নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

চন্দমুখী হবো

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮



আজও প্রতিটি ভোরে কুয়াশার চাদর ভেদে সূর্য ওঠার আগে-
কম্বল মুড়ি খুলে প্রতিদিন স্বপ্ন স্রোতম্বীনী তন্ময় হয়ে ভাসি।

আবারও নতুন করে স্বপ্ন দেখি,
খুব সাবধানে হাতটা বাড়িয়ে দেই।
কেউ একজন কানের কাছে ফিসফিস
শব্দ তুলে দিয়ে যায়।

মেকী স্বপ্নটা নতুন আবেদনে রূপ নেয়,
হৃদয়ে লালিত অব্যক্ত ভালবাসা বিলিয়ে
কেউ একজন আসুক সত্যিকারের সুজন
নিয়ে একচিলতে সহমর্মিতা।

গভীর শূর্ন্যতা আরও প্রকট হয়ে জানান দেয়
মোরগ পাখি ডাক।

সময়ের পালাবদলে,
আনমনে আমি আজও কারো
চন্দমুখী হওয়ার অপেক্ষায় ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৪

অর্থনীতিবিদ বলেছেন: এই অপেক্ষা যেন শেষ হয় একদিন।

২| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

বলেছেন: ঘুমাইয়া ছিলাম ছিলাম ভাল জেগে দেখি.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.