নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

সড়কে কুপোকাত

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

সড়কে কুপোকাত
★★★★★★(বাংলা লতিফা-৩) ★★★
সড়কে মানুষের কুপোকাতে নেই ভ্রুক্ষেপ,সবাই দায়হীন!
নেই কি তার প্রতিকার? মানুষ তবে কি মৃল্যহীন?

দমবন্ধ পরিবেশে মুখবন্ধে বাধ্য,চোখে ছানিপড়া,
ম্লান হয়ে উঠে মুখাবয়ব,চারপাশে মৌনতা ভরা।

যে দৃশ্যের করছো ঠাট্টা,বিদ্রুপ,উপহাস প্রকাশ্যে,
যেও না ভুলে;তুমি তার হতে পার শিকার সহাস্যে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

প্রামানিক বলেছেন: মূল্যবান ছড়া। ধন্যবাদ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

বলেছেন: প্রিয় প্রামানিক ভাই , শুভকামনা ও হৃদ্মিক ভালোবাসা রইল!
এটা ছড়া নয়, বাংলা লতিফা বা অনুকবিতা

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

মাহমুদুর রহমান বলেছেন: আজ কারো দূঃখে বা মৃত্যুতে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে,তারো যখন একদিন মৃত্যু হবে সবাই তখন ঠাট্টা বিদ্রুপই করবে আর এটাই চিরন্তন সত্য।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০০

বলেছেন: অাল্লাহ অামাদের সকলকে সৎপথে চলার তৌফিক দান করুন, অামীন!!

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! সুন্দর মূল্যবোধের কবিতা।


শুভেচ্ছা প্রিয় লতিফ ভাইকে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩

বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৯

বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় সনেট কবি ভাই ।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: বাস্তবিক একট রূপ ফুটে উঠেছে। ঠিকই বলেছেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০

বলেছেন: ধন্যবাদ তাজেরুল ইসলাম স্বাধীন ভাই

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

সনেট কবি বলেছেন: অবশেষে আপনাকে নিয়ে আরেকটা সনেট পোষ্ট দিয়েই ফেল্লাম। একটু দেখে নিবেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭

বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

কাওসার চৌধুরী বলেছেন:



সর্বত্রই মুখোশের ছড়াছড়ি৷

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮

বলেছেন: সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: দুর্দান্ত।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৯

বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ @রাজীব নুর ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.