নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am anonymous

শেষ শ্রাবণ

শেষ শ্রাবণ › বিস্তারিত পোস্টঃ

ভূত ও আমি

০৪ ঠা মে, ২০১৮ সকাল ১১:২১

নিজের ভূড়ি কমানোর জন্যে রাতে না খেয়ে থাকার চেষ্টা চলছে। সেদিন ক্ষুদার জন্যে মধ্যরাতে ঘুম ভেঙ্গে গেলো। তাই "ভূড়ি আভিজাত্যের প্রতীক" প্রবাদটিকে মেনে নিয়ে খেতে গেলাম। কিন্তু ভাগ্য খারাপ...রুমে স্ন্যাক্স জাতীয় কিছু নেই যে খাবো।তাই ভাবলাম একটা ডিম তাহলে পোচ করে নিই। গেলাম চুলো ধরাতে । ভাগ্য খারাপ আবার, গ্যাস নাই। তাই ভাবলাম পানি খেয়েই আপাতত রাত পার করি।গেলাম পানি খেতে কিন্তু ফিল্টারে পানি নাই। তারপর রেগে গেলাম ডাইরেক্ট লাইনের পানি খেতে দেখি সেখানেও পানি নাই। দাড়োয়ান ছুটিতে।তাই নিজেই গেলাম পাম্প চালু করতে, কারেন্ট চলে গেলো। তারপর গেলাম জেনারেট অন করতে কিন্তু অন হলো না। কারন ডিজেল নাই।পাশের স্টোর রুমে সব সময় একট্রা ডিজেল মজুদ রাখা হয়,এবার সেখানে গেলাম। সেখানে তালা মারা। অগত্য মালিককে ঘুম থেকে ডেকে ওঠালাম চাবির জন্যে। "চাবি তো দাড়োয়ান তোমাকে দিয়ে ছুটিতে গেছে" বলতেই মনে পড়ল চাবি তো আমার রুমেই। রুমে ব্যাক করলাম চাবি খুজতে। তারপর আর কিছু মনে নেই...

সকালে রুমমেট বলতেছে "কি রে তোকে আমি না থামালে তো ঘুমের মধ্যে মেইন গেটের চাবি নিয়ে বাহিরে চলে যেতি।আর একা একা ঘুমের মধ্যে কাকে দরজা খুলে দিতে যাচ্ছিলি"
"কই না তো!!!!!! আমি তো খাবার খুজতে গিয়ে রান্নাঘরে তারপর পানি নাই দেখে পাম্প চালু করতে" বলতেই সে বলে "ধুর কিসব বলিস।তোকে শব্দ করে বেড থেকে নামতে দেখে ভাবলাম পানি খেতে যাবি।কিন্তু দেখি যে তুই চাবি নিয়ে কি যেনো বলতে বলতে বাহিরে যাচ্ছিস। তখন আটকলাম তারপর তুই কিছু না বলে চুপ করে এসে আবার ঘুমিয়ে গেলি"

কিভাবে কি এখনো বুঝতেছি না

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.