কাটাতে চেয়েছিলাম"।
আস্তে আস্তে ছেলেটি মেয়েটির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কথা হয় না ৪/৫ বছর। আর এটি ছেলেটি ইচ্ছে করেই করে। যেখানে গেলে শুধুই আফসোস থাকবে সেখানে যাওয়ার কোনো মানেই হয় না। মেয়েটিরও বিয়ে হয়ে যায়। ভাগ্যের পরিক্রমায় ছেলেটির সাথে দেখা হলে ছেলেটি বলে "গৃহিনী হয়ে গেছিস।তোকে দেখে অনেক ভালো লাগছে।" আর মনে মনে আসে "তোকে বউ করে তোর হাতের রুটি আর আলুভাজি খেতে চেয়েছিলাম। সাহস না হয় আমার ছিলো না।।কিন্তু একবার যদি মজা করেও জিজ্ঞেস করতি আমি তোকে ভালোবাসি নাকি শুধুই বন্ধু ভাবি তাহলেই উত্তর পেয়ে যেতিস। আমি মেয়েদের সাথে মিশতে পারি না, শুধু তুই ছাড়া আমার কোনো বান্ধবী নেই এটা তো জানতিস। তাহলে কাউকে ভালোবাসি বলার সাহসই বা আসবে কই থেক- তুই এটুকুও বুঝলি না "
তারপর জীবন যুদ্ধে দুইজন দুই মেরুতে চলে যায় যা ছেলেটিকে একটু হলেও শান্তি দেয়
©somewhere in net ltd.