![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সবচেয়ে আপন" কিংবা "সবচেয়ে প্রিয়" নামে পৃথিবীতে কিছুই নেই।
"সবচেয়ে আপন" কিংবা "সবচেয়ে প্রিয়" ঘটনাগুলো প্রচন্ড আপেক্ষিক।
এরা রোজ বদলায়।
কিংবা মাসে।
অথবা বছরে।
স্কুল থেকে ফিরে মাকে এক পলক দেখতে না পেলেই, নি:শ্বাস বন্ধ হয়ে আসতো আপনার।
ভালোবাসার র্যাংকিং এ মায়ের সেই "নাম্বার ওয়ান" জায়গাটা খুব নীরবে রিপ্লেইস করে ফেলেছেন আপনার সন্তানের সাথে!
এই সন্তানের কাছে আপনার "নাম্বার ওয়ান" জায়গাটাও একদিন রিপ্লেইসড হয়ে যাবে খুব গোপণে!
হতে পারে তার সন্তান, কিংবা স্বামী/স্ত্রীর সাথে।
অথবা গীটার বা কোনো বৃদ্ধাশ্রম;
কিংবা একটি জার্মান শেফার্ডের সাথে!!!
"সবচেয়ে আপন" আসলে একটি স্বচ্ছ গ্লাস।
যে গ্লাসটার নাম সময়।
বর্তমান সময়।
সেই গ্লাসে যখন যে পানি থাকবে;
সেটাই সবচেয়ে আপন।
ঘড়ির কাঁটা টিক-টিক হামাগুড়ি দিতে থাকবে ডানে।
আর বামে চেঞ্জ হতে থাকবে পানির রঙ।
কখনো লাল।
কখনো নীল
©somewhere in net ltd.