নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

আজ ১৫ই আগষ্ট

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৮

আজ ১৫ই আগষ্ট বাঙালি জাতির জন্য কলঙ্কের একটি দিন, একটি পরিবার কে সপরিবারে হত্যা করার মাধ্যমে শুরু হয় হত্যার রাজনীতি এর-ই ধারাবাহিকতায়,
জাতীয় চার নেতাদের জেল হত্যা,
জিয়াউর রহমানের হত্যা,
আইভি রহমানকে হত্যা,
আহসান উল্লা মাষ্টার হত্যা,
কিবরিয়া হত্যা,
ডাঃ ফয়েজ আহম্মদ হত্যা,
এইতো দু দিন আগে সিলেট রাজু হত্যা
আরো কত নাতিদীর্ঘ তালিকা শুধু লম্বা হবে।
এই প্রতিটি জঘন্য হত্যাকান্ডের পিছনে রাজনৈতিক উচ্ছাভিলাষ, প্রতিহিংসাপরায়নতাই মুলত দায়ী।
আর আজও বিচারের বাণী নীরব নদীর মতো বহমান।
বিচার ব্যবস্থায় সঠিক তথ্য ও উপাত্তের ভিত্তিতে সুবিচার নিশ্চিতই এসব জঘন্য কাজ সমাজ থেকে নিবৃত্ত করা সম্ভব।
সম্ভব মায়ের কান্না, বোনের আহাজারি, বাবার বেদনা লাঘব করা।
ভাল থাকুক যে হারালো সজ্জন
সভ্যতার বিস্ময় নিয়ে বাঁচুক সর্বজ্ঞ।


রহমান লতিফ

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৭

স্রাঞ্জি সে বলেছেন: লেখাটা পড়ে ভালই লাগিল।

কিন্তু নাতিদীর্ঘ লিষ্ট না বলে নাতিদীর্ঘ তালিকা বললে ভাল লাগত।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৯

বলেছেন: বললাম

২| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৮

ভ্রমরের ডানা বলেছেন: জন্মদিন ছিল

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩২

বলেছেন: তাইতো

৩| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: দেহে মননে কন্ঠে কথায় তারুণ্যে সাহসে প্রভাবে প্রজ্ঞায়-এখনও কেও আসেনি আপনার মতো..., তাই এখনও আপনি এ দেশের সন্দেহাতীত শ্রেষ্ঠ নেতা !
আপনি বেঁচে থাকলে কেমন হতো এই দেশটা....,আফসোস রয়েই গেলো আমাদের !
বিশ্ব জানে পিতা-হত্যাকারী আমরা; তাই এ দেশের নাগরিক হিসেবে এই হত্যা আমাদেরকেও কুন্ঠিত করে....!

শ্রদ্ধা জানবেন, বঙ্গবন্ধু !

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩১

বলেছেন: বস

৪| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফভাই , প্রতিবাদের কবিতা বেশ সুন্দর হয়েছে। তবে কয়েকটি টাইপো আছে।

শুভকামনা রইল।

৫| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

বলেছেন: নিজের অজান্তেই অনেক ভুল হয়ে যায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.