নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

পরবাসী জীবন

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:০৩




পরবাসী জীবন
-------+++------+++------
এখানে জীবন যে হায় দুঃখে গাঁথা
ভালবাসাহীন একলা চলা।

এখানে জীবন যে হায়,টাকায় কেনা
সুখ দুঃখের বন্ধু ছাড়া।

এখানে জীবন যে,হায় মৃতপাড়া
মা-বাবা, ভাই-বোন,সজ্জন ছাড়া।

এখানে জীবন যে হায়, শূণ্য গোয়াল
গাধার মতো সকাল সন্ধা খেটে যাওয়া।

এখানে জীবন যে হায়,ঠুঁটো-জগন্নাথ
নিজেকে বিলিয়ে করি অযথা সুখের আবাদ।

এখানে জীবন যে হায়,পাহাড় চূড়া,
বৃষ্টি বাদল দেয় দোলা হরহামেশা।

এখানে জীবন যে হায়,প্রতিনিয়ত যুদ্ধরত,
প্রতিদানের ছাড় যোগাই পরিজন কে অন্ন।

এখানে জীবন যে হায়,মানবেতর
খেয়ে না খেয়ে বলি ভাল আছি জীবনভর।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:২৮

স্রাঞ্জি সে বলেছেন: চমৎকার।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:২৬

বলেছেন: অনুপ্রাণিত হলাম সুহৃদয়

২| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:৪৯

সনেট কবি বলেছেন: দারুণ কবিতা হয়েছে প্রিয় কবি। যাক ভালই হলো আপনার কবিতার উপরেই আপনাকে লিখা সনেট।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:২৬

বলেছেন: Thanks

৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবি,

আবেগ আছে। কবিতা ভালো লেগেছে। তবে বেশকিছু টাইপিং সমস্যা আছে। পারলে ঠিক করে দিন।

শুভেচ্ছা নিয়েন।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:২৩

বলেছেন: Sir,
I am trying to fixing the errors.

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:৪০

বলেছেন: ভালবাসা

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:৪৩

বলেছেন:
যখন আপনার সময়,
দয়া করে আমার খোরাক কবিতাটি দেখুন,

৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:২৮

নিউ সিস্টেম বলেছেন: দারুন কবিতা।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১০:৩৩

বলেছেন: ধন্যবাদ নিয়েন।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:৫৯

কাওসার চৌধুরী বলেছেন: কবিতায় ভাল লাগা।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি

৬| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১:০৭

জগতারন বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে!
প্রবাসীদের কষ্ট ও আবেগময়তা কিছুটা হলেও প্রকাশ পেয়েছে।

কবির প্রতি অভিন্দন ও সুভেচ্ছা জ্ঞাপন করছি।

(কবিতায় বানানের প্রতি নজর দেয়া অতি আবশ্যক)

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!

৭| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: আমি কোনো দিনও প্রবাসী হতে পারবো না।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

বলেছেন: ধন্যবাদ ভাই

৮| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৭

দৃষ্টিসীমানা বলেছেন: আপনার লেখায় বাস্তবতার ছায়া দেখি , পড়তে ভাললাগে । কবির জন্য রইল শুভ কামনা ।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

বলেছেন: ধন্যবাদ প্রিয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.