নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

ঈদ ও ঈদের শিক্ষা,

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪

ঈদ ও ঈদের শিক্ষা,
★★★★★★

একসময়,
ঈদ মানে ছিল নতুন জামা,
বাবার হাতের ঈদ উপহার পাঁচ কিংবা দশ টাকা।
বাবার কাঁধে চড়ে ঈদের জামাত, মুনাজাত,
উপভোগ করা,কুরবানী আর দান খয়রাত।

আর এখন,
ঈদ মানে নিজেই বাবার আসনে
সন্তানের আবদার আর আহ্লাদে ঘেরা,
হারানোর কষ্ট বুকে ধারণ করে বয়ে চলা,
স্মৃতি বিস্মৃতির অতলে হাতড়ে জীবন খেয়া।

ইতিহাসে ঈদ,
মজবুত ঈমান নিয়ে পিতা-পুত্র
আল্লাহর রাহে জীবন কুরবানীতে সম্মত,
আল্লাহ ভীতিতে অবশেষে আল্লাহতে বন্ধুত,
চির অসীম ত্যাগের মহিমায় জাতির পিতা স্বীকৃত।

ঈদের শিক্ষা,

অকুণ্ঠ ঈমান আর ত্যাগের মহিমায় উদ্দীপ্ত হয়ে-
স্বীয় প্রাণাধিক পুত্রের স্কন্ধে যে ছুরি উত্তোলিত হয়েছিল
তা আমাদের পশু কুরবানীর প্রতীকের মাধ্যমে জীবন সংগ্রামে-
মহান আল্লাহর আদেশ-নিষেধ মানতে-
আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শিক্ষা,
পরিশুদ্ধ জীবন গঠনের নিয়মতান্ত্রিক অনুশীলনের শিক্ষা।

ঈদ মোবারক।
রহমান লতিফ
২২,আগষ্ট ২০১৮

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৭

বলেছেন: অনেক ভালোবাসা আর শ্রদ্ধা জানাচ্ছি

২| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

সনেট কবি বলেছেন: ঈদ মোবারক

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৮

বলেছেন: সনেট কবিকে জানাই পবিত্র ঈদুল আয্হার শুভেচ্ছা

৩| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১০

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! প্রিয় লতিফভাই,

আজকের কবিতাটি একটি জীবনকথা । বেশ ভালো লাগলল।

শুভকামনা রইল।

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৯

বলেছেন: আপনার অনুপ্রেরণকে শ্রদ্ধা জানাই

অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইলো

৪| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: চমৎকার মনোমুগ্ধকর কবিতা।

''ইহুদিদের সাথে সব সময় হিসেব করে কথা বলতে হয়।ওরা কোনো প্রশ্নের সরাসরি উত্তর দেয় না।এমনকি, তুমি যদি অতি সাধারণ ভাবে জিজ্ঞেস করো, আজকের আবহাওয়াটা খুব সুন্দর না?তার উত্তরে একজন ইহুদি বলবে, কেন, তোমার মতে কি গতকালের আকাশ কম নীল ছিল?''

আমার সাথে একমত?

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৯

বলেছেন: বিষয়টি বৈজ্ঞানিক বিতর্কের জন্ম দিয়েছে,

“হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না।”

আল-মায়েদার ৫:৫১

৫| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪

বিজন রয় বলেছেন: জ্ঞানগর্ব কবিতা। শিক্ষামূলক।
++++

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫

বলেছেন: কবি আপনার মন্তব্যটি প্রেরণাদায়ক,
অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো

৬| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৪

শাহারিয়ার ইমন বলেছেন: ঈদ মোবারক

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৬

বলেছেন: ঈদ মোবারক

৭| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৭

বর্ণা বলেছেন: সুন্দর

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭

বলেছেন: একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয়

৮| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩০

আহমেদ জী এস বলেছেন: ল ,



কবিতা সুন্দর।
এই শিক্ষা যদি আমরা মেনে চলতে পারতুম ....................


ঈদ পরবর্তী শুভেচ্ছা ।

২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫০

বলেছেন: কবি আপনার মন্তব্যটি প্রেরণাদায়ক,
অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো

৯| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন: কবিতাটির প্রতিটি শব্দে শব্দে মিশে আছে ঈদের “ভালোবাসা, আনন্দ, সুখ, দুঃখ, ব্যাদনা” - সময় চলে যায়, আমরাও চলে যাবো একদিন, হয়তো বা ভবিষ্যত আরো ভয়ংকর - কে জানে ?

১০| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

বলেছেন: অনেক ধন্যবাদ,প্রিয়জন
আপনার চমৎকার কবিত্বময় মন্তব্যে মুগ্ধ হলাম।


আন্তরিক ভালোবাসা অবিরাম ,

১১| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

ইসিয়াক বলেছেন: বাবা,ছেলে ও পরিবারের সকলের জন্য রইলো অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া।
আল্লাহ সকলের মঙ্গল করুন।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.