নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am anonymous

শেষ শ্রাবণ

শেষ শ্রাবণ › বিস্তারিত পোস্টঃ

প্রেমের সেকালের সাথে একাল

০১ লা মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

ঊনবিংশ শতকে মানুষের জীবন মনে হয় অনেক শান্তির ছিল।প্রেম গুলো ছিল লাজুক।রিলেশনশিপ স্ট্যটাস নয় বরং লোকালয়ের আড়ালে মাসে দুএকটা চিঠির আদান প্রদানেই ছিল দুটি অপেক্ষমাণ ছটফটে মনের প্রশান্তি। crush শব্দটা মনে হয় ব্রিটিশরা তখনো গ্রাম বাংলায় প্রচলন করতে পারেনি তাই "ভালো লাগা"ই ছিল আকাঙ্ক্ষা প্রকাশের একমাত্র মাধ্যম। break up কথাটা তখনকার মানুষ চিন্তাই করতো না।সমাজবদ্ধ ব্যর্থ প্রেমগুলোকে ত্যাগ বলেই শুরু করতো দুই প্রান্তে দুটো মানুষের ভালো থাকার অভিনয়। সম্পর্কের চার বছর পর ও পবিত্র এক দীর্ঘশ্বাস ফেলে প্রথম বার হাত ধরার স্বপ্ন নিয়ে।চাঁদের আলোয় selfie নামক কোন চিত্রে নয়,বাংলা সিনেমার কোন দৃশ্যে নিজেদের চিন্তা করে পরোক্ষনে লজ্জাই মৃদু হাসত।।ওই মূহুর্তটাকে Miss শব্দে সীমিত না রেখে হয়তো বইয়ের পাতায় এলোমেলো আঁকাঅাকি করত।Messenger এ ছবি আদান প্রদান নয়।মাস চারেক পর দেখাতে মুখ ফস্কে বেড়িয়ে যাওয়া " শুকিয়ে গেছো "কথাটাতে বিক্রিয়া হত প্রেম, পবিত্রতা আর এক পলক প্রিয়মুখ দেখার স্বস্তি। বড়দের মুখে পরম তৃপ্তিতে এমন গল্পশুনার পর প্রশ্ন জাগে আমরা জাতি হিসেবে ইংরেজ অনুকৃত ডিজিটাল হচ্ছি সেটা সত্যি,,
কিন্তু আদো কি নিজেকে প্রকৃত সুখী দাবি করতে পারি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.