নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am anonymous

শেষ শ্রাবণ

শেষ শ্রাবণ › বিস্তারিত পোস্টঃ

প্রেম

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৭

প্রেমের আখ্যান তার প্রতিলিপির স্মারকচিহ্ন প্রতিনিয়ত নতুনরূপে সতেজতার সৌরভ ছড়িয়ে যায়। প্রেম পেতে মরিয়া কিংবা প্রেম হতে বিমুখী ব্যক্তি ও কখনো উপলব্ধি করতে পারে না যে, কিভাবে প্রেম তার অনুলিপির মোহনীয় ধারায় মনে গেঁথে যায় অজানা প্রতিমূর্তির প্রতিচ্ছবি। ক্ষণিকের মধ্যে সম্পূর্ণ অপরিচিত কেউ হয়ে উঠে অতি আপন কেউ। যার মুখের কোণে এক চিলতে হাসির জন্য পার্থিব সব পাগলামো ও যেন জায়েজ হয়ে দাঁড়ায়।

ভালোবাসায় মত্ত্ব মন কি কখনো পরিমাপক যন্ত্রের মত তার কপোত/কপোতী কে ভালোবাসতে পারে কি? তা কখনোই হতে পারে না। কেননা সে ভালোবাসায় স্বার্থ নয় বরং ভালোবাসার মানুষটির জন্য নিঃস্বার্থ হতে চায় মন। সেথায় সামান্যতম ত্রুটি হলেও ভালোবাসার মানুষটি কে আগলে রাখতে প্রয়োজনে দুনিয়ার সাথেও লড়তে সদা প্রস্তুত হয়ে যায় প্রেমে মত্ত্ব সে মন।

এতকিছুর পরেও কি বিরহ কি বাঁধা হয়ে দাঁড়ায় না কপোত-কপোতীর সম্পর্কে!!! যদিও বিরহের ঘনকালো ছায়া সম্পর্কে ছেয়ে যায়, সেথায় ও থাকে অহমের চাদরে লুকায়িত অপার স্রোতসমৃদ্ধ ভালোবাসা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.